একজন মুদি ব্যবসায়ী

in hive-131369 •  last year 

আজ বৃহস্পতিবার,
তারিখঃ ২৪-আগষ্ট-২০২৩

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।"স্টিম ফর ট্রেডিশন"কমিউনিটির সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে নিয়ে এলাম "স্টিম ফর ট্রেডিশন" কমিউনিটি সদস্যদের জন্য একটি মুদি ব্যবসায়ীর ছোট আলোচনা নিয়ে।আশা করি সকলের ভালো লাগবে।চলেন তাহলে শুরু করা যাক।

IMG-20230823-WA0010.jpg

বাংলাদেশের আনাচে কানাচে,অলিতে গলিতে মুদির দোকান দেখতে পাওয়া যায়।এসব দোকানে মেহমান আপ্যায়নের সকল প্রকার নাস্তা পাওয়া যায়।সাথে রান্না করার জন্য সকল প্রয়োজনীয় জিনিস,সাংসারিক কিছু জিনিসও পাওয়া যায়।ছবিতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি রংপুর শহরের পূর্ব শালবনে অবস্থিত।আমার বাসা থেকে কাছেই।দোকানটি একটি মহিলার,মহিলাটি সংসার সামলানোর সাথে এ দোকানটিও পর্যালোচনা করেন।একজন মহিলা চাইলে সব কিছু এক সাথে করতে পারেন শুধু দরকার মনের ইচ্ছা শক্তি ও মনোবল।

IMG-20230823-WA0004.jpg

এ দোকানটিতে মেহমান আপ্যায়নে সকল প্রকার নাস্তা পাওয়া যায়।সকল ধরনের চাল,ডাল,তেল এবং রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়।

IMG-20230823-WA0005.jpg

গরম নিবারনের জন্য,তৃষ্ণা মিটানোর জন্য সকল প্রকার পানীয় জিনিস পাওয়া যায়,সকল ধরনের আইসক্রিম আর ফ্রোজেন নাস্তা পাওয়া যায়।পড়ালেখার দরকারি কিছু জিনিস যেমন :- খাতা,নোটবুক,টেলিখাতা,বিভিন্ন প্রকার কলম,রাবার,পেনসিল ইত্যাদি এসবও পাওয়া যায়।

IMG-20230823-WA0007.jpg

ফারমেসিতে পাওয়ার মতো কিছু ঔষধ,বাচ্চাদের ডাইপার,শরির, রুপচর্যার,চুলের যত্নে,দাঁতের যত্নে,ও কানের যত্নে সকল প্রকার প্র‍য়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়।

IMG-20230823-WA0008.jpg

ছবিতে দেখা যাচ্ছে দোকানের মালিক যেখানে বসে আছে সেখানে পান,চকোলেট,সিগারেট (যা শরিরের জন্য ক্ষতিকারক) আছে।

IMG-20230823-WA0011.jpg

এ দোকানটিতে কিছু নির্দিষ্ট সিমে ফ্লেক্সিলোড করা যায়,সাংসারিক প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়।যা আমার একদম হাতের কাছেই।হটাৎ যে কোনো কিছু দরকার পরলে আমি সাথে সাথে যেয়ে আনতে পারি।বাজারে এমন মুদির দোকান সব জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু বাসার কাছে বা আসে পাশে এমন একটি মুদির দোকান থাকা সৌভাগ্যের ব্যাপার কারণ দরকার আর বিপদ বলে আসে না।

লিখায় কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।আবারও আগামীতে হাজির হবো অন্য কোনো জিনিস নিয়ে।ততোদিন সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন আশা করি।

সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অংশ ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এসব মুদি দোকান আছে বলেই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই পেয়ে থাকে। গ্রাম অঞ্চলে এসব মুদি দোকান বেশি ভূমিকা রাখে। হাট বাজার অনেক দূরে থাকার কারণে অনেক মানুষ এই মুদি দোকান থেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে থাকে।

দোকানে মেহমান আপ্যায়নের সকল প্রকার নাস্তা পাওয়া যায়

হঠাৎ করে কোন আত্মীয় আসলে এসব দোকান থেকে খুব সহজেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে অতিথিকে আপ্যায়ন করা যায়। তাই এসব ছোট মুদি দোকান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

আপনার বাসার কাছের এই মুদির দোকানটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। ঠিক বলেছেন একজন নারী চাইলে অনেক কিছু করতে পারে যদি মনোবল দৃঢ় হয়। আপনার আলোচনার এই দোকানটির মালিক ওই মহিলাটি এ কথাটির বাস্তব উদাহরণ। মুদির দোকান গুলোতে সচরাচর বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায়। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু

  ·  last year (edited)

একটি মুদি দোকান নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন আপু। হালকা বাজার করার জন্য মুদি দোকান অনেক বড় ভূমিকা পালন করে। জেনে ভালো লাগলো এই দোকানটি একটি মহিলার। এসব দোকান থেকে হাতের নাগালে অনেক পণ্য পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

Loading...

হ্যাঁ এমন দোকান গুলো বাড়ির পাশে থাকলে আমরা সহজেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি। আসলেই একজন নারী চাইলে সবকিছু করতে পারে দরকার শুধু মনোবল। এই নারীকে দেখে অনেক নারী অনুপ্রেরণা পাবে বলে আশা করা যায়। আত্নীয় আসলে এই দোকান গুলো থেকে অনেক কম টাকায় নাস্তা কিনে আপ্যায়ন করা যায়। ব্যাতিক্রমধর্মী একটি পোস্ট আপনি আমাদের উপহার দিয়েছেন আপু।

ধন্যবাদ

এই দোকানটি যে একজন মহিলার এটা জেনে আমার খুবই ভালো লাগলো। বর্তমানে মহিলারা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা বাড়ির কাজের পাশাপাশি বাহিরের কাজেও সামলাচ্ছে। এই দোকানটিতে নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই রয়েছে। মূলত মুদিখানার বিশেষত্বই হচ্ছে এখানে সবকিছু পাওয়া যায়। আপনি খুব সুন্দর ভাবে বিস্তারিত লিখেছেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমাদের দেশে এভাবে এগিয়ে যাচ্ছে এবং এর পিছনে নারীদের অবদান অফুরন্ত। জেনে ভালো লাগলো যে এরকম একটি ছোটখাটো মুদি দোকানে একটি নারী রয়েছে। এবং আমরা যদি বাজার করতে যাই তাহলে এরকম মুদি দোকানে খরচ করলে একটু সহজেই হয় কারণ এখানে প্রায় সব কিছুই পাওয়া যায়। ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

ঠিক বলেছেন আপু এরকম মুদির দোকান আমাদের চারিদিকে অনেক রয়েছে। এই দোকান গুলোর কারণে আমরা অনেক উপকারিতা লাভ করি। কারণ অল্প কিছু খরচের জন্য আমাদের বাজার যাইতে হয় না। আপনার বাসার কাছের মুদির দোকান নিয়ে অনেক সুন্দর লিখেছেন। দোকানটিতে প্রায় সব ধরনের জিনিসপত্র পাওয়ায়। এবং আশেপাশের মানুষ গুলো অনেক সুবিধা লাভ করেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ

এই মুদির দোকানটি সম্পর্কে জেনে বুঝতে পারলাম এখানে প্রায় সব ধরনের সদাই পাওয়া যায়। যেটি আশেপাশের মানুষদের জন্য অনেক সুবিধাজনক। দোকানটি সম্পর্কে আপনি অনেক খুঁটিনাটি বিষয়ে তুলে ধরেছেন। এছাড়া আপনি ঠিকই বলেছেন একটি মহিলা চাইলে অনেক কিছু করতে পারে শুধু শক্তি ও মনোবল দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

আমাদের দেশের বাজারগুলোতে বেশিরভাগ দোকানেই এরকম মোদির দোকান থাকে।যেগুলোতে চাল ডাল থেকে শুরু করে ফোনের ফ্লেক্সিলোড পর্যন্ত দেওয়া যায়। আপনি ঠিকই বলেছেন বাসার কাছে যদি এরকম মোদির দোকান থাকে তাহলে খুব সহজ হয় কোন জিনিস আনার ক্ষেত্রে। দারুন একটি পোস্ট লিখেছেন আপনি দোকানটি সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ

বাসার কাছে মুদি খানার দোকান থাকাটা আসলেই সৌভাগ্য।আমাদের বাসার কাছে তেমন কোন মুদি খানার দোকান নাই। আমাদের বাজারে গিয়ে সব কিছু ক্রয় করে আনতে হয়।আপনি ঠিক বলছেন একটি মহিলার মনশক্তি থাকলে তারা ঠিকই সব কিছু করতে পারবে।আপনি মুদি খানার দোকান সম্পর্কে দারুণ বিস্তারিত আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ