গত ৯/১০/২০২৪ তারিখ এ মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী দের দুর্গা পুজা শুরু হয়। প্রতিবারের মতো এবার ও মামার বাড়ি গিয়েছিলাম। ষষ্ঠীর দিনে মামার বাড়ি গিয়েছিলাম।
এবার ১০/১০/২০২৪ তারিখ ছিলো মহাসপ্তমী। এবার সব পুজার সময় ছিলো ভোরে। তাই উপোস রাখতে সমস্যা না হলেও তৈরি হতে গিয়ে অনেক সমস্যা হয়।
র্জানি করার করনে ঘুম ভালো না হওয়াতে সপ্তমীতে ভোরে উঠতে দেরি হয়ে গিয়েছিলো।তারপরেও দ্রুত আমি, বোন, আর মাসি মনি তৈরি হয়ে চলে গেলাম মন্দির এ।
আমরা ও পৌঁছালাম অঞ্জলী শুরু হলো।তারাতারি করে অঞ্জলী দিয়ে একটু ঘুরে বাসায় এসে সকালের নাস্তা সারলাম। যদি ও সব নিরামিষ ছিলো তবে সব গুলো খাবার অনেক সুস্বাদু ছিলো।
এরপর আমি, বোন আর মাসি সন্ধ্যাতে একটু ঘুরতে বেরহলাম।
দু একটা মন্দির ঘুরাঘুরি করে গেলাম চা খেতে। কারন আমার মাসি ভিষণ চা পাগল।
চা খেয়ে সবচেয়ে মজার বিষয় হলো বাসায় আসার সময় মাসি বললো যে বাজার করবো।আমি ভেবেছিলাম জামাকাপড় পরে দেখি কাঁচাবাজারে নিয়ে গেলো আর আলু ও পেঁপে কিনলো।কারণ মাসির মা মানে আমার দীদা কিনে নিয়ে যেতে বলেছে। কিন্তু মাসি ঐ বাজার এর ব্যাগ নিয়ে বাসায় আসবে না কারন মাসি অনেক সাজগোজ করে ছিলো। আমার হাতেপায়ে ধরে আমায় দিয়ে বাজার এর ব্যাগ বাড়ি পর্যন্ত নিয়ে গেছে।
এভাবে বেশ আনন্দে কাটলো আমার সপ্তমী।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে সুন্দর পোস্ট শেয়ার করেছেন। আর এরই মধ্য দিয়ে বেশ অনেক কিছু দেখা ও জানার সুযোগ করে দিয়েছেন আমাদের। যাহোক মন্দির ঘুরাঘুরি শেষে একসাথে চা পান করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit