দীর্ঘদিন পর বাগানে কাঠ গোলাপের দেখা

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাগানের একটি মিষ্টি ফুল নিয়ে । আর সেই ফুলটি হচ্ছে কাঠগোলাপ । দীর্ঘ দুই বছর পর গাছটিতে আবার ফুল ধরেছে । দুই বছর আগে একবার ফুল ধরেছিল । তারপর বহু প্রতীক্ষা করেছি। আমার কাঠ গোলাপ গাছে কেন ফুল আসছে না এই নিয়ে বেশ চিন্তাও করেছি । এবার যখন কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল । রোজার ভেতর খুব একটা ছাদে যাওয়া হয়নি । গাছে পানিও দেওয়া হয়নি । যার কারণে প্রচন্ড তাপে গাছগুলোর বেশিরভাগই মারা গিয়েছে । তো কিছুদিন আগে ছাদে গেলাম গাছগুলোর কি অবস্থা দেখার জন্য । যেয়েতো আমি অবাক । যেয়ে দেখি আমার কাঠ গোলাপ গাছে কলি এসেছে । যেখানে অন্যান্য গাছগুলোর বেশিরভাগই মারা যাওয়ার অবস্থা । সেখানে কাঠগোলাপ গাছে কলি এসেছে দেখে আনন্দে আমার মনটা ভরে উঠলো ।



দীর্ঘদিন পর বাগানে কাঠ গোলাপের দেখা



20230430_145059.jpg

আসলে পছন্দের গাছে ফুল না ফুটলে মনটা খারাপ হওয়ারই কথা । তাই এই গাছটা যখনই দেখতাম তখনই মনটা ভীষণ খারাপ লাগতো , যে এতদিন হয়ে যাচ্ছে ফুল ফুটছে না কেন । কিন্তু এবার ফুল ফোটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে । আসলে এই কাঠগোলাপ ফুলটি আমার ভীষণ পছন্দের । আমি যখন প্রথম অনলাইনে এই ফুলের গাছ দেখি তখন থেকেই আমি এই ফুল গাছ পাবার জন্য অস্থির হয়ে উঠি । তারপর বিভিন্ন নার্সারি ঘুরে আমি একটি গাছ সংগ্রহ করি । সেই গাছটি ছোট থেকে বেশ বড় হয়েছে ।প্রথমে একবার ফুল ফুটে দুবছর ফুল ফোটে নি। এবছর আবার ফুল ফুটেছে ।আমার আনন্দের সীমা নেই ।



20230420_173656.jpg

আসলে এই কাঠগোলাপ ফুলের আকৃতি বেশ লম্বাটে হয় । অবশ্য স্থান ভেদে এটি হয় । যেমন মাটিতে লাগালে এটি বেশ লম্বা হয় । আবার টবে লাগালে ওতটা লম্বা হয় না । বেশ মিষ্টি সুঘ্রাণ জাতীয় একটি ফুল । এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি একটি ঘ্রাণ আছে । সাধারণত কাঠ গোলাপ ফুল তিন রকমের দেখা যায় সাদা, গোলাপি ও লাল ।



20230420_173649.jpg

20230420_173634.jpg

এই ফুল গাছটির পাতা খুব সহজেই ঝরে পড়ে যায় ।পাতা ঝরে গেলে গাছটি একদম অন্যরকম দেখা যায় । এই ফুলগুলি সকালে ও বিকালে বেশ সুগন্ধি ছড়ায় । সাধারণত সারা বছর কম বেশি ফুল ফুটলেও বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে এই কাঠগোলাপের ফুল বেশি দেখা যায় । শীতকালে এই কাঠগোলাপের ফুল দেখা যায় না । সাধারণত গ্রীষ্মকালে এই কাঠগোলাপের ব্যাপক হারে চাষ করা হয় । এই কাঠগোলাপ গাছে শীতকালীন হাওয়া লাগলে এর ফুল ফোটা বন্ধ করে দেয় ও এর পাতা ঝরে যায় ।



20230420_173714.jpg

20230420_173739.jpg

মাটি যেমনই হোক না কেন যে কোন মাটিতেই এই কাঠগোলাপ গাছ জন্মে । তবে দোআঁশ মাটি এর জন্য সবথেকে ভাল মাটি । তাই কাঠ গোলাপ লাগানোর ক্ষেত্রে দোআঁশ মাটি নির্বাচন করাই সবথেকে ভালো।



20230430_145132.jpg

20230430_145126.jpg

এই কাঠ গোলাপ ফুলের পাঁচটি পাপড়ি থাকে ।ফুলগুলো ৫ থেকে ৮ ইঞ্চি চওড়া । এই কাঠ গোলাপ গাছের পাতা গজানোর আগেই ফুল ফুটতে পারে । প্রচন্ড তাপমাত্রায়ও এই কাঠগোলাপ গাছ বেঁচে থাকতে পারে । সেটা আমিও বুঝতে পেরেছি । কেননা কিছুদিন আগে আমাদেরও প্রচন্ড তাপমাত্রা ছিল । আর আমি গাছগুলোতে পানি দিতে পারিনি ।তারপরেও গাছটি দিব্যি বেঁচে ছিল বেশ ভালোভাবেই।



20230430_145113.jpg

20230430_145140.jpg

আসলে গাছগুলোতে যখন ফুলে ফুলে ভরে থাকে তখন দেখতে সত্যি চমৎকার লাগে । আর কাঠগোলাপ গাছে তো একসঙ্গে অনেকগুলো ফুল এক জায়গায় ফুটে থাকে । যার জন্য দেখতে অনেক বেশি ভালো লাগে । আশা করছি আপনাদের কাছেও আমার কাঠগোলাপ ফুল ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাঠ গোলাপ ফুল আমার খুবই পছন্দের। আপনার গাছে এই প্রথম ফুল ফুটেছে দেখে আপনার খুব ভালো লেগেছে তাই আমাদের মাঝে ও শেয়ার করলেন।আপু আমারও খুব ভালো লাগলো দেখে।আর কাঠ গোলাপ যখন হয় চারিপাশে ফুল দিয়ে ছড়িয়ে থাকে।আর চারিপাশ ফুলের ঘ্রানে ভরে উঠে। সে এক অন্য রকম অনুভূতি।ধন্যবাদ আপু আপনাকে।

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ফুলের ঘ্রাণে চারিপাশ ভরে ওঠে । সত্যি বেশ ভালো লাগে । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

আমিও বেশ কিছুদিন পরে আজকে সকালে কাঠগোলাপ দেখতে পেয়েছি। অনেকদিন আগে আমাদের স্কুলে একটা কাঠ গোলাপের গাছ লাগিয়েছিলাম আজকে হঠাৎ দেখতে পেলাম সেই গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন এক জায়গাতে অনেকগুলো ফুল ফোটে বলে এটা দেখতে খুবই সুন্দর দেখায়।

ভাইয়া আপনার লাগানো আপনাদের স্কুলের কাঠগোলাপ গাছেও ফুল ফুটেছে জেনে বেশ ভালো লাগলো । আসলে এই ফুলটি দেখতে ভীষণ ভালো লাগে । মিষ্টি গন্ধও আছে । ধন্যবাদ আপনাকে ।

আমিও অনেকদিন পরে আপু এই কাঠ গোলাপ দেখলাম। যদিও ওই কাঠ গোলাপ আমার বাড়ির একটু দূরেই একটি গাছ রয়েছে । আর কাঠগোলাপ আপনি আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে। এই কাট গোলাপের খুবই সুন্দর একটি ঘ্রাণ রয়েছে। একটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে থাকে। আপনার এই ফুল গুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

এই কাঠ গোলাপের সঙ্গে আপনার অনেক স্মৃতি রয়েছে জেনে ভালো লাগলো । আসলে ফুলটি ভীষণ সুন্দর । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

দুই বছর পর আপনার পছন্দের গাছে ফুল ফুটেছে দেখে সত্যিই ভালো লাগলো। কাঠগোলাপ দেখতে সত্যিই অনেক সুন্দর। আসলে রমজান মাসে ব্যস্ততার মধ্যে সবার সময় কাটে। তাই তো গাছের যত্ন করার সময় করে উঠতে পারেননি। কিন্তু হঠাৎ করে যখন ফুলের কলি দেখেছেন তখন নিশ্চয়ই আপনার অনেক ভালো লেগেছে। সত্যি আপু আমার কাছেও ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ আপু হঠাৎ করে যখন গাছে কলি দেখলাম সত্যি ভীষণ ভালো লেগেছিল । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

হঠাৎ করে দীর্ঘদিন পর নিজের গাছে পছন্দের ফুলটি দেখে নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছেন, ছবি দেখে তো ভালো লাগছে কত সুন্দর কাট গোলাপ। কাট গোলাপ ফুলের সৌন্দর্যটাই একটু অন্যরকম।

হ্যাঁ ভাইয়া খুবই অবাক হয়ে গিয়েছিলাম হঠাৎ করে কলি দেখে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

যেখানে সকল ফুল গাছ গুলো মারা গেছে সেখানে কাঠ গোলাপ ফুল গাছে কলি এসেছে দেখে তো ভালো লাগার কথা স্বাভাবিক। অনেকদিন অপেক্ষা করার পরে গাছে ফুলের কলি আসছে এবং ফুলগুলো ফুটেছে দারুন দেখাচ্ছে।

হ্যাঁ আপু ফুল গুলো ভীষণ সুন্দর আর এর গন্ধটাও দারুন । যার জন্য অনেক বেশি ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

আমার পছন্দের ফুলের মধ্যে কাঠ গোলাপ অন্যতম। কাঠ গোলাপের হালকা মিষ্টি ঘ্রাণে মন ছুঁয়ে যায়। দুই বছর পরে আপনার গাছে আবার কাঠ গোলাপের দেখা মিললো। শুনে ভালো লাগলো। একটা ডালে অনেকগুলো ফুল ফোঁটে একসাথে যার কারণে দেখতে বেশি ভালো দেখা যায়।

ভাইয়া আপনার পছন্দের ফুলের মধ্যে কাঠগোলাপ অন্যতম জেনে বেশ ভালো লাগলো । আসলে আপনি ঠিকই বলেছেন এর একটা মিষ্টি গন্ধ রয়েছে যা মন ছুঁয়ে যায় ।ধন্যবাদ আপনাকে।

আপনার কাঠ গোলাপের ফটোগ্রাফে দেখে সত্যি অনেক ভালো লেগেছে। আমাদের বাড়ির পাশেই একটি কাঠ গোলাপের গাছ রয়েছে কাঠগোলাপের ফুলের সুবাস অনেক দূর অব্দি যায়। আপনার প্রতিটি কার্ড গোলাপের ফটোগ্রাফি অসাধারণ ছিল। কাঠগোলাপের কলি গুলো বেশ সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ।

আমার কাঠ গোলাপের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আমাদের বাগানেও এই কাঠ গোলাপ ফুল গাছ আছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপু আপনার বাগানেও কাঠগোলাপ ফুল হয়েছে জেনে ভালো লাগলো । আসলে বাগানে এই গাছটি থাকলে বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

ছাদের গাছগুলোর এটা একটা বড় সমস্যা ,,ঠিকমত জল দেওয়া না হলে মরে যায়। তবে আপু ছাদে টবের ভিতরে যে কাঠ গোলাপ হতে পারে এটা আমার একদমই জানা ছিল না। অসম্ভব পছন্দের একটা ফুল। আমার মনে হয় সবাই এই ফুলটা পছন্দ করে। আর গন্ধটাও কিন্তু দারুন। দুর্দান্ত ছবি উঠেছে কাঠ গোলাপের। এক কথায় মন ভরে গেল আপু।

হ্যাঁ ভাইয়া ছাদের টবেও কাঠগোলাপ হয় । আমারটা তো টবেই লাগানো । বেশ ভালো লাগে আমার কাছে আর ফুলটি দেখতেও ভীষণ সুন্দর । ধন্যবাদ আপনাকে ।

কাঠগোলাপ আমারর ভীষণ পছন্দের একটি ফুল। যদিও আমাদের এদিকে কোনো কাঠগোলাপ গাছ নেই বা দেখেনি। তবে আমি ঘুরতে গিয়ে কাঠগোলাপ দেখেছি এবং আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখে ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপু এই ফুলটি আপনার পছন্দের ফুল জেনে ভালো লাগলো । এই ফুলটা আমারও ভীষণ পছন্দের । তাই তো খুঁজে খুঁজে বাগানে নিয়ে এসেছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

বাগানে কাঠ গোলাপের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আমিও অনেক দিন পর এই ফুল দেখতে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইয়া অনেকদিন পর আপনি এই ফুলটি দেখলেন এবং দেখে মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

আমাদের বিদ্যালয়ে একটি কাঠ গোলাপ গাছ লাগিয়েছিলাম আপু সেটাতে এখন ফুল ধরা শুরু হয়ে গেছে। আজ আপনার পোস্টে অনেক সুন্দর ভাবে কাট গোলাপের ফুল উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন ফটোগুলো।

আপনাদের বিদ্যালয়ে কাঠগোলাপ খুল গাছে ফুল এসেছে জেনে ভালো লাগলো । আসলে এই গাছ মাটিতে লাগালে অনেক বড় হয় এবং বেশ ঝোপালো হয় দেখতেও ভীষণ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।