| লেভেল ৪ হতে আমার অর্জন - by @wasim81 || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য|

in hive-129948 •  3 years ago  (edited)

আমার বাংলা ব্লগের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার ব্লগ একটি জনপ্রিয় কমিউনিটি স্টিমিটে। আমার বাংলা ব্লগে আমি @abb-school থেকে যে সকল তথ্য ও উপাত্ত এবং #level04 ক্লাস করে যা শিখেছি তা আমি এখন আমার ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব।
20220310_220209.jpg

p2p কি?


p2p Transfer বলতে বুঝায় person to person Transfer. আমার steemit wellet থেকে যদি আমি অন্য আরেক জনের steemit wellet এ steem বা SBD আথবা TRX Transfer করি সেটাই p2p বলা যায়।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Screenshot_20220308-130425_Chrome.jpg

আমার SBD ট্রানজেকশন এর স্ক্রিনশট

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Screenshot_20220308-130554_Chrome.jpg


আমার steem ট্রানজেকশন এর স্ক্রিনশট

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Screenshot_20220308-183858_Chrome.jpg

আমার trx ট্রানজেকশন এর স্ক্রিনশট। অবশ্যই ট্রানজাকশন এর জন্য TRON এর Private Key ব্যবহার করতে হবে।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


Screenshot_20220308-185502_Chrome.jpg

SBD to Steem এ covered করা হল।

Poloniex Exchange site এ একটি Account Create করুন।


Screenshot_20220309-141920_Poloniex.jpg


Poloniex Exchange site এ একটি Account Create করা আমার আছে।


আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।


Screenshot_20220309-142608_Chrome.jpg


আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।


Screenshot_20220310-143032_Chrome.jpg

Poloniex Exchange site এ TRX Transfer করা হল।

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।



Screenshot_20220313-234243_Poloniex.jpg



Screenshot_20220312-235831_Poloniex.jpg



Conforms options click করলেই sell হয়ে যাবে।



Screenshot_20220309-144100_Poloniex.jpg

সবশেষে steem to USDT কনভার্ট করার পর আমার স্ক্রিনশট দেখানো হল।

আমার পোস্টটি পড়ে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন এবং ভুল ধরিয়ে দিলে খুশি হব।

@nowrin

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেবেল ফোর খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেল।
এবং এখানে ট্রানজেকশন সম্পর্কিত প্রত্যেকটি খুটিনাটি বিষয় খুব সুন্দরভাবে শেখানো হয়।
আর আপনার উপস্থাপনা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবেই আয়ত্ত করেছেন আপনি যার ফলাফল আপনার উপস্থাপনা। এগিয়ে চলুন আপনি শুভকামনা রইল আপনার জন্য।

"লেভেল ৪" এটি অনেক ইম্পরট্যান্ট একটি লেভেল। আর এ লেভেল এ যা কিছু এবিবি স্কুলের ক্লাসে শিখানো হয় সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনি খুব ভালোভাবে আয়ত্ব করতে পেরেছেন এটা জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আপনি level-4 থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন। আপনি আপনার অ্যাক্টিভিটি বৃদ্ধি করুন আর পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

@wasim81

আপনি স্টিম টু ইউএসডিটি,
আর
টি আর এক্স টু ইউএসডিটি
করার সময়ের স্ক্রিনশটি দিন পোস্টে ইডিট করে। তা না হলে লেভেলটি আবার ফিরে নিতে হবে।
ধন্যবাদ।

@nusuranur আপু আমার পোস্টা edit করা হয়েছে। যদি একটু দেখতেন।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। লেভেল-৩ এর বিষয় গুলো খুব ভালো ভাবে আয়ত্ব করতে পেরেছেন। আশা করি শিগ্রই এই লেভেল পেয়ে যাবেন। পরবর্তি লেভেল এর জন্য শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই।