বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া পর্ব -২

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। এর আগে আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের প্রথম পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি ।মূলত এই শপিং মল টি এত বড় এক দিনে এর বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব নয়। বেশ কিছুদিন আগে আমি এই শপিংমলে শপিং করতে গিয়েছিলাম ।সেখানে বেশ কিছু সময় কাটিয়েছিলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে এখানে শপিং করতে এবং ঘোরাঘুরি করতে সবারই মনে হয় বেশ ভালো লাগে । সবকিছুর ব্যবস্থা এখানে আছে। শপিং খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থাও আছে ।বাচ্চাদের খেলার জন্য কিডস জোন রয়েছে ।সবকিছু মিলিয়ে দারুন একটি শপিংমল। যাই হোক চলে যাচ্ছি মূল পোস্টে।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া পর্ব -২


IMG20240605133451.jpg

IMG20240605133447.jpg

মূলত অনেকদিন আগে একবার এই শপিংমলে গিয়েছিলাম ।তা বেশ কয়েক বছর হয়েছে। এবার আবার যখন যাবার সুযোগ হলো তখন এখান থেকে বেশ কিছু শপিং করেছিলাম। আসলে আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের সব সময় এই শপিংমল গুলোতে শপিং করার সুযোগ হয়ে ওঠে না ।ঢাকায় মূলত বিভিন্ন কাজের জন্য আসা হয়। নির্ধারিত কাজ শেষ করে আবার ফিরে আসতে হয়। হাতে সময় নিয়ে বেড়ানো খুব একটা হয়ে ওঠেনা ।সেবার অবশ্য কাজের ফাঁকে ফাঁকে ঘুরতেও বেরিয়েছিলাম। যার কারণে শপিং করার সুযোগ হয়েছিল।


IMG20240605133223.jpg

IMG20240605133107.jpg

IMG20240605133052.jpg

প্রথমেই আমরা টুকি টাকি শপিং করেছিলাম ।মূলত প্রথমেই শপিং পর্ব টা শেষ করে নিয়েছিলাম যাতে পরবর্তীতে আমরা ঘুরে ফিরে পুরো শপিংমল টা দেখতে পারি। যদিও পুরো শপিংমল দেখে শেষ করা সম্ভব হয়ে ওঠে নি ।কেননা তাতে আরো বেশি সময়ের প্রয়োজন ছিল। তারপরও যতটা সম্ভব পেরেছি দেখেছি। প্রতিটি ফ্লোরে হয়তো যাওয়া সম্ভব হয়নি, তার পরেও চেষ্টা করেছি।


IMG20240605141953.jpg

IMG20240605141943.jpg

এটি মূলত স্টার সিনেপ্লেক্স যা সব সময় আমরা টিভিতে দেখি ।যদিও এখানে সিনেমা দেখার সুযোগ হয়ে ওঠেনি ,হাতে পর্যাপ্ত সময় থাকলে হয়তো দেখতে পেতাম। আর সেরকম ভালো সিনেমাও ছিল না ।যার জন্য আগ্রহ খুব একটা বেশি ছিল না ।হয়তো পরবর্তীতে সময় সুযোগ হলে এই ইচ্ছাটিও পূরণ করা সম্ভব হবে। এই শপিংমল গুলোতে গেলে এই একটা সুবিধা একসঙ্গে সব ধরনের প্রয়োজন মেটানো সম্ভব হয়। শপিং, খাওয়া-দাওয়া সিনেমা দেখা সব মিলিয়ে দারুন সময় উপভোগ করা যায় ।


IMG20240605132504.jpg

IMG20240605132343.jpg

ছোট ছোট শপিংমলগুলোতে যেখানে শুধুমাত্র শপিং এর ব্যবস্থা থাকে এবং টুকিটাকি খাবার দোকান থাকে। কিন্তু এদের এখানে অন্যরকম সুযোগ-সুবিধা ,বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বলে কথা। তবে এ ধরনের শপিংমলে গেলে আমার কাছে মনে হয় সারাদিনের জন্য গেলে ভালো হয়। হাতে সময় নিয়ে বের হলে ইচ্ছামত ঘোরাঘুরি করা যায় ।তাড়াহুড়ো করে এখানে যাওয়া ঠিক নয় ।যাই হোক বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম সেদিন ।বাকি অংশ পরবর্তীতে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T
লোকেশন:বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স,ঢাকা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Polish_20241202_212815051.jpg

আপু এটা ঠিক বলেছেন এই শপিংমলে গেলে সময় নিয়ে না গেলে সম্পুর্নটা ঘুরে দেখা সম্ভব নয়।আপনারা কিছু কেনাকাটা শেষ করে একটু ঘুরে দেখেছেন এটা ভালো ই করেছেন। সিনে কমপ্লেক্সে ভালো কোন মুভি না থাকায় দেখা হলো না।তবে পরবর্তীতে এলে দেখবেন এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়া করছেন জেনে বেশ ভালো লাগলো। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আসলে শপিং মহল ঘুরে দেখতে খুব ভালো লাগে। বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।