বুনো হাঁসের মাংসের রেসিপি

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করে নেবো। গতকাল রাতে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম। তবে এইবার যে হাঁসের মাংস রান্না করেছি সেটি হলো বুনো হাঁস। বুনো হাঁসের মাংসের স্বাদ সাধারণ হাঁসগুলোর চেয়ে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। বুনো হাঁসগুলো অনেক বড়ো বড়ো হয়ে থাকে আর অনেক মাংসও হয়ে থাকে। বুনো হাঁসের মাংস কষানো অবস্থায় মারাত্মক টেস্ট লাগে। আমি কষানো অবস্থায় কয়েকটা খাওয়ার সময় মনে হচ্ছিলো এখানেই চুলাটি অফ করে দিয়ে খাওয়া শুরু করে দিই😁। যাইহোক প্রথমবারের মতো বুনো হাঁসের মাংস খেয়ে অনেক মজাদার লাগলো আর এখন এই রেসিপিটির মূল পর্বের দিকে চলে যাবো।


☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀

উপকরণ
পরিমাণ
বুনো হাঁসের মাংস
৩.২ কিলো
আলু
৪ টি
পেঁয়াজ
৪ টি
রসুন
৫ টি
আদা
১ টুকরো
তেজ পাতা
২ টি
জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৬ চামচ
হলুদ
৭ চামচ


বুনো হাঁসের মাংস,আলু, পেঁয়াজ, রসুন, আদা


তেজ পাতা, জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা,সরিষার তেল, লবন, হলুদ


এখন রেসিপিটি যেভাবে প্রস্তুত করলাম---


☬প্রস্তুত প্রণালী:☬


➤বুনো হাঁসের মাংসগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আলুগুলো নতুন তাই খোসা তেমন ফেলানো লাগেনি, কেটে ছোট ছোট পিচ করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

➤পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম। এরপর রসুনগুলোর খোসা ছাড়ানোর পরে কোয়াগুলো আলাদা করে নিয়েছিলাম।

➤আদাটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট পিচ করে নিয়েছিলাম।

➤পেঁয়াজ, রসুন, আদা মিক্সারে ফেলে পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

➤জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা মিক্সারে দিয়ে দিয়েছিলাম এবং তাতে একটু জল দিয়ে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

➤কেটে রাখা আলুর পিচগুলো কড়াইতে করে ভাজা মতো করে নিয়েছিলাম।

➤কড়াইতে পরিমাণমতো তেল আর তেজ পাতা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে হাঁসের মাংসগুলো ঢেলে দিয়েছিলাম।

➤মাংসগুলো দেওয়ার পরে তাতে পেস্ট করে রাখা সমস্ত মশলা আর পরিমাণমতো লবন, হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসের সাথে সমস্ত মশলা উল্টেপাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

➤মেশানোর পরে মাংসগুলো বেশ অনেক্ষন ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর কষানোর পরে তাতে দিয়ে দিয়েছিলাম ভাজা আলুর পিচগুলো।

➤আলুর পিচগুলো কষানো মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।

➤জল দিয়ে দেওয়ার পরে মাংস পুরোপুরি রান্না হয়ে আসা পর্যন্ত দেরি করেছিলাম।

➤অনেক্ষন দেরি করার পরে বুনো হাঁসের একটা দারুন মজাদার তরকারি তৈরি হয়ে গেছিলো। আর এটি গরম গরম পরিবেশন করে খেতে বেশ মজাও লেগেছিলো।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

হাঁসের মাংস অনেক মজার একটি মাংস। বুনো হাঁসের মাংস যদিও খাওয়া হয় নাই কখনো। তার পরও কৌতূহল হচ্ছে এবং খেতে মন চাচ্ছে। আপনার রেসিপির কালার অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে পারসোনালি অনেক ভালো লেগেছে আপনার রেসিপিটি।
আশা করি যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই বুনো হাঁসের মাংস খেয়ে দেখবো। পাতি হাঁসের মাংস খেয়েছি, পাতি হাঁসের মাংস খেয়েই অনেক ভালো লাগছে তাহলে বুনো হাসের মাংসতো আরো মজা হবে এটা নিশ্চিত। যাইহোক, খুবই সুন্দর লোভনীয় ও ইউনিক একটি রেসিপি ছিলো এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ইউনিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দাদা,পরবর্তী আকর্ষনের অপেক্ষায় রইলাম। ❣️❣️❣️

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বুনো হাঁসের মাংসের স্বাদ সাধারণ হাঁসগুলোর চেয়ে অনেকটা সুস্বাদু হয়ে থাকে।

দাদা আপনি আজকে যে লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখেই জিভে জল চলে আসছে। হাঁসের মাংস আমার এতটাই প্রিয় যে বলে বোঝানোর মত নয়। হাঁসের মাংস ভুনা খেতে আমি খুবই পছন্দ করি দাদা। আর আপনি এত সুন্দর ভাবে আপনার এই রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে আপনার হাতের ছোঁয়ায় হাঁসের মাংসের স্বাদ আরও দ্বিগুন বেড়ে গেছে। আপনি যে একজন পাকা রাঁধুনি এতে কোন সন্দেহ নেই। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। আসলে কিছু কিছু মানুষ রয়েছে যাদের প্রশংসা করে গুনের কথা বলে শেষ করার মতো নয়। তাদের দলে আপনিও রয়েছেন। আপনি এত ভালো রেসিপি তৈরি করেন যে দেখে মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই। আমিও রেসিপি তৈরি করতে পছন্দ করি। নিজের পছন্দের খাবারগুলো নিজে নিজে তৈরি করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। তবে আমি আপনার মত রান্নায় এতটা দক্ষতা অর্জন করতে পারিনি। আপনি তো একদম দক্ষতার সাথে দারুণভাবে রেসিপি তৈরি করেন দাদা। দাদা আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আপনি যখন মজার মজার সব রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন সেগুলো দেখে আমার এতটাই ভালো লাগে যে আমিও চেষ্টা করি রেসিপি তৈরি করার জন্য। আপনার রেসিপি তৈরি দেখে আমিও নতুন কোন রেসিপি তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। বুনোহাঁস আমি কখনো খাইনি। তবে এক প্রকারের হাঁস রয়েছে যেগুলো উড়তে পারে এবং কিছুটা বড় সাইজের হয়। সেই হাঁস আমি খেয়েছি। বড় সাইজের হাঁসগুলো খেতে সত্যিই অনেক ভালো লাগে। এই হাঁসগুলোতে যেমন মাংস বেশি হয় তেমনি খেতেও সুস্বাদু হয়। সাধারণ হাঁসগুলোর থেকে বড় হাঁসগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তবে যাই হোক দাদা এত মজার একটি রেসিপি শেয়ার করলেন দেখে অনেক ভালো লেগেছে দাদা। মজার মজার সব রেসিপি এভাবে শেয়ার করুন এই কামনাই করছি দাদা। আপনার জন্য শুভকামনা রইলো দাদা। ❤️❤️❤️

দাদা বুনোহাঁস বলতে এটা কি হাঁসের নাম ?নাকি ওই যে জঙ্গলে যেগুলো পাওয়া যায় সেগুলো? যাইহোক আপনার রেসিপি দেখে মনে হল খুব সুস্বাদু রয়েছে। সবথেকে তরকারি রং টা বেশ লোভনীয়। শীতকালে হাঁসের মাংস মানে তো অন্যরকম ফিলিংস। আপনি খুব সুন্দর ভাবে হাঁসের মাংস রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

বুনো হাঁস এর কণো নাম নেই, বুনো মানেই বুনোই। হ্যা এইগুলো বন জঙ্গলের।

আমি কষানো অবস্থায় কয়েকটা খাওয়ার সময় মনে হচ্ছিলো এখানেই চুলাটি অফ করে দিয়ে খাওয়া শুরু করে দিই

দাদা আপনার এই কথাটি শুনার পরই তো জিভে জল চলে আসলো। এমনিতেই হাঁসের মাংস আমার খুবই প্রিয়। তার উপর যদি বুনোহাঁস হয় তাহলে তো নিশ্চয়ই আরো খেতে মজাদার হয়েছে। শীতকাল এলেই হাঁসের মাংস বেশি খাওয়া হয়। কারণ শীতকালে হাঁসের মাংসের স্বাদ আরও দ্বিগুন বেড়ে যায়। আপনি এত সুন্দর ভাবে হাঁসের মাংস ভুনা করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই দুপুর বেলায় হাঁসের মাংসের ভুনা দেখে মনে হচ্ছে যেন এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি আপনার হাঁসের মাংস ভুনা খাওয়ার জন্য। কিন্তু পুরা কপাল আপনিতো হাঁসের মাংস একা একাই খেলেন দাদা। তবে যাই হোক আপনি অনেক তৃপ্তি করে খেয়েছেন এটা জেনেই আমরা খুশি। আপনি এত দক্ষতার সাথে কি করে যে রেসিপি তৈরি করেন এটা ভেবে পাইনা। আসলে দাদা আপনার রেসিপি তৈরির প্রসেস গুলো অনেক সুন্দর হয়। আমি খুবই মনোযোগ দিয়ে আপনার তৈরি করা।রেসিপি গুলো দেখি। কারণ আপনার রেসিপি গুলো দেখেই বোঝা যায় খেতে অনেক সুস্বাদু হয়। একটি মানুষের মধ্যে এতটা গুন থাকতে পারে এটা মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই। একদিকে আপনি যেমন ভালো ছবি আঁকেন, অন্যদিকে ভালো ফটোগ্রাফি করেন, আবার এত মজার মজার সব রেসিপি শেয়ার করেন। সবকিছু মিলিয়ে সৃষ্টিকর্তা আপনাকে অনেক গুণ দিয়েছেন দাদা। আপনার এই কাজের মাধ্যমে আমরা সকলে অনুপ্রেরণা পাই দাদা।অনেক মজাদার বুনো হাঁসের মাংস রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

দাদা,কি একটা রেসিপি দিলেন।ছবি দেখেই জিভে জল এসে পরেছে।আসলে কষানোর কালার টা দেখে আমারেই খেতে ইচ্ছে করছে।আর সত্যিই সরিষার তেল দিয়ে রান্না করলে যেকোনো মাংসই অনেক সুস্বাদু হয় ।এভাবে তৎক্ষণাৎ মসলা পেস্ট করে নিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রেসিপি কালারটা অনেক জোস এসেছে। হাঁসের মাংস এবং চালের রুটি দিয়ে খেতে বেশ দারুন লাগে। ধন্যবাদ দাদা।

বনমোরগ বা বুন হাঁসের মাংস কখনো খাইনি। বুনোহাঁসের একটি ছবি যদি শেয়ার করতেন তাহলে অন্তত দেখতে পেতাম। আপনার রান্না টা এতটাই চমৎকার হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে এ কথা বললেই তো আর খেতে পারব না হাহাহা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

কি বলবো দাদা আপনার হাঁসের মাংস দেখে আমি আর স্ত্রীর থাকতে পারতেছি না। হাঁসের মাংস আমার অনেক প্রিয়। আমি রুটি দিয়ে খাইতে খুব ভালোবাসি। দাদা আপনি অনেক সুন্দর করে সব রকম উপকরণ দিয়ে বুনো হাঁসের মাংসটি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। রেসিপিটি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

বুনোহাঁস রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে দাদা। বুনো হাঁস খেতে সুস্বাদু হয় এটি জানি কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। রেসিপির কালার টা খুব সুন্দর এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা একটা সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

প্রথমত হাসের মাংসই তো অনেক সুস্বাদু। তারপর আপনি আবার দিছেন বুনো হাসের মাংসের রেসিপি। যদিও আমি কখনো খাইনি। তবে রেসিপি টা দারুণ তৈরি করেছেন। এই দুপুরবেলা আপনার রেসিপি দেখলে নিজেকে সামলে রাখা যায় না। দেখলেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

বুনো হাঁসের মাংসের জিভে জল আসার মত একটি রেসিপি তৈরি করেছেন দাদা। এমনিতে হাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে হাঁসের মাংস শীতকালে খেতে খুবই ভালো লাগে। আপনি রেসিপিটা খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। মাংস কষানো মধ্যে রেখে খেতে শুরু করেছেন মনে হচ্ছে, অনেক টেস্ট হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই বুনো হাঁসের মাংস কিভাবে খেতে হয় সেটা তো শিখিয়ে দিলেন এখন বনে গিয়ে হাঁস কিভাবে ধরবো সেটাও শিখিয়ে দিন হি হি হি হি।

ওরে কি রেসিপি রে এটা, দেখেই তো ঝাঁপ দিতে মন চাইছে। যদিও সেই সম্ভাবনা কম কারন আমি ঝাঁপ দেয়ার আগেই আপনি সব সাবার করে ফেলবেন, এটা আমি জানি হা হা হা হা। ধন্যবাদ চমৎকার স্বাদের আরো একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

😄।

বনে গিয়ে হাঁস কিভাবে ধরবো সেটাও শিখিয়ে দিন হি হি হি হি।

বনে গিয়ে ঝাঁপ দিন হাঁসগুলোর উপরে😁

আপনার তৈরি করা বুনো হাঁসের মাংস রেসিপি টা দেখতে সত্যিই অনেক লোভনীয় লাগছে ।আমি আগে কখনো বুনো হাঁসের মাংস রেসিপি খাইনি তবে আপনি যেভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে । তাছাড়া আপনি রেসিপিটা আমাদের মাঝে ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ দাদা আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল ❤️❤️

ওয়াও ভাই মজাদার একটা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। হাঁসের মাংস ভুনা খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। আর বিশেষ করে গ্রামে থাকতে অনেক হাঁসের মাংস ভুনা করে খেয়েছি। আমার কাছে এটা খুবই পছন্দ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

বুঁনো হাঁস! আরিব্বাস। কোথায় পাওয়া যায় বুঁনো হাঁস?সহজে চোখে আসেনা।

দেখতে তো বেশ ভালোই লাগছে। কষাতে অনেক সময় লাগলো নিশ্চই!

তা লেগেছে, জটিল খুব মাংস। কিন্তু টেস্ট সেই লেভেলের। বুনো হাঁস বনেই আছে😄।

তাহলে তো বনে যেতে হবে দেখছি 😆। বনে যাওয়ার জন্য চেনাজানা সঙ্গী খোঁজ থাকলে জানিও 😛

বুনো হাঁসের মাংসের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর সুন্দর বাঙালি রেসিপি শেয়ার করেন সব সময় যা আমার কাছে অনেক ভালো লাগে। বুনো হাঁস খেতে অসম্ভব টেষ্ট লাগে। খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। শুভেচ্ছা রইল দাদা। ভালোবাসা অবিরাম দাদা🥰🥰

আমি কষানো অবস্থায় কয়েকটা খাওয়ার সময় মনে হচ্ছিলো এখানেই চুলাটি অফ করে দিয়ে খাওয়া শুরু করে দিই

শুধু শুধুই আমাকে পেটুক ডাকে!আর এদিকে যে পেটুক প্রো ম্যাক্স আছে তা কেও ই টের পায় নায়!
🤣আপনার নামটা তুলতে হবে,তাহলেই আমার নাম নেমে যাবে।😉
আমি কখনোই খাইনি,তবে দেখে বেশ মজার মনে হচ্ছে।

লোক লজ্জায় বলতে পারিনাহ,আমিও এমন মজার রেসিপি হলে আমিও চুলা থেকে নামানোর আগেই খাওয়া শুরু করি।🙈🙈

যাই হোক দাদা আপনার ওয়েবসাইটে দেখতে খুবই লোভনীয় হয়েছে । দেখে মনে হচ্ছে হাঁসের মাংসটি অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে দাদা এতো লোভনীয় ল একটা রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল 🙂

দাদা আজকে আমার সত্যি মন চাইছে নিজে বাসায় রান্না করে খাওয়া শুরু করি। তবে বনো হাস তো পাব না দেশি হাস। যেভাবে রান্না করেছেন লোভ সামলানো যাচ্ছে না।

  • দাদা এটা কি রাজা হাঁস টাকেই বলা হয়। আমি আসলে চিনতে পারি নাই এই হাঁস। তবে এটা সত্যি বলেছেন দাদা কষানো মাংসো খাওয়ার টেস্ট কিন্তু রান্নার পরের টেস্ট এর চাইতে বেশি লাগে। তবে এই কষানো মাংস সাথে সাথেই মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। দাদা আমরা তো শুকনো মরিচ এর ফাকি কিনে নেই। আপনি দেখলাম মিক্স করে নিয়েছে। এই মরিচ এর মিক্স দেখে তো ইচ্ছে করছিলো খুচিড়ি দিয়ে খেয়ে নাই বা ঝাউ দিয়ে হাহহ। দাদা আপনাদের রান্না আমাদের রান্নার সাথে মিলে যায়। আমার মাও মাংস রান্নার সময় মশলা দিয়ে এই ভাবে মাখিয়ে নেয়। এতে করে মাংসের ভিতর মশলা ঢুকে। সব মিলিয়ে অসাধারণ রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অনেক দিন হাঁসের মাংস খাই না। আপনি ছবি ক্যাপচার করার ক্ষেত্রে বেস্ট ট্রাই করেন এটা বুঝা যায়। যতো ধরনের পোস্ট রয়েছে তার ভিতর সব চাইতে পরিশ্রম এর পোস্ট হচ্ছে এই রেসিপি পোস্ট। ভালোবাসা রইল প্রিয় দাদা।🌹🌹🥰🥰

দাদা হাঁসের মাংস আলাদা একটা স্বাদ পাওয়া যায়। যা অন্য মাংসে পাওয়া যায় না। বুনোহাঁস কোন দিন খাই নাই দাদা কিন্তু রাজহাঁসকে খেয়েছি। এখনো লেগে আছে মুখে।বিশেষ করে আপনার রেসিপি আমার খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে বর্ণনাগুলো করেন এবং ছবিগুলো সুন্দর করে উপস্থপনা এবং লেখার বর্ণনা এক কথায় অসাধারণ। রান্নাটির কালার বেশ দারুণভাবে ফুটে উঠেছে

দাদা প্রথমত আমি কোনো মাংস খাই না।তাই এর স্বাদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই।তবে এটি বেশ সুস্বাদু এটি শুনেছি।তাছাড়া আপনার রান্না দেখেই বুঝতে পারছি।আমি ছোটবেলায় একবার দেখেছিলাম একজনের বাড়িতে হাঁসের মাংস পোড়াতে তারপর পরিস্কার করে রান্না করতে।এটুকুই জানি।খুবই সুন্দর হয়েছে রেসিপিটা, ধন্যবাদ আপনাকে।

বুনো হাঁসের মাংস
খেতে ভারি মজা
ইচ্ছে করে দৌড় দিয়ে যাই
দাদার বাড়ি সোজা।

রেসিপিটা লোভনীয়
জিভে এসেছে জল
দাদার বাড়ি যাব এখন
বেঁধে সবাই দল।

বুনো হাঁসের মাংস দাদা
খাইনি কখনো
খেতে পারি খাওয়ালে তুমি
আজ এখনো
♥♥

দাদা হাসেঁর মাংস খেয়েছি । তবে বুনো হাসঁ কখনও হয়নি খাওয়া। রান্নার রং দেখে আমার জীভে জল চলে এসেছে একটুও মিথ্যা বলছি না। বুনো হাসঁ শুনে আরো খাওয়ার প্রবল ইচ্ছে জাগরিত হয়েছে। কিন্তু বুনো হাসঁ কখনই হয়তো পাবো না । যাই হোক দারুন লেগেছে আপনার এই রেসিপি টি। ভাল থাকবেন। ধন্যবাদ।