হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। গতকাল ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টি২০ ম্যাচ খেলা হয়েছে আর এই ম্যাচটা উভয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কারণ এই ম্যাচে ইন্ডিয়ার জয় হলে সিরিজ হাতে আর যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে লাস্ট টি২০ তে সিরিজ জয়ের জন্য একটা লড়াই বেধে যেত ২-২ হয়ে গেলে। এটা কারোরই কাছে ছেড়ে খেলার মতো ছিল না, তবে ইন্ডিয়ার আজকাল প্রথমে ব্যাট করতে দেখলেই ভরসা ভেঙে যেতে লাগে, কারণ ভারত প্রথমে যতই রান করুক না কেন, লাস্টে একটা রিস্কে পড়ে যায় রান আটকানোর ক্ষেত্রে। গতকাল খেলাটা রায়পুরের মাঠে খেলা হয়েছিল, তবে পিচটা মোটামুটি ভালোই ছিল রান করার জন্য। তবে এখন যেহেতু ঠান্ডার সময়।
সেক্ষেত্রে লাস্টে ব্যাটিং করে রান করাটাও একটু চাপের হয়ে যায়, কারণ বল ভিজে গেলে খুব স্লো পাস হয় আর বোলিংদের ক্ষেত্রেও একটা সমস্যা যে ভিজে ময়লা হয়ে গেলে স্পিন একদমই কাজ করে না। এই একটা উভয় ক্ষেত্রে সমস্যা থেকে যায়। তবে ভারত গতকাল যেভাবে শুরুটা করেছিল তাতে একেবারে খারাপ ছিল না, যাইসওয়াল যে কয়টা বল খেলেছে তাতে ভালোই মেরে রান করে দিয়েছে, কিন্তু তাও শুরুটা এইবার স্লো ছিল, কারণ ঋতুরাজও ভালো খেলতে পারেনি। সবাই মোটামুটি ১১ ওভারের দিকে পড়ে যায়। কিন্তু রান যা ছিল তাতে রান রেট হিসেবে করলে ১৫০ এর মতো হতো,কারণ লাস্টে ভালো ব্যাটসম্যান তেমন ছিল না আর ভরসাও অতটা তাদের উপরে করা যায় না। কিন্তু এখানে রিঙ্কু যা খেলা দিলো কালকে শেষে এসে, সেটা অবাক করা কান্ড ছিল। সবাই মাঠের বাইরে অবাকই হয়ে যাচ্ছিলো যখন একটার পরে একটা ছয় মেরে যাচ্ছিলো।
এসেই মানে মার, সাধারণত তেমন ভালো পারফরমাঞ্চ তার সবসময় থাকে না, কিন্তু রিঙ্কুর একটা ভালো দিক যে, লাস্টে ভালোই স্ট্রাইক রেট তুলে দেয় আর এইজন্যই তাকে টিমে রাখা। লাস্টে ২৯ বলে ৪৬ রানের একটা বড়ো রান করে দিয়ে যায়, ফলে এই রান কয়েক ওভারে ১৫০ ক্রস করে ১৭৪ এ পৌঁছিয়ে যায়। তারপরেও এই রানে খুব একটা ভরসা পাওয়া যাচ্ছিলো না, কারণ আগের দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ২০০+ রান ক্রস করেছেও। অস্ট্রেলিয়ার শুরুটাও আজকে একদমই ভালো ছিল না, তাছাড়া আজকে তাদের অনেকেই খেলেনি, যেমন-স্মিথ, ম্যাক্সওয়েল, জাম্পা। এটাও তাদের হারের একটা বড়ো কারণ হতে পারে। তবে অক্ষর প্যাটেল দারুন বল করেছে, অনেক কম রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে।
তবে বিষ্ণইও খুব ভালো বল করেছে, তার ভাগ্যটাই সাথে দেয়নি, কারণ অনেকগুলো lbw আউট হতে হতে হয়নি, সব কানা ঘেষে বেরিয়ে যাওয়ার মতো। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন একটু ভালো খেলেছে, তাছাড়া আর একজনও ভালো খেলতে পারেনি। অবশেষে রান রেট অধিক হয়ে যাওয়ায় এই রানের সম্মুখে পৌঁছানো অনেকটা মুশকিল হয়ে যায় আর তারপরে উইকেটও পড়তে থাকে। তবুও শেষ লড়াই করে ১৫০ রানের কাছে চলে যায়। তবে লাস্টের ম্যাচটা ভালো উত্তেজনাপূর্ণ হতো, যদি ২-২ সমতা হতো। যাইহোক, তাও খেলাটা জমবে ভালো আশা করা যায়।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি আজকেও একটা খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়ে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আপনার পোষ্টের মাধ্যমে খেলা বিষয়ক পোস্টগুলো পড়তে আমি খুবই পছন্দ করি। গতকালকে ভারত এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ছিল এটা শুনেছিলাম আমি। আসলে এটা কিন্তু ঠিক দাদা, এই ম্যাচটা দুই দলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরকম ম্যাচগুলো কিন্তু অনেক বেশি জমজমাট হয়, যা দেখতে খুব ভালো লাগে। এটা কিন্তু ঠিক অক্ষর প্যাটেল দারুণ বল করেছে। তিন উইকেট তুলে নিয়েছে অনেক কম রানে, এটা জেনে খুব ভালো লাগলো। দর্শকরা বুঝতেই পারছি অনেক উপভোগ করেছিল খেলাটা দেখার সময়। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনই শুধু একটু ভালো খেলেছিল, অন্যরা খুব একটা ভালো খেলতে পারেনি তাহলে। যাইহোক দাদা, অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্টগুলো দেখার জন্য। আশা করছি আপনি খুব শীঘ্রই আমাদের মাঝে পরবর্তী খেলা বিষয়ক পোস্টগুলো শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো, এটা জেনে অনেক ভালো লেগেছে। দাদা আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার জন্য। আমি খেলা দেখি না, এটা তো সবসময়ই বলি। তবে আমার কাছে মনে হয় খেলা দেখার থেকে খেলার এত সুন্দর রিভিউ পড়তে আরো বেশি ভালোই লাগে। যদিও দেখার যে অনুভূতি রয়েছে তা হয় না, তবে পড়ার মধ্যেও অন্যরকম অনুভূতি কাজ করে। অস্ট্রেলিয়ার শুরুটা আজকে খুব একটা ভালো ছিল না যা বুঝতেই পারছি দাদা। নিশ্চয়ই ২-২ সমতা হলে লাস্টের ম্যাচ ভালোই উত্তেজনাপূর্ণ হতো। আশা করছি পরবর্তী ম্যাচগুলো আরো বেশি ভালো হবে। একটার পর একটা ছয় মারলে তো সবাই অবাক অবশ্যই হবে দাদা। আর সে যেহেতু এরকম ভাবেই খেলা খেলছিল তাই সবাই অবাক হয়েছিল। আমি নিজেও তো এই বিষয়টা জেনে অনেক অবাক হলাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ? অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি পরবর্তী খেলা বিষয়ক পোষ্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ সত্যি দারুন ছিল। আর এই ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু দুই দল ভালো খেলে তাই তাদের লড়াইটা অনেক বেশি হয়েছে। যেহেতু এখন অনেকটাই ঠান্ডা পড়েছে তাই তো বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। বল ভিজে গেলে খুব স্লো পাস হয়। ভারত টিম প্রথম দিকে ভালো খেললেও মাঝখানে এলোমেলো করে ফেলেছিল। ঋতুরাজও খুব একটা ভালো খেলতে পারেনি। কিন্তু শেষের দিকে এসে রিঙ্কু সত্যিই একেবারে খেলার চিত্র বদলে দিয়েছিল। তার পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছিল। শেষ পর্যায়ে এসে এত ভালো পারফরমেন্স সত্যিই ভাবা যায় না। রিঙ্কু তার নিজের পারফরমেন্সে এগিয়ে গেছে ও ১৫০ ক্রস করে ১৭৪ তে পৌঁছিয়ে যায়। তবুও মনে ভয় ছিল কারণ অস্ট্রেলিয়া এর আগে ২০০ ক্রস করেছিল। কিন্তু অস্ট্রেলিয়া প্রথমে ভালো খেললেও এবার শেষের দিকে খুব একটা ভালো খেলতে পারেনি। খেলাধুলা বিষয়ক রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লাগলো দাদা। আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় ভারতের একজন দারুণ ফিনিশার হলো রিংকু সিং! একদম ফাটায় দেয় শেষে! খেলা দেখতেও ভালো লাগে আসলে। আর ভারতের বোলারদের ক্রেডিটও দিতে হয়, ভালো বোল করেছে। সিরিজ নিশ্চিত করতে পারলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম দিকে জেসওয়াল এর ব্যাটিং ভালো লেগেছিল। তবে রিংকু সিং এবং জিতেশ শর্মা দুর্দান্ত ব্যাট করেছে শেষের দিকে। এতে করে ভারতের স্কোর মোটামুটি বড় হয়। যদিও আগের তিনটি ম্যাচের মতো ২০০+ স্কোর গড়তে সক্ষম হয়নি। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড দারুণ সূচনা করেছিল। তবে ভারতীয় দুই স্পিনার বেশ কিপ্টে বোলিং করেছে। সেজন্য ভারত ম্যাচটি জিততে পেরেছে। নয়তো কষ্ট হয়ে যেতো ম্যাচ জিততে। যাইহোক ভারত সিরিজ জয়লাভ করেছে এক ম্যাচ হাতে রেখেই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা ভারতীয় বাহিনী বিশ্বকাপের প্রতিশোধ নিতে শুরু করেছে। বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার সাথে এটাই প্রথম সিরিজ। সেই সিরিজে টিম ইন্ডিয়া ভালোই করেছে। টি২০ তে ইন্ডিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলো। অস্ট্রেলিয়া একটি ম্যাচ জেতার পরে ভেবেছিলাম হয়তো সমতায় ফিরবে। দুইটা দুইটা করে যদি জিততে পারতো তাহলে শেষের খেলাটা অনেক ত্তেজনাপূর্ণ হতো। যায়হোক খেলার মধ্যে তো কারো হাত নেই। যে দল ভালো খেলে ভাগ্য তাদের সহায় হয় তারাই খেলায় জিতে থাকে। তবে দাদা অস্ট্রেলিয়ার ভালো ভালো ম্যান গুলো কেন খেলে নাই সেটাই বুঝতেছি না। যেম ন স্মিথ, ম্যাক্সওয়েল, জাম্পা তারা কেন খেলে নাই। এই ম্যাচটা তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিয়া আগে ব্যাটিং করে ভালোই করেছে। মোটামুটি একটি লড়াই করার মত রান তুলে নিয়েছিল। আর এটাই টিম ইন্ডিয়ার সব থেকে বড় হাতিয়ার ছিল। অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করে তেমন ভালো করতে পারে নাই। শীতের দিন প্রথম ইনিংস খেলার পরে পিচ আর তেমন ভালো থাকে না। তারা কুয়াশা পড়ে মাঠও ভিজে যায়। বল তেমন রানিং করে না। যায়হোক এবার দেখা যাক পরের ম্যাচে কি হয়। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit