হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করে নেবো। গতকাল রাজস্থান আর পাঞ্জাবের মধ্যে ম্যাচ ছিল। এদের ম্যাচই আমার তেমন একটা দেখা হয়ে ওঠে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এরাই ভালো খেলছে। আর যেসব প্রিয় টিম তারাই ভরা ডুবি খেলছে হা হা। যাইহোক, গতকালকের খেলাটা পাঞ্জাবের একটা মাঠে হয়েছে আর টসে জিতে যায় রাজস্থান। রাজস্থান আইপিএল এ মোটামুটি বেশিদিন না হলেও যে কয় বছর খেলছে বেশ ভালো পারফর্মেন্স করছে। তবে কালকের পিচটা ছিল এক কোথায় জটিল। এই পিচে রান করা মহা মুশকিল বলা যায়। কারণ যেহেতু টসে জিতে রাজস্থান আগে বোলিং নিয়েছে এবং পাঞ্জাব আগে ব্যাটিং এ এসে যে কি অবস্থা। উইকেট যেন ঝড়ের মতো পড়তে থাকে আর রানের অবস্থা আর নাই বলি। পাওয়ারপ্লে ওভারের কথা বাদই দিলাম, যখন ১০ ওভার চলছে, রান তখন মাত্র ৫০ এর ঘরে।
এইটা দেখে তো প্রেডিকশন করে নিয়েছিলাম যে টেনেটুনে ১২০ এইরকম হতে পারে, কারণ বোলিং পিচে এর থেকে আর বেশি কি বা হবে। এর আগেও যত বোলিং পিচে খেলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা আগে ব্যাটিং করেছে তাদের পাল্লাই ভারী থাকে, কারণ পরে টার্গেটে এই রানেও হিমশিম খেয়ে যেতে হয়। তবে এটা সবসময় তা না কিন্তু, ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে সেক্ষেত্রে। এক্ষেত্রে ১৫ ওভারের দিকে জিতেশ শর্মা একটু খেলে যায় মোটামুটি, যার ফলে রানটা ১০০ ক্রস করে। তবে শেষে কয়েকটা অর্থাৎ ৪-৫ ওভার আশুতোষ দারুন ব্যাটিং করে। এ না থাকলে অবস্থা খারাপ হতো রানের। মোটামুটি ১৫০ রানের গায়ে নিয়ে গিয়েছিলো, তবে এই পিচে ১৫০ রান বা ১৩০ যাই হোক না কেন, একটা লড়াই করার মতো পর্যায়ে থাকে।
যাইহোক, এক্ষেত্রে বিপক্ষ টিমের আক্রমণ খারাপ ছিল না শুরুর থেকে। যাইস্বল মোটামুটি ভালোই খেলে, তবে তাদের পক্ষেও তেমন একটা সুবিধার ছিল না, উইকেট না পড়লেও রান কিন্তু তেমন একটা করে উঠতে পারেনি। এদেরও লো স্কোর ছিল, তবে তাদের থেকে সেই পজিশনে এদের রান রেট বা স্কোর বেশ ছিল। তবে সব থেকে ইন্টারেষ্টিং বিষয় হয়েছে যখন ১৬ বলে ৩৩ রান লাগবে। আসলে আমি ধরেই ফেলেছিলাম যে, রাজস্থান মনে হয় এইবার ডুবে গেলো, কারণ যে মুহূর্তে রান দরকার, ওই মুহূর্তে ঝড়ের মতো উইকেট পড়ছে। এই করে ৫ উইকেট পড়ে গিয়েছে, কারণ প্রথমে রান না উঠলেও উইকেট মাত্র ২ টি পড়েছিল। এক্ষেত্রে হেটমায়ের না থাকলে সত্যি বলতে রাজস্থানের এই ম্যাচ জেতা অসম্ভব একটা ব্যাপার ছিল। ম্যাচটা বেশ ইন্টারেষ্টিং হয়ে উঠেছিল লাস্ট ৩ ওভারে, এই মনে হয় পাঞ্জাব জিতে যাবে, এই মনে হয় রাজস্থান জিতে যাবে।
তবে পাঞ্জাবের পাল্লা ভারী ছিল। আর হেটমায়ের একা কি করবে আর, তারপর ইয়র্কার বল দিচ্ছে, সেটাও খেলা অনেক মুশকিল। তাও এখানে লাস্ট ২ ওভারে ২০ লাগবে, সেখানে ১০ রান ১ ওভারে কভার করে ঠিকই। কিন্তু লাস্ট ওভারে উঠে উঠে ২ বল ডট যায়। আর এখানে থার্ড বলে যদি কোনো বাউন্ডারি না যায়, তাহলে পরের বল হিট করার মনোবলই নষ্ট হয়ে যায়। সেই বলতে ইয়র্কার হলেও হেটমায়ের গায়ের জোরে মারে আর একদম কাটায় কাটায় ৬ এর বাউন্ডারি গিয়ে পড়ে, যেটা অনেকটা তাদের জন্য স্বস্তির ব্যাপার। তবে সুপার ওভার হওয়ারও অনেক চাঞ্জ ছিল এখানে। সে যাইহোক, অনেক চেষ্টায় ম্যাচটা উইন হয় রাজস্থান। তবে অনেকটা বেগও পেতে হয়েছে এই অল্প রানে চেজ করতে গিয়ে। রাজস্থান ভালোই খেলছে, পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা গতরাতে উক্ত ম্যাচে প্রথমে মনে হয়েছিল হয়তো রাজস্থান খুব সহজেই জয়লাভ করবে। কিন্তু সত্যি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অত্যন্ত অনিশ্চয়তার চাদরে জড়ানো থাকে। ম্যাচটা শেষ পর্যন্ত এতো পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে-- যেটা কল্পনার বাইরে ছিল। আর এরকম ম্যাচগুলোর কথা দীর্ঘদিন মনে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাজস্থান এবার বেশ ভালো খেলছে। টেবিল টপার তারা। গতকাল প্রথমে পাঞ্জাবের অবস্থা খুবই করুণ ছিল। একে একে উইকেট যাচ্ছিল ওভার যাচ্ছিল কিন্তু রান নেই। তবে শেষে মোটামুটি একটা স্কোর দাঁড় করায়। প্রথমে ভেবেছিলাম এই রান রাজস্থান সহজেই চেজ করে ফেলবে। কিন্তু না রাজস্থানের দেখছি ভালো বেগ পেতে হয়েছিল। একেবারে শেষ মূহূর্তে গিয়ে ম্যাচ টা জেতে তারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা রাজস্থান আইপিএলের প্রায় প্রতিটি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে। এবারও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এই পর্যন্ত। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে আসলেই খুব ভালো লাগে। এমন বোলিং পিচে ব্যাট করাটা খুবই কষ্টের। তবে শিমরন হেটমায়ার একজন পিওর হার্ড হিটার। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানের ব্যাটিং আমি বেশ উপভোগ করি। আপনি দারুণভাবে এই ম্যাচের রিভিউ শেয়ার করেছেন দাদা। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঞ্জাব ও রাজস্থানের এই ম্যাচটি আমি দেখেছি। সত্যি অনেক টানটান উত্তেজনা ছিল। আর এই ম্যাচটি খুবই সুন্দরভাবে আপনি আজকে আমাদের মাঝে রিভিউ করেছেন। ম্যাচটি খুবই ভালো লেগেছে আমার। কারণ আমি রাজস্থানের সাপোর্টার ছিলাম। যার কারণে রাজস্থানের এই জয়লাভ দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিকেট খেলা তেমন একটা দেখা হয় না।কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে মাঝে মাঝেই জানতে পারি।আসলে রাজস্থান আইপিএল খেলায় যোগ দেয় এটি আমার জানা ছিল না।আর পাঞ্জাব ভালো খেলে থাকে সেটাই জানতাম।কিন্তু পাঞ্জাব খারাপ পারফরম্যান্স করে রাজস্থান জিতে গেছে এটা জেনে ভালো লাগলো।অনেক সময় ভালো দল এইভাবেই নীচে নেমে যেতে থাকে, দারুণ রিভিউ করেছেন।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঞ্জাব বনাম রাজস্থানের মধ্যে ম্যাচটি আমি দেখেছিলাম। অল্প রানের মধ্যে টানটান উত্তেজনাময় একটি ম্যাচ ছিল। এক তরফা ভাবে খেলা ভালো লাগে না। এমন ম্যাচ হলে দেখে মজা পাওয়া যায়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit