৪৩৪ রানে এক মনোমুগ্ধকর জিত ইন্ডিয়ার

in hive-129948 •  11 months ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

আজকে আপনাদের সাথে একটি খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করবো। গতকাল ইন্ডিয়া আর ইংল্যান্ড এর মধ্যে তৃতীয় টেস্ট সিরিজ শেষ হয়েছে। এই ম্যাচটা সত্যি বলতে দারুন ইন্টারেষ্টিং খেলা হয়েছে, মানে দেখে ভালোই লেগেছে। এইরকম টেস্ট ম্যাচ অনেকদিন দেখা হয় না। আমি বিগত অনেকদিন ধরে টেস্ট ম্যাচ দেখছি, কিন্তু এইরকম ৫ দিনের ম্যাচে ৩ দিনের বেশি খেলতে দেখিনি। তবে এই ম্যাচটা পুরো ৪ দিন টেনে দিয়েছে। তবে ইন্ডিয়া যদি চাইতো, তাহলে এটা টেনে নিয়ে যেতে পারতো ৫ দিন। কিন্তু ইন্ডিয়া মাঝ পথে উঠে আসে মাঠ ছেড়ে। আসলে রাজকোট এর মাঠ হচ্ছে, একদম সুপারডুপার রান তোলার ক্ষেত্রে। এই পিচে রান ওঠে যেমন আবার অন্যদিকে থেকে বোলারদের জন্যও সুবিধা, মানে একটা মানানসই ব্যাপার আছে এই পিচে সবার জন্যই।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

রাজকোটে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্তই নিয়েছিল। প্রথম ইনিংসে মোটামুটি ইন্ডিয়া বেশ ভালোই ব্যাটিং করেছে, বিশেষ করে রোহিত এর সেঞ্চুরি আর সাথে জাদেজার সেঞ্চুরিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে। বাকিরা তেমন এই ইনিংসে ভালো না করতে পারলেও এই দুইজনের সাথে ভালো একটা পারফরমেঞ্চ দেখিয়েছে নতুন দুই ব্যাটসম্যান। সরফরাজ খান আর ধ্রুব নামের এক উইকেট কিপার। প্রথম ইনিংসে অল আউট হয়ে গেলেও ৪৪৫ রানের ভালোই লিড দিয়েছিলো। তবে এটাতে প্রথমেই ভেবেছিলাম যে ইংল্যান্ড এই রান পুরোটা করতে পারবে না, কারণ ৪৪৫ রান অনেক হিউজ রান, আর পরে ব্যাট করলেও একটা প্রেসার সবসময় থাকে।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

তবে এর আগে যখন টেস্ট ম্যাচ দেখতাম, তখনকার সময়ের ব্যাটসম্যানদের মধ্যে একটা ধৌর্যশীল দিক ছিল যে, বেশিরভাগ ক্ষেত্রেই রান চেজে রান তুলে আবার পুনরায় তাদেরই লিড দিতে দেখা যেত, এখন সেই বিষয়টা লক্ষ্য করা যায় না তেমন। তবে যাইহোক, ইংল্যান্ড প্রথম ইনিংসে এই লিডে মোটামুটি ভালোই শুরু করেছিল। বোলারদের উপর একটা প্রেসার সবসময় দিয়েই রেখেছিলো। কিন্তু পরেরদিন কি হলো একদম সব পড়ে গেলো দুপুরের মধ্যেই। খেলা দেখে মনেই হয়েছিল এই রান চেজ করে ফেলবে। কিন্তু ৩১৯ রানের কোটায় সব শেষ, সিরাজ আসলে খেলার মোড়টা ওইভাবে ঘুরিয়ে দেবে, সেটা কেউ কল্পনাই করা যায়নি, এই একটা বলার আসলে, কখন কোন মূর্তি নিয়ে নামে বলা যায় না।


স্ক্রিনশর্ট: ষ্টার স্পোর্টস

এতে ইন্ডিয়ার আরো একটা সুবিধা হয়ে যায় যে, ১২৬ রানে এগিয়ে থাকে। সব থেকে মজার খেলা হয়েছে দ্বিতীয় ইনিংসে, ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট থেকে যেন টি২০ চলছে, যাইস্বল একাই ঝড় তুলে দিয়েছে। পরপর এই নিয়ে ডবল ডবল সেঞ্চুরি হাঁকিয়ে দিলো টেস্ট সিরিজে, টিমের মুখটা গর্বিত করেছে একাই। এই ইনিংসে ডবল সেঞ্চুরি সাথে নট আউট আরো এক ডজন ৬ তার খাতায়। এ এক অসাধারণ ব্যাটিং ছিল। তবে গিলের আউটটা আপসোস জনক ছিল, কারণ গিল ৯১ রানে ভুল কলিং এর কারণে রান আউট হয়ে যায়। যদিও এখানে কুলদীপ এর একটু ভুল ছিল, কারণ বলটা যখন হাতে ছিল, তখন আগে থেকেই তাকে সাবধান করা উচিত ছিল।

কুলদীপও ঝোঁক দিয়েছে আর গিলও ক্রিজ ছেড়ে আরো অনেকদূর চলে গিয়েছে। এটা অনেক আপসোস ছিল তার জন্য, কারণ অনেক ধরে ধরে খেলে সেঞ্চুরির মুখে এসে দাঁড়িয়েছিল। রান অনেক দ্রুত উঠেছে। আর সাড়ে ৫০০ রানের এই ভয়ানক টার্গেট দেড় দিনে তোলা মারাত্মক কঠিন ব্যাপার। আমিতো ভেবেই নিয়েছিলাম কোনোদিন পারবে না এই রান তুলতে একদিনে। জাদেজা একাই শেষ করে দিয়েছে বেলা শেষ হওয়ার আগেই, কাল অব্দি আর যায়নি। বেশিরভাগ lbw আউট এর আওতায় চলে গিয়েছে আসলে । মূলত এই রান করতে গেলেও ব্যাটসম্যানদের উপর একটা বাড়তি প্রেসার কাজ সবসময় করে, আর দ্রুত এই রান করতে গেলে এইরকম ফলাফলই আসে। তবে ৪৩৪ রানে এই সিরিজ জিতেছে ইন্ডিয়া, এটা আসলেই অনেক বড়ো একটা ব্যাপার, এতো রানে জিততে খুব রেয়ার দেখা যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এত বড় রানে জয়লাভ করাটা আসলেই প্রশংসার ব্যাপার। আমি খেলাটা দেখেছিলাম জাসওয়াল যেভাবে খেলেছিল তা দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটা সত্য কথা যে টি-টোয়েন্টি খেলা চালু হবার পর থেকে সব ধরনের খেলাতেই ভারতীয় দলে অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

দাদা এই ম্যাচটি দেখা হয়নি, তবে এই ম্যাচের স্কোর দেখেছিলাম। ইংল্যান্ডের মতো এমন ভালো টিমের বিপক্ষে এতো রানের ব্যবধানে জেতা মোটেই সহজ নয়। যাইহোক ইন্ডিয়া উভয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে রোহিত শর্মা ও জাদেজার সেঞ্চুরি এবং আরও কয়েকজন ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তায় দুর্দান্ত স্কোর গড়তে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে জেসওয়াল একেবারে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নেয়। তাছাড়া শুভম্যান গিলও দারুণ ব্যাট করে। পুরো ম্যাচে ইংল্যান্ডের একমাত্র ডাকেট ছাড়া আর কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেনি। এমন ব্যাটিং ইংল্যান্ডের কাছ থেকে মোটেই আশা করা যায় না। তবে পুরো ম্যাচে সিরাজ এবং জাদেজা দুর্দান্ত বোলিং করেছে। জাদেজা আসলেই জেনুইন অলরাউন্ডার। সেরা পারফরম্যান্স এর জন্য জাদেজা ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এই সিরিজে ২-১ এ ইন্ডিয়া এগিয়ে গেলো। এই সিরিজে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। আশা করি এই সিরিজটি ইন্ডিয়া জয়লাভ করবে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

দাদা আজকে আমরাও ইংল্যন্ড বনাম ইন্ডিয়ার ৪৩৪ রানে জেতার এক মনোমুগ্ধকর ম্যাচের রিভিউ পড়লাম। আমি সাধারনত টেষ্ট ম্যাচ দেখি না। কারন এই ম্যাচে প্রচুর সময় লাগবে। পাঁচ দিনের খেলা,এত ধৈর্য আবার আমার নেই। তবে আপনার রিভিউ পড়ে ভালোই লাগলো। গিলের জন্য আমারদেরও আফসোস লাগছে। বেচারা এত কষ্ট করে সেঞ্চুরির কাছে এসে টপকে গেল। তবে এখানে তার কোন ভুল নেই। এমন জাগায় এসে শচিন ডেন্ডুলকার অনেকবার আউট হয়েছে। তাই আফসোস করে লাভ নেই। আর সিরাজ সত্যিই দারুন একটি বোলার। কখন কিভাবে খেলা ঘুরিয়ে ফেলে বলা যায় না। টিম ইন্ডিয়া দারুন একটি বোলার পেয়েছে। অপর দিকে রোহিত শর্মা আর জাদেজার কথা না বললে নয়। তাই জন মূলত খেলার ফাউন্ডেশন গড়েছে। তাদের কারনেই টিম ইন্ডিয়া আজকে প্রশংসায় ভাঁসতেছে। আশা করি এভাবেই এগিয়া যাবে। ধন্যবাদ দাদা।

দাদা ৪৩৪ রানে ইন্ডিয়ার জিত হয়েছে, এটা দেখে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই একেবারে মনোমুগ্ধকর ছিল ইন্ডিয়ার এই জগত। ইন্ডিয়া এবং ইংল্যান্ড এর খেলার কথা শুনে ভালো লেগেছে। আসলে আমার খেলা খুব একটা দেখা হয় না, বলতে গেলে খেলা একেবারেই দেখা হয় না ব্যস্ততার কারণে। কিন্তু আপনি সবসময়ই খেলা বিষয়ক পোস্টগুলো আমাদের মাঝে শেয়ার করেন দেখে আমি সব সময় চেষ্টা করি রিভিউগুলো পড়ার জন্য। খেলা না দেখলেও রিভিউ পড়ে ম্যাচটার সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে নেওয়া যায়। আসলে দাদা এরকম রান কিন্তু খুবই রেয়ার দেখা যায়। আর এরকম রান ইন্ডিয়া তুলতে পেরেছে দেখেই তো অসম্ভব ভালো লেগেছে। ইন্ডিয়ার জিত দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ইন্ডিয়ার এই টিম আমার খুবই পছন্দের। প্রত্যেকে কিন্তু খুবই ভালোভাবে খেলে। রোহিত শর্মা এবং কি জাদেজারের কথা তো না বললেই হয়। যাই হোক দাদা, পুরোটা আমি ভালোভাবেই পড়ার চেষ্টা করেছি সুন্দর করে। আশা করছি আপনি আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করবেন।

দাদা আপনি আজকেও আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন। আপনি সবসময় আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্টগুলো সুন্দর করে শেয়ার করেন। আর সব সময় খেলা বিষয়ক পোস্টগুলো পড়তে ভালো লাগে। ইন্ডিয়া এবং ইংল্যান্ডের খেলা হয়েছিল। আর সেই ম্যাচটার রিভিউ সুন্দর করেই আজকে সবার মাঝে তুলে ধরেছেন আপনি। অনেক বড় রান নিয়ে ইন্ডিয়া জয়ী হয়েছে। ৪৩৪ রান নিয়ে ইন্ডিয়ার জয় দেখে সত্যি গর্ব হচ্ছে ইন্ডিয়ার এই টিমটার প্রতি আমার অনেক বেশি। ইন্ডিয়া কিন্তু একেবারে দুর্দান্ত খেলেছে। এটা কিন্তু সত্যি খুবই বড় একটা ব্যাপার ছিল দাদা। এরকম ব্যাপার গুলো খুবই কম দেখা যায়। নিশ্চয়ই এই ম্যাচটা বেশ ভালোই উপভোগ করে দেখেছিলেন। এরকম ম্যাচ হলে সেই ম্যাচগুলো দেখতে বেশি ভালো লাগে। ৫০০ রানের টার্গেট টা আসলেই ভয়ানক ছিল, আর এটা দেড় দিনে তোলা তো সম্ভবই না।