হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলার বিষয়ে পোস্ট করে নেবো। গতদিন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট সিরিজ শেষ হয়েছে। তবে এই টেস্টে ভেবেছিলাম বেশ লড়াই হবে। তবে শুরুটা প্রথম ইনিংস থেকে বেশ ভালোই শুরু হয়েছিল। কিন্তু আসলে শেষমেষ খেলাটা যেন ঝিমিয়ে গেলো। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রায় ২ দিন কভার করে ফেলে, আর এটা স্বাভাবিক যে, প্রথমে যারা ব্যাটিং এর সুযোগটা পায়, তারা মোটামুটি সময়টা বেশিই পায়। আর এটা সেই টিমের ক্যাপ্টেইন এর উপরও নির্ভর করে যে কতক্ষন খেলবে। হয় তাদের অলআউট করতে হবে আর নাহলে যতক্ষণ না অধিনায়ক তার ব্যাটসম্যানদের উঠিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে ততক্ষন খেলবে।
এখানে আম্পিয়ার এরও কিছু করার থাকে রুলস এর ভিতরে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এইভাবে অনেক রান করে ফেলে, যেটা সত্যিই বিপক্ষ টিমের ব্যাটসম্যানদের কাছে লিড সম্পন্ন করে আবার পুনরায় তাদের ১০০-২০০ রানের যে লিড দেবে সেই এনার্জি আর শেষ পর্যন্ত থাকে না। কারণ একটা জিনিস দেখুন টেস্ট সিরিজে প্রথম ইনিংসেই যদি ৫০০ রানের কাছাকছি চলে যায়, তাহলে সেটা দেড় দিনের মধ্যে কমপ্লিট করা অসম্ভব একপ্রকার। হয় এখানে উইকেট পড়ে যাবে রান করতে গিয়ে আর না হয় রান তো তুলবে, কিন্তু তাদের পুনরায় লিড দেওয়ার মতো আর ব্যাটসম্যানই ঠিকমতো টিকে থাকবে না।
প্রথম ইনিংসে ফাস্ট অর্ডারের ৪ জন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যেন একদম পুরো হাবি হয়ে পড়ে, টানা খেলে গিয়েছে ৪ জন। এদের জন্যই রানটা অধিক করতে পেরেছে। এর মধ্যে আবার স্মিথ একাই ১৪০ রান করে বসে। এই একজন ব্যাটসম্যান, একে প্রথমেই না ফেলতে পারলে, পরে আউট করা দুষ্কর হয়ে যায়। তবে এখানে ইন্ডিয়ার অবস্থা নাজুক হয়ে যায়, কারণ প্রথমেই অনেক উইকেট হারিয়ে বসে। রান তখন প্রায় ১৫০ এর মতো আর কি। তবে এখানে যদি নীতিশ রেড্ডি না ধরে খেলতো আর শেষ পর্যন্ত ধৌর্য ধরে না খেলতো তাহলে অনেক রানে পিছিয়ে যেত।
নীতিশ রেড্ডির জন্য মোটামুটি সব দিক থেকে প্রথম ইনিংস অসাধারণ খেলা হয় এক পর্যায়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে উভয় টিম ঝিমিয়ে পড়ে। আর অস্ট্রেলিয়া যেহেতু ১০০+ রানে প্রথম ইনিংস এগিয়ে ছিল, তাই তারা দ্বিতীয় ইনিংস খারাপ খেললেও ওই রানের সাথে যোগ হয়ে আবারো ৩০০+ রানের টার্গেট হয়ে যায়। কিন্তু ইন্ডিয়া যে এই রান তুলবে সেই সময়টাই তাদের হাতে নেই বললে চলে। কারণ এক দিনে এই রান তুলতে গেলে ওয়ানডে ফরম্যাটে খেলতে হবে, যেটা আসলে টেস্ট ফরম্যাট রেডি করে আরেকটায় ধুম করে পরিবর্তন করা অসম্ভব। হয় আউট হবে নাহলে বাউন্ডারি।
তবে এক্ষেত্রে ম্যাক্সিমাম আউটই হয়। তবে যাইহোক, ইন্ডিয়া এখানে আরেকটা রেকর্ড গড়ার মতো কাজ করেছে অর্থাৎ একজন আবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় নাম তুলে ফেলেছে। মোটামুটি সব ফরম্যাটে একজন না একজন আছে। তবে টেস্ট সিরিজে বুমরাহ নিঃসন্দেহে একজন সেরা বোলার। প্রত্যেকটা টেস্ট সিরিজে অসাধারণ বোলিং পারফরম্যান্স। এই যে অস্ট্রেলিয়ার সাথে ৪ টা টেস্ট সিরিজ খেলা হলো, তার প্রত্যেকটিতে দারুন পারফরম্যান্স এবং সেই সাথে উইকেট পেয়েছে প্রচুর। বর্তমানে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট কাউন্সিলের বোলারদের তালিকায় শীর্ষে রয়েছে বুমরাহ।
বলা যায়, এই সারা বছর তার ক্রিকেট খেলায় বরাবরই দারুন ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এই বছরে এখনো পর্যন্ত ১৩ টি টেস্ট খেলে ৭১ টির মতো উইকেট অর্জন করেছে, যেটা একজন বোলারের কাছে ঐতিহাসিক ব্যাপার। তবে যাইহোক, একদিক থেকে তো ভালো হলো। কিন্তু এই টেস্ট সিরিজের আসলে পরিণতি কি হবে ঠিক নেই। কারণ আর একটা টেস্ট সিরিজ আছে তাতে এটাও টাইড হতে পারে, নয়তো অস্ট্রেলিয়া জিততে পারে। যদিও অস্ট্রেলিয়ার পাল্লা ভারী আছে এই মুহূর্তে, কারণ তারা অলরেডি চতুর্থ টেস্টটা জিতে বসে আছে, আর এতে মনোবলটাও শক্ত আর দৃঢ় হয়েছে। এখন দেখা যাক শেষ পরিণতি কি হয়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ জিতে ইতিমধ্যেই এই সিরিজে ভালো অবস্থানে পৌঁছে গিয়েছে। দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয়। যাইহোক বর্ষসেরা টেস্ট ক্রিকেটের তালিকায় বুমরাহ এর নাম দেখে ভীষণ ভালো লাগলো। বুমরাহ নিঃসন্দেহে দুর্দান্ত একজন বোলার। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit