source
৬ আগস্ট, ২০০৩। লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়াম, স্পোর্টিং লিসবনের নতুন বাসাবাড়ি। লিসবনে বেশ সাজসাজ রব কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এসেছে প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। ইউনাইটেড প্লেয়াররা লম্বা জার্নি করে ক্লান্ত ও বিরক্ত। নতুন স্টেডিয়াম তাও মাঠের অবস্থা খারাপ, দেখেই মেজাজ খারাপ হয়ে গেল ইউনাইটেডের খেলোয়াড়দের, এখানে কী প্রস্তুতি হবে?
ম্যাচ শুরুর আগে ড্রেসিং রমে স্যার অ্যালেক্স প্লেয়ারদের বললেন এই ম্যাচের মূল উদ্দেশ্য। তাঁর সহকারি কার্লোস কিরোশ লিসবনের একজন কিশোরের খোঁজ এনেছেন, ফার্গিরও মনে ধরেছে। ছেলেটার পেছনে লেগে আছে বার্সেলোনার লাপোর্তা, লিভারপুলের হুলিয়ের। আর্সেন ওয়েঙ্গার এর মাঝেই হাইবুরিতে ঘুরিয়ে এনেছেন ছেলেটাকে। কিন্তু ফার্গি একে দলে চান। তিনি দলের সবাইকে বললেন, ওদের দলে একটা ১৮ বছর বয়সী উইঙ্গার আছে, ওর ওপর নজর রাখবে।
ম্যাচে ছেলেটাকে মার্কিং এর দায়িত্ব ছিল ইউনাইটেডের রাইটব্যাক জন ও'শে'র। ম্যাচের একটা পর্যায়ে ফার্গি সাইডলাইন থেকে ওশেকে বললেন, জন তোমার তো ওকে মার্ক করার কথা, এত দূরে থাকলে চলবে না। ওশে হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন, বস সম্ভব হচ্ছে না। রিও ফার্দিনান্দ এবং রয় কিন দুজনেই পরে তাঁদের আত্মজীবনীতে লিখেছেন, হাফ টাইমে জন ওশের অবস্থা এমনই খারাপ হয়েছিল ছেলেটাকে ফলো করতে গিয়ে যে তাকে অক্সিজেন দেওয়া লেগেছিল। সেকেন্ড হাফে দম ফুরোনো ওশের পরিবর্তে নামেন লিঞ্চ। তিনিও বলেছেন, আমরা ওর কোন কুলকিনারাই পাচ্ছিলাম না। লিসবনের ঐ এবড়োখেবড়ো মাঠে বাচ্চা একটা ছেলে আমাদের নিয়ে যেভাবে ছেলেখেলা করছিল তাতেই আমরা হতভম্ব। এই ছেলে ওল্ড ট্রাফোর্ডে কি করবে? ভেবেই ভয় লেগে গিয়েছিল আমাদের। ম্যাচের পর সব ইউনাইটেড প্লেয়াররা ঘিরে ধরলেন ফার্গিকে, বস এই ছেলেকে আনতেই হবে। ফার্গি বললেন, বিষয়টা দেখছি আমি।
এরপর ফার্গি ম্যাচ শেষে স্টেডিয়ামের ভেতরই একটা ছোট রুমে রোনালদো এবং তার এজেন্ট জর্জ মেন্ডেসের সাথে ১ ঘন্টার একটা মিটিং করলেন। ওদিকে ড্রেসিং রুমে অপেক্ষায় রয় কিন, রিও ফার্দিনান্দ, গ্যারি নেভিলরা। ফার্গি ফিরে এলেন, সবার জিজ্ঞাসা - হল? ফার্গি জানালেন, ডিল ডান।এভাবেই ১২.২৪ মিলিয়ন পাউন্ডে ব্রিটিশ রেকর্ড ভেঙে প্রথমবারের মত ইউনাইটেডের লাল জার্সি গায়ে চড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.
For more updates, keep following @steemitblog.
Best Regards!!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit