হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা নতুন আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা খুবই ব্যস্ততার মাঝে করেছি। আজকে যে আর্টটি করেছি সেটি হলো ডাইনোসর প্রাণী। এই প্রাণীটি বর্তমানে আজ পৃথিবীতে বিলুপ্ত। এখান থেকে বহু বছর আগেই তাদের বিলুপ্তি ঘটেছে। ডাইনোসর প্রাণী খুবই বিপদজনক আর ভয়ঙ্কর প্রাণী ছিল, এটা আমরা এখন বর্তমানে টিভি সিরিয়াল বা বিভিন্ন সিনেমা জগতের মাধ্যমে দেখতে পাই। তবে সব ডাইনোসর আবার বিপদজনক না, কিছু কিছু প্রজাতির আছে যেগুলো বন্ধুসুলভ। আমি যেটা এঁকেছি এই প্রজাতির ডাইনোসরগুলো খুবই বিপদজনক হয়ে থাকে। আর এই দানবের মতো দেখতে ডাইনোসর শুধু স্থলে যে থাকতো তা না, গভীর সমুদ্রের জলেও একধরণের প্রজাতির ডাইনোসর থাকতো। আসলে অনেক প্রজাতির ডাইনোসর ছিল আগে। ডাইনোসর প্রাণী কোনো প্রাণীকেই তার শিকার থেকে বাদ দেয় না, শিকারকে মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলতে পারে। এদের দাঁতগুলোই ভয়ঙ্কর ধারালো হয়ে থাকে। যাইহোক আমি আজকের চিত্রটিতে এমনি একটা দৃশ্য ফুটিয়ে তুলতে চেয়েছি সেটি হলো একটি ডাইনোসর একটি লোককে তাড়া করছে তাকে শিকার করার জন্য। এখানে দৃশ্যটা আমি যদি আরেকটু জঙ্গল মতো তৈরি করতে পারতাম তাহলে বিষয়টা আরো সুন্দর হতো, কিন্তু সময় খুবই কম, সময় দিতে পারিনি বেশি তাই জলদি জলদি করে যতদূর সম্ভব করে তুলেছি। মোটামুটি আসল যে দৃশ্যটা সেটা ফুটিয়ে তুলেছি। যাইহোক আশা করি আজকের অঙ্কনটা আপনাদের কাছে ভালো লাগবে।
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো--
❖প্রথম ধাপে ডাইনোসর প্রাণীটির মুখমন্ডলের দৃশ্যটা ভালোভাবে অঙ্কন করে নিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে মুখমন্ডলের পরের থেকে টেনে সম্পূর্ণ বডি, লেজ এবং পাগুলো ভালোভাবে তৈরি করে একটি সম্পূর্ণ ডাইনোসর প্রাণীতে রূপান্তরিত করেছিলাম।
❖তৃতীয় ধাপে একটি মানুষের দৃশ্য অঙ্কন করে নিয়েছিলাম এবং এখানে আমি দেখিয়েছি মানুষটি তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে।
❖চতুর্থ ধাপে পেন্সিল দিয়ে অঙ্কন করা বিষয়গুলো পেনের কালী দিয়ে আরো ভালোভাবে দৃশ্যমান করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে যে মানুষটিকে এঁকেছিলাম তার মাথা, মুখ, হাত এবং শরীরের পোশাকে কালার করে দিয়েছিলাম। এরপর ডাইনোসর প্রাণীটির শরীর, লেজ আর পায়ে হালকা করে ডোরা কাটা দাগের মতো করে দিয়েছিলাম।
❖ষষ্ঠ ধাপে মানুষটির বাদবাকি অংশগুলো কালার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম।
❖সপ্তম ধাপে ডাইনোসর প্রাণীটির বুকের অংশটা বাদে বাদবাকি সব স্থানে কালার দিয়ে দিয়েছিলাম।
❖অষ্টম ধাপে বুকের জায়গাগুলোতে কালার দিয়ে অঙ্কনটা পরিপূর্ণ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা,আপনি ব্যস্ততার মধ্যে দিয়ে আর্ট করেছেন তবুও আর্টটি চমৎকার হয়েছে এবং দারুণ বিষয় তুলে ধরেছেন।ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।তবে এর বিভিন্ন প্রজাতি ছিল।চায়না মুভিতে বেশি দেখা যায় ডাইনোসরকে,কোনো ডাইনোসর জলের মধ্যে, আবার কোনো ডাইনোসর স্থলে আবার বা কোনো ডাইনোসর উড়ন্ত।উড়ন্ত ডাইনোসর খুবই ভয়ংকর ছিল এবং তাদের বড়ো ডানা ছিল এছাড়া মুখ দিয়ে আগুনের হল্কা বের করতো।ডাইনোসরগুলি অনেকটা কুমির টাইপের।আপনার ভয়ংকর অংকনটি বেশ লাগলো, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি ডাইনোসর একটি মানুষকে স্বীকার করছে, এই সুন্দর চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি পোস্টের মাধ্যমে ডাইনোসর সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। আসলে ডাইনোসর প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এই প্রাণীটি আগে অনেক ছিল। এখন আমরা ছবিতে ডাইনোসর দেখতে পাই। আসলে ডাইনোসর খুবই ভয়ানক প্রাণী, আর এই প্রাণী সকল কিছুকেই আক্রমণ করতে পারতো। বিশেষ করে ডাইনোসরের অনেক প্রজাতি ছিলো এবং সমুদ্রের তলদেশে থাকতো। আসলে এই বিষয়গুলো আমার জানা ছিল না,যে ডাইনোসর সমুদ্রের তলদেশে এক প্রজাতি থাকতো। আসলে দাদা আপনার আজকে চিত্রটি একদম হুবহু অরজিনাল হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। আপনার পোস্টের মাধ্যমে ডাইনোসর সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলাম। আপনার প্রতি রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি ডাইনোসর একটি ছেলেকে শিকার করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এই দৃশ্যটি একেবারে বাস্তব মনে হচ্ছে। এর আগেও আপনার অংকন চিত্র দেখেছি দাদা। আপনার অংকন চিত্রগুলো এতটাই নিখুঁত হয় যে দেখে খুবই ভালো লাগে। দাদা আপনার অংকনের দক্ষতা সব সময় আমার ভালো লাগে। কারণ আপনি খুবই নিখুঁতভাবে প্রত্যেকটি চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। অনেক সুন্দর ভাবে অংকনের প্রতিটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার আজকের আর্টটি দেখে আমি প্রথমে ভাবছিলাম যে দাদা যদি পিছনে কিছু গাছগাছালি দিত তাহলে আর্টটি আরো বেশি চমৎকার লাগতো। পরে দেখলাম যে আপনিও সে বিষয়টি চিন্তা করেছিলেন কিন্তু সময়ের অভাবে করতে পারেননি। ডাইনোসরটিকে দেখে মনে হচ্ছে যে আর একটা থাবা দিলেই ছেলেটিকে ধরে ফেলতে পারবে। খুবই চমৎকার হয়েছে ডাইনোসর এবং ছেলের আর্টটি। ছেলেটিকে দেখে মনে হচ্ছে যে প্রাণপণে ছুটে পালাচ্ছে। আপনার আর্ট সবসময়ই চমৎকার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাইনোসর প্রাণীটি মানুষকে শিকারের জন্য তাড়া করার দৃশ্য অঙ্কন টা অসাধারন হয়েছে। ছেলেটি দৌড়ে পালানোর দৃশ্য টা দারুন লাগছে।জঙ্গল দিলে একটু বেশি ভালো হতো। তারপরও আর্টটি অনেক সুন্দর করে করেছেন। ডাইনোসর এর কালার কম্বিনেশন ঠিক ঠিক ছিল। সবমিলিয়ে আজকের আর্টটি দারুন হয়েছে। ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই, বহু বছর আগে উল্কাপিন্ডের আঘাতে ডাইনোসরের সম্পূর্ণ প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে সব ডাইনোসর মানুষের ক্ষতি করত এমন কিন্তু নয়। তবে কিছু কিছু প্রাণী ছিলো অনেক ভয়ানক ছিলো। আপনার ড্রইং টি অসাধারণ হয়েছে। বিশেষ করে ডাইনোসরের ফিনিশিং টা আমার কাছে অনেক ভালো লেগেছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চিত্রটি খুবই ভাল হয়েছে। তাড়াহুড়ো করলেও আমার কাছে নিখুত মনে হয়েছে। একটু সবুজ গাছগাছালি থাকলে আরও ফুটে উঠত। ডাইনাসোর মানুষকে তাড়া করছে শুনলেই আসলে ভয় লাগে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি চিত্রাঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকগুলো ছবির মাধ্যমে আপনি ধাপে ধাপে ডাইনোসরের চিত্রটি এঁকেছেন। সেই সাথে একটি মানুষকে ডাইনোসরটি তাড়া করছে। সব মিলিয়ে এই অঙ্কনটি খুবই ভালো লাগলো। আমার ডাইনোসর পৃথিবীর সবথেকে প্রাচীন এক প্রাণী। আপনি ছবিটিও বেশ ভালোই এঁকেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ,এটা ঠিকই বলেছেন দাদা,জংগল দিলে হয়তবা আরো আকর্ষক হতো।তবে এটাও খুব ভালো হয়েছে।রঙ গুলোও বেশ ভালো ফুটে উঠেছে।
আপনার আর্ট করার হাত আসলেই বেশ নিপুণ।শুভ কামনা রইলো 🧡
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাইনোসরের যুগে কত প্রজাতীর ডাইনোসর ছিল তা আমরা মূলত ধারনা করতে পারি। তবে জলে স্থলে বিভিন্ন প্রজাতির ডাইনোসর বসবাস করতো। যেগুলো আভাস আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই। আপনার অংকিত ছবিটিও কিন্তু তারি সাক্ষ বহন করছে। আপনার অংকিত ছবি গুলোর কালার কম্বিনেশন দারুন হয় দাদা। আমি একদিন আপনার আঁকা একটি ছবি ইলাসট্রেশন করার চেষ্টা করবো । ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই নিখুঁত সুন্দর একটি অংকন দেখলাম 👌
আপনার অংকন আগেও দেখেছি ভীষণ সুন্দর আঁকেন আপনি 🤗
আজকের এই ডাইনোসরটি ভীষণ আক্রমনাত্বক দেখাচ্ছে, আর ভয়ার্ত মানুষটি জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে। নিখুঁত শিল্পকর্ম যাকে বোঝায় ঠিক তাই করেছেন আজকে।
বিশেষ করে রঙের সামঞ্জস্য ভীষণ সুন্দর ছিল দাদা।
দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জুরাসিক পার্কের কথা মনে পড়লো, খুব ভালো দাদা, ভালো থেকো। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাইনোসর একটি ছেলেকে আক্রমণ করছে তার অনেক সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আআর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ছিল কালার কম্বিনেশনটা। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার আর্ট গুলো সব সময় ভালো হয় ।এটা নিয়ে কোন কথা নেই। ছবিটা দেখতে দেখতে ভাবছিলাম আমি যদি এখন ডাইনোসর হতে পারতাম ক্ষণিকের জন্য তাহলে সমাজের কিছু জঙ্গল ভক্ষণ করে পরিষ্কার করে দিতাম। মুখোশের আড়ালে ভদ্রতা দেখিয়ে বেড়ায় যে সকল নোংরা মানুষজন তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতাম। হিহিহিহি। সব ইচ্ছে যে পূরণ হয় না এটাই আফসোস 🤪। ডাইনোসরের রং করাটা বেশ চমৎকার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট অসাধারণ দাদা আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই অংকন দেখে ডাইনোসর প্রাণীটি একটি ছেলেকে তাড়া করছে এই অংকন দেখে আমি অবাক। কিছু কিছু অংকন আছে যে অংকন গুলো দেখলে মন ভালো হয়ে যায় আপনার অংকন গুলো ঠিক তেমন শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একদম সঠিক বলেছেন দৃষ্টিতে জঙ্গলের মতন কিছু দিলে আরো সুন্দর ভাবে ফুটে উঠত। কিন্তু আর্ট এর মধ্যে প্রকৃতপক্ষে আপনি যে বিষয়টি ফুটিয়ে তুলতে চেয়েছেন তাই স্পষ্ট হয়েছে। আমার কাছে আর্টের প্রত্যেকটা অংশ খুব ভালো লেগেছে। লোকটি দৌড়াচ্ছে এবং ডাইনোসর লোকটির পিছনে ছুটছে এটা আমরা খুব ভালোভাবেই চিত্রে লক্ষ্য করছি। দুটো চিত্রই অসাধারণ হয়েছে বিশেষ করে লোকটির চিত্র আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আসলেই দাদা ডাইনোসর অত্যন্ত ভয়ংকর প্রাণী ছিল যতটুকু আমরা জানতে পেরেছি। তার মধ্যে কিছু কিছু ছিল তৃণভোজী এবং বন্ধুসুলভ। বরাবরই আপনার আর্ট গুলো অনেক চমৎকার হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে বাপরে আমি তো ভয় পেয়ে গেছি!🥵 ডাইনোসর দেখে দাদা। আপনি চাইলে টিভিতে কার্টুন একে প্রচার করতে পারেন। কেননা ডিজিটাল কার্টুন গুলোর মতই আপনার আঁকা কার্টুন গুলো হয়ে থাকে। ডাইনোসর ঠিক এমনই দেখেছি আমি বিভিন্ন কার্টুনের মধ্যে। বেশ ভয়ংকর ভাবে তাড়না দিচ্ছে একটি ছেলেকে। শুধু যে ডাইনোসরটি সুন্দর হয়েছে তা নয় ছেলেটিও একেবারে সত্যিকারের কার্টুন এর থাকা ছেলেদের মতই লাগছে। দাদা আপনি কি আসলে কোন জাদু জানেন নইলে কিভাবে এত সুন্দর চিত্রগুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলতে পারেন। এত নিখুঁত যে আমি তার কোন খুঁত বের করার চেষ্টা করেও পারলাম না।
এক কথায় অসাম❤️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা, আপনার ড্রইং এর দক্ষতা আমাকে মুগ্ধ করে। ডাইনোসরের একটি ভয়ংকর চিত্র অংকন দেখে বেশ ভালো লাগলো। পাশাপাশি মানুষের চিত্র অঙ্কনটিও অসাধারণ সুন্দর লাগছে। অনেক ব্যস্ততার মাঝেও এত সুন্দর একটি ড্রয়িং পোস্ট শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit