ঐতিহাসিক সরস্বতী পূজা

in hive-131369 •  2 years ago 

Fotor_167480532526247.jpg


Hello

I am Rafi from #Bangladesh


IMG_20230126_175639188.jpg

প্রিয় স্টিমিট বন্ধুরা...!
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ঐতিহাসিক জিনিস নিয়ে কথা বলতে এসেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা এই জিনিস সম্পর্কে অনেক পরিচিত।

আজকে আমি আপনাদের মাঝে যে ঐতিহাসিক জিনিস সম্পর্কে কথা বলতে এসেছি তা পৃথিবীর শুরু থেকেই রয়েছে সেটি হচ্ছে সরস্বতী পূজা। এটি হিন্দু ধর্মের একটি পূজা। আজকে আমি আপনাদের মাঝে আমাদের এখানে সরস্বতী পূজা সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। আমি মুসলমান ধর্মের মানুষ। কিন্তু ধর্ম যার যার উৎসব সবার। তাই হিন্দু ভাইদের উৎসবে আজকে আমি এসেছি। সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে এসেছি।

আমাদের সবার উচিত আমরা যে ধর্মকে অনুসরণ করি না কেন সব ধর্মকে শ্রদ্ধা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি এই সরস্বতী পূজায় এসেছি। আমার এক বন্ধু দাওয়াত দিয়েছিল এই জন্য।

IMG_20230126_175730890.jpg

আমি যখন তাদের বাড়িতে যাচ্ছিলাম। তখন আমি এই ছবিটি তুলেছি এবং তারা অতি সুন্দর ভাবে এই রাস্তাগুলো ডেকোরেশন করেছে এবং দেখতেও অনেক ভালো লাগছে।

তারপরে আমি তাদের পূজা মন্ডপে যায় এবং সেখানে গিয়ে আমি এগুলোর ছবি তুলি। এগুলো পৃথিবীর সৃষ্টির পর থেকে যখন মানুষ পৃথিবীতে তারা জন্মগ্রহণ করেছেন তখন থেকেই তারা এই পূজা গুলো করে আসছেন। যারা হিন্দুধর্মের অনুসারী।

IMG_20230126_175338610.jpg

আমরা যে পূজা মন্ডবে যাই। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর ভাবে এই হাতের কাজ করা হয়েছে। আমরা যে মূর্তি গুলো দেখলাম এগুলো কিন্তু মানুষ হাত দিয়ে তৈরি করেছেন এবং এগুলো তৈরি করতে অনেক দিন লাগে। এ অনেক কষ্ট করতে হয়। এখানে আমরা ঐতিহাসিকের পাশাপাশি মৃৎশিল্পের ব্যবহার দেখতে পাচ্ছি এবং সেগুলো অনেক ভালো লাগছে দেখতে।

IMG_20230126_175345839.jpg

আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সরস্বতী মূর্তি এবং এই মূতিগুলো তৈরি করতে অনেক কষ্টের প্রয়োজন হয় এবং এইগুলো আমরা পৃথিবীর সৃষ্টির পর থেকে এগুলো কাজ করছে করে আসছেন হিন্দু ধর্মের অনুসারী ভাইয়েরা এবং বোনেরা। আমি তাদের জন্য অনেক শুভেচ্ছা জানালাম।

IMG_20230126_175357707.jpg

এখানে এই মূর্তিগুলো এত নিখুত ভাবে তৈরি করা হয়েছে দেখতে অনেক ভালো লাগছে। এখানে অনেক সুন্দর ভাবে মৃৎশিল্পের কাজ করা হয়েছে মাটি দিয়ে। সেগুলোতে অনেক সুন্দরভাবে রং করা হয়েছে এবং দেখতে অনেক ভালো লাগছে এবং এই মূর্তিগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত একটি মূর্তি।

IMG_20230126_175405481.jpg

IMG_20230126_175330928.jpg

এই মূর্তিগুলোর মাধ্যমে মানুষকে বুঝানো হচ্ছে যে মানুষ যে কাজে কর্মরত থাকুক না কেন সৃষ্টি কর্তা তাদের সবাইকে আশীর্বাদ করেন। এটি এই মূর্তিগুলোর মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে এবং এটি দেখে আমার অনেক ভালো লাগলো।

তারপর আমি এগুলো দেখি এগুলোর ছবি তুললাম এবং আমি তারপর সেখান থেকে আমি আমার বাড়িতে চলে আসলাম। সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত এবং কোন ধর্মকে অবহেলা করা উচিত নয়। আমাদের মাঝে কিছু কিছু লোক রয়েছে যারা ধর্মকে অনেক ছোট করে দেখে এটা আমাদের উচিত না সব ধর্মকে শ্রদ্ধা করা আমাদের উচিত মানুষ হিসেবে।

আশা করি আমার এই ছোট্ট পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে

আমার এই পোস্টের মধ্যে কোন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে তার ধরিয়ে দেবেন আমি তা সংশোধন করার চেষ্টা করব

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Device NameSYMPHONY Z15
Camera13 mp
Photographer@ab-rafi
Blog@ab-rafi
EditingPics art
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পূজা। তবে আপনি সরস্বতী পূজা সম্পর্কে অনেক সুন্দর ভাবে আমাদের মধ্যে আলোচনা করেছেন। কিছু মূর্তির ছবি তুলেছেন সুন্দর হয়েছে। ধন্যবাদ

আপনাকেও অনেক ধন্যবাদ

সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে যারা হিন্দু তাদের জন্য সরস্বতী পুজো খুব গুরুত্বপূর্ণ একটি পূজা।বলা চলে বিদ্যার দেবী হল সরস্বতী, সনাতন ধর্ম মতে এই দেবী তাদের বিদ্যার বিকাশ ঘটায়।খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া

খুব সুন্দর ভাবে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, ছবি গুলা ওনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে

অনেক ধন্যবাদ ভাইয়া

সরস্বতী পূজা সম্পর্কে অনেক সুন্দর ভাবে আমাদের মধ্যে আলোচনা করেছেন। পোস্ট অনেক ভাল হয়েছে এই রকম পোস্ট করার জন্য ধন্যবাদ

CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

স্বরস্বতী পূজার প্রচলন সেই প্রাচীন যুগ থেকে।আমাদের এখানেও আমরা এই পূজা করি।আমরা সনাতন ধর্মাবলম্বীরা জ্ঞান এর অথবা বিদ্যুার দেবী বলি স্বরস্বতী দেবীকে।ধন্যবাদ ভাই আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।লোকেশন টি কোথায় জানাবেন।

ঠিক আছে ভাইয়া আমি জানাচ্ছি

সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বিশেষ দিন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করছেন, সরস্বতী পূজা হিন্দুদের একটি আনন্দের দিন, আপনি সরস্বতী পূজা নিয়ে সুন্দর পোস্ট করেছেন

অনেক ধন্যবাদ

আপনার পোস্ট অসাধারণ লাগল আমার কাছে। সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর লাগল।

চেষ্টা করবেন আরো মার্কডাউন ব্যবহার করতে

ধন্যবাদ ভাই 💞🥰

ঠিক আছে ভাইয়া

thanks for sharing this tradition and it is really informative , it is amazing to know from the perspective of you

Thank you