হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলার বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এর মধ্যে 3 টি টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনও 2 টি টেস্ট সিরিজ বাকি আছে। তবে এই বাকি ২ টি টেস্ট সিরিজে সম্ভবত অশ্বিন নাও খেলতে পারে। কারণ তার অবসর এর বিষয় নিয়ে এখন জড়ালো কথা হচ্ছে। তবে এতে কেউ জোর করছে না, কারণ এটা তার নিজের সিদ্ধান্ত। আসলে বাকি ২ টি টেস্ট খেলে অবসর নেবে না এখনই নেবে, তার কোনও সঠিক সিদ্ধান্ত জানায়নি। তবে ক্ষেত্রে তার পরিবর্তে একজনকে পেয়ে গিয়েছে।
মূলত তাকেই এখন ব্যাকআপ হিসেবে রাখতে চাইছে, যদি কোনোরকম সমস্যা না হয়, তার জন্য। তনুষ কোটিয়ান এর নাম শুনেছেন কিনা জানিনা, তবে একজন ক্রিকেটার হিসেবে বেশ শক্ত অবস্থান তৈরী করেছে। আসলে নাও চিনতে পারেন, কারণ তনুষ কখনো আন্তর্জাতিক দলের হয়ে খেলেনি বা কোনোদিন আইপিএল এও খেলেনি । তবে তনুষ শুধু রঞ্জি ট্রফি ম্যাচগুলো খেলে থাকে। আসলে ভারতীয় ক্রিকেটে কিন্তু শুধু আইপিএল এর পারফরম্যান্স এর উপর নির্ভর করে আন্তর্জাতিক দলে জায়গা দেয় না, রঞ্জি ট্রফি এর খেলার পারফরম্যান্স দেখেও কিন্তু দলে জায়গা দেয়। মূলত কোচ আর কমিটির যারা থাকে, এদের ফোকাস সবসময় সবদিক-এ থাকে। মূলত কোচ বা কমিটি আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছে যে, এই চতুর্থ টেস্ট সিরিজে তাকে দিয়ে খেলাবে।
তার জন্য তাকে সবরকম এর ব্যবস্থা তৎক্ষণাৎ করিয়ে দিয়েছে মেলবর্ন পিচ-এ। অর্থাৎ তাকে দ্রুত আসতেই হবে এইরকম একটা অবস্থা। তবে সে আসলেও তার খেলাটা নির্ভর করবে অশ্বিন এর বসা আর না বসার উপর নির্ভর করে। রান তো মোটামুটি বেশ খারাপ না অর্থাৎ স্ট্রাইক রেট বেশ ভালোই। তারপর বোলিং এর দিক থেকে ইকোনমিও বেশ ভালো ৩৩ টি ম্যাচে ১০০ এর উপরে টিকিট । তবে তনুষ একটা জায়গায় অনেক খ্যাতি অর্জন করেছে অর্থাৎ লাস্ট একটা রঞ্জি ট্রফিতে । সেখানে দাঁড়িয়ে একজন অলরাউন্ডার হিসেবে 500+ রান্না করার পাশাপাশি 29 টা উইকেটের মালিক। গড় অ্যাভারেজ হিসেব করলে বেশ ভালো পজিশন।
এমনিতেই এই লাস্ট দুটি টেস্ট অনেক হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে দিয়ে যেতে হবে। লাস্ট ম্যাচটা অনিবার্যবসত ড্র করে দেওয়ায় চাপটা সবদিক দিয়ে বেড়ে গিয়েছে উভয় দলের। তবে ভারতীয় টিমে এই মুহূর্তে এইরকম নতুন কাউকে অ্যাড করলে একদিক থেকে সুবিধা হতে পারে যে, নতুন ব্যাটসম্যান এর ফরম্যাট সম্পর্কে বোলারদের ধারণা না থাকায় সহজে তাকে জব্দ করতে পারবে না। আবার অন্যদিকে বোলিং এর ক্ষেত্রেও সেম, তবে এই বোলিং এর ক্ষেত্রে সুবিধা একটু বেশিই পেতে পারে। কারণ নতুন বলার কোন ফরম্যাটে বল করবে সেটা সহজে বিপক্ষ ব্যাটসম্যান দের পক্ষে ধরে নেওয়া সহজ হয় না। তবে দেখা যাক এখন কি হয় এই টেস্টে। তবে যে জিতবে সে এক ধাপ অর্থাৎ 90% এগিয়ে থাকবে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অশ্বিন নিঃসন্দেহে একজন ভালো অলরাউন্ডার। তবে এই সিরিজে যেহেতু আরও দুটি ম্যাচ বাকি রয়েছে,তাই তনুষকে সুযোগ দিলে মনে হয় ভালো হবে। এতে করে ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। কারণ রঞ্জি ট্রফিতে তনুষের রেকর্ড তো দেখছি বেশ ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit