৭ উইকেট নিয়ে একাই ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিলো

in hive-129948 •  last year 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: astro cricket

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আশা করি কম-বেশি সবাই খেলাটা দেখেছিলেন। গতকাল ভারত আর নিউজল্যান্ড এর মধ্যে সব থেকে বড়ো খেলা হয়েছে আর যথেষ্ট লড়াই সম্পূর্ণ একটা খেলা হয়েছে। খেলাটা মুম্বাইতে খেলা হয়েছে আর এটা রোহিতের নিজের মাঠও বলা যায়। ফলে রোহিত ভালোভাবেই পরিচিত এই মাঠের সাথে যে কিভাবে খেললে রান করা যাবে বা জেতা যাবে। ভাগ্যটা সাথেই ছিল, আর টসে জিতেছে, ফলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলো। এই পিচের সাথে ভালোভাবে পরিচিত ছিল যে, কখন ব্যাট করলে রানটা বেশি করা যাবে। এইজন্য আগে ব্যাট বেছে নিয়েছিল, কারণ ওইসময় বল তেমন ভালো কাজে আসবে না, ফলে রান ভালোই করে নেওয়া যাবে। আর একবার রান যদি ৪০০ করা যায় তাহলে এই ম্যাচে জেতা সহজ হয়ে যাবে। এর আগেও খেলা হয়েছে বলেই আমার মোটামুটি এই মুম্বাইয়ের পিচ সম্পর্কে জানা আছে।


স্ক্রিনশর্ট: astro cricket

আর রোহিত নিজের মাঠে কেমন খেলবে সেটা আর বলার উপেক্ষা রাখেনি। আসতেই ঝড় তুলে দিলো রোহিত, প্রতি ওভারে বলে বলে যেন ৪ আর ৬ এর বন্যা বইতে থাকলো, সাথে আবার গিলও কমে ছাড়েনি কাউকে, সমানে দুইজন বেধর কেলিয়েছে বলতে গেলে। প্রথম ১০ ওভারে যখন ১০০ এর কাছে চলে গেলো তখনি ভেবেছিলাম যে, আজকে রান ৪০০ ক্রস করে চলে যাবে। রোহিত মাঝ পথে ভালো খেলতে খেলতে ক্যাচ তুলে দেয়, ফলে রান চেপে যায়। তবে কোহলি আসলেও সে একটু সেট হওয়া পর্যন্ত গিল মার শুরু করে দিলো এবং ভালোই খেলছিল আর প্রায় সেঞ্চুরির পথে ছিল, তবে হঠাৎ তার বল লেগে ইনজুরি হয়ে যায়। রোহিত এখানে বুদ্ধি করে তাকে তুলে নেয়, কারণ এই অবস্থায় খেললে ভুলভাল শর্ট খেলে আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে।


স্ক্রিনশর্ট: astro cricket

তবে গিল যদি ওখানে খেলতো তাহলে রানের ছড়াছড়ি হয়ে যেত, একদম ফুললি সেট ব্যাটসম্যান ছিল আর সাথে কোহলিও সেট হয়ে গিয়েছিলো ভালোই। যাইহোক, কোহলি আজকে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে পুরো, শুধু মাত্র ওয়ানডে ম্যাচে ৫০ টা সেঞ্চুরি করে ফেলেছে যেটা সচিনের ৪৯ টা ছিল। এটা ভারতীয় টিমের জন্য বর্তমানে একটা গর্বের বিষয়, কারণ সচিনের মতো আরো একজনকে পেয়েছে। যাইহোক, পরে শ্রেয়াস এসে গতকালকেও ভালো খেলেছে আর সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে। মোটামুটি ৪ জনের ঝড়ো ব্যাটিং এর আদলে রান ৪০০ এর কাছে চলে যায়। তবে মাঝ পথে গিল সত্যি যদি এই ইনজুরিতে না পড়তো, তাহলে ৪০০ ক্রস করে যেত হামেশায়। যাইহোক, মূল বিষয় হলো এই নিউজল্যান্ড এর প্রথমেই খেলা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এরাও মারছিলো বেধর।


স্ক্রিনশর্ট: astro cricket

রান দেখে ভেবেছিলাম এই উইলিয়ামসন আর মিচেল এর যদি না আউট করতে পারে তাহলে এই ম্যাচ যে কি হবে। কিন্তু সামি একজন সত্যি বলার, একাই বাজিমাত করে দিলো, একাই পরপর ৪ টা উইকেট নিয়ে নিলো, সর্বমোট ৭ উইকেটের মালিক আজকে সে । এরপরে রিকোয়ার্ড রান রেট অনেকটা বেড়ে যায়, আর তখনি যেন দেখে একটু শান্তি লাগলো। এটা একটা বদলা বলা যায়, ভারতকে সেমিতে হারিয়েছিল এর আগে একবার, তার শোধ কাঁটায় কাঁটায় তুলে নিলো গতকাল । তাও মোটামুটি ভালো রানেই জিতেছে। এইবার হবে আসল খেলা ফাইনাল, দেখা যাক কাদের সাথে দেখা হচ্ছে ইন্ডিয়ার।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি ছোট থেকেই ভারতের ভক্ত এবং শচীন টেন্ডুলকারের খেলা খুব পছন্দ করতাম। যাইহোক বিরাট কোহলি চমৎকার একটি রেকর্ড গড়েছে এই ম্যাচে। ওয়ানডে ক্রিকেটে ৫০ টি সেঞ্চুরির মালিক এখন বিরাট কোহলি। এই রেকর্ড আগামী ১০ বছরেও মনে হয় না কেউ ভাঙতে পারবে। যাইহোক ভারতীয় ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করেছে। কিন্তু ফিল্ডিং তেমন ভালো হয়নি। মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিং এর সুবাদে ভারত দুর্দান্ত জয় তুলে নেয়। সবমিলিয়ে ম্যাচটি বেশ উপভোগ করেছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা ব্যস্ততার কারণে এখন খেলা দেখা হয় না একেবারে। কিন্তু আপনার রিভিউ গুলো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। আপনি ম্যাচগুলোর রিভিউ অনেক সুন্দর ভাবে দিয়ে থাকেন, যার কারণে আর ম্যাচগুলো দেখাও লাগে না। এটা কিন্তু বলা লাগে, সামি একজন সত্যি বলার। সে দেখছি সর্বমোট ৭ উইকেট এর মালিক হয়ে গিয়েছে তাহলে। ভারত তাহলে কাঁটায় কাঁটায় শোধ তুলে নিয়েছে। ভারতকে সেমিফাইনালে একবার হারিয়েছিল, আর তার শোধ তাহলে উঠে গিয়েছে এখন। ফাইনাল টা দেখার অনেক বেশি ইচ্ছা রয়েছে দাদা। যদি না দেখাও হয়, আশা করছি আপনার রিভিউর মাধ্যমে ফাইনালের রিভিউটা পাবো। ভারতের হাতেই যেন বিশ্বকাপটা আসে, এটা সব সময় দোয়া করি। ইনশাআল্লাহ ভারতের হাতে এবার বিশ্বকাপটা দেখতে পাবো নিশ্চয়ই। দোয়া রইল পুরো টিমের জন্য।

গত কাল টিম ইন্ডিয়ার জন্য একটি উত্তেজনা পূর্ণ ম্যাচ গেছে। ইন্ডিয়া সহ সারা বিশ্ব গত কালকের ম্যাচের দিকে তাকিয়ে ছিল। আর গত কালকের ম্যাচটি জয়লাভ করার মাধ্যমে ইন্ডিয়া সোজা ফাইনালে চলে গেল। এখন পর্যন্ত টিম ইন্ডিয়া অপরাজিত রয়ে গেল। ক্যাপটেন রোহিত শর্মা এবারের আসরে রেকর্ড গড়তে চাই। নিজের মাঠ পেয়ে দারুন শুরু করেছিল রোহিত। সাথে গিল তো ছিলই। এখানে দুই জনেই মেরে খেলতেছিল। তবে হঠাৎরোহিত শর্মা আউট হয়ে যায়। তবে গিল থেমে থাকেনি। সে কোহেলিকে সাথে নিয়ে একটার পর একটা বল বাউন্ডারিতে ফেলতে শুরু করেছিল। কিন্তুু হঠাৎ হাতে চোট লেগে মাঠ থেকে উঠে যেতে হয়। কিন্তুু কোহলি আজকে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে পুরো, শুধু মাত্র ওয়ানডে ম্যাচে ৫০ টা সেঞ্চুরি করে ফেলেছে যেটা সচিনের ৪৯ টা ছিল। এটা ভারতীয় টিমের জন্য বর্তমানে একটা গর্বের বিষয়, কারণ সচিনের মতো আরো একজনকে পেয়েছে। রোহিত শর্মা,গিল,কোহেলি তারা তো ক্রিকেটের রাজা বলতে গেলে। শ্রেয়াস এসে গতকালকেও ভালো খেলেছে আর সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে। যদিও ৪০০ ক্রস করতে পারেনি তবে বেশি বাকি ছিল না। ৩৯৭ রান করেছে। যেটা যে কোন দলের কাছে রানের পাহাড়। নিউজল্যান্ডও কম চেষ্টা করেনি। তারাও মেরে খেলেছে। প্রথমে তো ভেবেছিলাম নিউজল্যান্ড বুঝি জিতেই যাবে। তবে শেষ পর্যন্ত লড়াই করে আর জিতে পারেনি। গত কাল খেলার মূল নায়ক ছিল সামি। কি দারুন বল করেছে। কেউ চিন্তাও করেনি সামি এত ভালো বল করবে। এক ম্যাচে একা একজন ৭ উইকেট পাওয়া মুখের কথা নয়। অভিনন্দন টিম ইন্ডিয়া।

যদিও আমি ভারতের সাপোর্টার না,তারপরেও বলতেই হয় ভারত এবার দুর্দান্ত পারফর্ম করছে। ব্যাটিং বোলিং দুই সেক্টরেই রিতীমত ডমিনেন্ট করে জিতছে।গতকালের ম্যাচটি দেখে ভিষন মজা পেয়েছি।সামির জন্য আফসোস হয়,বেচারা প্রথম থেকে খেললে নিশ্চিত টপ উইকেট টেকার হয়ে যেত।ধন্যবাদ দাদা সুন্দর ম্যাচ সামারি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

দাদা গতকালের সম্পূর্ণ ক্রিকেট ম্যাচ টি আমি লাইভ দেখেছিলাম। সত্যিই অসাধারণ একটি ম্যাচ ছিল। মোহাম্মদ সামি যে দুরন্ত বল করেছে গতকাল তা সত্যি প্রশংসাযোগ্য। সেই সাথে বিরাট কোলি ও এই বিশ্বকাপে অনেক চমৎকার খেলছে, শচীনের রেকর্ড ভেঙ্গে দিয়েছে যা সত্যি প্রশংসাযোগ্য একটি বিষয়। ভারত ও নিউজিল্যান্ড এর ম্যাচে প্রথমে নিউজিল্যান্ড ভালোই ব্যাটিং করছিল তবে মোহাম্মদ সামির বলের জাদুর কাছে তারা হেরে যেতে বাধ্য হয়েছে। ভারতের জন্য শুভকামনা রইল। এবার ভারতের হাতেই বিশ্বকাপ দেখতে চাই।। আপনাকে ধন্যবাদ দাদা।

মোঃ সামি ইজ ওয়ান ম্যান আর্মি 🔥🔥
কিং কোহলি আর শ্রেয়াসায়ার অসাধারণ খেলেছে। টিম ইন্ডিয়া যেভাবে খেলছে এবারের বিশ্বকাপটা তারা ডিজার্ভ করে

খেলাধুলা বিষয়ক পোস্টগুলোর রিভিউ পড়তে অনেক ভালো লাগে দাদা। যদিও খুব একটা খেলা দেখা হয় না। তবে এই পোস্টগুলো পড়ে অনেক কিছু জানতে পারি। ভারত আর নিউজল্যান্ড এর মধ্যে বেশ ভালো লড়াই হয়েছে বুঝতে পারছি। আর ভারত সব সময় ভালো খেলে। কিন্তু নিউজিল্যান্ডও কোন অংশে কম নয়। তাইতো তাদের মধ্যে বেশ ভালো লড়াই হয়েছে। রোহিত সব সময় দারুন খেলে। চার ছয় এর বন্যা দেখে সত্যি অনেক ভালো লাগে। গিলও এর চেয়ে কম যায় না। আর অন্য দিকে কোহলি আজকে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে জেনে অনেক ভালো লাগলো দাদা। সব মিলিয়ে দারুন পারফরমেন্স ছিল। আর অন্যদিকে বলতে গেলে সামি নিজের পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছে। সামি একেবারে বাজিমাত করে দিয়েছে। দাদা আপনি অনেক সুন্দর করে এই খেলাধুলা বিষয়ক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

দাদা আপনার খেলা বিষয়ক পোস্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব সময়। আপনি আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্টগুলো শেয়ার করে থাকেন। যার মাধ্যমে খেলা না দেখলেও ম্যাচটায় কি হয় তা কয়েক মিনিটে পড়ে নিতে পারি। আসলে আমি খেলা পছন্দ করতাম না। তবে আপনার রিভিউ গুলোর মাধ্যমে পড়তে পড়তে এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই বিষয়টা। টিম ইন্ডিয়া কিন্তু আমার অনেক বেশি পছন্দের এক দল। দেখতে দেখতে তারা সেমিফাইনালটাও জিতে গিয়েছে, এটা ভাবতেই ভালো লাগছে দাদা। কোহলি আজকে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছে, এটা জেনে তো অনেক বেশি ভালো লেগেছে দাদা। টিম ইন্ডিয়ার জন্য আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন জানাই। অবশ্যই ফাইনালে ইন্ডিয়া জয়ী হবে এবং বিশ্বকাপটা তাদের হাতে দেখতে পাবো।

এটাকে আমি সেমিফাইনাল না বলে শামিফাইনাল বলব। কী অসাধারণ বল করে একাই ধসে দিল নিউজিল্যান্ডের ব‍্যাটিং লাইন আপ। কোহলির রেকর্ড সর্বোচ্চ সেঞ্চুরি রোহিতের ঝড়ো ব‍্যাটিং সবকিছুই ছিল এই মাঠে। এবং যথারীতি নিউজিল্যান্ডও ভালো খেলছিল। কিন্তু এতো রানে জয় তুলে নেওয়া টা সম্ভব না। একেবারে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠে ভারত। দারুণ একটা উপভোগ করার মতো ম‍্যাচ ছিল এটা।

Posted using SteemPro Mobile

ভারতের কেবল সামি নয় যে কোন খেলোয়াড় যে কোন সময়ে জ্বলে উঠতে পারে। আমার মতে ভারতের প্রতিটি খেলোয়ার কিন্তু দারুন খেলে। আর এবার তো প্রথম থেকেই ভারতের খেলা দেখে বুঝেছিলাম যে ভারতই কাপ নিবে। আমার মনে হয় ভারত টিম তার সেই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। দারুন লিখেছেন দাদা। বেশী ভালো ছিল আপনার টাইটেল লেখার ধরন।