আজকে জীবের জীবাশ্ম সম্পর্কে কিছু আলোচনা করবো।
জীবাশ্ম বলতে আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি সেটা হলো প্রমাণ সহ কোনো জীবের দেহের সম্পূর্ণ বা আংশিক অংশ এর অস্তিত্ব মাটির নিচে বা কোনো পাললিক শিলাস্তরের মধ্যে খুঁজে পাওয়াকে।
IMAGE SOURCE
জীবাশ্মের মধ্যে সম্পূর্ণ জীবের জীবাশ্ম পাওয়া গেছিলো। এই সম্পূর্ণ জীবের জীবাশ্মগুলো মূলত তেল, বরফ ইত্যাদির মধ্যে পাওয়া গিয়েছিলো। তেলের মধ্যে সাধারণত বহু যুগ আগের গন্ডারের সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া গিয়েছিলো এবং বরফের নিচে হাতির পূর্বপুরুষের অবিকৃত জীবাশ্মগুলো খুঁজে পাওয়া গিয়েছিলো। এছাড়াও আরো বিভিন্ন ধরণের সম্পূর্ণ জীবের জীবাশ্ম বিভিন্ন স্তরে খুঁজে পাওয়া গিয়েছিলো।
IMAGE SOURCE
জীবের জীবাশ্মদের মধ্যে কিছু শক্ত অংশ থাকে যেমন দাঁত, খোলক ইত্যাদি এইসব প্রাণীদের শক্ত অংশের মধ্যে পড়ে থাকে। আর এই শক্ত অংশগুলো কখনো নষ্ট হয় না, সংরক্ষিত অবস্থায় বিভিন্ন শিলাস্তর , মাটির নিচে থেকে যায়। কেবল জীবেদের নরম অংশগুলো ধীরে ধীরে পঁচে গিয়ে নষ্ট হয়ে যায়। এছাড়া যদি কোনো জীবের বাইরের কোনো অংশ শক্ত থাকে এবং সেই অবস্থায় মাটিতে চাপা পড়লে সেটি একপ্রকার কঠিন অবস্থায় পরিণত হয়, যার ফলে সেই স্থানে একটি ছাঁচের মতো তৈরি হয়।
IMAGE SOURCE
এছাড়াও কোনো জীব মাটিতে চাপা পড়ার ফলে তার জীবাশ্ম শিলাভবনে পরিণত হয়ে থাকে। কারণ জীবদেহের পুরানো অজৈব পদার্থগুলো নতুন কিছু অজৈব পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে , যা একসময় শিলাভবনের মতো অবস্থা হয় । তেজস্ক্রিয় মৌল নামে একটা মৌল আছে এবং এই মৌল সাধারণত জীবেদের জীবাশ্মের বয়স জানার জন্য ব্যবহৃত হতো। এই তেজস্ক্রিয় মৌলের সাহায্যে তেজস্ক্রিয় ক্ষয় হতে থাকে। এর দ্বারা তেজস্ক্রিয় মৌল থেকে কতটা পরিবর্তিত মৌল পাওয়া যায় সেটি বোঝা যায়।
জীবের জীবাশ্ম সম্পর্কে এই ছিল সংক্ষিপ্ত কিছু আলোচনা। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো।
শুভেচ্ছান্তে, @winkles
Discord Link: https://discord.gg/5aYe6e6nMW
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
খুব তর্থভিঠিক পোস্ট। খুব সুন্দর ভাবে লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবাশ্ম সম্পর্কে পুনরায় আরেকবার অনেক কিছু জানতে পারলাম।অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit