হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে আমাদের মানব শরীরের বিষয়ে নিয়ে ছোটোখাটো আলোচনা করবো। আসলে আমাদের মানব শরীরে বিভিন্ন সিস্টেম এবং অঙ্গের সমন্বয়ে কার্যক্রম হয়ে থাকে। আর এই দুটি বিষয়েই একটার সাথে আরেকটা অতোপ্রতোভাবে যুক্ত। আর এইগুলো আমাদের জীবনধারার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মানব শরীরে অনেক অঙ্গ এবং সিস্টেম আছে, যেমন হৃদপিণ্ডের বিষয়ে যদি বলি, তাহলে আমাদের শরীরের যেসব পেশী রয়েছে তার মধ্যে এটি কিন্তু একটি শক্তিশালী অঙ্গ। আর এটির দ্বারাই আমাদের সমস্ত শরীরে রক্তকে প্রবাহমানের কাজ করে থাকে, যেটাকে একটা পাম্পিং যন্ত্র হিসেবেও ব্যাখ্যা দেওয়া যায়। এছাড়া এটির যে হৃদস্পন্দন হয়ে থাকে তা প্রায় মিনিটে ৬০-৮০ বারেরও বেশি হয়ে থাকে।
এর এমনিতেও বেশ কিছু কাজ আছে আমাদের শরীরের রক্ত চলাচলের বিষয়ে, যেমন আমাদের প্রতিটা কোষসমূহে রক্তের মাধ্যমেই যেমন অক্সিজেন আর পুষ্টি সরবরাহ করে থাকে আবার তেমনি কার্বন ডাইঅক্সাইড এবং যেসব বর্জ্য পদার্থ সমূহ শরীরের ভিতর উৎপন্ন হয় সেটা আবার ফুসফুস আর কিডনির মাধ্যমে বের করে দিতে সাহায্য করে থাকে। এটি মূলত ৪ টি চেম্বারের সমন্বয়ে গঠিত, যার প্রতিটিই রক্ত সঞ্চালনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসি আমাদের প্রধান আরেকটি যে অঙ্গ, সেটি হলো আমাদের মস্তিষ্ক। এটির দ্বারা আমরা তো মোটামুটিই জানি যে এর কাজটা আসলে কি। তবে এই মস্তিষ্কের কয়েকটি ভাগ আছে, যার প্রতিটা ভাগ আলাদা আলাদা কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমন এর মধ্যে মস্তক বলে একটা বিষয় আছে, যেটি মূলত আমরা যে বিভিন্ন ধরণের মন্তব্য বা সিদ্ধান্ত নিয়ে থাকি এবং বিভিন্ন কাজ বুদ্ধিমত্তার মাধ্যমে করে থাকি, সেটি মূলত এই মস্তকের প্রধান কাজ আর কি।
এরপর মস্তিষ্কের আরেকটি বিষয় আছে, যেমন-মস্তিষ্কতন্ত্রী। এই যে আমরা সবসময় চলাফেরা করি আর সেটা একটা ভারসাম্য বজায় রেখেই চলি, আর তার নিয়ন্ত্রণই কিন্তু এই মস্তিষ্কতন্ত্রীর। আরেকটা বিষয় আছে এই মস্তিষ্কের, যেমন-মস্তিষ্ক কান্ড। এই মস্তিষ্ক কাণ্ডের মূলত প্রধান কাজটাই হলো যে, আমাদের অনেক সময় দেখা যায় যে, স্বাস নিতে সমস্যা হচ্ছে বা হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো কোনো সমস্যা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলোর নিয়ন্ত্রণ রাখার কাজই হলো এই মস্তিষ্ক কাণ্ডের। আসলে আমাদের মস্তিষ্ক কিন্তু বিলিয়ন বিলিয়ন নিউরন নিয়েই গঠিত যা শরীরের বিভিন্ন কাজকে পরিচালনা করে থাকে, কেননা মস্তিষ্কই আমাদের শরীর নিয়ন্ত্রণের মূল কেন্দ্রবিন্দু।
এরপর আরেকটি অঙ্গ হলো ফুসফুস। আমরা যে প্রকৃতির হাওয়া থেকে অক্সিজেন গ্রহণ করি, সেটি কিন্তু এই ফুসফুস রক্তের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে প্রেরণ করে থাকে। এছাড়া শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডও নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেয়। এটা একটা প্রধান কাজ আমাদের শরীরে ফুসফুসের। এরপর আমাদের শরীরে কিডনির বিষয়ে যদি আসি, তাহলে এই কিডনি কিন্তু বর্জ্য পদার্থ সরিয়ে থাকে, যেটা আগে বললাম। এছাড়া এটি আমাদের শরীরে একটা ফিল্টারিং এর মতো কাজ করে থাকে,কারণ আমাদের দেহে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমানে রক্ত এই কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে থাকে, যা পরবর্তীতে ইউরিন উৎপন্ন করে থাকে । মূলত আমাদের শরীরে যেসব জৈবিক বিপাক ক্রিয়াগুলো আছে তার ভারসাম্য নিয়ন্ত্রণে কাজ করে থাকে।
আর আমাদের শরীরের অনেক কাজে লিভার এর ভূমিকা আছে। এই লিভারের মাধ্যমে আমাদের রক্তে অনেক সময় যে বিষক্রিয়া মূলক পদার্থ তৈরি হয় সেটা বের করে দেওয়ার কাজ করে এবং আমাদের হজমের জন্য পিত্ত উৎপাদনে কাজ করে থাকে। এছাড়া আরো কাজ আছে। পাকস্থলী আর ত্বকের বিষয়তো আমরা সবাই জানি এদের কাজ কি। সহজ ভাষায় বলতে গেলে পাকস্থলী হজমের প্রধান একটি অঙ্গ হিসেবে কাজ করে। আর ত্বকের গুরুত্ত্ব আসলে অনেক আছে , কারণ ত্বক বাইরের অনেক ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকারক বিষয় থেকে প্রটেক্ট করে। এছাড়া আরো অনেক কিছুতে রক্ষামূলক কাজ করে থাকে। আসলে সর্বোপরি বলতে গেলে আমাদের মানব শরীরের সমস্ত অঙ্গের কাজ অপরিসীম, অঙ্গগুলোর অনেক কাজ আমাদের পুরো একটি শরীরকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করতে গেলে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি পোস্টকরেছেন দাদা। মানব শরীরের প্রতিটি অঙ্গ এবং সিস্টেমের কার্যক্রম যে কতটা বিস্ময়কর এবং একে অপরের সঙ্গে কতোটা সুসংহত, তা আপনি খুবই সহজ ভাষায় তুলে ধরেছেন। হৃদপিণ্ড থেকে মস্তিষ্ক, ফুসফুস থেকে কিডনি প্রতিটি অঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা সুন্দরভাবে ব্যাখ্যা করেছছেন দাদা। মানব শরীরের এই জটিল এবং কার্যকরী প্রক্রিয়াগুলোর সম্পর্কে জানতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। এ ধরনের শিক্ষামূলক আলোচনা অবশ্যই সকলের জন্য উপকারী। ধন্যবাদ দাদা এমন তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি মানব শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে দারুণ আলোচনা করেছেন। এমন তথ্যমূলক পোস্ট পড়লে অনেক কিছুই জানা যায়। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানব দেহের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ অনেক গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেলে কিংবা কার্যক্ষমতা হারালে পুরো শরীর অকেজো হয়ে যেতে পারে। দাদা আপনার লেখা পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারলাম। দারুন শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝেই আপনার ও ব্ল্যাক্স দাদার পোষ্টে ভিন্ন ধরনের লেখা দেখতে পাই।যেগুলো সম্পর্কে সহজ ভাষায় পড়তে পেরে খুবই ভালো লাগে।আজকেও মানব শরীর নিয়ে লেখাটি পড়ে ভালো লাগলো,নতুন কিছু শিখতে ও জানতে পারলাম।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit