হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি ভাগ করে নেবো। আজকে আমি আসলে পোস্ট করতে পারবো কিনা সেটাই সন্দেহ ছিল, কারণ কালকে যেভাবে আমার গ্যাসের ব্যথা উঠেছিল তাতে সারা রাত ছটপট করা লেগেছে। তবে সকাল থেকে ঠিক হলেও এখনো পেটে গ্যাসের ডাক হচ্ছে। গ্যাসের ব্যাথা যে কি ব্যাথা সে কালকে টের পেয়েছি আর সাথে বমিও ৩ বার হলো । আজকে পোস্টটা করতে পারছি কারণ রান্নাটা গতদিন সকালে করা ছিল। এখনো শরীরের অবস্থা ততো ভালো না। যাইহোক আজকে আমি পেঁপের সাথে চেমো মাছের রেসিপি তুলে ধরবো। চেমো মাছ মনে হয় সবাই কম বেশি জানেন আর আপনাদের দিকে ভালোই পাওয়া যায়। আমাদের এদিকে মাঝে মাঝে আসে আবার আসে না। আমি অনেকদিন বাদে এই চেমো মাছের স্বাদ আবার নিতে পারলাম, চেমো মাছ খেতে দারুন লাগে। এই মাছগুলো লম্বা লম্বা আর বেশিরভাগ সরু হয়ে থাকে। এই মাছগুলো কড়া কড়া ভাজা করে শুধু খেতে দারুন লাগে আমার কাছে, তবে তরকারীতেও ভালো লাগে কিন্তু এই মাছগুলো রান্নার সময় আস্ত না রাখতে পারলে আর ভালো লাগে না। পেঁপে দিয়ে এই মাছ খেতে অনেক স্বাদ লেগেছিলো। যাইহোক আর বেশি কিছু লিখব না এখন, শরীর ভালো লাগছে না। এখন রেসিপিটার মূল বিষয়গুলো নিচের দিকে উপস্থাপনা করছি।
☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀
❣এখন রেসিপিটা যেভাবে তৈরি করেছিলাম---
✠প্রস্তুত প্রণালী:✠
➤চেমো মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে নিতে হবে এবং জল দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ( মাছ আগে কেটে রাখা ছিল )। এরপর আমি পেঁপেটির খোসা ছালিয়ে নিয়ে কেটে ছোট করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤আলুগুলোর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ দুটির খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤কেটে রাখা চেমো মাছে ২ চামচ লবন এবং ২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।
➤মাছগুলো ভালো কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর পেঁপের পিচগুলোও ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤আলুর পিচগুলোও ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম।
➤কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে পরিমাণমতো জিরা দিয়ে দিয়েছিলাম। জিরা একটু ভাজা মতো হয়ে আসলে তাতে ভেজে রাখা পেঁপে দিয়ে দিয়েছিলাম।
➤পেঁপে দেওয়ার পরে তাতে ভাজা আলু দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে স্বাদ মতো আরো ৩ চামচ লবন এবং ২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
➤সব উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এরপর তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।
➤জল দেওয়ার পরে তরকারি বেশ খানিক্ষন ফুটিয়ে নিয়েছিলাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে তরকারির থেকে কিছু আলু তুলে নিয়েছিলাম এবং সেগুলো চেপে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম।
➤আলু গোলানো শেষ হয়ে গেলে তরকারিতে ভেজে রাখা চেমো মাছ সব দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।
➤মাছ আর পেঁয়াজ দেওয়ার পরে সেগুলো তরকারির সাথে নেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এরপর গলিয়ে রাখা আলুর অংশটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম এবং তরকারি পুরোপুরি হয়ে আশা পর্যন্ত খানিক্ষন দেরি করেছিলাম।
➤পেঁপে দিয়ে চেমো মাছের তরকারিটা হয়ে গেলে আমি তাতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থ জানার পর থেকে খুবই খারাপ লেগেছে। আশা করছি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এই গরমে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। সবাইকে সাবধানে চলতে হবে। তবে যাই হোক পেঁপে, আলু দিয়ে চেমো মাছের রেসিপি দারুন হয়েছে। কিন্তু এই মাছ আমার কখনো খাওয়া হয়নি। এই মাছের নাম শুনেছি তবে কখনো খাইনি। আপনার রন্ধন প্রণালীর নিপুনতা সকলের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেঁপে দিয়ে চেমো মাছের ঝোল রেসিপি অনেক সুস্বাদু এবং মজাদার মনে হচ্ছে। আপনার রেসিপির পরিবেশন আমার অনেক ভালো লাগছে দাদা। তবে প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনি অসুস্থতার মধ্যেও আজকে পোস্ট করেছেন। আসলে গ্যাসের কারণে অনেক ব্যথা করে পেটে, যা সহ্য করা যায় না। তারপরেও আপনার ৩ বার বমি হয়েছে। এটা আসলেই খুবই কষ্টের, আশা করছি আপনার এই গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।তবে আজকের রেসিপির পরিবেশন কিন্তু আমার অনেক ভালো লেগেছে দাদা। আর এই মাছ অনেক সুস্বাদু লাগে, আমি চেমো মাছ খেতে খুবই পছন্দ করি।যাইহোক আপনার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা এবং আপনার সুস্থতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনার সুস্থতা কামনি করি। গ্যাসের এই সমস্যাটা খাবারের জন্য হয়ে থাকে। তাই খাবারের দিকটা একটু নজরে রাখা ভালো। তবে এই গ্যাসের জন্য আবার পেঁপে বেশ উপকারি খাবার। চেমো মাছের নামটা প্রথম শুনলাম। পেঁপে দিয়ে চেমো মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। অন্যগুলোর মতোই দারুণ একটা রেসিপি ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার গ্যাসের সমস্যা আছে, কিন্তু এইরকম ভয়ানক আগে কোনোদিন হয়নি। ভীষণ ব্যাথা করে গ্যাসের, সহ্য করা মুশকিল হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😢😢😢
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার এই রেসিপি ভিন্ন রকম এর লাগলো ।আমাদের এইদিক এই মাছগুলো কে গছি মাছ বলে থাকে,আপনার দ্রুত সুস্থতা কামনা করতেছি দাদা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্যাসের ব্যথাটা আসলেই খুব বেশি মারাত্মক। যার হয় সে খুব ভালো করেই জানে। কিচ্ছু ভালো লাগে না। সব কিছুতে কেমন যেন একটা অস্বস্তি ভাব আসে। কিছু ফিন আগে আমার ভাতিজাকে এই গ্যাসের সমস্যার জন্য হসপিটালাইজড করা লেগেছিলো।
শুনে একটু হলে খারাপ লাগা কমেছে যে গতকাল রাতের মত এখন ব্যথাটা নেই। এই রকম সময়েও যে আপনি আমাদের পাশে থেকে সুন্দর একটা রেসিপির বর্ণনা দিলেন তার জন্য দাদা আপনার কাছে আমরা কৃতজ্ঞ।
পাশে থেকে পাশে রেখে আগলে চলছেন আমাদের, এর জন্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক মজাদার মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করে থাকেন দাদা আপনার আজকের এই রেসিপিটি আমার কাছে দেখেই মনে হয়েছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। বিশেষ করে আজকের এই রেসিপিতে আপনি যে মাছের কথা উল্লেখ করেছেন এই প্রথম আমি এই মাছের নাম শুনলাম এর আগে কখনোই শুনিনি। এত মজাদার একটি পেঁপে দিয়ে চেমো মাছ রান্নার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার গ্যাসের সমস্যার কথা শুনে আমার তো বিলে চমকে গেল। কিছুদিন আগে আমার এই সমস্যাটি হয়েছিল আমারও কয়েকবার বমি হয়েছিল । প্রচন্ড পরিশ্রম ও নির্ঘুম থেকে এ ধরনের সমস্যা সাধারণত হয়। যাই হোক দাদা ভালো লাগলো কিছুটা সুস্থ হয়ে আমাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছেন। পেঁপে তো অনেক মজাদার একটি সবজি এবং তা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার আলু এবং পেঁপে ও মাছ দিয়ে রান্না করে খাবারের স্বাদটা খুব সেই রকম হয় পুরাই বাঙালি রেসিপি। ধন্যবাদ দাদা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে গ্যাসের ব্যথা যার হয় সেই এটার যন্ত্রণা টের পায় । এটা খুবই পেইনফুল দাদা আসলে । আপনি এখন কিছুটা সুস্থ আছেন জেনে ভালো লাগলো । আপনার সুস্থতা কামনা করছি ❤️। যাই হোক আজকে আবারো একটি নতুন রেসিপি দেখতে পেলাম । চেমো মাছের নামটা আজ প্রথম শুনলাম । তবে ভাজা করে রান্না করে খেতে খুবই ভালো লাগবে । আপনি পেঁপে দিয়ে খুব সুন্দর করে চেমো মাছের রেসিপি রান্না করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেঁপে সবজি হিসেবে খেতে আমার খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে মাংস এবং ডিম দিয়ে রান্না করে বেশি খাওয়া হয় ।তবে মাছের সাথে তেমনভাবে খাওয়া হয়নি। আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে। মাছের সাথে প্রস্তুত করে খেলেও মনে হচ্ছে খুব মজা হবে। আপনার প্রস্তুত করার রেসিপি খুব মজা হয়েছিল তার বুঝতে বাকি রইলো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে এরকম মাছের নাম আমি আগে শুনেছি বলে মনে হয় না। ভিন্ন রকম একটি মাছের নাম শুনলাম আজকে আপনার মাধ্যমে। চেমো মাছ দিয়ে খুব সুন্দর করে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা একটা ইনো খাবেন,আশা করি ঠিক হয়ে যাবে।আপনি গ্যাসের জন্য কষ্ট হয়,আর আমরা এখানে গ্যাস পাই না😉।যাই হোক আমাদের এখানে এই মাছটাকে চেওয়া মাছ বলা হয়,বেশ মজার মাছ। পেঁপে দিয়ে চেওয়া মাছের রেসিপি মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😀. গ্যাস খানিকটা নল দিয়ে বের করে দিতে হবে তাহলে মনে হচ্ছে😊।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা,,😝😝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার অসুস্থতার কথা শুনে মন খারাপ হয়ে গেল। কালকে রাতেই বুঝতে পেরেছিলাম আপনি বেশ অসুস্থ। কারণ আপনি বলেছিলেন কয়েকবার বমি হয়েছে। সৃষ্টিকর্তা যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এই প্রার্থনা করি সবসময়। দাদা আপনার এই শরীর খারাপের মাঝেও এই রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি দাদা আপনি আপনার কাজের ব্যাপারে অনেক দায়িত্ববান। তাইতো আপনি অসুস্থতার মাঝেও এই রেসিপি শেয়ার করেছেন। তবে চেমো মাছ আমার কখনো খাওয়া হয়নি। পেঁপে ও আলু দিয়ে যেকোন মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। কিন্তু চেমো মাছ আমার অঞ্চলে পাওয়া যায় না। তাই এই চেমো মাছ কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে দাদা মজার এই রেসিপি শেয়ার করার জন্য। সেইসাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার মনে হয় ফুড পয়জনিং হয়েছিল। বমি হওয়ার কারণে গ্যাস অনেকটা কমে গিয়েছে তাই না? কারণ বেশি গ্যাস হলে বমি হলে গ্যাস কমে যায়। তাছাড়া গ্যাসের ব্যথা খুবই ভয়ংকর। আমারও মাঝেমধ্যে আগে হতো এখন আল্লাহর রহমতে তেমন একটা হয় না। যাই হোক এখন মোটামুটি ভালো আছেন জেনে ভালো লাগলো।
চেমো মাছটা দেখতে অনেকটা শিং মাছের মত। আমি আগে কখনো এই মাছ দেখিওনি, নামও শুনিনি । কিন্তু আপনি যেভাবে পেঁপে আলু দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তাছাড়া যখন ভেঁজে পাত্রে উঠিয়ে রেখেছেন সেখান থেকে কয় পিস নিশ্চয়ই খেয়ে নিয়েছেন। আমারই তো দেখে মনে হচ্ছে যে ভাঁজা দু এক পিস নিয়ে খেয়ে ফেলি। এত লোভনীয় লাগছে দেখতে। রেসিপি টাও খুবই লোভনীয় হয়েছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, ফুড পয়সনিং হয়েছে। বমি হওয়ার পরে কমেছিল কিছুটা কিন্তু তাও ব্যাথা কন্টিনিউ ছিল। লবন-চিনির জল খাওয়ার পরে একটু কমে গেছিলো কিন্তু ঘন্টাখানিক পরে আবার শুরু হলো। গ্যাসের ওষুধ না খাওয়া অব্দি সারেনি। আজকে মোটামুটি সুস্থ আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ভালো আছেন শুনে ভালো লাগলো দাদা। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মাছের রেসিপি খুবই সুস্বাদু হয়। আপনার অনেক যত্ন ও নিপুণতার সাথে তৈরি এই রেসিপি নিশ্চয় সুস্বাদু হয়েছে।
আর আপনি ভালো হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হচ্ছে আপনার দুবেলা গ্যাসের ওষুধ খাওয়া প্রয়োজন।হ্যাংআউট আপনার অসুস্থের কথা শুনেছি । আমি আসলেই আপনার সুস্থতা কামনা করছি।
যে মামা আজকে আমি তা দেখার জন্য গুগলে গেলাম। ওমা দেখি সেখানে আপনারা এত অনুযায়ী ওদের সব পোস্ট। কিন্তু কি করবো বুঝতে না পেরে আম্মুকে এই মাছের ছবি দেখালাম। তারপর আম্মু বলল এই মাছের নাম নাকি চিরিং মাছ। যাই হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে। আপনার রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেমো মাছের একটি অসাধারণ এবং লোভনীয় রেসিপি করেছেন দাদা। চেমো মাছ আলু দিয়ে রান্না করে খেতে অনেক সুস্বাদু লাগে কিন্তু চেমো মাছের সাথে পেপে দেওয়ার বিষয়টা আমার কাছে সম্পূর্ণ নতুন। দাদা আপনার রেসিপির একেবারে শেষের দিকে আলু গলানোর পরে ভাজা চেমো মাছ আলুর মধ্যে ঢেলে দেওয়ার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। অসাধারণ একটি রেসিপি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্যাসের সমস্যা সম্পর্কে আমার অনেক ধারণা আছে। কারণ আমি প্রায় সময় গ্যাসের ব্যথায় ভুগতে হয়। এই ব্যথায় খুবই অসহ্য লাগে। আপনার সুস্থতা কামনা করছি। আসলে দাদা গ্যাসের সমস্যা আমাদের খাবার-দাবারের সমস্যার কারণেই হয়ে থাকে। আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অসুস্থতার মাঝেও আপনি এত চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন তার জন্য আপনাকে আগে থেকেই ধন্যবাদ জানাচ্ছি। পেঁপে তরকারি আমি বেশি একটি খেতে চাই না আমার কাছে শুধু পাকা পেঁপে খেতেই বেশি ভালো লাগে। কিন্তু আপনার রেসিপি দেখে আমার খাওয়ার আগ্রহ জাগছে।কারণ আপনি তো সব ভালো রেসিপি গুলোই আমাদের জন্য উপহার দিয়ে থাকেন আমিও একসময় আপনার মতো করে রান্না করে খেয়ে দেখব কেমন লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবার প্রথমে আপনার সুস্থতা কামনা করি। এর আগের হ্যাংআউট আপনার অসুস্থতার কথা শুনেছিলাম। আপনি কয়েকদিন একটু রেস্ট নিয়ে আগে নিজের শরীরটাকে সুস্থ করে তুলুন।
আর আপনার পোস্টটিও খুব সুন্দর হয়েছে। প্রতিদিন এরকম নিত্যনতুন রেসিপি আপনার থেকে দেখতে ভালই লাগে। আশা করি রান্নার স্বাদও সুন্দর হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসম্ভব সুন্দর ভাবে আপনি আপনার রিসিপি টি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমি অনেক অনেক মুগ্ধ আপনার এত সুন্দর উপস্থাপনা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি 🤲
আসলে গ্যাসের এই সমস্যা আমার রয়েছে, মাঝে মাঝেই বুকে ব্যাথা ছড়িয়ে যায়। যাক সুস্থ হয়ে উঠুন।
আর চেমো মাছ আমি কখনো খাইনি দাদা। রেসিপি কিন্তু অসাধারণ হয়েছে 👌
দাদা দোয়া রইল পুরো পরিবারের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেমো মাছ নাম টি নতুন আমার কাছে। কখনও খেয়েছি কিনা জানি না। তবে ছোট বেলায় খেলেও খেতে পারি। যা হোক নতুন মাছের নতুন রেসিপি স্বাদটা আন্দাজ করাটা কঠিন। তবে রান্নার ধরন বলে দেয় সুস্বাদু হয়েছে। আর হ্যা দাদা গ্যাসের ব্যাথা আমারও মাঝে মাঝে হয়। তবে অর্ধেক ঠান্ডা জল আর অর্ধেক নরমাল জল মিশিয়ে পান করলে কিছুটা স্বস্তি পাওয়া যায় তাৎক্ষনিক। তাছাড়া গ্যাসের জন্য ঔষধ রয়েছে। সাথে খালি মুড়ি খেলে কিছুটা কমে যায় ব্যাথা। এই ব্যাথার কারনে দু একদিন পেটের চামড়াও ব্যাথা হয়ে থাকে। সুস্থ সু্ন্দর থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেমো মাছ কখনো খাওয়া হয়নি তবে পেঁপে দিয়ে চেমো মাছের ঝোল রেসিপি দেখে জিভে পানি চলে আসছে। রেসিপিটি দেখে তো খুবই লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে খুবই অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। সেই সাথে সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা।
পেঁপে সব সময় খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী ,কারন এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।আমার কাঁচা পেঁপে বা পাকা পেঁপে দুটোই খুব ভালো লাগে খেতে।গরমের সময় পেঁপে স্যুক্ত করে খেতেও খুব ভালো লাগে।তবে চেমো মাছ আমি খাইনা।আমার মা-বাবা খান এছাড়া আমাদের এখানে এই মাছ পাওয়া যায় না।পূর্বে নদী থেকে জাল দিয়ে ধরতাম এই মাছ।এটি খেতে সবসময়ই খুব সুস্বাদু হয়ে থাকে।কারন যেকোনো মাছের ডিম খেতে আমি প্রচন্ড ভালোবাসি।আজ খুবই পুষ্টিকর খাবার রান্না করেছেন দাদা ও সুস্বাদু ও বটে।👍বেশ ভালো লাগলো রেসিপিটা।ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইলো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit