ফটোগ্রাফি : মায়ের শাড়ী।

in hive-129948 •  11 days ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার মায়ের কিছু শাড়ী।

IMG_20240626_141353.jpg
বাঙ্গালী নারীদের পোশাক বলতে প্রথম পছন্দ শাড়ী। আর আমার মা ও বেশ শাড়ি পরে তবে সবসময় নয়।
যদি ও ছবি গুলো অনেক দিন আগে তোলা প্রায় গত বছর ঈদের সময়। সময় এর অভাবে পোস্ট করা হয় নি।
আমার মা কম দামি বেশি দামি মিলিয়ে মিশিয়ে শাড়ী পরতে পছন্দ করে।
গত বছর ঈদে মামার বাড়ী গিয়ে শাড়ী গুলো এনেছিলাম। কারন মামার বিয়ের সময় প্রায় সব শাড়ী মা।নিয়ে গিয়েছিলো,যদি ও পড়েছিলো শুধু ৩ টা। এক বছর এর মতো শাড়ী গুলো একটা ব্যাগে বন্দি ছিলো। তাই মা বললো যে এগুলো তে ভাজ পরে যাবে তারপর আস্তে আস্তে কেটে যাবে। তাই যে দিন খুব রোদ উঠে ছিলো শাড়ি গুলো সেদিন একটু রোদ লাগিয়ে নিলাম।

IMG_20240626_095043.jpg

IMG_20240626_100039.jpg
প্রতিটি শাড়ি কেনার পেছনে একটা একটা ঘটনা, অনুষ্ঠান কিংবা শখ এর গল্প আছে। এর মধ্যে কয়েক টি শাড়ী আমার মায়ের অনেক শখের এবং আবেগের। প্রথম দুটি হলো বিয়ের শাড়ী। যদি ও একটা ড্রাই ওয়াশ করতে দিয়ে নষ্ট হয়ে গেছে।আর আমার বোনের দাবি এই সব শাড়ীর মালিক ও আমার ভবিষ্যত বউ এর কোন দাবি থাকবে না এগুলোর উপর।
যাইহোক এভাবে সব গুলো শাড়ি রোদ দিয়ে ভাজ এলো মেলো করে, আবার মা আর আমি মিলে সুন্দর পরিপাটি করে গুছিয়ে ফেললাম।

IMG_20240626_134028.jpg

IMG_20240626_133814.jpg

IMG_20240626_134226.jpg

IMG_20240626_134556.jpg

IMG_20240626_123952.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

location
Device :xawmi mt 9i

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-01-27-16-49-25-397_com.android.chrome.jpg

Screenshot_2025-01-27-16-49-08-590_com.android.chrome.jpg

Screenshot_2025-01-27-16-48-45-929_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আপনি সঠিক বলেছেন বাঙালি মেয়েদের প্রথম পছন্দই হচ্ছে শাড়ি ।তবে শাড়িতেই কিন্তু বাঙালি মেয়েদের চমৎকার দেখায়। আপনার আম্মুর দেখতেছি অনেক শাড়ি। তবে ভাই বোন এর মাঝে শাড়ি নিয়ে দেখতেছি ভালোই খুনসুটি হয়। আপনার মায়ের শাড়ির ফটোগ্রাফি এবং রোদে শুকানোর অনুভূতিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

সব মেয়েরাই শাড়ি পড়তে খুবই পছন্দ করে থাকে।মাসিমাও তার ব্যাতিক্রম নয়।আসলে কোথাও গেলে শাড়ি একটা দুটো পড়া হয় কিন্তুু আলমারি ফাকা করে না নিয়ে গেলে শান্তি লাগে না মনে আমাদের মেয়েদের মন এরকমই। শাড়ি গুলো কিন্তু ভীষণ সুন্দর। বোন তো ঠিকই বলেছে মায়ের গহনা শাড়ির অধিকার মেয়েদের হয় ছেলের বউকে ছেলে কিনে দেবে।আপনি লক্ষী ছেলের মতো মায়ের শাড়ি রোদে দিয়ে তা গুছিয়ে রাখলেন জেনে ভালো লাগলো।আসলে মায়ের এরকম সেবা সব সন্তানের করা উচিত।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

বাঙ্গালী নারীদের পছন্দ কি বলছেন তাদের ইমোশন হচ্ছে শাড়ি। আপনার মায়ের প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। মায়ের হাতে হাতে শাড়িগুলো গুছিয়ে দিয়েছেন জেনে ভালো লাগলো।

আপনার মায়ের অনেক সুন্দর সুন্দর শাড়ির চমৎকার ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফির পোস্টটি পড়ে।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।