ঘোরোয়া পদ্ধতিতে ""ভেজিটেবল বার্গার""

in hive-131369 •  2 years ago 

বৃহস্পতিবার

তারিখ :- ২৩ মার্চ ২০২৩ ইং

আসসালামু আলাইকুম

প্রিয় স্টীমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহ্ রহমতে সুস্থ ও ভালো আছি।"স্টীম ফর ট্রাডিশন" কমিউনিটি তে আজকে আমি সবার খুবই আকর্ষণীয় খাবার "ভেজিটেবল বার্গার" এর রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবাই সাথেই থাকুন তো চলুন এবার শুরু করা যাক।

20230323_162801.jpg
""ভেজিটেবল বার্গার""


"ভেজিটেবল বার্গার" বর্তমানে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বললেই চলে। ছোট থেকে বড় আমাদের সবারই খুব প্রিয় খাবার এই "ভেজিটেবল বার্গার"। আর এই প্রিয় খাবার এর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকলের মতো আমার ও খুব পছন্দের একটি খাবার।

"ভেজিটেবল বার্গার এর রেসিপি"
উপকরণ
উপাদানপরিমাণ
পাউরুটি০২ পিচ
বাঁধাকপি১ টার ৩/৪ ভাগ
পিয়াজ কুচি১০০ গ্রাম
কাঁচা মরিচপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
মসুর ডাল বাঁটা250 গ্রাম
গাজর বাঁটা৫০ গ্রাম
ধুনিয়া পাতা কুচিপরিমাণ মতো
ডিম১ পিচ
গোরম মসলা বাঁটাপরিমাণ মতো
ধুনিয়া গুঁড়াপরিমাণ মতো
সরিষার তেলপরিমাণ মতো


CamScanner 03-21-2023 20.34_1.jpg
ধাপ :- ০১

প্রথম ধাপে তেমন কোনো কাজ নেই শুধুমাত্র আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বাজার থেকে পাউরুটি কিনে আনতে হবে।

CamScanner 03-21-2023 20.35_1.jpg
ধাপ :- ০২

এই ধাপে আমি স্লাইসার দিয়ে গাজর সুন্দর করে কুচি-কুচি করে নিয়েছি। গাজর কুচি করে নেওয়ার কারন হচ্ছে এটি যেন সবজির সাথে মিশে যায়।

CamScanner 03-21-2023 20.37_1.jpg
ধাপ :- ০৩

ঠিক গাজর কুচি করার মতো বাঁধাকপি ও স্লাইসার দিয়ে সুন্দর ভাবে কুচি কুচি করে নিতে হবে। একই সাথে কিছু ধুনিয়া পাতা কুচি করে কেটে নিব।

CamScanner 03-21-2023 20.37 (1)_1.jpg
ধাপ :- ০৪

এই ধাপে আমি পিয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি। কাঁচা মরিচ গোল গোল করে কেটে নিয়েছি । সিদ্ধ আলু নিয়েছি মাত্র ২ পিচ।

CamScanner 03-21-2023 20.38_1.jpg
CamScanner 03-21-2023 20.40_1.jpg
ধাপ :- ০৫

এই ধাপে আমি মসুর ডাল শিল পাটায় বেঁটে নিয়েছি। খুব সুন্দর ভাবে মসৃণ করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে সবকিছু একত্রে নিয়ে নিয়েছি।

CamScanner 03-21-2023 20.40 (1)_1.jpg
ধাপ :- ০৬

এখন শুধু আমি ডিম ভাঁজার জন্য পিয়াজ, মরিচ, ধুনা পাতা কুচি, গাজর কুচি, লবন ইত্যাদি দিয়ে সুন্দর করে মেখে নিব।

CamScanner 03-21-2023 20.42_1.jpg
ধাপ :- ০৭

এখন আমি সবজি বড়া তৈরির জন্য সমস্ত কেটে নেওয়া সবজি গুলো একত্রিত করে সুন্দর করে মেখে নিব। এমনকি মাখানো ডিমটির কিছু পরিমাণ এই সবজি গুলোর সাথে মিক্সড করে নিব।

CamScanner 03-21-2023 20.43 (1)_1.jpg
CamScanner 03-21-2023 20.44_1.jpg
ধাপ :- ০৮

ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে ছড়িয়ে দিতে হবে। তেল যেন মোটামুটি গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর মাখানো উপকরণ গুলো পাতলা বড়ার আকার তৈরি করে ফ্রাই প্যান এ সুন্দর করে এপিট-ওপিট ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম তাপে ভাজতে হবে যেন দু-পিট লালচে বর্ণ ধারণ করে এবং ভেতরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়।

CamScanner 03-21-2023 20.44 (1)_1.jpg
ধাপ :- ০৯

এখন আমি মাখানো ডিম এর কিছু অংশ সবজি বড়ার মিশ্রনে দেওয়ার পর অবশিষ্ট অংশ আলাদা করে ভেজে নিব। বার্গার টি সুস্বাদু করার জন্য ভাজা ডিমের আলাদা লেয়ার দিচ্ছি।

CamScanner 03-21-2023 20.46_1.jpg
CamScanner 03-21-2023 20.46 (1)_1.jpg
ধাপ :- ১০

এখন আমি পাউরুটি ০২(দুটি) মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর আমি গরম ফ্রাই প্যান এ পাউরুটি সুন্দর করে এপিট-ওপিট খুব হালকা করে ভেজে নিয়েছি।

CamScanner 03-21-2023 20.47 (1)_1.jpg
ধাপ :- ১১

আমার মোটামুটি সবকিছু প্রস্তুত করা শেষ এখন "ভেজিটেবল বার্গার" রেডি করার পালা। এখন গরম পাউরুটির মাঝখানে সচ মেখে নিয়ে তারপর সবজি বড়া দিব ,তার উপর ভাজা ডিম দিয়ে দিব। কেটে রাখা পাউরুটির উপরের অংশ দিয়ে ঢেকে দিব।

20230323_161238.jpg
ধাপ :- ১২

সর্বশেষ এ কুচি করা গাজর ও টমেটো সস্ উপর থেকে ছড়িয়ে পরিবেশন করলাম। এবার আমাদের টেস্ট করার পালা। অবশ্যই "ভেজিটেবল বার্গার " টি খেতে অনেক সুস্বাদু হয়েছে।

ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ভেজিটেবল বার্গারের রেসিপি দেখে মুখে জল চলে আসলো ভাই। আপনি খুব সুন্দর করে ভেজিটেবল বার্গারের রেসিপি তৈরি করতে পারেন। ভেজিটেবল বার্গারটা মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনি মোট বারোটি ধাপ উপাস্থাপনা করেছেন।আর প্রতিটি ধাপ সুন্দর করে তুলে ধরেছেন। খুব অসাধারণ ছিল আপনার ভেজিটেবল বার্গার রেসিপি টা। আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...

বাহ্ চমৎকার ভেজিটেবল বার্গার, বাসায় আপনি অনেক সুন্দর করে বানাইছেন, আপনার বার্গার তো অনেক লোভনীয়। দেখেই তে খেতে খুবই হচ্ছে করছে। মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বার্গার আমার অনেক প্রিয় একটি খাবার। কিন্তু বাসায় কখনো বানিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। যেকেউ চাইলে আপনার এই রেসিপির মাধ্যমে বানাতে পারবে।অনেক সুন্দর উপস্থান করেছেন ভাই তার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags.
Curated by: @sohanurrahman

বার্গার খেতে এমনিতেই আমাকে খুব ভালো লাগে। তার ওপর আপনি ঘরোয়া পদ্ধতিতে এই বার্গার তৈরি করেছেন দেখে খুব আসলেই ভালো লাগতেছে।বার্গারটি মনে হয় বেশ ভালোই হয়েছে খুব সুন্দর ভাবে বার্গার রেসিপি উপস্থাপন করেছেন আপনি ।আপনার পোস্টটি আসলেই অসাধারণ হয়েছে।খুব সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

ধন্যবাদ

ভাইয়া আপনার তৈরিকৃত ভেজিটেবল বার্গারটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। রান্নার প্রসেসিং টাও বেশ ভাল লাগল। আপনার রেসিপিটি দেখে জিভে পানি চলে এসেছে। সবগুলো ধাপ আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। ছবিগুলো বেশ সুন্দর লাগছে। এটা খুব ভালো একটি হেলদি খাবার। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ

ভাই আপনার তৈরি করা বার্গারটি অনেক ভালো হয়েছে। আপনি ভেজিটেবল বার্গার তৈরি করেছেন। আমি এটা খেয়েছি তবে বাহীরের গুলো ভলো লাগে না। আমি এটা বাসায় বানাতে চেষ্টা করি নি। তবে আপনার পোস্ট দেখে আমি উৎসাহিত হয়েছি আমিও এটি বাসায় তৈরি করবো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

বার্গার খেতে কার না ভালো লাগে। বার্গার আমারও খুব পছন্দের। আপনার তৈরিকৃত রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। বিস্তারিতভাবে প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে আলোচনা করেছেন। ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল বার্গার তৈরির অসাধারণ একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এর জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার ভেজিটেবল বার্গারের রেসিপিটি দেখে লোভ লেগে গেল ভাইয়া।বার্গার আমার পছন্দের একটি খাবার। প্রায় বিকেলবেলা আমি আর আমার বন্ধু মিলে বার্গার খেতে যাই। কিন্তু বাসায় বানানো বার্গার আমি কখনো খাইনি। তবে আপনার বানানো রেসিপিটি দেখে আমি বাসায় বানানোর চেষ্টা করব। রেসিপিটির সবগুলো ধাপ আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বর্তমান আধুনিক যুগে বার্গার একটি অন্যতম ডিস। যা খেতে সকলে পছন্দ করে। বার্গার মধ্যে বেশ কিছু আইটেম রয়েছে এর মধ্যে ডিম বার্গার অন্যতম একটি ডিস। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আপনি ফটোগ্রাফির মাধ্যমে প্রতিটি রান্নার স্টেপ বুঝিয়ে দিয়েছেন। বেশ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। আপনার রান্নার প্রসেসটাও বেশ ভালো। আপনার ফটোগ্রাফি দেখে খাওয়ার ইচ্ছা করছে। আপনার রেসিপি একদিন ট্রাই করব করবো। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ লোভনীয় হবে এই ভেজিটেবল বার্গার। ধন্যবাদ আপনাকে একটি সহজ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ভেজিটেবল বার্গার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন । ছবিগুলো বেশ সুন্দর লাগছে। এটা খুব ভালো একটি হেলদি খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ।

অনেক সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই, ভেজিটেবল বার্গার খেতে অনেক সুস্বাদু হয়। আপনার ভেজিটেবল বার্গার দেখে আমার জল চলে আসতেছে ভাই, আপনি অনেক সুন্দর ভাবে বার্গার তৈরি করতে পারেন, আপনার রেসিপি পোস্ট দেখে আমার জল চলে আসতেছে ভাই, আপনার রেসিপির প্রতিটা ধাপ গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনার ভেজিটেবল বার্গার দেখে আমি আসলেই অনেক মুগ্ধ হলাম ভাই। আমি কখনো এই রকম বার্গার খাই নাই,আপনার রেসিপি পোস্ট পরে ও দেখে আমি আসলেই অনেক কিছু জানতে পারলাম ভাই, আমার বাসায় এই ভাবেই ভেজিটেবল বার্গার তৈরি করতে বলবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।