আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
একদিন নার্সারিতে গাছ কিনতে যাওয়া
বন্ধুরা আজ আমি আবারো হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে ।আজ আমি আপনাদের সঙ্গে আমার গাছ কিনতে যাওয়ার কিছু অনুভূতি শেয়ার করব। বেশ কিছুদিন হয় কোন গাছ কেনা হয় না। আপনারা হয়তো অনেকেই জানেন গাছের প্রতি আমার ভীষণ টান ।আমার নিজেরও একটি ছাদ বাগান রয়েছে ।সেখানে হরেক রকম ফুলের গাছ রয়েছে ।গাছের প্রতি আমি একটা আলাদা টান অনুভব করি। যখনই কারো বাগানে নতুন একটি গাছ দেখতে পাই সেটি নেবার জন্য ব্যাকুল হয়ে উঠি। তারপরও মাঝেমধ্যে নার্সারিতে যেয়ে নতুন নতুন গাছ সংগ্রহ করি। এছাড়া অনলাইন থেকেও গাছ কিনি দুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে ।সেখানের কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমি আর আমার বোন বেশ কয়েকদিন হলো আমার মায়ের বাসায় রয়েছি। দুদিন আগে আমার বোন বলছিল আমাদের এখানের নার্সারিতে যাওয়া হয়না অনেকদিন ।আপু বলছিল চলো আমরা এখানের নার্সারিতে ঘুরে আসি। ভালো কোন গোলাপ গাছ পেলে আমরা কিনে আনব ।আমি আপুর কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম । কারণ নার্সারিতে যেতে আমার ভীষণ ভালো লাগে। কেননা সেখানে যেয়ে যদি নতুন কোন গাছ পেয়ে যাই। সেজন্য আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। তারপর আমরা যথারীতি নার্সারির উদ্দেশ্যে রওনা দিলাম।
নার্সারিটি রাস্তার পাশেই ছিল। রিকশা থেকে নেমে প্রথমেই আমার যে ফুলের দিকে চোখ পরেছিল সেটি হচ্ছে অ্যাডেনিয়াম ।এই ফুলটি দীর্ঘদিন ধরে আমি খুঁজছিলাম। এই ফুলের গাছ আমি অনলাইনে দেখেছিলাম ,আমার কাছে ভীষণ ভালো লেগেছিল ।কিন্তু নার্সারির লোকের কাছে ফুলের গাছটির দাম জানতে চাইলাম। দাম শুনে তো আমি অবাক হয়ে গেলাম ।১৫০০ টাকা গাছটির দাম চেয়েছিল, যা শুনে আমি রীতিমতো অবাক হয়েছিলাম। তাই গাছটি আর কেনা হয়নি।
এই গাছটি সাদা জবা ফুলের গাছ। সাদা জবা ফুল আমি কাছ থেকে এর আগে কখনো দেখিনি। এবারই প্রথম দেখলাম। তবে এ ফুলটির দামও বেশ ভালোই চেয়েছিল ।যার জন্য এই ফুলের গাছটিও কেনা হয়নি। পরবর্তীতে যেয়ে অবশ্যই কিনব।
এই নার্সারিতে দুই কালারের রঙ্গন ছিল। এই রঙ্গন দুটিও আমার কাছে আনকমন লেগেছিল। কেননা আমার কাছে লাল রঙ্গন ছিল। এই দুইটি কালার ছিল না ।বেশ ভালো লাগছিল ফুলগুলো দেখতে।
এটি হচ্ছে গোলাপ গাছ ।এই গোলাপ গাছটি হাজারী গোলাপ নামে পরিচিত। এই গোলাপ গাছের একটি বিশেষত্ব হচ্ছে একই গাছে দুই কালারের ফুল ফোটে। গাছটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। গাছটির দাম আড়াইশো টাকা চেয়েছিল। আমি ও আমার বোন দুজনেই এই গাছটি কিনতে চেয়েছিলাম। পরবর্তীতে আমার আপু গাছটি কিনেছিল।
এছাড়াও নার্সারিতে আরো বিভিন্ন ধরনের গাছ ছিল। তবে বেশিরভাগ গাছেরই দাম আকাশচুম্বি ছিল। এই গাছগুলোর এত দাম কেন চায় এরা বুঝি না ।একটু কম দামি হলে তো বেশ কিছু গাছ কিনতে পারতাম।
তারপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাছগুলো দেখলাম। আর যে গাছগুলো ভালো লাগলো তার কিছু ফটোগ্রাফিও তুললাম ।অবশেষে ঘুরেফিরে কয়েকটি গোলাপ গাছ আমাদের বেশ পছন্দ হলো। আমি ও আমার বোন মিলে কয়েকটি গোলাপ গাছ কিনলাম।
এই গোলাপের গাছগুলো আমি ও আমার বোন কিনেছিলাম। একটি গাছে দুই কালারের ফুল ফুটেছে। আরেকটি গেছে হালকা গোলাপি ইরানি গোলাপ ও আরও একটি গাছে ডিপ গোলাপি ইরানি গোলাপ ছিল।প্রতিটি গোলাপেরই দারুন সুগন্ধ ছিল। বেশ পছন্দ হয়েছিল গাছগুলো ।তারপর আমরা গাছগুলো কিনে বাসায় চলে আসলাম।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফার: | @wahidasuma |
---|---|
ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
লোকেশন | ঝিলটুলী, ফরিদপুর |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
![witness_proxy_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা গাছের দাম যদি ১৫০০ টাকা হয় তাহলে কিভাবে কিনা সম্ভব বলেন আপু।দেশে যে অরাজকতা সৃষ্টি হল কখন যে দুর্ভিক্ষ শুরু হয় একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।তবে গোলাপের গাছ টা খুব সুন্দর কিনেছেন।একটি গাছে দুটি কালারের ফুল ফুটে মানে হচ্ছে অসাধারণ। আপনার মত আমারও ফুল বাগানের প্রতি, গাছের প্রতি অনেক বেশি আকর্ষণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারও ফুল ও গাছের প্রতি আকর্ষণ জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও নার্সারিতে যাই প্রায় গাছ কেনার জন্য। আবার মাঝে মাঝে এমনিও ঘুরতে যাই কারণ নার্সারিতে সাজিয়ে রাখা সারি সারি গাছগুলো খুবই ভালো লাগে আমার কাছে। সত্যি বলতে ফুল গাছ আমার তেমন কেনা হয় না। কারণ সেগুলো বাসার ভিতরে রাখা যায় না। বাসার ছাদে রাখতে হয় কারণ বারান্দায়ও গাছের জন্য আর কোন জায়গা নেই। আর হাজারো ব্যস্ততার কারণে প্রতিদিন ছাদে যাওয়া হয় না যার কারণে এগুলোর তেমন যত্ন নিতে পারবো না। তাই ঘর ডেকোরেশনের জন্য যে সকল গাছ কেনা সম্ভব আমি সেগুলো কিনি এবং প্রতিনিয়ত যত্ন নেওয়ার চেষ্টা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মন্তব্য টি পড়ে বেশ ভালো লাগলো। আপনি ঘর ডেকোরেশনের জন্য গাছ কিনেন জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু সেদিন নার্সারিতে গিয়ে ভালো লেগেছিল আমারও। গাছের প্রতি আমারও অনেক টান গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে। আমারও ছোট একটি বারান্দা বাগান রয়েছে। গোলাপ গাছটি আসলেই অনেক ভালো হয়েছিল কিনতে পেরে আমি অনেক খুশি। সাদা জবা ফুল আমিও সেদিন প্রথম দেখেছি আপনি যে কেন গাছটি কিনলেন না কিনলে হয়তো ভালো লাগতো, এখন আফসোস হচ্ছে। সময় থাকলে আবারও এক দিন যাবো। নার্সারি যেতে আমার কাছেও ভালো লাগে কিন্তু এখানে গাছ গুলোর ভালোই দাম ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সেদিন নার্সারিতে যেয়ে বেশ ভালো লেগেছিল । আমিও চেষ্টা করব আপনার সঙ্গে আরেকদিন যাবার জন্য । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইন থেকেও যে গাছ কেনা যায় এ ব্যাপারটা আমার একদমই জানা ছিল না আপু। বেশ মজার ছিল আমার কাছে ব্যাপারটা। আর গাছের তো দেখছি অত্যাধিক দাম ছিল এই নার্সারিতে। এত দাম হলে মানুষ শখের গাছ লাগাবে কি করে!! নার্সারিতে গেলে নানান রকমের ফুল গাছ দেখলে মন আপনা আপনি ভালো হয়ে যায়। আপনার মত আমার বাবাও ছাদে গাছ লাগাতে ভীষণ পছন্দ করেন। আমাদের ছাদে বেশ কয়েক ধরনের ফল গাছ এবং ফুল গাছ আছে। আপনাদের কেনা গোলাপ ফুল গাছগুলোর মাঝে হলুদ রঙের যে গোলাপটা ছিল ওটা বেশ লাগে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া গাছগুলোর বেশ দাম ছিল এজন্য বেশি কিনতে পারিনি । আপনাদেরও যে ছাদে গাছের বাগান রয়েছে যেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও সময় পেলে মাঝেমধ্যে নার্সারিতে যায়। আমার বাড়িতে ছাদ বাগান আছে। মাঝেমধ্যেই নার্সারি থেকে গাছ কেনা হয়। আপনি ঠিকই বলেছেন নার্সারি গুলোতে গাছের দাম একটু বেশি চায়। এডোনিয়াম এগুলো বিদেশি গাছ ।এগুলো গাছের দাম এরকমই আকাশচুম্বি দাম। কিছু গোলাপ গাছ কিনেছেন গোলাপ গাছের ফুলগুলো দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অ্যাডেনিয়াম গাছগুলোর দাম সত্যি আকাশচুম্বী । যার জন্য কিনতে পারলাম না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারির অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরেছেন আপু আপনার পোস্টে। অনেকগুলো গাছের চারা দেখতে পেলাম এই পোস্টের মধ্যে দিয়ে। খুব দারুণভাবে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন তাই পোস্টটি অনেক ইউনিক হয়েছে। আর একই সাথে পরিচিত হতে পারলাম অনেকগুলো ফুলের গাছের সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি ।ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নার্সারিতে গিয়ে আপনি ফুলের এবং চারার অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টের মাধ্যমে অদেখা অনেক কিছু দেখতে পেলাম এবং আপনি অনলাইনের মাধ্যমেও যে গাছ কিনেন সেটা একটু ব্যতিক্রম লেগেছে আমার কাছে। যাইহোক আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া যে সকল গাছ এখানে পাই না সেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে কিনি। বেশ কিছু গাছ এভাবে কিনেছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি যে নার্সারিতে গাছ কিনতে গিয়েছেন সেখানে অনেকগুলো ফুলের গাছ দেখতে পেলাম। সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ও আপনার বোন খুব সুন্দর দুটি ফুলের গাছ কিনেছেন। গোলাপ ফুল গুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমার কাছেও নার্সারি থেকে বিভিন্ন গাছ কিনতে অনেক ভালো লাগে। আমাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কাছেও নার্সারি থেকে গাছ কিনতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit