অফলাইনে স্টিমিটের একাউন্ট ক্রিয়েট করার প্রসেস

in hive-129948 •  8 days ago  (edited)
হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করে নেবো। এই টিউটোরিয়ালটি মূলত স্টিমিট এর একাউন্ট অফলাইনে ক্রিয়েট করবেন কিভাবে! এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নতুন আর এই প্রক্রিয়াটি স্টিমিট প্লাটফর্মে আগে ছিল না, পরেও থাকবে না। স্টিমিট প্লাটফর্ম বা steemworld.org যেটাতে করুন না কেন সেটা অনলাইন প্রসেস এর মাধ্যমে ক্রিয়েট করতে হবে। আর এতে করে অনেক সময় keys হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আপনি যদি অফলাইনে keys জেনারেট করেন, তাহলে এই হ্যাক এর সম্ভাবনা আর থাকবে না, যদি না আপনি আপনার প্রাইভেট keys কারো সাথে শেয়ার করেন।

এখন এই অফলাইনে খুলতে গেলে একটা ওয়েবসাইটের মাধ্যমে খুলতে হবে। [tintin.in] এই সাইটটাতে, এটা দাদা ( @rme ) ক্রিয়েট করেছিল। এই সাইটটা আপনারা অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এতে টুলসগুলো ব্যবহার করে আপনি আপনার সমস্ত ডাটা নিশ্চিন্তে encrypt করে রাখতে পারবেন এবং পরে আবার যখন দরকার হবে তখন decrypt করতে পারবেন। এটার সম্পূর্ণ টিউটোরিয়াল দাদার ( https://steemit.com/hive-129948/@rme/2rwvi4-rme)-এই পোস্টটিতে পেয়ে যাবেন। এখানে সবকিছু আলোচনা করা আছে। যাইহোক, আপনাদের আমি শুধু অফলাইনে স্টিমিট একাউন্ট ক্রিয়েট এর বিষয়টা এখন তুলে ধরবো।

✔অফলাইনে স্টিমিট একাউন্ট ক্রিয়েট করার প্রসেস---

1
➤প্রথমে আপনাদের tintin.in সাইটে গিয়ে চিহ্নিত স্থানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে এবং জিপ ফাইলটাকে extract করে নিতে হবে।


➤extract ফাইলটা ওপেন করার পরে এবং ওখানে easy-crypto অপশনে ক্লিক করলে steem-seeds অপশন দেখতে পাবেন এবং ওটাতে ক্লিক করার পরে সরাসরি steemit এর keys জেনারেটেড এর অপশন চলে আসবে।
3
➤এরপর এটাতে আপনারা Mnemonic seeds সেভ করে রাখতে পারবেন এবং এই একটা দিয়েই পরবর্তীতেও অসংখ্য keys জেনারেট করতে পারবেন। যাইহোক, এরপর "secure random" অপশনে ক্লিক করলে আপনার Root Key, Chain Code এবং Mnemonic seeds জেনারেট হয়ে যাবে। এটা দিয়েই আপনি যত খুশি একাউন্ট এর keys জেনারেট করতে পারবেন। এইবার আপনি যে নামে একাউন্ট খুলতে চাচ্ছেন সেটা available আছে কিনা সেটা আপনি steemit এর সাইটে দেখে নিতে পারবেন।
4
➤এরপর আইডি available থাকলে সেই আইডিটা tintin.in এর এই টুলে বসিয়ে জেনারেটে ক্লিক করলে আপনার প্রাইভেট keys এবং মাস্টার পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে অফলাইনে। এইবার এই যে আপনার প্রাইভেট keys তৈরি হলো, এইটা আপনি কাউকে দেবেন না বা কারো সাথেই শেয়ার করবেন না। একটা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন বা tintin.in টুলস ইউজ করেও সেটা সিকিউরলি সেভ রাখতে পারবেন।
5

6


➤এইবার আপনি যে নামে আইডিটা খুললেন এবং এর যে মাস্টার্স পাসওয়ার্ড আছে, এই দুটি জিনিস আপনি Retrive Your Steem Keys by Steemit ID & Master Password-এ গিয়ে বসালেই public keys পেয়ে যাবেন এবং সেই সাথে এখানে যে প্রাইভেট keys জেনারেট হয়েছিল সেটাও এখানে একদম সেম দেখতে পাবেন। যেটা আমি স্ক্রিনশর্ট এর মাধ্যমে দেখালাম।

➤এইবার আপনার সব keys পেয়ে গেলেন। কিন্তু আপনার এই আইডিটা অনলাইনে একটিভ করবেন কিভাবে এখন! এটার জন্য আপনার আইডি ( যে নামে খুলেছেন) এবং আপনার public keys দাদাকে ( @rme ) পাঠাতে হবে। এরপর দাদা আপনার আইডিটা ১ মিনিটের মধ্যে একটিভ করে দেবে অনলাইনে। দাদাকেও প্রাইভেট keys পাঠাতে হবে না, শুধু public keys আর আইডিটা পাঠালেই হবে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। এই ধরনের টিউটোরিয়াল পোস্টগুলো সবার জন্যই অনেক উপকারী। আশা করছি এই পোস্টের মাধ্যমে সবাই উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুব সুন্দরভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন ভাই, ইউজাররা আশা করছি অফলাইনে এখন হতে স্টিমিট আইডি ক্রিয়েট করতে পারবে। অনেক ধন্যবাদ

হুম ভাই। অফলাইনে আইডি ক্রিয়েট করলে অনেক সুবিধা হবে সবার জন্য।

অসাধারণ একটা টুলস। অনলাইন সিকিউরিটি একটা মাথা ব্যথার কারণ। এর মাধ্যমে সেটাকে যদি আরো সিকিউর করা যায়, তাহলে এটাই উত্তম।

এটা একদম সিকিউর। এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

সুন্দরভাবে পুরো বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন যদি কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে এই পোস্টের সাহায্য নিয়ে নতুন একাউন্ট খুলতে পারবো।

খুবই সুন্দর একটা টিউটোরিয়াল আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। বিষয়গুলো আপনি খুবই সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। যারা অফলাইনে একাউন্ট তৈরি করতে চায় তাদের জন্য বিষয়টা খুবই ভালো হবে।

tintin.in বিষয় বড় দাদার থেকে ইতিমধ্যেই জেনে নিয়েছিলাম। চমৎকার এবং সহজবোধ্য একটি সাইট। এখানে অফলাইন এবং অনলাইন দুই দিক থেকেই আইডি ক্রিয়েট করা যাবে। পুনরায় আপনার পোষ্টের মাধ্যমে আরো একবার সমস্ত বিষয়গুলি ভালোভাবে দেখতে পেলাম এবং বুঝতে পারলাম। যদিও বা আইডি এখনো ক্রিয়েট করা হয়নি তবে এখন থেকে এই ওয়েবসাইট ইউজ করব আইডি ক্রিয়েট করার জন্য। ধন্যবাদ দাদা tintin.in এর বিষয় গুলি আমাদের মাঝে সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য।

tintin.in সাইট ব্যবহার করে আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ নথি পত্র সব encrypt করে রাখতে পারবেন। এটাই সব থেকে নিরাপদ। এখানে সব কয়েন দেখতে পাবেন।

প্রসেসটি অনেক দারুন দাদা। এখন থেকেই অফলাইনে একাউন্ট খোলা যাবে। দারুন একটি ব্যাপার। আপনার দেখানো প্রসেস ফলো করে একবার ট্রাই করে দেখবো। ধন্যবাদ আপনাকে।

হুম, এটা অনেক ইজি এবং নিরাপদ। এটা ব্যবহার করে যেকোনো কিছু করা যাবে, এটাতে সেই ব্যবস্থা করা আছে।

এককথায় অসাধারণ লাগলো সম্পূর্ণ প্রসেসটা। অফলাইনে খুব সহজেই স্টিমিট একাউন্ট ক্রিয়েট করা যাবে তাহলে। এই প্রসেস ফলো করে একটা স্টিমিট একাউন্ট ক্রিয়েট করে দেখতে হবে। যাইহোক এতো সহজ ও সাবলীল ভাষায় পুরো বিষয়টা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

একদম সহজ একটা বিষয়। একবার ট্রাই করে দেখবেন যখন প্রয়োজন পড়বে। প্রসেস গুলোও খুব সরল আছে।

লাস্ট মিটিং এ দাদা এটা নিয়ে বলেছিলো, আর আজকে এটা দেখে আসলেই অনেক ভালো লাগতেছে। কত দ্রুত সব কাজ এগিয়ে চলতেছে। 😍😍

আমি অনেক বেশি এক্সসাইটেড ছিলাম।

এটা বেশ মজার এবং দারুণ প্রসেস। এটা ব্যবহার করে যেকোনো কিছু করা যাবে। সব থেকে সিকিউর একটা প্রজেক্ট এটা।

আসলেই অনেক মজার ফিচার এটি। সকল "কি"গুলো একদম সুরক্ষিত থাকবে।

এর আগে দাদা হ্যাংআউট এই বিষয়ে বলেছিল ।সেই সম্পর্কে অবগত ছিলাম । আপনার আজকের অফলাইন একাউন্ট ক্রিয়েট করার প্রসেস পোস্ট এর মাধ্যমে বিষয়টি আরো সহজ হয়ে গেল। দারুন লেগেছে স্টিমিটার জন্য যেটা খুবই ভালো একটা দিক।

বাহ,এটা খুবই সুন্দর একটি বিষয়।অফলাইনে অনেক সুবিধা রয়েছে বলে আমিও মনে করি।এতে অনেক নিরাপত্তা রয়েছে,প্রসেসটি সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন।সবাই খুব সহজেই বুঝতে পারবেন।ধন্যবাদ আপনাকে।

অফলাইনে স্টিমিটের একাউন্ট ক্রিয়েট করার প্রসেস খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।এতে করে আমাদের সবার অনেক উপকার হবে।ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য।