'আমার বাংলা ব্লগ' প্রতিযোগিতা-৩৫【 শেয়ার করো তোমার ইউনিক চিকেন রেসিপি 】এর ফলাফল প্রকাশ

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


ব্যানার ক্রেডিট: @swagata21

আজকে কিসের ফলাফল দিতে যাচ্ছি সেটাতো বুঝতেই পারছেন সবাই। তাছাড়া গতকাল হ্যাংআউট এর মাধ্যমে সেটি আপনাদের সামনে বিজয়ীদের নাম ধরে বলে দেওয়া হয়েছে। আজকে সেটির ফলস্বরুপ যারা যারা বিজয়ী হতে পেরেছেন তাদের পুরস্কার বিতরণ করা হবে। এইবারে যে কনটেস্ট আমরা দিয়েছিলাম সেটি আমার অনেক প্রিয় রেসিপির মধ্যে পড়ে, কারণ চিকেন আমি খুবই পছন্দ করি। চিকেন দিয়ে তো আসলে অনেক কিছু বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়। আমি চিকেন এর অনেক কিছু খেয়েছি মোটামুটি তবে এই কন্টেস্টে এমন কিছু কিছু চিকেন এর তৈরি রেসিপি ছিল যেগুলোর নামই আমার জানা ছিল না, আর আপনাদের ডেকোরেশন দেখে তো আমার নিজেরই লোভ লোভ হচ্ছিলো যখন চেক করছিলাম হা হা। কিছু কিছু রেসিপি আমার কাছে অনেক ইউনিক আর ভালো লেগেছে যেমন চিকেন ঝাল কদম এইরকম চিকেনের রেসিপি আগে কোথাও দেখিনি। তারপর চিকেন খেবসা রেসিপিটাও আমার কাছে নতুন, এইরকম আরো কিছু রেসিপি আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনাদের এইসব রেসিপি দেখে দেখে বাড়িতে বানাতে বলতে হবে দেখছি, নাহলে আর তর সইছে না হা হা। আমার আসলে সত্যি কথা বলতে গেলে চিকেন দেখলেই চোখের খিদে লেগে যায় 😋। যাইহোক, সবাই মোটামুটি অনেক ভালো রেসিপি আমাদের উপহার দিয়েছেন। যেসব রেসিপি একটু কমন ছিল, সেগুলো আসলেই খেতে অনেক টেস্টি, আমি খেয়েছি তো এইসব হান্ডি বিরিয়ানি বা বেগমতী চিকেন এইগুলো অনেক মজার। তবে এখানে রেসিপির ক্ষেত্রে দেখলাম কিছুজন উপকরণ ঠিক দিয়েছেন কিন্তু সাথে পরিমানটা উল্লেখ করেননি, রেসিপির ক্ষেত্রে এইগুলো না দিলে মার্ক কাটা যায় কন্টেস্ট এর সময়। আর অনেকের বানানও ভুল দেখলাম, এইসব টুকিটাকি বিষয়ে ভুলের ক্ষেত্রে নম্বর কাটা যায়, ফলে রেসিপি ভালো হলেও এইসব ছোটোখাটো ভুলের কারণে পিছিয়ে পড়তে হয়। যাইহোক, যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি, আর যারা বিজয়ী হতে পারেননি তারা নিরাশ হবেন না, পরবর্তী কন্টেস্টে অবশ্যই আরো ভালো কিছু করে বিজয়ীদের তালিকায় আসতে পারবেন। যাইহোক, এখন যারা যারা পুরস্কার পাবেন তাদের লিস্টটা নিচে উল্লেখ করা হলো সাথে স্টিম পাঠিয়েও দেওয়া হয়েছে। তবে দাদার পক্ষ থেকে কিছুজন আপভোট এর মাধ্যমে পুরষ্কিত হবেন আর সেটি দাদা সময় মতো আপনাদের পোস্টে দিয়ে দেবে।


➤বিশেষ পুরস্কার পেয়ে যিনি উত্তীর্ণ হয়েছেন তাহার আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@selinasathi1https://steemit.com/hive-129948/@selinasathi1/4o1zu5-or-or-or15

➤এখন প্রথম স্থান থেকে সপ্তম স্থান পর্যন্ত যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আইডি নিচে উল্লেখ করা হলো:
➤প্রথম স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন তাহার আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/76jnhm-or-or35
➤দ্বিতীয় স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন তাহার আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@bristy1https://steemit.com/hive-129948/@bristy1/27ggep25
➤তৃতীয় স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন তাহার আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@pujaghoshhttps://steemit.com/hive-129948/@pujaghosh/3nrsyh20
➤চতুর্থ স্থানে যে দুইজন উত্তীর্ণ হয়েছেন তাদের আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@tania69https://steemit.com/hive-129948/@tania69/3v8qdf-or-or14
02@wahidasumahttps://steemit.com/hive-129948/@wahidasuma/3nhupm-or-or14
➤পঞ্চম স্থানে যে দুইজন উত্তীর্ণ হয়েছেন তাদের আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@nevlu123https://steemit.com/hive-129948/@nevlu123/22ts3y-or-or12
02@monira999https://steemit.com/hive-129948/@monira999/3hjahq-or-or-or12
➤ষষ্ঠ স্থানে যে দুইজন উত্তীর্ণ হয়েছেন তাদের আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@naimuuhttps://steemit.com/hive-129948/@naimuu/4fb6w10
02@morioumhttps://steemit.com/hive-129948/@morioum/5whimj-or-or10
➤সপ্তম স্থানে যিনি উত্তীর্ণ হয়েছেন তাহার আইডিতে স্টিম ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং সেটি নিচে উল্লেখ করা হলো-
Sl NoIdLinkSteem
01@hiramonihttps://steemit.com/hive-129948/@hiramoni/62z9px-or-or9
টোটাল ফান্ড ট্রান্সফার- 176 steem


☬এই প্রতিযোগিতায় যারা স্পনসর ছিলেন☬

SL NoIdsteem
01@winkles25.14
02@swagata2125.14
03@hafizullah25.14
04@nusuranur25.14
05@rex-sumon25.14
06@moh.arif25.14
07@shuvo3525.14

➤সর্বশেষ দাদার ( @rme )পক্ষ থেকে বিশেষ পুরস্কার হিসেবে $২৫ ডলারের সমান আপভোট পাবেন যার যার পোস্টে তাদের লিস্ট নিচে উল্লেখ করা হলো--
Sl NoIdLinkSpecial Price
01@tanujahttps://steemit.com/hive-129948/@tanuja/o6bxe$25
02@tangerahttps://steemit.com/hive-129948/@tangera/36uj8o-or-or$25
03@rahimakhatunhttps://steemit.com/hive-129948/@rahimakhatun/29y2va-or-or$25
04@fasoniyahttps://steemit.com/hive-129948/@fasoniya/5kfxgg-or-or$25
05@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/3nfxnc-or-or$25
06@moh.arifhttps://steemit.com/hive-129948/@moh.arif/7fvnjm-or-or$25
07@joniprinshttps://steemit.com/hive-129948/@joniprins/or-or2e2eb5faa9d9best$25

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এবারের প্রতিযোগিতায় সবাই বেশ ভালো করেছে এবং আমাদের সৌভাগ্য হয়েছে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখার। যারা অংশ গ্রহণ করেছে তাদের সবার জন্য শুভেচ্ছা রইল এবং অভিনন্দন জানাই বিজয়ীদের।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং তৃতীয় পুরস্কারে বিজয়ী হয়ে আমি খুবই খুশি। সকল এডমিন মডারেটরদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর পুরস্কারের জন্য ।প্রতিযোগিতায় বিজয়ী সকল সদস্যদের অভিনন্দন জানাই।

এবার সত্যিই দারুণ দারুণ রেসিপি ছিলো, তবে সবচেয়ে কষ্ট হয়েছে winkles ভাইয়ের। এত সুন্দর সুন্দর চিকেন রেসিপি শুধু দেখেছে, খেতে পারেনি। হিহিহি 😝

ভাইয়া আপনি মনে হয় দারুণ দারুন রেসিপি খেতে পেরেছিলেন🤪🤪?

না,, তা তো পারিনাই। বেশি ইচ্ছে ও করেনি। কিন্তু winkles ভাই এর প্রিয় খাবার হলো চিকেন। এজন্য ভাইয়ের অবস্থা খারাপ 🤤

এবার সত্যিই দারুণ দারুণ রেসিপি ছিলো, তবে সবচেয়ে কষ্ট হয়েছে winkles ভাইয়ের

যা বলেছেন ভাই, আমার আর বেশি মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে না এইসব ডায়েট এর জন্য। দেখলে কি হবে, আর কিছুদিন পরে একটু খেতে হবে না হলে হবে না এইসব স্বাদের রেসিপি😜।

ভাই একবার খেলে কিন্তু আবার খেতে মন চাইবে। কষ্ট করে আগে জিম শেষ করেন। তারপর খেলা হবে 😅

মনে মনে খেয়ে নিলেই হতো। তাহলে আর আফসোস হতো না। 🤭🤭🤭

প্রতিযোগিতায় ফাস্ট সেকেন্ড হওয়া বা পুরষ্কার পাওয়া বড় কথা নয়। বড় কথা হলো নতুন নতুন জিনিষ শেখা,নতুন জিনিষ দেখা। আর রেসিপি হলে তো মজার মজার খাবারও খাওয়া যায়। আর দাদা সবসময় আমাদের কে সাপোর্ট দিয়ে থাকে। দাদার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের নেই। ধন্যবাদ দাদা।

আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি । বেশ ভালো লেগেছে । সেই সঙ্গে বিজয়ী হতে পেরে আরো অনেক বেশি ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ সবাই কে ।

সত্যি এবারের প্রতিযোগিতার আয়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিযোগিতায় প্রথম স্থান উইনার হতে পেরে। সবার এত এত বেশি ইউনিক রেসিপি ছিল যা আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে। আর প্রথম স্থান অধিকার করার কারণে পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

এবারের প্রতিযোগিতা সত্যিই ভীষণ দারুন ছিল। বিশেষ করে প্রতিযোগিতার কারণে খুব সুন্দর সুন্দর রেসিপি খেতেও পেরেছিলাম। আর দাদার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে আরো বেশি ভালো লাগলো। সবার রেসিপিগুলো যেমন ইউনিক ছিল তেমন ছিল সুন্দর। অনেক ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগিতা দেওয়ার জন্য।

এই প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে সবাই ইউনিক ভাবে চিকেন রেসিপি তৈরি করে উপস্থাপন করেছে অনেক ভালো লেগেছে আমার কাছে।

আসলেই দারুণ একটি প্রতিয়োগিতা ছিলো এটি ৷ চমৎকার চমৎকার সব চিকেন রেসিপি দেখতে পেয়েছি ৷ তো বিজয়ী সবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ৷ এবং অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

মজার মজার খাবারের ছবি চেয়ে চেয়ে দেখা কিন্তু ভীষণ কষ্টের 😅। চিকেন ঝাল কদম রেসিপি আপনার ভালো লেগেছিল জেনে সত্যিই ভালো লাগলো দাদা। আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন রেসিপি শিখতে পেরেছি। আর নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। প্রতিযোগিতা মানেই মজার মজার খাবারের আয়োজন। আর মজার মজার খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতে ভালো লাগে। সবাই নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে এবং নতুন কিছু করার চেষ্টা করছে দেখে সত্যিই ভালো লাগে। আসলে নতুন নতুন রেসিপি শিখতে ভালো লাগে। আর বাসায় তৈরি করতে ভালো লাগে। দাদা আপনি এই লোভনীয় রেসিপি শুধু দেখেছেন খেতে পারেননি এজন্য আফসোস হচ্ছে। বাংলাদেশে চলে আসেন দাদা সবার বাসায় একদিন করে দাওয়াত নিলেই হবে। তাহলে সব রেসিপি টেস্ট করে দেখতে পারবেন। এই প্রতিযোগিতায় আমাকে বিজয় করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আসলেই ভাইয়া প্রতিযোগিতায় সবার এতো সুন্দর সুন্দর রেসিপি দেখলাম। অনেক নতুন রেসিপির সাথে পরিচিত হলাম। যদি একটু টেস্ট করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সকল এডমিন মডারেটদের।

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাইহোক এই পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মুখ্য বিষয়। আর সেটা মনে করে প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। অনেক ইউনিক কিছু রেসিপি এই প্রতিযোগিতা দেখতে পেয়েছিলাম এবং এই চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতায় নিজেকে উইনার লিস্টটা দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো ধন্যবাদ।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। প্রতি মাসে সুন্দর সুন্দর প্রতিযোগীতার আয়োজন করার জন্য সংশ্লিস্ট সকলকে অনেক ধন্যবাদ। বিজয়িদের পুরস্কার প্রদানের পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

যারা এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে,, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারাই প্রতিযোগিতায় বিজয়ী তালিকায়, আপনাদের নাম এসেছে,,, তাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন। আসলে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মত মন মানসিকতাটাই হচ্ছে অন্যরকম ,,,আপনারা দেখছি বেশ সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকেন,, আমার বাংলা ব্লগে। এটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার রিপোর্ট এত সুন্দর করে সাজিয়ে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

ভালো একটি প্রতিযোগিতা ছিল। অনেক ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারিনি। এজন্য বেশ আফসোস হচ্ছে। তবে যারা ভালো ভালো রেসিপি শেয়ার করি বিজয় হয়েছেন আর এত তো স্টিম পেয়েছেন তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন।

প্রতিযোগিতার ফলাফল দেখে ভালো লাগলো। নতুন রেসিপি তৈরি করার কিছু করার চেষ্টা করছি তবে বিজয় হতে পারেনি। যাইহোক যারা বিজয় হয়েছে তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই।

আসলেই প্রতিযোগিতার বিষয়টি সুন্দর ছিল।কিন্তু দুঃখের বিষয় 😢আমি মাংস খাই না।তাই প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি।কিন্তু রেসিপিগুলি দেখে খুবই ভালো লেগেছে।কয়েকটি রেসিপি বেশ নতুন ও সুন্দর ছিল।আর তনুজা বৌদির রেসিপি সবথেকে বেশি ইউনিক ছিল।সকল বিজয়ীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।কদম ফুল, পকেট চিকেন রেসিপিগুলি সত্যি বেশ সুন্দর ছিল।মনে হচ্ছিল সত্যিই কদমফুল ফুটে আছে।ধন্যবাদ দাদা,সুন্দর ফলাফল প্রকাশ করার জন্য।

আমার বাংলা ব্লগ' প্রতিযোগিতা-৩৫ :-শেয়ার করো তোমার ইউনিক চিকেন রেসিপি প্রতিযোগিতায় যে সমস্ত ইউজারগণ অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একই সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত ইউজারগণ পুরস্কার বিজয়ী হয়েছেন আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইউনিক চিকেনের রেসিপি আমরা দেখতে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই প্রতিযোগিতার ফলাফল প্রকাশের জন্য এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে জানাই অভিনন্দন।

অসুস্থতার কারণে এই প্রতিযোগিতায় ভালো কিছু নিয়ে আসতে পারিনি। তারপরও ইউনিক কিছু করার চেষ্টা করেছি।আর সেই হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করতে পেরে অনেক বেশি আনন্দিত ধন্যবাদ।

এবারে প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইউনিক চিকেন রেসিপি দেখতে পেয়েছিলাম। ভেবেছিলাম এবার প্রচলিত অংশগ্রহণ করব কিন্তু অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। অংশগ্রহণকারী সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ দাদা পুরস্কার প্রদান করার পোস্টটি শেয়ার করার জন্য।

35 তম প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়ে অনেক বেশি খুশি হলাম।ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারের কর্তৃপক্ষকে।🌹🥀🌹

সকল বিজয়ীদের জানাই অনেক অনেক অভিনন্দন। এবার তো আসলেই অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখা গিয়েছিলো। আমারো দেখে খুব লোভ লেগে গিয়েছিলো ভাই। হেহে। আশা করি সবাই প্রাইজ পেয়ে অনেক খুশি।