হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। এখন মূলত সব পর্যায়ে লীগ খেলা চলছে। যেমন ইন্ডিয়ার বাইরে দুই টিম আলাদা আলাদা টিমের সাথে খেলা করছে আবার এখন স্টেট সিলেকশন পর্যায়েও খেলা হচ্ছে। টি২০ সেকশন এ খেলা করতে করতে অনেক প্লেয়ার আছে, যারা এই লীগ পর্যায়ে খেলে থাকে। অভিষেক শর্মাও একজন আন্তর্জাতিক টি২০ প্লেয়ার, যদিও এখনো সে ওয়ানডে ম্যাচে তেমন কোনো পার্মানেন্ট করতে পারেনি। আর ওখানে পার্মানেন্ট হতে গেলে অ্যাভারেজ পারফরম্যান্স থাকা লাগে। সেটা এক ম্যাচে না হলেও পরবর্তী ম্যাচে সেটা মেইনটেইন করে নেওয়া লাগে । তবে অভিষেক শর্মা পারফেক্ট এই মুহূর্তে বলতে গেলে টি২০ ফরম্যাটেই আছে।
কিছুদিন আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এর খেলা চলছিল, যেখানে অভিষেক শর্মা প্রতিদ্বন্দ্বী মেঘালয়ের বিরুদ্ধে এক অসাধারণ নজির কাড়ে। অসাধারণ স্ট্রাইক রেট নিয়ে খেলতে থাকে। যেকোনো ফরম্যাটেই বলুন না কেন, ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারলে রানটাও ভালো তৈরি করা যায়। আমরা বিভিন্ন ফরম্যাটে খেলায় দ্রুততম শতরান বা হাফ সেঞ্চুরি দেখে থাকি, কিন্তু সেটা আবার মিনিমাম ৩০-৪০ বলের মধ্যে অনেকেই করেছে আগে। তবে এই ম্যাচটিতে মাত্র ২৮ বলে শতরান একটা চমক দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে অভিষেক শর্মা। তবে এই ধরণের ম্যাচে কিন্তু আরো একজন সেই রেকর্ড করেছিলেন এবং তাও ২৮ বলে। এখানে সেই ধারাবাহিকতায় অভিষেক শর্মাও তার সেরাটা দেখিয়ে দিয়েছে।
মেঘালয় যদিও তেমন কোনো বিশেষ রানের টার্গেট রাখতে পারেনি, সেক্ষেত্রে অভিষেক শর্মার এমন ফরম্যাট সবাইকেই মুগ্ধ করেছে। এই ম্যাচ এমনিতেও জিততে তাদের কোনো কঠোর পরিশ্রম করা লাগে নি, অল্প রান ছিল। কারণ একাই অভিষেক ১০০ এর উপরে রান করে দেয়, তাহলে আর কি বাকি থাকে! ৩৬৫.৫২ স্ট্রাইক রেট নিয়ে খেলে গিয়েছে পুরো ম্যাচটা। আর অভিষেক এর ব্যাটিং কিন্তু আমরা টি২০ ফরম্যাটে দেখেছি, যদিও সব ম্যাচে ভালো না খেলতে পারলেও যে ম্যাচটিতে টিকে যায়, সেটাতে বাউন্ডারির বন্যা বয়ে যায়। এই ম্যাচটিতেও কিন্তু সেই কাহিনী ঘটিয়েছে, এ সিঙ্গেল রান নেয় না তেমন বললেই চলে।
তার টার্গেট থাকে সবসময় বাউন্ডারি, সেটা ৬ হোক বা ৪. এই ম্যাচে শুধু তার বাউন্ডারি থেকে এসেছে ৯০+ রান। বলতে গেলে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৬ আর ৪ মেরেছে, যদিও এখানে তার বরাবরের মতো ৬ এর বাউন্ডারি বেশিই থাকে। অভিষেক আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেললেও তাতে তেমন কোনো ভালো নজির কাড়তে পারেননি, তবে এইধরণের লিগে বা আইপিএল ম্যাচে বেশ ভালো পারফরম্যান্স করেছে। তবে ভারতের যে নতুন টি২০ টিম আছে, তাতে তার অবস্থান আছে, এখন এখানে যদি সে ভালো করতে পারে, তাহলে দ্রুত ভালো কিছু করতে পারবে দেশের হয়ে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভারত আসলে ব্যাটসম্যান গড়ার কারিগর। ছোটবেলা থেকেই দেখে আসছি ভারতীয় ক্রিকেট দলে সবসময়ই ভালো মানের ব্যাটসম্যান থাকে। যদিও একসময় ভারতীয় পেস বোলিং ইউনিট ততোটা ভালো ছিলো না। কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখছি ভারতীয় পেস বোলিং ইউনিট বেশ শক্তিশালী। যাইহোক ২৮ বলে শতরান করাটা চাট্টিখানি কথা নয়। অভিষেক শর্মা এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অভিষেক শর্মার খেলা দেখেছিলাম গত বছর আইপিএলে। অসাধারণ হার্ড হিটার ব্যাটসম্যান। একজন ব্যাটসম্যান ৯০+ রান করে শুধুমাত্র বাউন্ডারির মাধ্যমে ভাবা যায়। টি টুয়েন্টিতে অনন্য এক নজির সৃষ্টি করল ছেলেটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit