রিসেপশনে কাটানো কিছু মুহূর্ত

in hive-129948 •  8 months ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে রিসেপশনে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করবো। গতকাল একটা রিসিপশনে নিমন্ত্রণ ছিল। একটা বন্ধু মতো হয়, আমরা যখন একসাথে জিম করতাম, তখন থেকে আমাদের পরিচয় হয়। সেই সূত্রে আর কি আমাদের নিমন্ত্রণ করে। যদিও বিয়েতে যেতে বলেছিলো, কিন্তু একটু সময়ের অভাবে আর যেয়ে ওঠা হয়নি। গতকাল আমি, আমার বন্ধু ব্ল্যাক্স আর স্বাগতা তিনজন গিয়েছিলাম। আর সাথে একটা ছোট ভাই ছিল। আমরা গিয়েছিলাম একটু রাত করে, প্রায় ৯ টার দিক টিকে গিয়েছিলাম। এরপর বর-বধুর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম এবং সেখানে গিফট দিয়ে টিয়ে ছবি তোলাতুলী করলাম সবাই কিছুক্ষন।এরপর হালকা পাতলা কিছু খেতে লাগলাম, মানে পাকোড়া, মোকটেইল এইসব। চিকেনের থেকে বেশি পনির এইসব ছিল পাকোড়ার মধ্যে।

Photo by @winkles

Photo by @winkles

ভেজ আসলে কয়জনেই বা খায়, বেশিরভাগই সবাই চিকেন ভক্ত। চিকেন তবে বেশি আইটেম এর ছিল না যা দেখলাম, কাবাব এর মধ্যে হরিয়ালি চিকেন টাই দেখলাম। হরিয়ালি চিকেন খেতে ভালোই লাগে, এটা খেতে মোটামুটি ভালই ছিল। তবে ভেজ এর মধ্যে পনিরটা মোটামুটি একটু খেতে ভালোই লাগছিলো আর ভেজে ওটাই ছিল শুধু আমি যেয়ে যতদূর দেখলাম। এরপর আমরা কিছু মোকটেইল খেলাম, আপেল, মজিতো এইসব আর কি। মজিতো খেতে ভালোই লাগে, কিন্তু এইগুলো খেয়ে তেমন একটা ভালো লাগেনি, এইগুলো আসলে বানানোর কাছে সবকিছু। ভালো করে না বানাতে পারলে স্বাদ ঠিকঠাক ভালো লাগে না। আমার কাছে ম্যাংগোটা একটু ভালো লেগেছিলো এইগুলোর মধ্যে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

যাইহোক, এরপর একজায়গায় বসে কফি এইসব খেয়ে আরো কিছুক্ষন সময়টা অতিবাহিত করলাম। কিছুক্ষন পরে আমরা উপরে খেতে চলে গিয়েছিলাম রাত হয়ে যাচ্ছিলো বলে। খাবার মেনু মোটামুটি খারাপ ছিল না, অনেক রকমের আইটেম ছিল। আর করেছিল বুফে সিস্টেম। বুফে সিস্টেমে একটু খেতে প্রব্লেম হয় যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় বলে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে আমরা যখন গিয়েছিলাম, তখন লোকজন বেশি একটা ছিল না, ফলে বসে খেতে পেরেছিলাম। প্রথমে কচুরি আর ছানার ডালটা বেশ ভালোই লেগেছিলো। মাংসের মধ্যে শুধু, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর চিকেন চাপ এইসব ছিল। চিকেন বিরিয়ানিটা আমি টেস্ট করিনি, তবে মটনটা মোটামুটি ভালই ছিল আর সাথে ফিস কাটলেটটাও ভালো লেগেছিলো আমার কাছে। এরপর পাপড়, চাটনি আর মিষ্টি খেয়ে আমাদের ভোজন ওখানেই সম্পন্ন করেছিলাম। এরপর সবাই কিছুক্ষন পরে চলে এসেছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ২৮.০২.২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা গতকাল আপনি ক্ল্যাক দাদা ও স্বাগুতা দিদি মিলে রিসেপশনে দারুন কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন। অনেক সময় অচেনা মানুষও আপনজন হয়ে যায়। যেমন আপনার সাথে জিমে পরিচয় অথচ এখন তার বিয়েতে দাওয়াত পেয়ে গেলেন। আপন মানুষ ভেবেছে বিদায় নিমন্ত্রন করেছে। বিয়েতে যেতে পারলে আমরা আরো কিছু মুহূর্তের ফটোগ্রাফি দেখতে পারতাম। যায়হোক সেখানে গিয়ে মোকটেইল, চিকেন, পনির ভালোই খেয়েছেন। সেই সাথে ননভেজ খাবারও ভালোই খেয়েছেন। আসলে যদিও ভেজ খাবার খাওয়া ভালো তবে সেটা কয়জনে মানতে চায়। সবাই তো চিকেন,মাটন পেলে আর কিছু চায় না। রিসিপিশনে অনেক প্রকারের কোমল পানীয় আছে দেখলাম। বড় এবং বউকেও দেখলাম ভালোই লাগলো সবাইকে। সব মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্তকে স্মৃতির পাতায় জমা করে দিলেন। ধন্যবা দাদা।

এ ধরনের অনুষ্ঠানে গেলে সব থেকে বেশি ভালো লাগে সবার সাথে দেখা হয়। সেই সাথে বিভিন্ন ধরনের খাওয়ার দাওয়ার জন্য। আমার বেশ ভালো লাগে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে যেতে।ফটোগ্রাফিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এটা ঠিক খাবার মজা না হলে খাওয়া যায় না। তবে ডিনার আপনার বেশ পছন্দ হয়েছে। তাই মজা করেই খেয়েছেন। রিসিপশন পার্টিতে কাটানো মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

দাদা আপনি তো দেখছি আপনার বন্ধুর রিসিপশনে গিয়ে খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন। আসলে কোথাও যদি আমরা যাই, সেখানে যদি আমাদের কারো সাথে পরিচয় হয়, তাহলে মিশতে মিশতে দেখা যায় এক সময় ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর ঠিক তেমনি উনার সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর সেজন্য আপনাদেরকে নিমন্ত্রণ করেছিল ওনার বিয়েতে, এটা শুনে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। ব্ল্যাক্স দাদা এবং স্বাগতা দিদি এবং কি সাথে আর একটা ছোট ভাইকে নিয়ে আপনারা গিয়েছিলেন এবং ভালো কিছু সময় কাটিয়েছিলেন দেখে ভালো লাগলো। বিয়েতে না গেলেও আপনারা রিসেপশনে গিয়েছিলেন শুনে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনারা যদি বিয়েতে এবং রিসেপশনে দুটোতেই না যেতেন, তাহলে দেখা যেত আপনার বন্ধুর মন খারাপ হতো। নিশ্চয়ই সবাই মিলে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছিলেন বন্ধুর সেই রিসিপশনে গিয়ে। আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লেগেছে দাদা, আপনার আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়তে। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর করে পুরোটা লিখে ভাগ করে নেওয়ার জন্য।

দাদা আপনার আজকের এই পোস্ট বেশ ভালোভাবেই উপভোগ করেছি আমি। আর আপনার এই পোস্টটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। আপনারা চারজনে মিলে আপনার বন্ধুর রিসিপশনে গিয়েছিলেন এবং সেখানে খাওয়া-দাওয়া খুব ভালোভাবে করেছিলেন। এবং কি সময়টাও ভালো কাটিয়েছিলেন। পুরোটা দেখে অনেক ভালো লাগলো। ব্ল্যাক্স দাদা এবং স্বাগতা দিদিও সেখানে গিয়েছিল, এটা শুনে তো আরো ভালো লেগেছে। ওনারাও মনে হয় ভালো সময় অতিবাহিত করেছে। আপনার সেই বন্ধুর সাথে পরিচয় হওয়ার বিষয়টাও অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন। জিম করতে গিয়ে আপনাদের পরিচয় হয়েছিল, আর সেখান থেকেই বন্ধুর মত হয়ে গিয়েছিল তিনি, এটা দেখে তো আরো ভালো লাগলো। নবদম্পতিকে সত্যি খুবই ভালো মানিয়েছে এবং দেখতেও ভালো লাগতেছে। নব দম্পতির জন্য অনেক অনেক দোয়া করি দাদা। যেন তারা তাদের নতুন জীবনে সুখী হয় এবং ভালো থাকে। লোকজন বেশি না থাকার কারণে আপনারা বসে বসে খেতে পেরেছিলেন জেনে ভালো লেগেছে, না হলে তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়া লাগতো। পোস্টটা সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

দাদা ব্যস্ততার জন্য আপনি বিয়েতে না যেতে পারলেও,আপনার বন্ধুর রিসিপশনে গিয়েছেন, এটা জেনে খুব ভালো লাগলো লাগলো। তাছাড়া ছোট দাদা এবং স্বাগতা বৌদিও গিয়েছে, এটা জেনে আরও বেশি ভালো লাগলো। আসলেই দাদা কমবেশি সবাই চিকেনের ভক্ত। হরিয়ালি চিকেন আমারও ভীষণ পছন্দ। ব্যুফে সিস্টেম থাকলে মন ভরে খাওয়া যায়, এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক মানুষ কম থাকাতে খুব সুবিধা হয়েছে আপনাদের। কারণ বসে বসে আরাম করে খেতে পেরেছেন। মাটন বিরিয়ানি এবং ফিস কাটলেট বরাবরই আমার ভীষণ পছন্দ। আপনারা বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন দাদা। সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া রইল দাদা। যাতে করে তাদের আগামী দিনগুলো সুন্দর ভাবে কাটে। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

মাঝরাতে লেখাটা পড়ে পেটের ভিতর এক প্রকার যেন নাড়াচাড়া করে উঠলো ভাই, যতগুলো খাবারের নাম পড়লাম, মনে মনে যেন আত্মতৃপ্তির ঢেকুর তুললাম।
সবাই মিলে যে বেশ ভালো সময় কাটিয়েছেন, তা কিন্তু বোঝাই যাচ্ছে।

শুভেচ্ছা রইল ভাই।

  ·  8 months ago (edited)

দাদা আপনি আজকে সবার মাঝে বন্ধুর রিসেপশনে কাটানো অনেক সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন। আপনারা যখন একসাথে জিম করতেন সেখান থেকেই আপনাদের পরিচয়টা হয়েছিল, এবং বন্ধুর মত হয়ে গিয়েছিল শুনে ভালো লেগেছে দাদা। আর ওনার বিয়েতে আপনাদের দাওয়াত দিয়েছিল। যদিও বিয়েতে আসতে পারেননি, কিন্তু রিসেপশনে আসার চেষ্টা করেছেন। ব্ল্যাক্স ভাইয়া এবং বৌদিও ছিল সাথে এটা শুনে তো আরো বেশি আনন্দিত হলাম। গিফট দিয়ে নিশ্চয়ই সুন্দর সুন্দর ছবি তুলেছিলেন। তারপর আবার খাওয়া-দাওয়া টাও অনেক মজা করে করেছিলেন। আসলে এরকম জায়গা গুলোতে গেলে খাবার এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া লাগে। কিন্তু জনসংখ্যা যদি কম থাকে অর্থাৎ ভিড় যদি খুব কম থাকে তাহলে বসে বসে রিলাক্সে খাওয়া যায়। আর আপনারাও বসে খেতে পেরেছিলেন জনসংখ্যা কম হওয়ার কারণে। বর এবং কনেকে দেখতে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল। দুইজনেই কিন্তু নতুন একটা জীবনে পা দিয়েছে। আশা করছি তারা তাদের এই সুন্দর জীবনে সুখী হবে। সময়টা খুবই ভালোভাবে কাটিয়ে বাড়িতে এসেছিলেন। আপনার কাটানো আনন্দঘন মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করেছি পুরো পোস্ট পড়ে।

দাদা আমার কাছে আপনার এই পোস্ট খুব ভালো লেগেছে। কারণ এটার মাধ্যমে বন্ধুর রিসিপশনে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন। আসলে মাঝে মাঝে ব্যস্ততার কারণে অনুষ্ঠানগুলো মিস হয়ে যায়। আর তেমনি আপনার বন্ধুর বিয়ের অনুষ্ঠানটা মিস করেছিলেন। বিয়ের অনুষ্ঠানের না যেতে পারলে কি হয়েছে রিসিপশনে তো গিয়েছিলেন দেখে ভালো লাগলো। আর সাথে ব্লক্স দাদা এবং বৌদি গিয়েছিল জেনে তো আরো বেশি ভালো লেগেছে দাদা। আর আপনাদের সাথে আপনার আরও একজন ছোট ভাই ছিল। সবাই মিলে গিফট দিয়েছিলেন আর কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পরে হালকা খাওয়া-দাওয়া করেছিলেন, খাবার মনে হয় বেশ ভালো ছিল। রিসিপশনে গেলে কিন্তু মজার মজার খাবার খাওয়া যায়। নব বধূ এবং বরকে খুবই সুন্দর লাগতেছে। জিম করতে গিয়ে আপনাদের দেখা হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে পরিচয় থেকে বন্ধুর মত হয়ে গিয়েছিল। আসলে এই জীবনে অনেক মানুষ রয়েছে যাদের সাথে একটু পরিচয় হলে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। চিকেন বিরিয়ানি টেস্ট না করলেও মাটনটা টেস্ট করেছিলেন জেনে ভালো লাগলো। মাটন এবং ফিস কাটলেট আপনার কাছে খেতে বেশি ভালো লেগেছে শুনে ভালো লেগেছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছিলেন মনে হয় বন্ধুর রিসিপশনে।