আমার পরিচিতি

in hive-129948 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই খুব ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমি সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই @আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদা কে।এত সুন্দর একটি কমিউনিটি তৈরির জন্য।আমি আরো ধন্যবাদ জানাই @black ও অন্যান্য মডারেটর সবাই কে।যাদের সবার অক্লান্ত পরিশ্রমে আজ এই কমিউনিটি সুন্দর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।


আমার পরিচিতি:

আমি ওয়াহিদা সুমা (স্টিমিট আইডি @wahidasuma)।আমি বাংলাদেশ থেকে লিখছি।আমি একজন গৃহিণী।আমার একটি কন্যা সন্তান আছে।স্টিমিটে এসেছি ৩মাস হয়েছে। এই সুন্দর কমিউনিটি তে এটাই আমার প্রথম ব্লগ।আমি এই কমিউনিটিতে যোগ দিয়েছি বেশ কিছু দিন আগে।ভাবলাম আমার পরিচিতি পোস্ট দিয়েই সবার সাথে পরিচিত হই।আমি এচিভমেন্ট১ভেরিফাইড হয়েছি।এচিভমেন্ট১ এর ছবি ও লিংক আপনাদের সাথে শেয়ার করছি।

20210701_152010.jpg

এচিভমেন্ট১-লিংক

স্টিমিটে আসার আগে আমি সংসারের কাজেই ব্যস্ত থাকতাম।এখন এখানে এসে আমার খুব ভালো লাগছে।জীবনে কিছু টা পরিবর্তন এসেছে।বিভিন্ন দেশের মানুষ ও তাদের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছি।

আমি প্রথম যেদিন আমার বাংলা ব্লগ দেখলাম ,সেদিন আমি এতটা অবাক এবং খুশি হয়েছি বলে বোঝাতে পারব না।কারন আমি কখনো চিন্তাই করি নি স্টিমিটে আমি আমার মাতৃভাষায় লিখতে পারবো এটা সত্যি অনেক বড় পাওয়া।নিজের মায়ের ভাষায় লিখতে পারাটা সত্যি অনেক আনন্দের।মনের সকল কথা সাবলীল ভাবে লেখা যায়।



আমার সখ:

আমার শখের একটি ছাদ বাগান আছে। আমি বাগান করতে ভালোবাসি ।যখনই সময় পাই আমি আমার বাগানে চলে যাই।আমার বাগানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

20210504_114015.jpg

20210504_114009.jpg

20210504_114000.jpg

20210504_113938.jpg

20210416_105652.jpg

20210416_105620.jpg

20210325_155745.jpg

20210309_112626.jpg

20210215_110138.jpg

আজকের মত আমি আমার ব্লগ টি শেষ করছি ।আশা করি আপনাদের আমার ব্লগটি ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ভবিষ্যতে আমি এখানে নিয়মিত কাজ করতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রস্যামসাং এ৪০

Cc- @rme

আর একটা কথা দয়া করে সবাই নিরাপদে থাকবেন, এই মহামারী করোনা থেকে ।

@wahidasuma

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগে।

আশা করছি আমরা নিয়মিত আপনার বাগানের আপডেট এবং ফটোগ্রাফি দেখতে পাবো।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আমাদের কমিউনিটি তে আপনাকে স্বাগতম অনেক সুন্দর ওগোছালোভাবে আপনার পরিচয় বর্ণনা করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকে স্বাগতম

ধন্যবাদ ভাইয়া

আপনাকেও ধন্যবাদ

আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

জি ,ধন্যবাদ।

Hi, @wahidasuma,

Your post has been supported by @svm038 from the Steem Greeter Team.

ফুলগুলো অনেক সুন্দর ছিল। আর স্বাগতম আপনাকে বাংলা ব্লগ কমিউনিটিতে।

ধন্যবাদ আপনাকে।

সুন্দর পোষ্ট দিয়েছেন এভাবেই এগিয়ে যান দোয়া এবং শুভকামনা রইলো