🌸🌺গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি🌸🌺

in hive-129948 •  3 years ago 

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি নতুন ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি করেছি। এটি আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা প্রথম একটি ফুল। এর আগে আমি প্রায় তিন মাস আগে গ্লিটার আর্ট পেপার কিনে রেখেছিলাম ।কিন্তু কখনো সাহস হয়নি কোনকিছু তৈরি করার। কিন্তু কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তাই দেখেই কিনেছিলাম। কিন্তু মনে হয়েছিল যে এগুলো দিয়ে তৈরি করা হয়তো অনেক কঠিন হবে ।তাই ভেবে কখনো করার সাহস হয়নি ।কিন্তু আজ আমার মেয়ে খুব জোর করলো যে, আজ গিটার আর্ট পেপার দিয়ে তোমাকে কিছু তৈরি করতেই হবে। তুমি অনেকদিন আগে কিনে রেখেছো কিন্তু তোমাকে আজ আমাকে একটা কিছু বানিয়েই দিতে হবে। ওর জোর করাতে আজ আমি সাহস করে গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি করে ফেললাম। এখন দেখলাম যে খুব একটা কঠিন নয় ।বেশ ভালই লাগলো ফুলটি তৈরি করতে। সেই ফুলটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি



20220617_142659.jpg



  • গ্লিটার আর্ট পেপার
  • পেনসিল
  • কাঁচি
  • স্কেল


প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220617_121940.jpg20220617_121950.jpg

প্রথমে দুই কালারের দুইটি গ্লিটার আর্ট পেপার নেই।

ধাপ-২

20220617_122339.jpg20220617_122346.jpg

তারপর সবুজ কালারের পেপার টি বড় ও নীল কালারের পেপার টি ছোট মাপের করে স্কেল ধরে পেন্সিল দিয়ে এঁকে নেই।

ধাপ-৩

20220617_124735.jpg20220617_131501.jpg

তারপর এভাবে সবগুলো কেটে নেই।

ধাপ-৪

20220617_124808.jpg20220617_125107.jpg

তারপর মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে এভাবে করে কেটে নেই।

ধাপ-৫

20220617_125115.jpg20220617_125238.jpg

তারপর সবুজ পেপার এর উপর নীল পেপারটি লাগিয়ে দেই।

ধাপ-৬

20220617_125549.jpg20220617_125555.jpg

তারপর এভাবে করে নিচের দিকে একটি পিন লাগিয়ে নেই।

ধাপ-৭

20220617_131513.jpg20220617_132635.jpg

তারপর সবগুলো সবুজ কাগজের উপর এভাবে নীল কাগজ লাগিয়ে নেই।

ধাপ-৮

20220617_131513.jpg20220617_132650.jpg

ধাপ-৯

20220617_133233.jpg20220617_133239.jpg

তারপর এভাবে সবগুলো পেপারে পিন লাগিয়ে নেই।

ধাপ-১০

20220617_133602.jpg20220617_133702.jpg

এই আর্ট পেপার গুলোর নীচে এমনিতেই আঠা থাকে। সেই আঠা দিয়েই সবগুলো একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১১

20220617_142428.jpg20220617_142457.jpg

তারপর আরো দুটি কাগজ গোল করে কেটে একটির উপর আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১২

20220617_142520.jpg

তারপর সবগুলো পাপড়ি একটির সঙ্গে আরেকটি লাগিয়ে নেই।

ধাপ-১৩

20220617_142556.jpg

তারপর পূর্বের গোল করে কেটে রাখা অংশটি লাগিয়ে নেই।

ধাপ-১৪

20220617_142659.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার ফুলটি ভালো লেগেছে।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

**আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত এই পোস্ট দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। কালার কম্বিনেশন টা অসাধারন ছিল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া আপনার কাছে আমার তৈরি করা ফুলটি অসাধারণ লেগেছে এবং কালার কম্বিনেশন টাও ভাল লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

পেপার গুলো তো বেশ চমৎকার, একটা ঝিকিমিকি ব্যাপার রয়েছে এটার মধ্যে, কাগজগুলো দেখতেই সুন্দর লাগছে, এই সুন্দর কাগজ ব্যবহার করে আপনি সুন্দর একটি ফুল তৈরি করেছেন খুব ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এ কাগজ গুলো দেখতে সত্যিই চমৎকার। ঝিকিমিকি করে ।আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

আপু আপনার মেয়েকে তো ধন্যবাদ দিতে হয়। ওর জোর করার কারণেই আপনি এত সুন্দর একটি ফুল তৈরি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এর ফলে আরেকটি উপকার হয়েছে আপনার। আপনার ভয় কেটে গেছে গ্লিটার আর্ট পেপার নিয়ে। এরপরে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর জিনিস এই গ্লিটার পেপার দিয়ে তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সত্যিই আমায় ভয় টা কেটে গিয়েছে। এখন নিশ্চয়ই নতুন নতুন জিনিস বানাতে পারবো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

আমারও না সাহস হয় নি গ্লিটার পেপার দিয়ে কিছু বানানো।যাই হোক মেয়ের জন্য সাহস করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

গ্লিটার পেপার দিয়ে তৈরি করা যেকোনো জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে, গ্লিটার পেপার গুলো সুন্দর ঝিকঝিক করে জলে একারণেই আমার কাছে গ্লিটার পেপার গুলো অধিক প্রিয়। খুব সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা গ্লিটার পেপার এর ফুলগুলো। ধন্যবাদ আপনাকে।

গ্লিটার পেপার দিয়ে তৈরি করা জিনিস আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। ভাইয়া আসলেই এই কাগজগুলো ঝিকঝিক করে জলে দেখলে বেশ ভাল লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাইয়া ।অনেক ভালো থাকবেন।

শুনেছি আপু আপনি গ্লিটার আর্ট পেপার কিনে রেখেছেন কিন্তু কখনো বানাননি ।আজ অনেকদিন পরে আপনি সাহস করে বানিয়ে ফেললেন ভালো লাগলো দেখে ।আপনার মেয়ের জন্য আপনি বানাতে পেরেছেন। সত্যিই খুব ভালো হয়েছে আপনার প্রথম বানানো ফুলটি। এভাবে সাহস করে এগিয়ে দেন আপু আস্তে আস্তে ভালোই বানাতে পারবেন।

আপু আপনার এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল বানিয়েছেন আপু। অনেক মিষ্টি লাগছে দেখতে। অনেক অনেক শুভ কামনা ও ভালবাসা রইল আপনার জন্য

আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ফুল টি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভাইয়া ভীষণ ভাল লাগছে। এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।ভাল থাকবেন।

যাক অবশেষে তিন মাস পর মেয়ের জোরে গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তার জন্য আপনার মেয়েকে আমি আগে ধন্যবাদ জানাই। আর আসলেই অসাধারণ হয়েছে ভাবি এই ফুলটি। আপনার জন্য ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

আপু মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি।আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনি গ্লিটার এবং আট পেপার দিয়ে অসম্ভব সুন্দর একটি ফুল বানিয়েছেন। এই ফুল দিয়ে ঘর ডেকোরেশন করলে সত্যি খুব ভালো লাগবে। গ্লিটার এবং আর্ট পেপার কালার গুলো বেশ ফুটিয়ে তুলেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধাপে ধাপে ফুলটি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এধরনের ফুল দিয়ে ঘর ডেকোরেশন করলে দেখতে সত্যিই ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

গ্লিটার আর্ট পেপার দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। এসব জিনিস গুলো দেখতে অসাধারণ লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ভাইয়া আমার তৈরি করা ফুলটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভীষণ ভাল লাগছে। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব চমৎকার একটি ফুল তৈরি করলেন। বিশেষ করে নিন আর সবুজ গ্লিটার পেপার দিয়ে তৈরি করার কারণে ফুলটা অসাধারণ দেখাচ্ছে। এরকম ফুল গুলো দিয়ে বড় ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এ ধরনের ফুল দিয়ে বড় ওয়ালমেট তৈরি করলে সেটা দেখতে ভীষণ ভালো লাগবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

বাহ চমৎকার। গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুলটা দারুণ তৈরি করেছেন। এবং সত্যি বলতে এখান আপনার কালার কম্বিনেশন এবং আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ। দারুণ হয়েছে ফুলটা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাই আপনার কাছে আমার তৈরি করা ফুল টি ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন টাও বেশ ভাল লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর করে আপনি ফুল বানিয়ে দেখিয়েছেন। আঠাযুক্ত এবং আঠাছাড়া উভয় রকমের গ্লিটার পেপার বাজারে পাওয়া যায়। কিন্তু আমি এমন একটা স্থানে বসবাস করি যার পার্শ্ববর্তী বাজারে কোনটাই পাওয়া যায় না। এর জন্য প্রচুর ইচ্ছে থাকা শর্তেও তৈরি করতে পারিনা।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, তবে আমি যেটা দিয়ে বানিয়েছি সেটা আঠাযুক্ত ছিল ।তবে আপনি এই কাগজটি পাচ্ছেন না জেনে বেশ খারাপ লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ফুলটি দেখতে অনেক চমৎকার হয়েছে। আপনার বানানোর ধাপগুলো দেখে আমিও একটি সুন্দর ফুল বানানো শিখে গেলাম। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি যেহেতু শিখে গিয়েছেন তাহলে আপনিও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ।দেখবেন বানাতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

মুগ্ধ হয়ে গেলাম আপনার কাজ দেখে। গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আমার ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভীষণ ভাল লাগছে। এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

ঝিকিমিকি গ্লিটার আট পেপার দিয়ে খুবই সুন্দর একটি ফুল প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে প্রস্তুত প্রণালি সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য 🌹

আমার তৈরি করা ফুল টি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

মেয়ের আবদার পূরন করলেন তাহলে আপু। চমৎকার হয়েছে কিন্তু গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি ফুল। আপনার মেয়ে খুশি হয়েছে নিশ্চয় এটা পেয়ে। ভালো লাগলো আপু ফুলটি। ধন্যবাদ আপনাকে

হ্যাঁ ভাইয়া মেয়ে তো ভীষণ খুশি হয়েছে ফুলটি পেয়ে ।আর আমারও গ্লিটার পেপার দিয়ে কিছু বানানোর ভয় কেটে গিয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুলটি বারবার দৃষ্টিনন্দিত হচ্ছে, যখনই তাকাচ্ছি যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।ভালো থাকবেন।

আপনি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া আমার তৈরি করা ফুলটি আপনার কাছে অসাধারণ লেগেছে এবং আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।

এই পেপার গুলো দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা যায় এবং গর্জিয়াস লেভেলের কাজ গুলো দেখেছি এ পেপার গুলো দিয়ে করা সম্ভব। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণন এর মাধ্যমে মেয়ের জন্য গ্লিটার পেপার দিয়ে ফুল বানিয়ে আমাদের সাথে তুলে ধরার জন্য ভাল থাকবেন।

আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া এই গ্লিটার আর্ট পেপার দিয়ে আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় ।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু এত সুন্দর করে ফিডব্যাক দেওয়ার জন্য, আপনার সুস্বাস্থ্য কামনা করি।

আজ আমার মেয়ে খুব জোর করলো যে, আজ গিটার আর্ট পেপার দিয়ে তোমাকে কিছু তৈরি করতেই হবে।

আসলে আপু মেয়ের আবদার তো রাখতেই হবে আর সেই আবদার রাখতে গিয়ে আপনি আমাদের জন্য তৈরি করে ফেলুন চমৎকার একটি গ্লিটার পেপারের ফুল। আসলে গ্লিটার পেপার গুলো দেখতে অনেক সুন্দর হয় যার কারনে আপনার তৈরি করা ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন গ্লিটার আর্ট পেপার গুলো দেখতে সুন্দর হয়।এগুলো দিয়ে বানানো জিনিস গুলোও সত্যি সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

আমার তো দেখেই চোখ লেগে গিয়েছে আসলে গ্লিটার আর্ট পেপার দিয়ে এতো সুন্দর ফুল তৈরি করা যায় সেটা জানতাম না। একদম চোখ জুড়িয়ে গেল এমন সৌন্দর্য সব সময় দেখতে চাই আপু পরবর্তী চমকের অপেক্ষায় রইলাম।

ভাইয়া তাহলে আপনি তো আমার মাধ্যমে জেনে গেলেন গ্লিটার পেপার দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

এত সুন্দর গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি ফুলের চিত্র টি তৈরি করেছেন দেখতে একদম ঝকঝকে চকচকে লাগছে। মনে হচ্ছে একদম গ্লিচ মারছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট আমার বাংলা ব্লগের শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।।

আপনার কাছে আমার ফুল টি ভালো লেগেছে জেনে সত্যি বেশ ভালো লাগলো ।এত সুন্দর মন্তব্য পেলে সত্যি কাজ করার উৎসাহ বেড়ে যায় ।ধন্যবাদ আপনাকে।

মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। একদম মনে হচ্ছে না যে হাতে বানিয়েছেন। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

এই চিকচিকে কাগজটা ছোট বেলা বিরাট ভালো লাগতো, একদিক খসখসে আর একটা দিক বেশ মোয়ালেম তুলো তুলো একটা ব্যাপার। যদিও আমি এইসব শিল্পের কিছুই পারি না, তবে দেখতে দারুন লাগে। আপনার মেয়ের বানানো ফুলটা দারুন সুন্দর হয়েছে । উৎসাহ দিন তাকে আরো, ছোটরা উতসাহ পেলে অনেক কিছু করতে পারে।
খুব ভালো লেগেছে আমার। আরো পোস্ট করতে থাকুন। ভালো থাকুন খুব।

ভাইয়া এই ফুলটি আমার মেয়ে নয় আমি বানিয়েছি ।তবে মেয়ের উৎসাহে আমি বানিয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।

গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরীর প্রসেস গুলো পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। গ্লিটার পেপার দিয়ে তৈরি ফুলটি দেখতেও অনেক সুন্দর লাগছে। এত সুন্দর একটি সৃজনশীল মুলক পোস্ট দেয়ার জন্য আপনাকে অসংখ্য।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।আপনি আমার ফুলটি দেখে মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই বেশ ভাল লাগছে ।এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি দেখতে অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন আরও বেশি সুন্দর হয়েছে। আমার কাছে আপনার এই ফুল অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার কাছে আমার ফুল টি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।ভালো থাকবেন।শুভকামনা রইলো।