গোল্লাছুট

in hive-129948 •  19 days ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2024-10-19 22.55.22 - A dynamic and colorful image of children playing 'Gollachut,' a traditional Bengali game, in a rural village setting. The scene captures the energy of.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে একটি সাধারণ লেখা শেয়ার করে নেবো। এটি আসলে শৈশবের একটি খেলা, যেটি নব্বই দশকের একটি জনপ্রিয় খেলা ছিল। তবে এখন আসলে বলতে গেলে বিলুপ্ত প্রায় এইসব খেলা। এই খেলাটার নাম ছিল "গোল্লাছুট"। এই খেলাটা তখনকার সময়ে একটা দারুন খেলা ছিল, যেটা সব বন্ধুরা মিলে দল বেঁধে খেলা হতো মাঠে বা যেখানে খুশি । এই খেলাটা আমিও খেলেছি, বেশ মজার একটি খেলা। এই খেলাটা আমাদের শৈশবের একটি মধুর স্মৃতির অংশ হয়ে থেকে যাবে সবসময়, কিন্তু আসলে চাইলেও আর ফিরে পাবো না সেই দিনগুলো বা এইধরণের খেলার সুযোগ আর পাবো না। সত্যি বলতে এই খেলাগুলোর কথা আজও যখন মনে পড়ে, তখন মনটা যেন সেই শৈশবের খেলায় মেতে ওঠে আর মনটা আসলে ভরে যায় এইসব স্মৃতিগুলো মনে দোলা দিলে।

এই গোল্লাছুট খেলাটা মূলত খেলার জন্য দুটি দলের প্রয়োজন হতো, একটি দল দৌড়ানোর জন্য প্রস্তুত থাকতো আর আরেক দল তাদের ধাওয়া করে ধরার জন্য বা ছোঁয়ার জন্য তৎপর থাকতো। এই খেলাটার মূল লক্ষ্য ছিল যে, অন্য দলকে ছুঁয়ে দিতে হবে এবং তাদের আটকাতে হবে মেইনলি। এই খেলাটা মূলত একটি গোল্লার মধ্যে খেলা হতো। যে টিম দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, তখন অন্য টিম অর্থাৎ যাদের উদ্দেশ্য তাদের আটকানো, তাদের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে ধরার চেষ্টা করতো। এই খেলাটা ছেলে-মেয়ে উভয়েই একসাথে খেলা যায়, এখানে আলাদা কোনো বিষয় নেই আসলে। এই খেলাটায় বেশ মজা, হাসি, ঠাট্টা সবকিছুই হতো।

খেলাটার আরো মজা বেড়ে যেতো, যখনই কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, তখন ধরে ফেললে বেশ মজা লাগতো। আর যেজন ধরা পড়ে যেত তাকে ওই গোল্লার ভিতরে পাঠানো হতো। এরপর ওর টিমের সবাই চেষ্টা করতো তাকে কিভাবে সেখান থেকে বের করা যায়। গেমটা ছিল অত্যন্ত মজাদার আর হাসির। বেশ উত্তেজনাপূর্ণ একটি খেলা, মনটা যেন সবসময় এই খেলার মধ্যে মেতে থাকতো আর তখন এই খেলাগুলো একটা নেশার মতো ছিল, না খেলতে পারলে যেন ভালো লাগতো না একপ্রকার।

আর আসলে আমাদের ওই সময়ে বা তখনকার কারোরই বর্তমান সময়ের মতো না ফোন ছিল, না অন্য কোনো যান্ত্রিক বিষয়ের প্রতি তেমন কোনো নেশা ছিল। আসলে তখন এইসবের অনেক অভাব ছিল, তেমন সবার মাঝে এইসব প্রচলন ছিল না। এখন যেমন ঘরে ঘরে ফোন, গেম এইসবে ভরে গিয়েছে, ফলে এখন সবাই এইসবে মেতে থাকে। বর্তমানে এইসব নব্বই দশকের খেলাগুলো তাদের কাছে একটা কাল্পনিক বিষয়ের মতো মনে হবে, কারণ তারা জানেই না এইসব আসলে কি খেলা ছিল। তখন এইসবের মধ্যে দিয়েই সবার সময় কেটে যেত। একটা সোনালী মুহূর্ত ছিল তখন এইসবের মধ্যে।

এটা আমাদের সময়ের ক্ষেত্রে একটা নস্টালজিক স্মৃতি ছিল, যেটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এর পরের জেনেরেশন আসলে এইসব বিষয়ে কিছুই বুঝতে পারবে না, এইসব খেলার মানে কি ছিল। তবে এইধরণের খেলাগুলো আসলে শুধু খেলা হিসেবে সীমাবদ্ধ ছিল না, এইগুলোর মাধ্যমে শারীরিক, মানসিক বিকাশ গড়ে উঠতো এবং প্রশান্তিও পাওয়া যেত। শরীরটাকে সবসময় চাঙ্গা করে রাখতো এইসব খেলার মাধ্যমে। যাইহোক, অনেকদিন বাদে এই খেলাটার কথা হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথেও হারিয়ে যাওয়া এই খেলাটা নিয়ে কিছু শেয়ার করি।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই ৯০ দশকের হারিয়ে যাওয়া খেলা গুলোর সাথে কেমন যেন একটা নস্টালজিয়া লেগে আছে। গোল্লাছুট, লাফ দড়ি, বাঘ বন্দী, ডাংগুলি, গুলি খেলা এসব খেলা আজকের যুগে আর কেউ জানেই না। অথচ আমরা পাড়ায় পাড়ায় এই সমস্ত খেলার প্রচলন দেখেছি। সব কেমন যেন বদলে যাচ্ছে ওই একটিমাত্র বস্তু মোবাইলের কল্যাণে। সবকিছুই আজ যান্ত্রিক। আর তার সাথে সাথে শিশুদের ব্রেনগুলোও যান্ত্রিক হয়ে উঠছে। সেখানে অনুভূতির প্রকাশ বড় কম। খুব ভালো লাগলো আমাদের ছেলেবেলার সেই স্মৃতি রোমন্থন করালেন বলে।

শৈশব কালে এই গোল্লাছুট খেলা আমার একটি নেশা ছিল। তবে, বিশেষ করে এই খেলা টি শীতকালের মধ্যে একটু বেশি হতো। এখনকার ছেলেমেয়েরা এই খেলা সম্পর্কে তেমন একটা অবগত নয়।আর আমরা ছোট বেলায় ছেলে মেয়ে উভয়েই এই খেলা একসাথে খেলছিলাম। কিন্তু বর্তমান সময়ে আর এই সুযোগটা নেই। যাইহোক,‌ আপনার এই পোস্টের মাধ্যমে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।

সত্যি দিনগুলো আর ফিরে আসবেনা। কতইনা সুন্দর ছিলো সেই শৈশবের দিনগুলো। ছোটবেলায় প্রত্যেকদিন টিফিন টাইমে স্কুলে এই খেলাটি আমরা খেলতাম। কতই না মজা করছিলাম সবাই। সে সব দিন আজ অতীত। এখনকার বাচ্চাদের মাথায় শুধু মোবাইল আর টেলিভিশন নিয়ে যতো চিন্তা। খেলাধুলার মজাটা তারা হারিয়ে ফেলেছে এই আধুনিক টেকনোলজির মধ্যে।
আজ আপনার পোস্টে দেখে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর লেখাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আপনার এই পোস্টটি পড়ে তো শৈশবের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। ছোটবেলায় গোল্লাছুট খেলতে খুবই ভালো লাগতো এবং প্রায়ই বিকেল বেলা আমরা গোল্লাছুট খেলতাম। তখন এই খেলাটা সত্যিই একটা নেশার মতো ছিলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এটা আমাদের সময়ের ক্ষেত্রে একটা নস্টালজিক স্মৃতি ছিল,

একেবারে সঠিক বলেছেন দাদা সত্যি এটা যেন একেবারে নস্টালজিক স্মৃতি ছিল। এটা ছোটবেলা আমার খুব পছন্দের খেলা ছিল। এবং আমি বেশ ভালো দৌড়াতে পারতাম দেখে খেলাটাতে আমি বেশ পটু ছিলাম। আপনার পোস্ট টা পড়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।