কাঠের তৈরি আসবাবপত্র ঘরের সৌন্দর্য বৃদ্ধি

in hive-131369 •  last year  (edited)

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।"স্টিম ফর ট্রেডিশন" এর সকল সদস্যদের জানাই শুভেচ্ছা।

IMG_20230821_200126.jpg

আজকে নিয়ে এলাম যুগ যুগ ধরে ব্যবহৃত কাঠের আসবাবপত্র। কাঠের আসবাব পত্র বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে রয়েছে।কাঠ দিয়ে বানানো হয় খাট,ড্রেসিং টেবিল, আলমারি,টেবিল,চেয়ার,টুল,পিড়া,চকি,সোফা,টি টেবিল,বিভিন্ন ধরনের সেলফ,ওয়াল হ্যাঙ্গার,সোপিস রাখার স্ট্যান আরো অনেক রকমের আসবাবপত্র বা সোপিস। যা প্রতিটা ঘরে ঘরে রয়েছে।গাছ থেকে কাঠ তৈরি হয়।কাঠ বিভিন্ন রকমের হয়ে থাকে।বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু গাছ সমূহ যা দিয়ে আসবাবপত্র বানানো যায়,তা হলো: বাবলা,গর্জন,সুন্দরি,শাল,মেহগনি,শিমুল, চাপালিশ,গামারি,সিল করই,জারুল,সেগুন ইত্যাদি গাছের।কাঠের রকমভেদ এর মধ্যে বৈশিষ্ট্যগত কারণে এ ধরনের কাঠ বেশ শক্ত এবং মজবুত হওয়ার কারণে ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র বানানোর জন্য এ সমস্ত গাছের কাঠ ব্যবহার করা হয়।

IMG-20230821-WA0032.jpg

গাছ কেটে রোদে শুকিয়ে কাঠ করে বিভিন্ন আকার দিতে হয়,সে আকারকে বিভিন্ন নকশায় করে জোড়া লাগাতে হয় কাঠ লাগানো গাম দিয়ে,তারপর আবার রোদে শুকাতে হয়।সেগুলোকে কয়েক ধাপে বার্নিশ করতে হয় আর রোদে শুকাতে হয় তারপর তৈরি হয় কাঠের এমন সুন্দর সুন্দর আসবাবপত্র।আর তাই ঘরের সাজে আভিজাত্য ফুটিয়ে তুলতে তাই বানিয়ে নেই আমরা,বাহারি নকশার কাঠের আসবাবপত্র।কাঠের আসবাবপত্র যেমন আমাদের প্রয়োজন মিটায় তেমনি ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

IMG-20230821-WA0030.jpgIMG-20230821-WA0033.jpg
IMG-20230821-WA0026.jpg

এছাড়া আর একটি কাঠ রয়েছে তা হলো মালয়েশিয়ান কাঠ।এগুলো মালয়েশিয়া থেকে আমদানি করে আনা হয় এবং কাঠের পাশাপাশি এগুলো দিয়ে তৈরি হয়ে থাকে নানান আসবাবপত্র।কাঠের বিকল্প হিসেবে মালয়েশিয়ান প্রসেস কাঠও বেশ কাজের।

IMG-20230821-WA0029.jpgIMG-20230821-WA0027.jpg

কিন্তু কাঠের এই আসবাবপত্রের যত্ন নেয়া চাট্টিখানি কথা না।অনেক সময়ই ঠিকঠাক যত্ন না নেয়ার ফলে কাঠের বার্নিশ চলে যায়।এমনকি কাঠে ঘুণ পোকা ধরার সম্ভবনাও থাকে।কিছু কিছু কাঠের আসবাবপত্রে ছত্রাক দেখা যায়।তাই শখের এ কাঠের আসবাবপত্রের যত্ন নিতে হবে।লিখায় কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন আশা করি।আবারও হাজির হবো অন্য কোনো জিনিস নিয়ে।

সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাঠের আসবাবপত্র নিয়ে আপনি দারুন লিখেছেন। এগুলো ঘরের সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে দেয়।তাছাড়া কাঠের আসবাবপত্র বহুদিন টেকসই হয়। তবে কাঠের বিকল্প হিসেবে বর্তমানে অনেক মেটারিয়াল বের হয়েছে। তবে সেগুলো কখনোই কাঠের মত হতে পারে না। ছবিগুলো দারুণ তুলেছেন। ধন্যবাদ।

জি আপু,কাঠ আর কাঠের মতো মেটারিয়ালের মধ্যে পার্থক্য রয়েছে।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

কাঠের তৈরি এই জিনিসপত্র স গুলো দিয়ে ঘর সাজালে অনেক বেশি ভালো লাগে। আমার বোন অনেক গুলো এ রকম জিনিস বানিয়েছে আমাদের ঘরের জন্য। দেখতে বেশ ভালো লাগে।অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে

কাঠের তৈরি এই জিনিসপত্র স গুলো দিয়ে ঘর সাজালে অনেক বেশি ভালো লাগে। আমার বোন অনেক গুলো এ রকম জিনিস বানিয়েছে আমাদের ঘরের জন্য। দেখতে বেশ ভালো লাগে।অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ❤️

ধন্যবাদ।

Feedback / Observation

কাঠের তৈরি আসবাবপত্র ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এটা নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। কাঠের তৈরি আসবাবপত্র প্রতিটি বাড়িতেই রয়েছে হোক শহর কিংবা গ্রাম।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

ধন্যবাদ

আমাদের প্রায় সকলের বাসায় কাঠের বানানো আসবাবপত্র রয়েছে। কাঠের আসবাবপত্র বিভিন্ন রকমের আকার দিয়ে আমরা আমাদের বাসায় ব্যবহার করে থাকি। কাঠের আসবাবপত্র আমাদের প্রয়োজন মিটায় এবং সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় কাঠের আসবাবপত্র মানুষ সৌন্দর্য বৃদ্ধির জন্যেই সবথেকে বেশি ব্যবহার করে থাকে। আপনার ফুলদানি গুলো আমার অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ

কাঠের তৈরি আসবার পত্র নিয়ে দারুণ উপস্থাপন করেছেন। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কাঠের তৈরি আসবাবপত্রের ভূমিকা অপরিসীম। কাঠের তৈরি আসবাবপত্র অনেক টেকসই। আমাদের বাড়িতে কাঠের আসবাবপত্র রয়েছে। গ্রাম কিংবা শহরে প্রত্যেক বাড়িতে কাঠের আসবাবপত্র রয়েছে। সুন্দর উপস্থাপন করেছেন, অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

কাঠের তৈরি জিনিসপত্র নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনি ঠিক বলেছেন কাঠের তৈরি জিনিসের যত্ন ঠিকমতো না নিতে পারলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কাঠের তৈরি এই জিনিসগুলো আমাদের ঐতিহ্য বহন করে। অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে সুন্দর লেখছেন আপু। কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি।কাঠের তৈরি চেয়ার থেকে শুরু করে শোপিস পর্যন্ত।তবে কাঠ যদি ভালো হয় তাহলে আসবাবপত্র গুলোও মজবুত হয়। আপনি কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি ঠিকই বলেছেন আপু কাঠের তৈরি আসবাবপত্রের জন্যই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের সবার ঘরে বেশিরভাগ কাঠের জিনিসপত্র রয়েছে। কাঠের তৈরি আসবাবপত্র আমাদের ঘর সাজানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ।