হারিয়ে যাওয়া নৌকা ( পর্ব ৩ )

in hive-129948 •  25 days ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2025-03-19 03.55.20 - A mysterious lost boat floating alone in the vast ocean under a full moon. In the distance, a ghostly, abandoned wooden ship with tattered sails emerg.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "হারিয়ে যাওয়া নৌকা" গল্পটির তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো সাগরের দিকে জাহাজের ডেকে হেঁটে আসছিলো একটা ছায়ামূর্তি। মূলত এই ছায়ামূর্তিটি হলো একটা অতৃপ্ত আত্মা। সাগর দ্রুত কোনোদিকে উপায় না পেয়ে একটা কোনে লুকিয়ে পড়লো। যত কাছে এই ছায়ামূর্তি রূপে অতৃপ্ত আত্মাটি আসছে, তত সাগরের যেন দম বন্ধ হয়ে আসছে। স্বাস যেন রুদ্ধ হয়ে যাচ্ছে তার। এই ছায়ামূর্তিটি দরোজার কাছে এসেই থেমে গেলো এবং জিজ্ঞাসা করলো "কে ওখানে?" সাগর এই স্বর শুনে তো আরো স্তব্ধ হয়ে গেলো, হার হিম করা ভয়ের মধ্যে সে। তার উপর এই স্বর যেন এমন এমন ভাবে আসছে, যে একসাথে অনেকগুলো স্বর জড়তা বেধে তার দিকে আসছে।

এরপর কিছুক্ষনের মধ্যে দরোজার সামনে একটা অদ্ভুত ভাবে ঘূর্ণায়ন দিয়ে ঝড় উঠলো, এই ঝড়ে যেন ঘরের ভিতরের সবকিছু তেহেছনেহেচ হয়ে গেছে আর অনেক কিছুই উড়ে গিয়েছে। এই মুহূর্তে সাগর যেখানে লুকিয়ে ছিল, সেখানে তার মাথার উপর থেকে একটা কাঠের বাক্স নিচে এসে পড়লো। আর ওই বাক্সের ভিতর থেকে অনেকগুলো পুরোনো ছবি বের হয়ে আসলো আর সেই ছবিতে ছিল অনেকগুলো নাবিকের দল অর্থাৎ যারা আগে এই জাহাজে এসেছিলো। এই নাবিকগুলোর মধ্যে আবার সাগরের মতো দেখতে একজন আছে। সাগর হতভম্ব হয়ে যায় যে, "এটা আমি?" সাগরের চোখ মুখের অবস্থা আরো খারাপ হয়ে যায় ভয়ে যে, এটা আমি কিভাবে হতে পারি!

এরপর সেই ছায়ামূর্তিটি তার দিকে তাকালো এবং তাকে বললো যে "তুমি ফিরে এসেছো"। এরপর সাগর তাকে জিজ্ঞাসা করলো যে, "তুমি এইসব কি বলছো, আমি ফিরে এসেছি মানে কি"? ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরো কাছের দিকে এলো এবং তখন কিছুটা তার দৃশ্য দেখা গেলো, কিন্তু তার চোখ দুটি যেন একদম ফাঁকা ছিল, খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর মতো। তখন ছায়ামূর্তিটি সাগরকে বললো যে, তুমি আমাদের দলেরই একজন ছিলে, যেটা অনেক বছর আগের ঘটনা। তুমি যদিও পালিয়ে গিয়েছিলে, কিন্তু তবুও এই জাহাজ কাউকে ছাড়ে না। সাগর এইসব কথা কোনোমতে বিশ্বাস করতে পারে না এবং সে চিৎকার করে ছায়ামূর্তিটিকে বললো যে, এসব একদম মিথ্যা বলছো, আমি আগে এই জাহাজে আসেইনি।

তখন সেই নাবিকের অতৃপ্ত আত্মা হেসে বললো "তুমি নিশ্চিত আসোনি"? এরপর হঠাৎ করে যেন সাগরের মাথায় পুরোনো কিছু স্মৃতি ভেসে উঠতে লাগলো। যেমন-সে একটা নৌকা নিয়ে পালাচ্ছে আর ঢেউ তাকে আঘাত করছে জাহাজের গায়ে। আর তখন কেউ একজন চিৎকার করে তাকে বলছে যে, তুমি পালতে পারবে না। এইসব ভেবে ভেবে সাগর একপ্রকার হতভম্ব হয়ে পড়লো আর ভাবলো "আমি কি সত্যিই এখানে ছিলাম"? সেই নাবিকের আত্মা বা ছায়ামূর্তিটি তাকে আর কিছুই বললো না, শুধু তার দিকে হাত বাড়িয়ে তাকে বললো "ফিরে এসো আমাদের দলে। পালানোর কোনো পথ নেই"।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এ ধরনের গল্প গুলো পড়ার সময় উত্তেজনা কাজ করে প্রচুর।গল্পের চরিত্রের মধ্যে নিজেই যেনো আটকে পরি।সাগর আগেও এখানে ছিল তা কি করে? তার ছবি ই বা কি করে এলো?? জানার আগ্রহ যেনো বেড়েই চলেছে।পরবর্তী পর্বে জানবো এর পরে কি হলো? ধন্যবাদ দাদা সুন্দর করে গল্পটি শেয়ার করার জন্য।

সেই নাবিকের অতৃপ্ত আত্মা তো সাগরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছে। সাগর তো মনে হচ্ছে আগেও সেই জাহাজে গিয়েছিল। তবে এবার মনে হচ্ছে, সাগর আর পালাতে পারবে না সেই জাহাজ থেকে। যাইহোক এই পর্বটি আরও বেশি ভালো লেগেছে দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।