হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটি করেছিলাম একটি কার্টুনের। এই কার্টুনটিকে হয়তো অনেকে চিনতে পারবেন, যদি দেখে থাকেন। এই কার্টুনের চরিত্র কিন্তু ডোরেমন কার্টুন এ আছে আর এর নাম সিজুকা । আমিও দেখিনা আসলে এখন এইগুলো। গতকাল আর্ট করবো কি সেটার টপিক আর পাচ্ছিলাম না, একে তো কাল হালকা একটু ঝড় আর বৃষ্টি মতো হয়েছে তাই সন্ধ্যার থেকে কারেন্ট , ইন্টারনেট সব বন্ধ করে দিয়েছে, এক কোথায় বলতে গেলে কাল পুরো টাইম মার গেছে। সেই মাঝ রাতে গিয়ে ইন্টারনেট সার্ভার ঠিক হলো। আজকাল যে ফোনের ডাটা দিয়ে কাজ করবে সে উপায় নেই, শয়তানগুলো ইচ্ছা করেই স্পিড দেয় না। যাইহোক গতকাল ওই রাতের দিকে ইউটিউবে একটা ফানি ভিডিও দেখতে দেখতে এই কার্টুন এর একটা এড আসলো ভাবলাম কিছু মনে আর আসছে না যখন আর সময় কম আজকে তাহলে এই একটা কার্টুনকেই অঙ্কন করে ফেলি। যাইহোক যেই কথা সেই মতো তৈরি করে ফেললাম ছোট করে একটা কার্টুনের। আশা করি এই সিজাকু কার্টুনটির চিত্র আপনাদের কাছে ভালো লাগবে।
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনটির ধাপগুলো যেভাবে প্রস্তুত করলাম তা নিচে তুলে ধরা হলো--
❖প্রথম ধাপে, সিজাকু কার্টুনটির মুখমন্ডল ভালোভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে বাদবাকি চোখ, নাক, কান, মুখ এবং সব শেষে চুলের শেপটা এঁকে নিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, মুখমন্ডলের পরে বডির কিছুটা অংশ এঁকে নিয়ে পরে দুটি হাত অঙ্কন করে দিয়েছিলাম এবং হাত দুটি জোড় মতো করে আছে এমনটা করে দিয়েছিলাম।
❖তৃতীয় ধাপে, বডির বাকি অংশটা সম্পূর্ণভাবে এঁকে দিয়েছিলাম এবং পোশাকও এঁকে দিয়েছিলাম। এরপর পায়ের দিকটা এঁকে দিয়ে তাতে মজা আর কেডস এঁকে দিয়েছিলাম।
❖চতুর্থ ধাপে, পেন্সিল দিয়ে আঁকা সম্পূর্ণ হলে পুরো অঙ্কনটি মার্কার পেন দিয়ে কালী করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, সম্পূর্ণ মুখমন্ডল কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে পরে চুলটাকেও ঘন কালো করে দিয়েছিলাম।
❖ষষ্ঠ ধাপে, হাতের দিকটা কালার করে পরনে থাকা জামাটাকে কালার করে দিয়েছিলাম।
❖সপ্তম ধাপে, বাকি পোশাকে কালার করে পায়ের দিকটা সব ভালোভাবে কালার করে পরিপূর্ণ করেছিলাম এবং মুখের ভিতরে হালকা কালার করে দিয়েছিলাম । আর এখানেই অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেকদিন পর আপনার আর্টের জন্যে সিজুকা কে দেখা হলো।আমার যে কি পরিমাণ পছন্দের ছিলো,অনেকদিন পর দেখলাম।আর্টটাও করেন দারুণ আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি তো দেখছি সিজুকা কার্টুন এর চিত্রাঙ্কন করে ফেলেছেন। কার্টুন এর মধ্যে যেরকম লাগে সিজুকাকে তেমনি আর্টের মধ্যেও লাগছে। আপনি কি আর্ট করবেন ভেবে পাচ্ছিলেন না। youtube এ একটা ফানি ভিডিও দেখার সময় সিজুকার একটা ভিডিও আসছিল, যা দেখে আপনি এই আর্টটি করার চিন্তা করেছিলেন। আসলে নেটের অবস্থা এখন একেবারেই খারাপ। কারেন্ট থাকলেও ওয়াইফাই থাকে না এমনকি wi-fi অনেক সমস্যা করে, আবার ডাটা দিয়ে কাজ তো এখন করাই যাচ্ছে না। স্পিড অনেক কমে গিয়েছে আগের থেকে। যাই হোক কালারটাও খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি, যা দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। অসম্ভব ভালো লেগেছে সম্পূর্ণটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশেও একই অবস্থা দাদা গাছের পাতা নড়ার আগেই কারেন্ট চলে যাওয়া শেষ😅। আর সেই সাথে নেট স্পিড একেবারে ডাউন হয়ে যায়। এই সময়গুলোতে নিজের কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। আমাদের এখানেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক দাদা ডোরেমন এবং শিজুকা আমার খুবই পছন্দের কাটুন চরিত্র। মাঝে মাঝেই সময় পেলে দেখি। আমার কাছে বেশ ভালো লাগে। দাদা আপনি সত্যিই একজন দক্ষ মানুষ। তাইতো খুব সহজেই সুন্দর এই কার্টুন চরিত্রকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখতে কিন্তু একেবারে সত্যিকারের কাটুন চরিত্র শিজুকার মতই লাগছে। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দাদা। অনেক দক্ষ হাতে এই দারুন চিত্রটি অঙ্কন করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি অনেক সুন্দর শিজুকা কার্টুন এঁকেছেন দেখে বেশ দারুন লাগছে। আমি ভেবেছি শুধুমাত্র আমাদের এখানেই মনে হয় বিদ্যুতের সমস্যা এখন দেখছি সব জায়গাতেই বিদ্যুতের সমস্যা। এতো সমস্যার ভিতরেও সুন্দর একটি কাটুন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল। কার্টুনের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।কার্টুনের কালার কম্বিনেশন অসাধারণ ছিল। সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করে এবং আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনিতেই তো লোডশেডিং এর প্যারায় বাচিনা। এরমধ্যে ঝড় বৃষ্টি হলে কারেন্ট আসার কোন খবরই থাকে না।
যাই হোক ডোরেমন সিরিজের সিজুকা আমার খুব পছন্দের একটি চরিত্র। বেশ সুন্দর করে আপনি সিজুকার চিত্রটি অংকন করেছেন। যদিও আপনি প্রায় এমন সুন্দর সুন্দর কার্টুনের চরিত্র আমাদের মাঝে উপস্থাপন করে। যাই হোক ভাইয়া আপনার পরবর্তী আর্ট এর অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউটিউবের অ্যাড দেখেই এত সুন্দর একটা আর্ট করার সিদ্ধান্ত নিয়ে বেশ ভালোই করেছেন। খুবই অসাধারণ হয়েছে আপনার শেয়ার করা আজকের এই শিজুকার আর্ট টি । এটি দেখে খুব ভালো লাগলো। আপনার উপস্থাপনাও খুব সুন্দর ছিল । স্টেপ বাই স্টেপ খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার আর্ট দেখলে একদম প্রাণবন্ত মনে হয়। প্রতিটা আর্টের শেষ ফিনিশিং অনেক সুন্দর হয়। আজকের এই আর্ট আরও বেশি ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা আপনি অসাধারণ সুন্দর একটি চিত্র অংকন করেছেন।শিজুকা কার্টুন এর চিত্র অংকন টি দেখতে খুবই সুন্দর লাগছে।শিজুকা কার্টুন এর জোড়া হাত এবং পোশাকের চিত্র অঙ্কনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কারেন্টের সমস্যা আমাদের এখানে ও এমন।আর ফোনে ডাটা নিয়েও কোন ভালো ফল পাওয়া যায় না। সেদিন ফোনে ডাটা নিয়েছিলাম।কিন্তু giveaway তে click করেও কিছুই হয়নি দাদা।খুব খারাপ লেগেছে এজন্য।
যাক,আপনি বরাবর খুব ভালো আঁকেন।রেসিপিও ভালো করেন কিন্তু খেয়ে তো আর দেখতে পারিনা।কিন্তু আঁকা তো দেখেই বুঝি কতো সুন্দর আঁকেন।আমি কিন্তু কার্টুন দেখি।যদিও এখন তেমন সময় হয়না।শিজুকা কে এতো সুন্দর আঁকলেন।দেখে মুগ্ধ হয়ে গেলাম।হুবহু একই রকম কিভাবে সম্ভব, সত্যি দারুন এঁকেছেন।আপনার আঁকার প্রশংসা করতেই হয়। শিল্পীর কাজ ই যেকোন আর্টকে ফুটিয়ে তোলা।আপনি তা পেরেছেন দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই আঁকাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝড় -বৃষ্টি হলে এই একটা বড় সমস্যা,বিদ্যুৎ থাকবে না সঙ্গে ইন্টারনেট ও চলে না।তার মধ্যে আপনি সুন্দর একটি কার্টুন আর্ট করেছেন দাদা।আমার কাছে এই চিত্রটি নতুন মনে হয়েছে।কারন আমার ডোরেমন কার্টুন দেখা হয় নি তাই সিজুকাকেও চিনি না।তবে আপনার কার্টুন দেখে জেনে গেলাম।আপনার চিত্র অঙ্কনটি সুন্দর হয়েছে,কালারটিও নিখুঁত হয়েছে।আপনি বরাবরই দারুণ আর্ট করেন দাদা।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় বন্ধুরা, আমাকে অনুসরণ করুন. হৃদয়ের অন্ত: স্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি তো সব সময় দারুন আর্ট করে থাকেন। আপনার আর্টের কোন তুলনা হয় না। এই প্রথম ডোরেমন কার্টুন এর নাম শুনলাম। যদি ঐ কার্টুন দেখতাম তাহল হয়তো সিজুকাকে চিনতে পারতাম। দাদা আপনার আর্টের হাত যেমন দক্ষ তেমনি নজরও অনেক ভাল। যেটা দেখেন সেটাই চোখে আটকিয়ে ফেলতে পারেন। কার্টুন দেখেই অঙ্কন করে ফেলেন। এই নলেজটা সবার হয় না। আপনার নলেজ অনেক ভাল। আমাদের গ্রামে একটু বাতাস আসলেই কারেন্ট বেড়াতে চলে যায়। কবে আসবে কেউ জানে না। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকে আপনার চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লাগলো। অসাধারণ চিত্র অংকন করেছেন। সত্যি দাদা আপনার চিত্র অংকন দক্ষতা যত দেখি ততই মুক্ত হয়ে যায়। একদম অরজিনাল হয়েছে। এত সুন্দর একটি চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি যে বলি দাদা আমাদের এখানেও কারেন্টের আর নেটের একই অবস্থা। গতকালকে তো সারারাত কারেন্ট ছিল না। তবে আপনার আর্ট করা দেখেই আমি সিজুকাকে চিনতে পেরেছি। যদিও আমার খুব একটা কার্টুন দেখা হয় না কিন্তু তারপরেও ডোরেমনের চরিত্রগুলো পরিচিত রয়েছে। কখনো কখনো ভিডিও দেখার সময় দেখতে পাই। তবে আপনার ভিডিও দেখে আর্ট করার আইডিয়াটা ভীষণ ভালো লাগলো। আসলে আমিও যখন আর্ট করতে বসি তখন কি আর্ট করব এটা খুঁজে পাই না। আপনার আর্ট দেখে মনে হচ্ছে একদম কার্টুনের সিজুকা দাঁড়িয়ে আছে। কালার কম্বিনেশন টাও বেশ দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা নেটের কথা আর কি বলব। আসলে এখন যে অবস্থা। আমাদের বাড়িতে একদমই ঘরে নেট থাকেনা। কার সাথে কারেন্টের জন্য ওয়াইফাই পর্যন্ত থাকে না। এখন তো কাজ করতে একদমই অসুবিধা হয়ে যায়। তবে আপনারা আজকের আর্টের দক্ষতা দেখে ভীষণ ভালো লাগলো। আপনার যেকোনো ধরনের আর্ট হল আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। ডোরেমন কার্টুন কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে। বিশেষ করে আপনি সিজুকাকে এঁকেছেন এটা দেখেই ভালো লাগলো। ওর চরিত্রটা খুবই সুন্দর লাগে। তাছাড়া আপনার আঁকাটাও একদম পারফেক্ট হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দাদা দেখছি একেবারে ডোরেমনের অনেক প্রিয় একটি চরিত্র এঁকে ফেলেছেন। আসলে এই চরিত্রটা আমার অনেক পছন্দের। যদিও এখন সময়ের জন্য একদমই দেখা হয় না। আর নেটের কথা এখন কি বলবো। এখন তো শান্তি মত একটু কাজ ও করতে পারি না। কারেন্ট আর নেটের জন্য অনেক কষ্ট করে কাজ করি। আর আমাদের দেশে তো আপনাদের ওইখান থেকে নেটের স্পিড অনেক কম। তবে ভিডিও দেখতে গিয়ে আর্টের ধারণা পেয়ে গেলেন এই বিষয়টা ভালো হয়েছে। তাছাড়া বেশ সুন্দর কালার কম্বিনেশন করেছেন। দেখে একদম সত্যি কারের মনে হচ্ছে । এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit