IMAGE SOURCE
প্রথমে জানা যাক পরিব্যাক্তি বিষয়টা কি? পরিব্যক্তি হলো সাধারণত জিনের পরিবর্তনকে বোঝায়। আর যদি খোলাসা করে বলা হয় তাহলে জীন বস্তুর সম্পূর্ণ স্থায়ী বা বংশগত সঞ্চারণে পরিবর্তন ঘটলে সেটিকে পরিব্যক্তি বলা হয়।
এই পরিব্যক্তির মধ্যে আবার একধরণের ক্রোমোজোমের অসংগতি বিষয় আছে। এখন জানি এই ক্রোমোজোমের অসংগতি বিষয়টা কি? মূলত ক্রোমোজোমের স্তরগুলোতে যখন কোনো সংখ্যার পরিবর্তন ঘটে তখন এই ক্রোমোজোমের অসংগতি বিষয়টা ঘটে থাকে।
এই ক্রোমোজোমের অসংগতি ছাড়াও আরো একটি পরিব্যক্তি আছে সেটি হলো পয়েন্ট পরিব্যক্তি। এখন এই পয়েন্ট পরিব্যক্তি বিষয়টা কি জানা যাক। সাধারণত নিউক্লিওটাইড স্তরগুলোর মধ্যে যদি জিনের কোনো ক্ষুদ্র পরিবর্তন সীমাবদ্ধ থাকে তখন সেটিকে পয়েন্ট পরিব্যক্তি বোঝায়।
এই পরিব্যক্তির মধ্যে ক্রোমোজোমের গঠনের পরিবর্তন এবং সংখ্যার পরিবর্তন থাকে। এখানে ক্রোমোজোমের গঠনের পরিবর্তন বলতে যেটা বুঝায় সেটি হলো জিনগুলো পরিব্যক্তির মধ্যে পরস্পর সাজানো থাকে। আবার এই গঠনের পরিবর্তনের ফলে জিনগুলো তার অবস্থান পরিবর্তন করে থাকে।
আর অন্যদিকে সংখ্যার পরিবর্তন বলতে যেটা বোঝায় সেটি হলো ক্রোমোজোমগুলো জীবদেহের মধ্যে ১টি বা ২টি সেটে থাকে। আর এই সেট দুটির একটিকে ডিপ্লয়েড এবং অন্যটিকে হ্যাপ্লয়েড হিসেবে জানা গিয়ে থাকে।
পরিব্যক্তি সম্পর্কে এই ছিল কিছু সাধারণ বিষয়। আবার কোনো একটি বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবো।
শুভেচ্ছান্তে, @winkles
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
জ্বী পরিব্যক্তি সম্পর্কে কিছু ধারনা পেলাম, যদিও এই বিষয়গুলো নিয়ে কখনো জানার চেষ্টা করি নাই। ধন্যবাদ আপনাকে বিষয়টি উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit