হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে অনেকগুলো খেলা চলছে ভারতীয় টিমের। অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া এর টেস্ট ম্যাচটা মনে করেছিলাম বেশ ভালোই জমবে, কিন্তু শেষ পর্যন্ত খেলাটা ভালো হয়নি তেমন মনের মতো। ইন্ডিয়া ব্যাটিং এ এত খারাপ খেলবে ভাবতে পারেনি। তার পরেও লাস্ট টেস্ট মনে করেছিলাম জিততে না পারলেও ড্র হবে। কারণ উভয়ের পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। তবে ইন্ডিয়া যদি দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো করতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতো।
তবে যাইহোক, এটা ছাড়াও আরো একটা খেলা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে-বিজয় হজারে ট্রফি নামের একটা সিরিজ। অনেক রাজ্যের ভিতরেই হচ্ছে। তবে গত রবিবারের একটি খেলা হয়েছে মধ্যপ্রদেশ এবং হরিয়ানা এর ভিতরে। তবে এখানে আমি আসলে একজন প্লেয়ার এর কথা বলবো, যে কিনা মূলত একজন বলার হিসেবে খ্যাত। কিন্তু এই ম্যাচে সে ব্যাট হাতে ঝড় তুলে দেয়। সে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমের হয়ে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। মোহাম্মদ শামী এর কথাই বলছি, বেস্ট বলার একজন ভারতীয় টিমের। তবে এখন আর বেশি একটা খেলা খেলতে দেখা যায় না এই প্লেয়ার এর ভারতের হয়ে।
তবে এই ম্যাচে সে বাংলার হয়ে খেলছে । তবে ম্যাচটা সে একা ভালো খেললেও পুরো ম্যাচটা জিতিয়ে আনতে পারেনি। ম্যাচটা জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে পারতো। এখন নক-আউট হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হবে তাদের। রজত পাটিদার এরা সবাই যেহেতু মধ্যপ্রদেশ এর হয়ে খেলছে, কিন্তু বাংলার হয়েও অনেকে বেশ ভালো খেলেছে। বাংলার হয়ে সুদীপ নামের একজন অনেক ভালো খেয়েছিল, ৯৯ রান করেছিলো ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবসত ১ রান করা হলো না, বিশাল বড়ো একটা আক্ষেপ থেকে গেলো তার। এতক্ষণ মাঠে থেকে ভালো খেলে যখন একটা দারুণ মুহূর্তের মোড় আসলো তার সামনে, সেই মুহূর্তেই আউট হওয়া লাগলো।
তবে যাইহোক, এইরকম আফসোস এর আগেও বহুবার বহু ক্রিকেটারের সাথে হয়েছে। তবে আরো এক সুদীপ তার সাথে জোট বেঁধে দারুণ খেলে, দুই সুদীপ এর ব্যাটিং বিপর্যয় দারুণ ছিল। স্কোর বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলো, কিন্তু এই দুইজন পড়ে যাওয়ায় ম্যাচ একদম থেমে যায়। আসলে রান যখন প্রথম থেকে ওঠে আর সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়, তাহলে রান ধুম করে থেমে যায়।
তবে এই কঠিন পরিস্থিতিতে মোহাম্মদ শামী যেনো একজন বোলার হওয়া সত্বেও দেবদূত এর মতো এসে কঠিন ব্যাটিং শুরু করে। বোলারদের খুবই কম দেখা যায় এইরকম পরিস্থিতিতে হাল ধরতে। মাঝখানে আরো বেশ কিছু ভালো ভালো ব্যাটসম্যান ছিল, কিন্তু একজনও রান পাইনি। সব মিলিয়ে যদিও তারা একটা লড়াই করার মতো রান তোলে, কিন্তু শেষ রক্ষাটা আর হয়ে ওঠেনি তাদের। এখন সুযোগ আরো একটা আছে প্রি-কোয়ার্টার ফাইনালে। এটাতে যদি এখন কিছু একটা করতে পারে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবসময় যেটা ভাবা হয় সেটা নাও হতে পারে।তাছাড়া খেলায় হার-জিত থাকবেই।আমাদের ইন্ডিয়া খেলাতে দুর্দান্ত সেটা বলার অপেক্ষা রাখে না।তেমনিভাবে আগামীতে ঘুরে দাঁড়াবে আশা করি, ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইন্ডিয়া চতুর্থ এবং পঞ্চম টেস্ট দুটি অস্ট্রেলিয়ার সাথে হেরে যাবে, সেটা একেবারেই ভাবিনি। যাইহোক বিজয় হজারে ট্রফিতে মোহাম্মদ শামী দুর্দান্ত ব্যাটিং করেছে, জেনে খুব ভালো লাগলো। মোহাম্মদ শামীর বোলিং আমার খুবই ভালো লাগে। যদিও সে এখন ভারতীয় স্কোয়াডে চান্স পায় না। কিন্তু একসময় সে নিয়মিত স্কোয়াডে থাকতো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit