"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ( ডাই কন্টেস্ট: কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি ) - ৪৭ এর ফলাফল প্রকাশ

in hive-129948 •  last year 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


ব্যানার ক্রেডিট: @swagata21

টাইটেল দেখে নিশ্চই বুঝে গিয়েছেন যে, আজকে কি পোস্ট হতে চলেছে। আজকে প্রতিযোগিতার রেজাল্ট পাবলিশ করা হবে। যদিও গতদিন হ্যাংআউট এর মাধ্যমে অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং কে কোন স্থানে অবস্থান করেছেন সেটা জেনে গিয়েছেন। আজকে সেই রেজাল্ট অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের প্রতিযোগিতাতে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই যার যার ইউনিক চিন্তাধারা কাজে লাগিয়ে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যেটা মোটামুটি সবার কাজ দেখে বোঝা গিয়েছে। ওয়ালমেট আসলে যেকোনো কিছু দিয়ে তৈরি করা যায় আর সেটা বেশ দৃষ্টিনন্দনও হয়। কাগজ দিয়ে মোটামুটি কমিউনিটিতে সব সময় সবাইকে কম-বেশি অনেক কিছুই করতে দেখি, তবে কাপড় দিয়ে খুব স্বল্প দেখা যায় বা যায় না। এই প্রতিযোগিতায় বেশ কয়েকজন কাপড়, সুতো দিয়ে বেশ ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করেছেন, যেটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে।

ওয়ালমেট বিভিন্ন ধরণের হতে পারে, আর এইগুলো ঘরের দেওয়ালে বা কোথাও টানিয়ে রাখলে দেখতেও বেশ চমৎকার লাগে, বিশেষ করে ফুলের বিভিন্ন ওয়ালমেট এর ডিজাইন আছে যেগুলো ঝুলিয়ে রাখলে অনেক সৌন্দর্যপূর্ণ লাগে। যাইহোক, মোটামুটি বেশ ভালোই লেগেছে সবার হাতের কাজগুলো দেখে। তবে অংশগ্রহণ তুলনামূলক কমই ছিল, আপনাদের আগেও বলেছিলাম যে আমাদের কন্টেস্টে সময় বাড়ানোর সম্ভাবনা একদমই নেই বললেই চলে, ফলে যে সময় দেওয়া হয় সেটার মধ্যে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। যাইহোক, পরবর্তীতে সবাই অংশগ্রহণ করবেন এই আশা রাখি। যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা বিজয়ী হতে পারেননি তারা নিরাশ হবেন না, পরবর্তী কন্টেস্টে অবশ্যই বিজয়ী হতে পারবেন বলে মনে করি। যাইহোক, এখন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


❖প্রথমে যারা বিশেষ পুরস্কার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা হলেন @monira999 এবং @jerin-tasnim.

বিশেষ পুরস্কার ( 15 Steem )

SL NOIDLINKREWARD
1@monira999https://steemit.com/hive-129948/@monira999/3ejdjx-or-or15 Steem
2@jerin-tasnimhttps://steemit.com/hive-129948/@jerin-tasnim/or-or15 Steem
এখন যারা প্রথম থেকে সপ্তম স্থান অধিকার করেছেন তাদের পুরস্কার প্রদান করা হবে।

❖প্রথম স্থান অধিকারী হলেন, @narocky71.

প্রথম পুরস্কার ( 35 Steem )

SL NOIDLINKREWARD
1@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/4exl2k-or-or35 Steem

❖দ্বিতীয় স্থান অধিকারী হলেন, @tithyrani.

দ্বিতীয় পুরস্কার ( 25 Steem )

SL NOIDLINKREWARD
1@tithyranihttps://steemit.com/hive-129948/@tithyrani/or-or-or-or-or-7307d2cae4225 Steem

❖তৃতীয় স্থান অধিকারী হলেন, @selina75.

তৃতীয় পুরস্কার ( 20 Steem )

SL NOIDLINKREWARD
1@selina75https://steemit.com/hive-129948/@selina75/3rh4r320 Steem

❖চতুর্থ স্থান অধিকারী হলেন, @biindu.

চতুর্থ পুরস্কার ( 14 Steem )

SL NOIDLINKREWARD
1@biinduhttps://steemit.com/hive-129948/@biindu/2af307edd1b6914 Steem

❖পঞ্চম স্থান অধিকারী হলেন, @tasonya.

পঞ্চম পুরস্কার ( 12 Steem )

SL NOIDLINKREWARD
1@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/6rovv5-or-or12 Steem

❖ষষ্ঠ স্থান অধিকারী হলেন, @bdwomen

ষষ্ঠ পুরস্কার ( 10 Steem )

SL NOIDLINKREWARD
1@bdwomenhttps://steemit.com/hive-129948/@bdwomen/3s45se-or-or10 Steem

❖সপ্তম স্থান অধিকারী হলেন, @samhunnahar এবং @mohinahmed.

সপ্তম পুরস্কার ( 9 Steem )

SL NOIDLINKREWARD
1@samhunnaharhttps://steemit.com/hive-129948/@samhunnahar/7mvnmx-or-or9 Steem
2@mohinahmedhttps://steemit.com/hive-129948/@mohinahmed/3psd5w-or-or9 Steem
টোটাল পুরস্কার প্রদান (164 Steem )

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাপড় দিয়ে ওয়ালমেট তৈরির ফলাফল প্রকাশ করেছেন। আসলে এই প্রতিযোগিতায় প্রত্যেক ইউজার অনেক পরিশ্রম করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল ইউজার বিজয়ী হয়েছেন দাদা অনেক সুন্দর ভাবে তাদের নাম সিরিয়ালের ঘোষণা করেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভালো একটি স্থান অর্জন করতে পেরেছে তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দ। আসলে সবগুলো কাজে ভীষণ ভালো লেগেছিল ।

সত্যি এবারের প্রতিযোগিতা টা দারুন ছিল। ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিযোগিতায় উইনারদের মধ্যে একজন হতে পারে আমার ভীষণ ভালো লাগলো। সবার করা ডাই প্রজেক্ট গুলো দারুন লেগেছে। প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগলো।

ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কাপড় কিংবা কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আসলে আমরা নিজের ঘর সাজাতে অনেক পছন্দ করি। তাইতো মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আর এবারের প্রতিযোগিতাটির যখন আয়োজন করা হয়েছিল তখন ভেবে নিয়েছিলাম কাপড় দিয়ে কোন কিছু করব। সেই ভাবনা থেকে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাকে বিজয়ী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে সকল বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি।♥️♥️♥️

এবারের প্রতিযোগিতার বিষয়টি অসাধারণ ছিল। যেহেতু ওয়ালমেট তৈরির বিষয় ছিল। সবাই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সবার মাধ্যমে অনেক সুন্দর এবং ইউনিক ওয়ালমেট গুলো দেখার সুযোগ হয়ে গেল। তো আমিও চেষ্টা করেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আলহামদুলিল্লাহ একটি পজিশন পেয়েছি বেশ ভালো লেগেছিল। অনেক সুন্দর একটি ফলাফল প্রকাশিত হয়েছে। সবাইকে খুব সুন্দর প্রাইজ গিফটের মাধ্যমে অনুপ্রাণিত করা হলো। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য।

এবারের প্রতিযোগিতায় দারুন সব ওয়ালম্যাট দেখেছিলাম আসলেই। যাক যারা বিজয়ী হয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন । সবার জন্য শুভকামনা থাকলো

এবারের প্রতিযোগিতায় আমরা খুব সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পেয়েছি। আসলেই আমাদের কমিউনিটির সম্মানিত সদস্যরা বেশ ক্রিয়েটিভ। সবার সৃজনশীলতা দেখে বরাবরের মতো এবারও আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সবসময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদিও অনেক সময় ব্যস্ততার জন্য সেটা সম্ভব হয়ে উঠে না। যাইহোক বিজয়ী হতে পেরে ভীষণ ভালো লাগছে। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

গত সপ্তাহে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই তার ক্রিয়েটিভিটি দেখিয়ে খুবই সুন্দর সুন্দর ডাই পোস্ট করেছে। যেগুলো দেখে সত্যি মুগ্ধ হয়েছি যারা ইউনিকভাবে নিজেদের কাজ দেখিয়েছে তারাই পুরস্কৃত হয়েছে । তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো লাগে এই ধরনের প্রতিযোগিতা। নিজের ব্যস্ততার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি যারা অংশগ্রহণ করেছে তাদের পোস্টগুলো খুবই ভালো লেগেছে।

এবারের এই প্রতিয়োগিতাটি সত্যিই দারুণ ছিলো ৷ অনেক সুন্দর এবং ইউনিক কিছু ডাই পোস্ট দেখতে পেয়েছি ৷ ভীষণ ভালো লেগেছে আমার , যদিও আমি নিজের অসুবিধার জন্য অংশগ্রহণ করতে পারিনি ৷ তবে বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ৷ এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় এই কমিউনিটি ও আপনাকে ৷

একটি ঘরকে আকর্ষণীয় ও সুন্দর দেখাতে ওয়ালমেটের তুলনা নেই। এবারের প্রতিযোগিতা টা সত্যিই অনেক দারুন ছিল। বেশ দারুণ ও ইউনিক কিছু ওয়ালমেট এই প্রতিযোগিতার মাধ্যমে দেখা হয়ে গেল। প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

প্রতিবারে কন্টেস্ট এর মতোন এবারের কনটেস্টেও আমরা বেশ দারুণ দারুণ এবং ইউনিক ইউনিক আইডিয়া দেখতে পেয়েছি আমাদের কমিউনিটির মেম্বারদের দেখে। এতেই আসলে বোঝা যায় যে কমিউনিটির অনেকের মাঝেই অনেক সৃজনশীলতা লুকিয়ে আছে। আর একজন বিজয়ী হতে পেরে আমি তো ভীষণ খুশি। প্রাইজ ও পেয়ে গিয়েছি। ধন্যবাদ পুরো টীম কে।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহন করার অনন্য একটি প্লাটফর্ম হলো আমার বাংলা ব্লগ। আমাদের কমিউনিটিতে সম্মানিত ফাউন্ডার ও এডমিন মডারেটর ভাইবোনেরা আমাদের ভিতরে ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য প্রতি মাসে দুইটি কনটেস্টের আয়োজন করছেন। যেটা বিশ্বের অন্য কোন কমিউনিটিতে পাওয়া যাবে না। গত সাপ্তাহেও আমাদের কমিউটিতে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছিলো। আর সেটা ছিল ডাই কন্টেস্ট- কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করা। আমাদের কমিউনিটির মেম্বারগন নিজেদের দক্ষতা প্রকাশ করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। আমি সবার ওয়ালমেট গুলো দেখেছি। একেক জনের প্রতিভা দেখে আমি অবাক হয়ে গেছি। একজনকে দেখলাম কাপড় আর শপিং ব্যাগ কেটে মানুষের ছবি তৈরী করেছে। সেটা আবার ফ্রেমের মধ্যে খুব সুন্দর করে বাধাই করেছে। আর প্রথম পুরষ্কার যে পেয়েছে তাকে দেখলাম খুব সুন্দর করে টবের মধ্যে একটি ফুল গাছ তৈরী করেছে। এছাড়া সবাই সুন্দর সুন্দর দৃশ্য তৈরী করেছে। যে গুলো সাধারনত রং আর তুলি দিয়ে আর্ট করা হয় সে সব দৃশ্য গুলো সবাই কাগজ কেটে তৈরী করেছে। প্রত্যেকের দৃশ গুলোই আমার কাছে সুন্দর লেগেছে। যেমন তারা কষ্ট করে ওয়ালমেট গুলো তৈরী করেছে ঠিক তেমনি ভাবে তাদেরকে পুরষ্কার প্রদান করা হয়েছে। আশা করি পুরষ্কার পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। এবং পরবর্তিতে নতুন কন্টেস্ট পেলে উৎসাহের সাথে অংশগ্রহন করবে। ধন্যবাদ দাদা।

এবারের প্রতিযোগিতাটা অনেক সুন্দর ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ালমেট দেখতে পেরেছি। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন।

দাদা এই প্রথম মনে হয় আমি কোন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আনন্দটা আমার অনেক বেশি হয়েছিল। প্রথমে আমি কোনদিনও ভাবি নাই যে আমি এই প্রতিযোগিতায় প্রথম হবো। আসলে এ প্রতিযোগিতা টা খুবই ভালো লেগেছে। এমনিতেই আমি ডাই অরিগ্যামি তৈরি করতে অনেক ভালোবাসি। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকে আমি ডাই পোস্টগুলো করে থাকি। আসলে আপনাদের সবাইকে এত সুন্দর একটি প্রতিযোগিতা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

খুবই ইচ্ছা ছিল উক্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করার কিন্তু হঠাৎ করে মায়ের অসুস্থতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ব্যর্থ হই এবং একই সাথে বেশ কয়েকদিন কাজ করতে পারেনি। যাহোক উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার বিজয়ী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিবারের মতো এবারের প্রতিযোগিতা টাও বেশ ইউনিক ছিল। চেষ্টা করেছি যাতে সবার মধ্যেই আমি নিজেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। আর অংশগ্রহণ করে সবার মধ্যে থেকে একজন হতে পারলাম তা দেখেই বেশ ভালোই লাগলো। সবাই চেষ্টা করেছে বেশি ইউনিক ইউনিক ওয়ালমেট তৈরি করার জন্য। এমনিতেও প্রতিবার সবাই ভীষণ সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারেও বেশ ধামাকা হয়েছে।