হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। গতকাল আমি পায়রা মাছের রেসিপি তৈরি করেছিলাম। আর এই মাছের রেসিপিটা আলু এবং বেগুন দিয়ে করেছিলাম। পায়রা মাছ খেতে ভালো টেস্টি হয়ে থাকে। এই পায়রা মাছগুলো কয়েক প্রকারের হয়ে থাকে কিন্তু এদের দেখতে একইরকম লাগে সাইজ এর দিক থেকে, তবে অনেক সময় কালারের ভিন্নতাও দেখা যায় । এই মাছগুলো নদীতেও ভালো পাওয়া যায় আবার সমুদ্রেও ভালোমতো পাওয়া যায়। নদীর গুলোও দেশি হিসেবে কেমন লাগে আমি আসলে খাইনি কখনো, যা কেনা হয় সব সামুদ্রিক। আমাদের এখানে সামুদ্রিক পায়রা মাছ ছাড়া আনতে দেখিনা। আমি আগে শুধু জানতাম পায়রা মাছ শুধুই সামুদ্রিক হয় কিন্তু বাজারের যে লোকটার কাছ থেকে কিনেছিলাম তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে এই মাছগুলো নদীতেও পাওয়া যায় কিনা, উনি বলেছিলো পায়রা মাছ নদীতেও পাওয়া যায় তবে এইদিকে মাছের বাজারে তেমন আসে না সামুদ্রিক ছাড়া। এই মাছের আবার দামও অনেক হয়ে থাকে, কিলো প্রতি ৪৫০ কি ৫০০ টাকা। অনেক সময় একটা কি দুটো পায়রা মাছের ওজনও ১ কিলো হয়ে যায় কিন্তু মাছগুলোকে দেখে কখনো তা মনে হবে না। এই পায়রা মাছগুলোকে অনেকে চিত্রা মাছ বলেও ডাকে। এই মাছগুলোর টেস্ট ভালো কিন্তু শুধু তরকারির দিক থেকে ভালো লাগবে। এই মাছ ভাজা করে খেলে তেমন একটা স্বাদ আমার কাছে লাগেনি যদিও। আলু আর বেগুন দিয়ে মাছটা তরকারিতে খেতে দারুন স্বাদের লেগেছিলো। যাইহোক এই মাছের রেসিপিটার এখন মূল পর্বের দিকে চলে যাবো।
ꕥপ্রয়োজনীয় উপকরণসমূহ:ꕥ
✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---
❆প্রস্তুত প্রণালী:❆
➤পায়রা মাছটিকে প্রথমে কেটে কয়েকটা পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর বেগুন দুটিকে কেটে পিচ পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।
➤আলু তিনটির খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ দুটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে নিয়েছিলাম। লঙ্কাগুলো সব কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম।
➤কেটে রাখা পায়রা মাছের পিচগুলোতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং পিচগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম।
➤একটি প্যানে তেল দেওয়ার পরে তাতে পায়রা মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং একটু কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤অন্য আরেকটি কড়াইতে তেল দিয়ে তাতে আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤আলু ভেজে নেওয়ার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে বেগুনের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤আলু আর বেগুন ভাজা হয়ে গেলে কড়াইতে পরিমাণমতো সরিষার তেল দিয়ে তাতে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।
➤গোটা জিরার সাথে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর তাতে ভেজে রাখা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম।
➤আলু দেওয়ার পরে তাতে বেগুন ভাজাটা আর কেটে রাখা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে স্বাদ মতো লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম।
➤লবন আর হলুদ উপাদানগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এরপর তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।
➤জল দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবং আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ আলুর কয়েক পিচ একটি পাত্রে তুলে নিয়েছিলাম এবং ভালোভাবে চেপে গলিয়ে সফ্ট করে নিয়েছিলাম।
➤আলু গলানো হয়ে গেলে জ্বাল কমিয়ে তরকারিতে ভেজে রাখা পায়রা মাছের পিচগুলো সব দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে গলিয়ে রাখা আলুর অংশটা দিয়ে দিয়েছিলাম এবং তরকারির সাথে সেটি মিশিয়ে দেওয়ার পরে তরকারিটা সম্পূর্ণ হয়ে আসার জন্য আরো কিছু সময় দেরি করেছিলাম।
➤তরকারির ঝোলটা ঘন হয়ে আসলে জ্বাল নিভিয়ে দিয়েছিলাম এবং পরে তরকারির উপরে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আলু-বেগুন দিয়ে সুস্বাদু তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আলু এবং বেগুন দিয়ে পায়রা মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে দাদা। আপনি খুবই মজাদার রেসিপি আমাদের সাথে আজকে শেয়ার করলেন। আলু বেগুন দিয়ে মজাদার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। সমুদ্রের মাছ হওয়ার কারণে খেতে আরো বেশি মজা হয়। তবে দেশিগুলো সমুদ্রের মাছের মত সুস্বাদু না হলেও তবে খেতে ভালো লাগে। আমি কিছুদিন আগে এক মামার বাড়িতে গিয়ে এই মাছের রেসিপি খেয়েছিলাম। তবে সমুদ্রের মাছের রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই আপনার রেসিপির পরিবেশন দেখে শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এতোদিন জানতাম পায়রা মানে হচ্ছে কবুতর।এখন দেখছি পায়রার নামে মাছ ও আছে!যাক নতুন একটা নাম শিখতে পারলাম আজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি পায়রা মাছ বললেন, আমি চিনতে পারিনি।আমি এত এত মাছের নাম জানি কিন্তু আপনার রেসিপি দেখলে আমি আসলে হতবাক হয়ে যাই। এই মাছের নাম আবার চিত্রা বললেন।যদিও আমি চিত্রা হরিণ কেই জানি। 😂 যাই হোক আপনি বললেন এটা শুধু সমুদ্রেই নয় নদীতে ও পাওয়া যায়। আমি আজ ও দেখিনি। এই মাছের দাম খুব বেশি হয়ে থাকে কেজিতে ৪৫০/৫০০ তবে ত ভালোই দাম।আপনি রেসিপিটি বেগুন আর আলু দিয়ে ভেজে করেছেন।এরকম ভেজে নিয়ে রান্না করলে রান্না যে খুব মজা হয়, তা আমি বলতে পারি।কারন আমিও এভাবেই রান্না করি। রান্নার পর আপনি যে ভাজা জিরাগুড়ো ছিটিয়ে দেন,এটা রান্নার স্বাদ বহুগুন বেড়ে যায়। আমিও জিরাগুঁড়া রান্নায় ব্যবহার করি। মজার মজার মাছের নাম ও রেসিপি শেয়ার করেন খুব ভাল লাগে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা পায়রা মাছ এই প্রথম শুনলাম,দাদা পায়রা আছে ময়না,টিয়া মাছ নাই😜😜।কত নতুন নতুন মাছের নাম শুনতে পাই, দাদার রেসিপি দেখে দেখে।তবে চিএা মাছ ও এর নাম শুনিনি। যাই হোক আলু এবং বেগুন দিয়ে পায়রা মাছের রেসিপি দেখতে বেশ দারুন হয়েছে।কালারও সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিজানি, দেখা গেলো কোনদিন সমুদ্রের গভীর তলদেশ থেকে ময়না, টিয়াও উদ্ঘাটন হয়ে যাবে😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে বেশ জমে যাবে,আপনার কাছ থেকে নতুন রেসিপি দিবেন ,আর আমরা তৃপ্তি ভরে দেখবো😉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে পায়রা মাছের নাম আজকে প্রথম শুনলাম ৷ আর আপনার রেসিপির ধাপ গুলো মনযোগ দিয়ে দেখলাম ৷ সত্যি বলতে এতো সুন্দর করে উপস্থাপনা করেছেন যা আসলে বলে বোঝানো সম্ভব না ৷
আলু, বেগুন দিয়ে ঝোল করেছেন ৷ দেখে তো মনে হয় অনেক সুস্বাদু হয়েছে ৷
সত্যি দাদা চমৎকার হয়েছে ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পায়রা মাছের নাম কখনো শুনিনি। এ মাছ মনে হয় বাংলাদেশে অন্য নামে ডাকা হয়। যাক আপনার কাছে থেকে মাছের নতুন একটা নাম শিখলাম। আমার কাছে। আলু বেগুন দিয়ে যে মাছই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। আপনার রেসিপির ধাপগুলো দেখে মনে হচ্ছে খেতে মজাই লাগবে। সুন্দর একটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পায়রা মাছের নাম আগে কখনো শুনিনি খাওয়াতো দূরের কথা। মাছটিকে কাছ থেকে দেখলাম দেখেও পরিচিত মনে হচ্ছে না। কিন্তু সামুদ্রিক যে কোন মাছ খেতে খুবই ভালো লাগে। দাদা বেশিরভাগ সময় সামুদ্রিক মাছ কেনেন দেখছি। যদিও মাছে অনেক বেশি পুষ্টিগুণ থাকে। যে কোন মাছ ভেঁজে খেতে খুবই ভালো লাগে। এই মাছ আবার কেমন মাছ যে ভেজে খেতে তেমন মজা লাগে না। দাদা কি ঝাল বেশি খান নাকি মরিচের ঝাল কম। এতগুলো মরিচ দিয়েছেন তরকারিতে। যাই হোক আলু বেগুন দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর আপনার রান্না তো বরাবরই সুস্বাদু হয় কালার দেখেই বোঝা যায় । আজকের রেসিপিটিও ঠিক তেমনি লোভনীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ওদিকে তাহলে চিত্রা মাছ বলে এটাকে। আমাদের এদিকে প্রায় পাওয়া যায় এই মাছ।
এইটা আসলে সবারই অবাক হওয়ার কথা, কারণ এতগুলো লঙ্কা দেওয়া মানে লা লা লেগে যাওয়ার মতো। আসলে এই লঙ্কাগুলোর রহস্য হলো ঝালই লাগে না যতই দেই না কেন😃।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কল্যানে দারুন দারুন সব মাছ আর মাছের রেসিপি পাচ্ছি।পায়রা মাছ এর নাম কখনো শুনিনি।তবে স্বাভাবিক কারন আমাদের এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়না।রেসিপি দেখে মনে হচ্ছে দারুন হয়েছে খেতে।কিন্তু দুখের বিষয় ট্রাই করা যাবে না মাছের অভাবে।ধন্যবাদ দাদা দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা পায়রা মাছের নাম প্রথম শুনলাম এর আগে আমি এই মাছের নাম কখনো শুনিনি। সব থেকে বড় কথা সামুদ্রিক মাছগুলো আমাদের এদিকে দেখা যায় না তাই এই ধরনের মাছের নাম গুলো শোনা হয় না। যাইহোক আলু বেগুন দিয়ে আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার পোস্টে সবসময়ই নতুন কিছু পাই। পায়রা মাছের নাম আমি প্রথম শুনলাম। আমাদের জন্য যদি আস্তো মাছের ছবিটি দিতেন তাহলে ভালো হতো। যাক পরের বার দেখবো আশাকরি। মাছটার বেশ দাম শুনলাম ৫০০ টাকা কেজি 😊 আলু এবং বেগুন দিয়ে চমৎকার স্বাদের মাছটি রান্না করেছেন। সত্যিই লোভনীয় দেখাচ্ছে।
ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা পরেরবার দেব। আমি আসলে কাটার আগে আস্ত তুলতে ভুলে গিয়েছিলাম। আর এখন বেশিরভাগ সময় বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসি তো এইজন্য তোলা হয় না আস্ত আর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি মনে হয় বেশিরভাগ সময়ই সামুদ্রিক মাছ কিনে থাকেন। আমাদের এদিকে সামুদ্রিক মাছ তেমন একটা পাওয়া যায় না। তবে এই পায়রা মাছ বা চিত্রা মাছের নাম টি আজই প্রথম শুনলাম। কখনো খাওয়া হয়নি ।খেতে নিশ্চয়ই ভালই হবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে। আর আপনার রান্না তো বরাবরই সুপারহিট। আর আলু বেগুন দিয়ে যে কোন তরকারি রান্না করলেই আমার কাছে খেতে খুবই সুস্বাদু লাগে। শেষের ছবির কালার টা দারুন ছিল। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এদিকে সামুদ্রিক মাছ সবসময় পাওয়া যায়। সমুদ্রিকগুলোর দাম একটু বেশি থাকে কিন্তু কম পেলেই বেশি করে কিনে রাখি। পায়রা মাছের মুখের দিকটা কিছুটা পাখির ঠোঁটের মতো লাগে এইজন্য মনে হয় এইরকম নাম। সামুদ্রিক মাছগুলোর যে কত কি অদ্ভুত নাম থাকে, শুনতেই আজব লাগে মাঝে মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া যেহেতু মাছের মুখের দিকটা পাখির ঠোঁটের মত তাহলে এর নাম পায়রা ঠিকই আছে, এই জন্যই হয়তো এর এরকম নাম। আসলেই তো দেখছি সামুদ্রিক মাছগুলোর অদ্ভুত নাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কিন্তু আয়রনের ঘাটতি কম থাকবে। কারণ আপনি বেশিরভাগ সময় নদী এবং সামুদ্রিক মাছ গুলো খেয়ে থাকেন। আর সামুদ্রিক মাছ খাওয়া এমনিতেই অনেক উপকারী। তবে পায়রা মাছ আমি কখনো দেখিনি এমনকি নামও শুনিনি। তবে নতুন কোন রেসিপির নাম শুনলে আমার ইচ্ছে করে সে সম্পর্কে জানতে এমনকি খেয়ে দেখতে। কারণ ইউনিক যে কোন কিছুর ব্যাপারে আমার বেশ ইন্টারেস্ট থাকে। বেগুন এবং আলু দিয়ে পায়রা মাছ রান্না করেছেন খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পায়রা মাছের নাম আজকে প্রথম শুনলাম দাদা। আপনার কাছ থেকে দেখি দারুন দারুন মাছের নাম শুনতে পাচ্ছি। আসলে সামুদ্রিক মাছ গুলো আমাদের অঞ্চলে পাওয়া যায় না বললেই চলে। আমি তো এতদিন জানতাম কবুতরকে পায়রা নামে ডাকা হয়। আজকে দেখি পায়রা নামের মাছও আছে। আলু বেগুন দিয়ে যেকোন মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। কিছু কিছু মাছ আছে যেগুলো ভাজা করে খেতে খুব একটা ভালো লাগে না। আবার কিছু কিছু মাছ আছে যেগুলো ভাজা করে খেতে বেশি ভালো লাগে। এই মাছগুলো যেহেতু তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই মনে হচ্ছে বেশ টেস্টি হয়েছিল তরকারিটা। আলু এবং বেগুনের সমন্বয়ে মাছের রেসিপি দারুন হয়েছে দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইগুলো হলো সমুদ্রের গভীর তলদেশের রহস্য। সমুদ্রে গিয়ে রহস্য খুঁজে বের করতে হবে যে এই কবুতরের নামে মাছ কিভাবে আসলো 😄। আর মাছের নাম কি বলবো, কবুতর দিয়ে গান বানিয়ে ফেলছে আজকাল😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি যখন পায়রা মাছ বললেন তখন ভাল ভাবে মাছটা দেখলাম। এই মাছ কখনো খায়নি এমনকি কখনো দেখিও নাই। তবে লাষ্টের দিকে যখন বললেন যে এটাকে চিত্রা মাছও বলে তখন মনে হচ্ছে নামটা কয়েকবার শুনেছি। মাছের নামটা শুনেই বুঝতে পেরেছি যে এগুলো নদী বা সমুদ্র ছাড়া কোথাও পাওয়া যাবে না। আবার মাছটাতে কালো কালো চিহ্ন দেখলাম। মাছটা আমার কাছে টোটালি নতুন। আপনি আলু এবং বেগুন দিয়ে খুব সুন্দর ভাবেই রেসিপিটি তৈরী করেছেন। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit