মুভি রিভিউ: মালিবু শার্ক এটাক

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটি মুভি রিভিউ শেয়ার করবো। এই মুভিটির নাম হলো মালিবু শার্ক এটাক ( Malibu Shark Attack ). এই মুভিটি সমুদ্রে শার্ক অর্থাৎ হাঙ্গরের আক্রমণ এর উপর ভিত্তি করে তৈরি করা। এটা একধরণের থ্রিলার মুভি। শার্ক এর এই মুভিটি দেখতে ইন্টারেষ্টিং আছে। আশা করি এই মুভিটি আপনাদের কাছে ভালো লাগবে।

ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে


☬কিছু গুরুত্বপূর্ণ তথ্য:☬

মুভির নাম
মালিবু শার্ক এটাক ( Malibu Shark Attack )
পরিচালকের নাম
ডেভিড লিস্টার ( David Lister )
লেখকের নাম
কেইথ শাও ( Keith Shaw )
অভিনয়
ওয়ারেন ক্রিস্টি ( Warren Christie ), পিটা উইলসন ( Peta Wilson ), ছিলান সিমন্স ( Chelan Simmons ), সন্যা সালোমা ( Sonya Salomaa )
মূল ভাষা
ইংলিশ
ভাষা ডাবিং
হিন্দি
সময়
১ ঘন্টা ২৬ মিনিট ৩২ সেকেন্ড
কান্ট্রি অফ অরিজিন
অস্ট্রেলিয়া, কানাডা
প্রোডাকশন কোম্পানি
ইনসাইট ফিল্ম স্টুডিওস লাইমলাইট ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারটেইনমেন্ট
মুক্তির তারিখ
২৫ জুলাই ২০০৯
বাজেট
$৩,০০০,০০০


✔মূল কাহিনী:


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

মুভির শুরুতে দেখা যায় সমুদ্রের গভীরে একটা বিস্ফোরণ মতো হয়ে থাকে। এরপর একটি বিশাল বড়ো মাছ জলের ভিতরে ঘোরাঘুরি করতে থাকে এবং এমন সময়ে একটা শার্ক অর্থাৎ হাঙ্গর দ্রুত গতিতে এসে মাছটিকে ধরে খেয়ে ফেলে। এরপর অন্য একটা শার্ক এসে সেই শার্কের উপরে হামলা করে দেয়। এরপর সমুদ্রের জলে বোটে করে অনেক লোক এর আনন্দ করতে দেখা যায় । এরপর পিট নামক একজন লোক সমুদ্রের বিচ থেকে স্প্রিট বোটে করে একদিকে চলে যায়। একজন লোক বোটের থেকে নেমে জলের গভীরে যায় আর এদিকে অনেকগুলো শার্ক ঘুরে বেড়াতে থাকে। লোকটি নামার সাথে সাথে একটা শার্ক এসে হামলা করে এবং মেরে ফেলে। শার্কের দাঁত মারাত্মক ধারালো হয়ে থাকে, এক কোথায় বলতে গেলে করাতের মতো। একটা কামড়ে পিচ পিচ করে ফেলতে পারে। যাইহোক সেই পিট নামক লোকটির একজন পরিচিত মুখে অক্সিজেন লাগিয়ে জলের নিচে কিছু একটা খুঁজতে লাগে এবং তখন পিট এসে পড়ে আর তাকে বলে বড়ো কিছু একটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে। এরপর পিট বলে ঠিক আছে আমি দেখছি বলে সামনের দিকে চলে গেলো এবং তার পাশ দিয়ে বড়ো একটা শার্ক চলে যায় কিন্তু সে বুঝতে পারে না। এদিকে সমুদ্রের বিচে সবাই ঘোরাঘুরি, আনন্দ করতে লাগে। সেই লোকটি বার বার জলের নিচে যাচ্ছিলো এবং অবশেষে একটা শার্ক এসে তার উপর হামলা করে দেয়।


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

সমুদ্রের তীরবর্তী একটি স্থানে কনস্ট্রাকশন এর কাজ চলছিল এবং সেখানে পিট নামক লোকটি আসে আর সেখানকার মালিকের সাথে দেখা করে। সেখানে পিট পার্কিং লট খালি করতে বলে কিন্তু ওই লোকটি বলে এতে কোনো সমস্যা হবে না। কিন্তু পিট এই নিয়ে বেশ খানিক্ষন কথা কাটাকাটি করতে লাগে। সমুদ্রে স্প্রিট বোটে করে কিছু লোক চলাচল করতে লাগে এবং কিছু লোক প্যারাসুটে করে উড়তে থাকে। তবে সেই প্যারাসুটের দড়ির মাথাটা স্প্রিট বোটের পিছনে বাঁধা ছিল। তাদের প্যারাসুট মাঝে মাঝে নিচের দিকে জলের ধারে কাছে চলে আসছিলো আর এদিকে শার্ক জলের মধ্যে দিয়ে শুধু ঘোরাঘুরি করছে কিন্তু সেটা কেউ আন্দাজ করতেও পারছে না। এইরকম করতে করতে ঠিক এক মুহূর্তের জন্য প্যারাসুট নিচে এসে জলে লাগতে শার্ক একটা লোকের বডির মাঝখান থেকে আলাদা করে ফেলে কামড় দিয়ে। আর সবাই এটা দেখে অবাক হয়ে পড়ে, বুঝতেই পারছিলো না যে ব্যাপারটা কি হলো। এরপর প্যারাসুটে থাকা আরো একটি লোক নিচে পড়ে যায় আর ভয়ে পালানোর জন্য সাঁতার কেটে আসতে থাকে এবং অন্যদিকে থেকে একজন বোট নিয়ে তাকে বাঁচানোর জন্য আসতে থাকে। শার্কও তার দিকে দ্রুত গতিতে ছুটতে থাকে আর শেষে তাকেও কামড় দিয়ে বডি আলাদা আলাদা করে ফেলে। আর এই খবর মোটামুটি সবজায়গায় সাথে সাথে ছড়িয়ে যায় এবং বিচ দ্রুত খালি করার জন্য এলার্ট করে দেয়। এদিকে শার্ক হামলা করছে আর বড়ো ঢেউ আকারে সুনামিও তাদের দিকে ধেয়ে আসছিলো। তাই সবাইকে বিচ খালি করে দিতে বলছে।


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

সবাই তাদের সতর্কবার্তা শুনে দ্রুত সবাই দৌড়াদৌড়ি করে বিচ খালি করে দেয়। এদিকে পিট নামক লোকটি একজনকে শার্কের হাত থেকে বাঁচিয়ে স্প্রিট বোটে করে দ্রুত সমুদ্রের তীরবর্তী স্থানে আসতে থাকে কিন্তু আসতে আসতে হঠাৎ তাদের বোট একটা শার্কের সাথে ধাক্কা খায় এবং তারা জলে পড়ে যায়। শার্ক তাদের দিকে যেতে লাগে এবং তাদের বাঁচানোর জন্য তীরে থাকা কয়েকজন লোক দৌড়িয়ে যেতে লাগে এবং একজন বন্দুক নিয়ে সামনে এগিয়ে যায় আর গুলি করে শার্কের গায়ে। আর এই ফাঁকে তারা জীবন বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়। বেশ কিছু গুলি খেতে খেতে শার্কটি তীরে চলে আসে আর শার্কটিকে মারতে মানা করে একটি মেয়ে কারণ সে বলে এইধরণের শার্ক এর খোঁজ ছিল আমার। কিন্তু সবাই তাকে মেরে ফেলতে বলে এবং শেষমেশ গুলি করে মেরে ফেলে। এরপর সমুদ্রে বড়ো আকারে ঢেউ আকারে তাদের সামনে আসতে থাকে এবং তারা একটা ঘরের ভিতরে চলে যায়। এরপর সমুদ্রের সেই বিশাল ঢেউ ঘরের উপরে আছড়ে পড়ে এবং ভেঙেচুরে জল ভিতরে প্রবেশ করে যায়। এই জলের ঢেউ ৬০ মিটারেরও উপরে ছিল এবং বিচের আশেপাশে সবকিছু তেহেচনেহেচ করে দেয়। এদিকে রুমের মধ্যে একটা মেয়ের পা আটকে যায় কিছুতে এবং অনেক রক্তপাতও হয়। তখন তাকে স্ট্রেচ করে সেখানে। কিন্তু তার পা থেকে বের হওয়া রক্ত জলে মিশে ছড়িয়ে যায় আর সেই রক্তের গন্ধে শার্ক সেখানে পৌঁছিয়ে যায়। কন্সট্রাকশন এ কাজ করা কিছু লোক রেডিওতে ক্ষয়ক্ষতির খবর শুনতে লাগে। যাইহোক সেই শার্কটি সেখানে এসে ঘরের চারিপাশে ঘোরাঘুরি করতে লাগে ফলে তারা সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পায় না।


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

নিউজ চ্যানেলের একটি মেয়ে সেই বিচে দাঁড়িয়ে সব খবরাখবর সবার কাছে পৌঁছিয়ে দেয়। এদিকে সেই জলে আটকা পড়া ঘরের আশেপাশে একটির স্থানে আরো বহু শার্ক এসে হাজির হয়ে যায়। এরপর পিট সেখানে একজনের কাছে এই শার্কের বিষয়ে জানতে চায় কারণ সেই মেয়েটি এইসব বিষয়ের উপরে রিসার্চ করেছে। আর মেয়েটি বলে এইসব শার্কগুলো ভিন্ন প্রজাতির এবং পিট বলে এদের চোখ দেখতে কিছুটা ঘোলাটে বা অন্ধের মতো লাগে। মেয়েটি বলে হতে পারে এবং এই শার্কগুলো খুব বিপদজনক। সেখানে দুইজন লোক বন্দুক আর কিছু হাতিয়ার বের করে এবং শার্কগুলোকে মারার চিন্তা করে। মেয়েটি বলে এদের মারার কথা আমরা কেন ভাবছি!? সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে এই ধরণের প্রজাতির শার্ক কোটি বছর ধরে দেখা যায়নি, এদের থেকে ইভুলুশন এর ব্যাপারে জানা যাবে। এরপর সেই শার্কগুলো তাদের ঘরের উপরে হামলা করে দেয় এবং ধাক্কা দিয়ে বা তাদের ধারালো দাঁত দিয়ে সবকিছু ভেঙে ফেলার কাজে লাগে। এরপর একটি শার্ক ভেঙেচুরে ভিতরে ঢুকে যায় এবং নিচের থেকে সেই মেয়েটিকে এটাক করে আর কামড় দিয়ে তার বডি ছিড়ে নিয়ে চলে যায়। এরপর তারা ভাবে আমরা এখানে বেশিক্ষন টিকতে পারবো না, আমাদের ওদের সাথে লড়াই করতেই হবে। কিন্তু একজন বলে এই প্রজাতির সাথে লড়াই করে পারা যাবেনা কারণ এরা কোনো সাধারণ শার্ক না, এরা খুবই দ্রুতগামী সম্পন্ন। এরপর কনস্ট্রাকশন এ কাজ করা ন্যান্চি নামক এক মেয়ে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছিলো একটা বোট আনতে আর তখনি শার্ক মারাত্মক গতিতে চলে আসে আর তাকে সতর্ক করতে করতে এসে দুটি শার্ক ধরে খেয়ে ফেলে। সাথে সাথে আরো একজন জলে পড়তেই তাকেও খেয়ে ফেললো।


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

সেই ঘরে আটকে থাকা লোকেরা ভেঙে ফেলা জায়গায় একটা ভারী জিনিস দিয়ে বন্ধ করতে লাগে এবং তখন দুটি শার্ক এসে সেই ভাঙা জায়গায় ধাক্কাধাক্কি করতে লাগে এবং সেখানে একজন লোক বন্দুক দিয়ে গুলি করতে লাগে এবং অন্যজন একটা ভারী অস্ত্র দিয়ে আঘাত করে একটি শার্ককে মেরে ফেলে। কিন্তু তাদের বন্দুকের গুলি মোটামুটি সেখানে শেষ হয়ে যায়। তারা সেখানে বুঝতেই পারছে না কিভাবে কি করা যায়। কারণ সেখান থেকে বের হলেই তাকে মেরে ফেলছে। এরপর দুইজন লোক একটা বোট মতো দেখতে পায় এবং তাতে করে ওই ঘরের কাছে যেতে চায়। পিট সেই ভাঙা জায়গা দিয়ে বাইরে চলে যায় আর তাদের যেখানে গুলি আর অন্যান্য অস্ত্র রাখা ছিল সেগুলো আনতে যায়। সেখানে শার্ক চলে আসে কিন্তু পিট সেখানে বুদ্ধি করে কোনো শব্দ না করে থাকে। এরপর তারা শার্কের ধ্যান অন্যদিকে ঘোরানোর জন্য চিল্লাচিল্লি করে আর এই ফাঁকে পিট্ ঠিকভাবে এসে পৌঁছে যায়। কিন্তু শার্ক সেখানে চলে আসলে পিট্ একটা ফায়ার গান চালিয়ে মেরে ফেলে। এখানে বহু শার্ক এক সাথে এসে আবারও সবকিছু ভাঙার চেষ্টা করে এবং সবাই চিন্তা করে ঘরের ছাদে যাওয়ার জন্য। এরপর সেই কনস্ট্রাকশন এর লোকটি বোট নিয়ে তাদের কাছে পৌঁছে যায় সাহায্যের জন্য। এরপর তারা সবাই বোটে উঠে নিরাপদ স্থানে যেতে লাগে কিন্তু যেতে যেতে বোটের গ্যাস শেষ হয়ে যায় যেহেতু বোটটি গ্যাস দ্বারা চালিত ছিল। এরপর তারা ঢেউ এর মাধ্যমে চলে যায় এবং তারা গেট খুলে নিরাপদ স্থানে পৌঁছে যায় । কিন্তু শার্ক সেখানে চলে আসে এবং একটি লোক নিজের ইচ্ছায় শার্কের কাছে চলে যায় এবং শার্ক তাকে মেরে ফেলে তাদের দিকে আসতে থাকে।


ছবি: ইউটিউব থেকে স্ক্রীনশর্ট এর মাধ্যমে নেওয়া হয়েছে

কনস্ট্রাকশন এর কাজ চলছিল যেখানে সেই ঘরের মধ্যে সবাই চলে যায়। কিন্তু সেখানেও জল ভরে যাওয়ায় শার্ক ঢুকে পড়ে। এরপর কনস্ট্রাকশন এর কাজ করা ওই লোকটি সিঁড়ি খুঁজতে থাকে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এবং সেখানে সামনে হঠাৎ করে শার্ক চলে আসে। সেখানে একটা রড ধরে ঝুলে পড়ে এবং পিছনে দুইজনকে সতর্ক করে দেয়। তখন তাদের কাছে শার্ক পৌঁছে গেলে মটর চালিত কাটার দিয়ে আঘাত করে আর ভাগিয়ে দেয়। এরপর সেই শার্কটি আবারো সেই লোকের দিকে আসে এবং লোকটির কাছে একটি ব্যাগে বিস্ফোরিত কিছু ছিল ফলে সেটি যখন সে শার্কের সামনে ফেলে দেয় তখন শার্কটি সেই ব্যাগ খাবার মনে করে খেয়ে ফেললে সাথে সাথে বিস্ফোরণ হয়ে যায় আর শার্কটি মারা যায়। এরপর সে পুনরায় সিঁড়ি খুঁজতে থাকে। এদিকে পিট্ একটি গাড়ির মধ্যে ঢুকে থাকে এবং শার্ক সেখানে তাদের আশেপাশে ঘুরতে থাকে। এরপর পিট্ গাড়ির থেকে বাইরে বেরিয়ে টিন দিয়ে ঘেরা একটি স্থানে চলে যায় এবং সেখানে শার্ক চলে আসলে মটর চালিত কাটার দিয়ে মেরে ফেলে শার্কটিকে। এদিকে তারা সিঁড়ি খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। একটি শার্ক এসে ধাক্কা দিতে লাগে দরজায় ঐসময় এবং তারা সেই মটর চালিত কাটার নিয়ে তার দিকে এগিয়ে যায় এবং তারা ভাবে হয় বাইরে গিয়ে তাদের মারা উচিত না হলে এখানেই তাদের জন্য অপেক্ষা করতে হবে। দরজা ধাক্কা দিতে দিতে ভেঙে শার্ক একটা ভিতরে চলেও আসে এবং কাটার আর যে যা পেয়েছে তাই দিয়ে মেরে ফেলেছে । এরপর তারা সবাই সেখান থেকে বেঁচে ফেরে এবং সুন্দর একটা জীবন শুরু করে সবাই।


✔ব্যক্তিগত মতামত:

এই মুভিটি শেষ পর্যন্ত মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। বেশ ভালো একটা মুভি। মুভিটি থ্রিলার হওয়ার সাথে সাথে ইন্টারেষ্টিংও আছে। সব মিলিয়ে অনেক ভালো আছে মুভিটি। আপনারাও দেখবেন ভালো লাগবে দেখে।


✔ব্যক্তিগত রেটিং:
৭/১০


মুভির ট্রেইলার ভিডিও লিঙ্ক:


শুভেচ্ছান্তে, @winkles

______

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই মুভিটা আমি দেখেছিলাম দাদা অনেক সুন্দর মুভিটা।
এইসব মুভি দেখতে ভালো লাগে আবার অনেক ভয় লাগে,
যখন ভয় লাগে চোখ ঢেকে আংগুলের ফাক দিয়ে দেখি।

শার্ক অ্যাটাক মুভির রিভিউটা অনেক ভালো লেগেছে দাদা। খুব অল্প সময়ে পুরোটা মুভির রিভিউ দিয়েছেন।

ধন্যবাদ দাদা।

এইসব থ্রিলার মুভি অনেকের কাছে একটু ভীতিকর হয়ে থাকে। আমি যখন প্রথম প্রথম এইসব দেখতাম তখন ভীষণ খারাপ লাগতো, এখন বিষয়গুলো সহজ হয়ে গেছে দেখতে দেখতে। আপনাকেও ধন্যবাদ ভালো একটা মন্তব্যের জন্য।

ভাইয়া আপনি অনেক সুন্দর সার্ক অ্যাটাক মুভির বিউটি করেছেন। সার্কের অনেকগুলো মুভি আমি দেখেছি এবং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অল্প সময়ে ছোট্ট একটা পোষ্টের মধ্যে পুরো ছবি তুলে ধরেছেন পাঠ বাই পাঠ। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেন যেটা সবার পক্ষে সম্ভব হয় না। আমাদের সাথে এত সুন্দর একটা সার্ক অ্যাটাক এর মুভি রিভিউ শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

হ্যা শার্কের অনেকগুলো মুভি আছে, আমি এর মধ্যে কয়েকটি দেখেছিও। মুভিগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। এই মুভিটি দেখেও আমার অনেক ভালো লেগেছে এবং মোটামুটি বিষয়গুলোকে উপস্থাপন করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

শার্ক নিয়ে এর আগে আমি অনেকগুলো মুভি দেখেছি। তবে এটা দেখা হয়নি। ইংলিশ মুভি গুলো হিন্দি ডাবিং এ দেখতে বেশ ভালোই লাগে। মুভির কাহিনি টা দারুণ ছিল। এবং মুভির রিভিউ টা খুবই সুন্দর হয়েছে।।

একমাত্র ইংলিশ মুভিগুলোতে সবধরণের ইনজয় মূলক ভাবমূর্তি খুঁজে পাওয়া যায়। ইংলিশ মুভিগুলো দেখতে বেশ ইন্টারেষ্টিং হয়ে থাকে। আমিও শার্ক ভিত্তিক এই থ্রিলার মুভিটি প্রথম দেখলাম এবং বেশ ইনজয়ও করেছি। আপনিও দেখবেন মুভিটি, বেশ ভালো লাগবে আপনার। ধন্যবাদ।

ভাইয়া,শার্ক অ্যাটাক মুভির রিভিউ টি আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।এই মুভিটি আমি প্রথম যখন দেখেছি খুব কান্না করেছিলাম।কারণ শার্ক/ হাঙ্গর মাছ মানুষগুলোকে এত খারাপ ভাবে অ্যাটাক করছিল যা দেখে আমার কান্না এসে যাচ্ছিল। শার্ক মুভির প্রতিটি ধাপ আপনি এক নিমেষে একটি পোস্টে প্রকাশ করেছেন।ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল

শার্কের হামলা ভীষণ ভয়ানক হয়ে থাকে। তবে সাধারণ যেসব হাঙ্গর থাকে সেগুলো অতটা ভয়ানক হয় না। এদের দাঁত এতো ধারালো যে এক কামড়ে সব শেষ। আমার মনে হয় আপনি এইধরণের থ্রিলার মুভি প্রথম দেখলেন যার কারণে এই সমস্যা। ধন্যবাদ।

কি ভয়ংকর শার্ক!!
আচ্ছা আসলেই কি ওরা এভাবে মানুষকে আক্রমণ করে?
আমি এক জায়গায় পড়েছিলাম তারা নাকি খুব শান্ত প্রকৃতির হয়।
সঠিকটা জানা নেই আমার।
মুভিটা তো দারুণ!যদিও অনেক বেশি থ্রিলিং।

হুম, খুবই ভয়ঙ্কর শার্ক এরা।

না এরা সহজে কারো উপর হামলা করে না, তবে সেটা প্রজাতির উপরে নির্ভর করে। কিছু কিছু এই ধরণের প্রজাতি থাকে যেগুলো খুবই ভয়ানক আক্রমণাত্মক হয়ে ওঠে। আবার কিছু প্রজাতির আছে যেগুলো শান্ত।

মালিবু শার্ক এটাক এই মুভিটা আমি এখনো দেখিনি তবে আপনি এত সুন্দর ভাবে রিভিউ করেছেন যেনো আমি পড়ে মুভিটা দেখলাম। ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো

এই মুভিটি থ্রিলার হিসেবে খুবই সুন্দর হয়েছে। আপনিও মুভিটি একবার দেখে নেবেন সময় করে, দেখে আপনারও ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

এত সুন্দর মুভিগুলো আপনি কোথা থেকে খুঁজে বের করেন ভাই! মুভিটা তো পড়েই আমার এখন দেখতে ইচ্ছে করছে। অনেক বেশি থ্রিলার মনে হচ্ছে মুভিটার গল্পটা পড়ে। শার্ক এর মুভি গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ জিনিসগুলো খুব ইন্টারেস্টিং হয়।

হ্যা মুভিটি মাঝখান থেকে একটু বেশি থ্রিলার। আপনি সময় করে দেখে নেবেন মুভিটি, খুব ভালো একটা মুভি। পড়ার পরে মুভিটি দেখলে বিষয়টা আরো ইন্টারেষ্টিং হয়ে ওঠে।

হ্যা ভাই অবশ্যই দেখবো। তবে সময় বের করতে হবে একটা।

মালিবু সার্ক অ্যাটাক মুভিটি আমি এখনো পর্যন্ত দেখি নি। আপনার মুভির রিভিউটি পড়ে মুভিটি দেখার খুবই আগ্রহ জাগলো। মুভির রিভিউটা আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ভাইয়া আমি তো মাঝে মাঝে ভাবি আপনি এত সুন্দর সুন্দর মুভি রিভিউ দেওয়ার জন্য কোথা থেকে খুঁজে পান! এমনিতেও আমার এই টাইপের মুভি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে একটি সুন্দর মুভির সন্ধান দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

এই মুভিটি অনেক সুন্দর একটা মুভি। এইসব মুভিগুলো অনেক আগের। আর এইসব থ্রিলার মুভিগুলো আমারও দেখতে অনেক ভালো লাগে। শার্কের হামলা নিয়ে আরো অনেক মুভি আছে এবং সেগুলোও ভালো । আপনি পড়ে নিয়েছেন বিষয়টা, এখন দেখলে বিষয়টা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।

দাদা আমার কাছে এই মুভি গুলু খুবই ভালো লাগে,আমি এই ধরণের মুভি অনেক পছন্দ করি। দারুন লাগে , তবে মনে হয়না এই মুভি টা দেখা হয়েছে , আপনার পোস্ট পরে খুবই ভালো লেগেছে , আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি জায়গা তুলে ধরেছেন। যা পড়তে আমার অনেক ভালো লেগেছে।অনেক ধন্যবাদ দাদা এতো কষ্ট করে পুরা মুভি রিভিউ আমাদের সামনে তুলে ধরার জন্যে।

যারা থ্রিলার মুভি বেশি পছন্দ করে থাকে তাদের কাছে এইসব মুভিগুলো খুবই ভালো লাগবে। এই মুভিটি পুরানো হওয়া সত্বেও আমি এই প্রথম দেখেছি এবং খুবই ভালো লেগেছিলো। আপনিও দেখে নেবেন মুভিটি, বেশ আকর্ষণীয় লাগবে বিষয়গুলো। আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আমি এই মুভিটি দেখেছি, খুবই ভালো লেগেছিল।বিদেশি মুভি মানেই ভালো হতেই হবে।তাছাড়া হাঙ্গরটি খুবই ভয়াবহ দেখতে।আর রক্তপাতের দৃশ্য দেখে কেমন একটা খারাপ লেগেছিল আমার।সুন্দরভাবে রিভিউ দিয়েছেন।ধন্যবাদ দাদা।

বিদেশী মুভির মধ্যে একটা অন্যরকম আকর্ষণীয় বিষয় থাকে। এই ধরণের দেখতে হাঙরগুলো ছিল বহু পুরানো প্রজাতির এবং খুবই শক্তিশালী, .দ্রুতগামী। রক্তপাতের দৃশ্যগুলো অনেকের কাছে একটু খারাপ লাগে।

মুভির রিভিউটা পড়লাম। দাদা শার্ক নিয়ে ধরনের অনেক মুভি আছে। অনেক গুলো দেখেছি তবে আপনার রিভিউ পড়ার পর মনে হলো মুভিটি দেখা দরকার। ট্রেইলার দেখে দেখার আগ্রহ বেড়ে গেছে।

শার্ক এর মুভিগুলো অনেক ভালো। আমার কাছে এই মুভিটা অনেক ভাল লেগেছিলো দেখে। আপনি তাহলে সময় করে একদিণ দেখে নিন মুভিটা, ভালো একটা থ্রিলার মুভি।