একটি মান্ডালা আর্ট||১০%বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম



আমার প্রিয় কমিউনিটি" আমার বাংলা ব্লগের" বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন।
আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।


আজ আমি আপনাদের সামনে একটি মান্ডালা আর্ট নিয়ে এসেছি।আমি মান্ডালা আর্ট খুব কমই করেছি।কমিউনিটিতে সবাই মান্ডালা আর্ট করছে তাই দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি নিজেও একটু চেষ্টা করছি।এর আগে আমি একটি মান্ডালা আর্ট করেছিলাম।আজ আরও একটি আর্ট করবো।আশা করছি আপনাদের আমার আর্টটি ভালো লাগবে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের মান্ডালা আর্ট।

20211101_202723.jpg

উপকরণ

কাগজ:১টি
পেনসিল:১টি
রাবার:১টি
কলম:১টি

20211102_202001.jpg

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20211031_210046.jpg

প্রথমে একটি দাগ কেটে নেই।তারপর কম্পাস দিয়ে কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নেই।

২য় ধাপ

20211031_211638.jpg

তারপর এভাবে এঁকে নেই।

৩য় ধাপ

20211031_212156.jpg

৪র্থ ধাপ

20211031_213240.jpg

৫ম ধাপ

20211031_213921.jpg

৬ষ্ঠ ধাপ

20211031_214605.jpg

৭ম ধাপ

20211031_215040.jpg

তারপর এভাবে ধাপে ধাপে এঁকে নেই।

৮ম ধাপ

20211031_215506.jpg

৯ম ধাপ

20211031_220222.jpg

১০ম ধাপ

20211031_221113.jpg

তারপর এভাবে ফুলের মত এঁকে নেই।

১১তম ধাপ

20211031_222307.jpg

১২তম ধাপ

20211031_223449.jpg

১৩তম ধাপ

20211031_224524.jpg

১৪তম ধাপ

20211031_230734.jpg

তারপর এভাবে গাড় করে এঁকে নেই।

১৫তম ধাপ

20211031_231242.jpg

১৬তম ধাপ

20211101_202455.jpg

এভাবে ধাপে ধাপে হয়ে গেল আমার মান্ডালা আর্ট।

১৭তম ধাপ

20211101_202627.jpg

১৮তম ধাপ

20211101_202723.jpg

এখন আমার নামটি লিখে তারিখ লিখে নেই।

এভাবেই হয়ে গেল আমার মান্ডালা আর্ট।আশা করছি আপনাদের আমার আর্টটি ভালো লেগেছে।আজকের মত এখানেই শেষ করছি।আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটির পর একটি অনবদ্য আর্ট আপনার।সত্যিই আপনর দক্ষতা দেখে আকি মুগ্ধ না হয়ে পারি না।আর আর্ট এর সাথে আপনর উপস্থাপনা গুলো বরাবর এই জোস হয় l। এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ আপনাকে ❤️

অনেক অনেক ধন্যবাদ ভাই

সত্যি আপু মুগ্ধ হয়ে গেলাম ম্যান্ডেলা অংকন বরাবরই আমার খুবই ভালো লাগে। এটি করতে অনেক ধৈর্য শক্তির প্রয়োজন হয়। প্রথমে দেখতে ভাল না লাগলেও লাস্টে কিন্তু অনেককে সৌন্দর্য ফুটে ওঠে। আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার ম্যান্ডেলা আঁট টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর হয়েছে ধাপে ধাপে উপস্থাপনা করে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

অনেক অনেক ধন্যবাদ

সবাই মান্ডালা আর্ট তৈরি করে, মাঝে মাঝে আমিও অনুপ্রাণিত হই। কিন্তু কিছুই করার নেই আপু।

শত চেষ্টা করেও তৈরি করতে পারিনা। চেষ্টা চালিয়ে যাচ্ছি অবশ্যই সফল হবে একদিন।

আপনি যে বন্ধুদের দেখে অনুপ্রাণিত হয়েছেন এটা দেখে খুব ভালো লাগলো। খুবই চমৎকার হয়েছে।

আপনিও চেষ্টা চালিয়ে যান ভাই ,আপনিও সফল হবেন ইনশাআল্লাহ।

দোয়া করেন আপু যাতে সুন্দর কিছু আপনাদের উপহার দিতে পারি। এটি তৈরি করতে অনেক সময় দরকার কিন্তু আমার কাছে যথেষ্ট সময় নাই। অবশ্যই চেষ্টা করব

হ্যা ভাইয়া অনেক সময় ও ধৈর্য্যের দরকার হয় এগুলো আঁকতে।আপনার জন্য শুভকামনা।

আপু আপনার মান্ডালা আর্ট দেখে সত্যিই অবাক হই। কারণ আপনার এক একটা আর্ট এক এক রকমের হয়। এবং নতুন ডিজাইনের হয় যা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ প্রতিদিন নিত্যনতুন জিনিস দেখতে আমার খুব পছন্দের আর তা যদি হয় এতটা সুন্দর তাহলে তো কথাই নেই। আজকের মান্ডালা টিও খুব বেশি অপরূপ হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনি এত সুন্দর সুন্দর মান্ডালা আমাদের সাথে শেয়ার করেন।

অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক বেশি সুন্দর মন্তব্য করেছেন।আপনার জন্য শুভকামনা।

মান্ডালা আর্ট আমার কাছে খুব কঠিন মনে হয় হয়।আমি একদিন আর্ট করতে বসেছিলাম কিন্তু ভাল করে আর্ট করতে পারিনি।কিন্তু আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম।
শুভকামনা রইলো আপু

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর করে মান্ডালা আর্ট করেছেন আপনি আপু। চিত্র টি সত্যি খুব সুন্দর হয়েছে । প্রতিটি ধাপ সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। আশা করি সামনে আপনার থেকে এরকম আরো সুন্দর সুন্দর মান্ডালা দেখযে পারব। শুভ কামনা রইল আপনার জন্য

অনেক অনেক ধন্যবাদ

আপনি দেখছি অনেক সুন্দর ম্যান্ডালা আর্ট করতে পারেন। আজকের ম্যান্ডালা আর্ট অনেক সুন্দর ছিল। আপনার উপস্থাপন ও বর্ণনাও অনেক সুন্দর। শুভকামনা রইল আপনার জন্য আপু।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আপু আপনার ম্যান্ডেলা ফুলের অংকন অনেক ভালো হয়েছে। সত্যিই এটা সুন্দর দেখাচ্ছে অনেক। প্রতিটা ধাপে ধাপে দেখিয়েছেন এবং সুন্দর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটা ম্যান্ডেলার অঙ্কন ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া

আপু আপনার ম্যান্ডেলার আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন, যা দেখে যে কেউ এটি অংকন করতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলার আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ

ওয়াও অসাধারণ লাগছে আপনার মান্ডালা আর্ট।আমার কাছে খুবই ভালো লেগেছে।
শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ।

মাশাআল্লাহ আপু অসাধারণ হয়েছে।
পেন্সিল কম্পাস ছাড়াই খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ খুব দারুণ ভাবে অংকন করেছেন।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।

অনেক অনেক ধন্যবাদ আপু।

মুগ্ধ হয়ে গেলাম আপু আপনার আঁকা দেখে। মান্ডালা আর্ট এমনিতেই অনেক পছন্দের। আর আপনি যেন এটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু

অনেক অনেক ধন্যবাদ আপু

আপনার ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে আপু। ধাপে ধাপে সুন্দর করে বর্ননা দিয়েছেন। ধাপগুলো ফলো করলে যে কেউ এরকম আর্ট করতে পারবে। আপনাকে ধন্যবাদ আপু।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আপনি যে আর্ট করা কতটা দক্ষ তা আপনার আর্ট দেখলেই বুঝা যায়। আমি আপনার আর্ট এর ভক্ত হয়ে গেলাম আপু। অসাধারণ আর্ট করেছেন আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার ম্যান্ডেলা আটটি অনেক সুন্দর হয়েছে। আসলে দক্ষ হাত ছাড়া এত সুন্দর ম্যান্ডেলা আট করা সম্ভব না। তাই বলা যায় আপনি একজন দক্ষ চিত্রশিল্পী। শুভ কামনা করছি আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

আপু আপনার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয় এটি তার ব্যতিক্রম নয় এটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ।

আপনার জন্য শুভকামনা

আপনার মান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

মান্ডালা আর্ট টি সুন্দর হয়েছে। অনেক ধৈর্য্য নিয়ে করেছেন। বেশ সময় লেগেছে বোঝা যায়। এত সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।