ট্রাম্পেট ফুলের সৌন্দর্য

in hive-129948 •  3 years ago 

IMG_20211031_110745_106.jpg

শুভ বিকাল সকল স্টিমিয়ান বন্ধুরা, বন্ধুরা আজকে কেমন আছো, আশা করি আপনার সকল বন্ধুরা সবসময় ভালো থাকবেন এবং দিনটি সুন্দর কাটুক,
এই বিকেলে আমাকে আমার নিজের বন্ধুর উঠানে গতকাল পাওয়া ট্রাম্পেট ফুলের কিছু সৌন্দর্য শেয়ার করার অনুমতি দিন, এবং আমি আমার সমস্ত স্টিমিয়ান বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমার জন্য কিছু ছবি তুলতে ভুলিনি, এবং নীচে কিছু ছবি আছে।আশা করি এটি তার সকল বন্ধুদের বিনোদন দিতে পারবে

IMG_20211031_110736_076.jpg

IMG_20211031_110718_669.jpg

আমি যখন উত্তর আচেহের বুলোহ ব্লাং আরাতে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আমি একটি হলুদ শিঙা ফুল দেখতে পেলাম, এই ফুলের রঙ খুব সুন্দর। অতীতে, ট্রাম্পেট ফুলের মালিক বলেছিলেন যে প্রচুর শিঙা ফুল বন্য থাকে। , এখন অনেকেই তাদের বাড়িতে এবং ফুলের বাগানে রাখে, এই ভেরী ফুলের সৌন্দর্য তার অসাধারণ সৌন্দর্যের কারণে আচেনিস সম্প্রদায়ের কাছে খুব পরিচিত এবং আমি নিজেও এই শিঙা ফুলের সৌন্দর্যের একজন প্রেমিক। কারণ আমার বাড়ির সামনে আমার পরিবারও আছে যারা সৌন্দর্যের রোপণ করে এই ট্রাম্পেট ফুল,,
আমার বাড়ির সামনে এটিও লাগানো হয়েছে কারণ পরে এটি আমাদের ঘর সাজাতে পারে

IMG_20211031_110711_637.jpg

IMG_20211031_110706_600.jpg

IMG_20211031_110653_468.jpg

IMG_20211031_110648_245.jpg

IMG_20211031_110643_518.jpg

এবং এটি এই বিকেলের উপলক্ষ্যে আমার পোস্ট এবং আশা করি তার সমস্ত বন্ধুরা তাকে পছন্দ করবে এবং যদি আমার কথাগুলি ভাল না হয় তবে আমি সমস্ত স্টিমিয়ান বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী, এবং আমাকে অনুসরণ করতে ভুলবেন না @zubir02

@zubir02 আমার পক্ষ থেকে শুভেচ্ছা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি ফুলটির নাম দিয়েছেন সিংহ ফুল নামটা অবশ্য পছন্দ হয়ে। এ ফলটির নাম হচ্ছে কর্কট। আমরা এটাকে কর্কট ফুল গাছ নামে চিনি। এ ফুল গাছের বিচি অনেক সুন্দর। বিচি বলতে যে ফলটা হয় তিনটে কোনা অনেকটা পানি ফলের মতো। আর এই ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে কষ হয় কষ হচ্ছে একবারে সাদা। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল ভাই।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু

অসাধারন ফটোগ্রাফি করেছেন ভাই।তবে কিছু মিস্টেক করেছেন যেমন লোকেশন w3words কোড লিখেন নাই

আরেকটু গুছিয়ে পরিষ্কার ভাবে উপস্থাপন এর চেষ্টা করুন ধন্যবাদ।

ঠিক আছে, আমি পরে এটি পরিপাটি করার চেষ্টা করব

ওয়াও খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার পোষ্টের ট্রাম্পেট ফুল এর আগে কখনো দেখি নি।অনেক দারুন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে বলছি ধন্যবাদ.. আমি সত্যিই আপনার মন্তব্য বলছি প্রশংসা করি

সবুজ সবুজ পাতা। তার সাথে শিশির ভেজা সবুজ প্রকৃতি ঘেরা হলদে বর্ণের ফুল। আসলে প্রশংসা করবো কিভাবে বুঝতে পারছিনা। অপরদিকে অসাধারণ ফটোগ্রাফি হাত। খুবই দুর্লভ ছবি প্রকাশ পেয়েছে ভাই

ভেজা ফোঁটাযুক্ত ফুল গুলো অনেক সুন্দর দেখাচ্ছে। সকাল সকাল সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। সত্যি অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

সত্যি বলতে কি ফুলটি আমার কাছে অজানা হলেও দেখতে অনেক সুন্দর। টকটকে হলুদ রঙের ফুল দেখে মনে হচ্ছে হলুদের সমাহারে পরিপূর্ণ। সুন্দর ফুলটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ট্রাম্পেট ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে। প্রতিটি ছবি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন । হলুদ আমার খুব প্রিয় তার জন্য হলুদ কালার এর ফুলগুলো আমার খুব প্রিয়। শুভকামনা জানাই আপনাকে

আপনি চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুলটি আমি এই প্রথম দেখলাম। ফুলটির গায়ে যে বিন্দু বিন্দু পানি রয়েছে সেটাও সুন্দর ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফিতে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন সুন্দর হয়েছে ।ফুলের কালার টা আমার কাছে অসাধারণ লাগে। আমিও এই ফুলটাকে খুব পছন্দ করি ।তবে এই ফুলের নাম আমাদের এখানে ভিন্ন ।আমরা একে অলকানন্দা বলে দেখে থাকি ।ধন্যবাদ আপনাকে ।আপনার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। এই ফুলটি দেখতে খুবই সুন্দর।