Error

in hive-131369 •  2 years ago  (edited)

Error

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

মৃৎশিল্প নিয়ে আপনি খুবই চমৎকার একটি পোস্ট করেছেন। আপনার শেয়ার করা শেষের ছবিটি অর্থাৎ রঙিন পুতুল গুলো দেখতে খুবই ভালো লাগছে। এই পুতুলগুলো দেখলে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়।অনেক ধন্যবাদ আপনাকে।

মাটির তৈরি আসবাবপত্র অনেক আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছে। এগুলো আমাদের ঐতিহ্য, মাটির তৈরি খেলনা দিয়ে ছোটবেলায় কত খেলতাম। আগের দিনে কুমারের তৈরি এই মাটির পাতিল দিয়ে রান্না করা হতো। মাটির পাতিলের রান্না খুবই সুস্বাদু। মাটির তৈরি হস্তশিল্প অনেক আকর্ষণীয় দেখতে। আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই

আমাদের দেশে একসময় মাটির তৈরি এইসব জিনিসের অনেক চাহিদা ছিল ।কারণ সেই সময় শুধু মাটির তৈরি এসব জিনিসের ব্যবহার করা হতো।মাটির তৈরি জিনিসগুলোর কদর দিন দিন কমে যাচ্ছে এখন শুধু কয়েকটি জিনিস বাদে মাটির তৈরি জিনিস তেমন আর ব্যবহার করা হয় না।মাটির তৈরি জিনিস নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাই খুব সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি করার জন্য।

মাটির তৈরি হস্তশিল্প দেখতে অনেক সুন্দর লাগে। এসব আগে খুব ব্যবহার করা হতো। এখন তেমন দেখা যায় না। আগে গ্রামে গাঁয়ে মেলায় অনেক রকমের হস্তশিল্প দেখতে পাওয়া যেতো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য। আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

মাটির তৈরি হস্তশিল্প নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। তবে আপনার পোস্ট কোয়ালিটি আরেকটু ভাল করতে হবে। তবে পোস্টে আরো ছবি বাড়াইতে হবে কমপক্ষে ১০ ছবি দিয়ে পোস্ট করবেন।শুভকামনা রইলো ধন্যবাদ।

আগে আমাদের দেশে এগুলার খুব চাহিদা ছিল।এখন এই মাটির তৈরি জিনিসপত্র বিলুপ্তির পথে।আগে মাটির তৈরি খেলনা পাওয়া যেত। এখন এই খেলনা গুলা আর দেখা যায় না।আপনি মাটির তৈরি মৃৎশিল্পী নিয়ে খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। ধন্যবাদ

প্রাচীনকাল থেকে আমাদের বাসাবাড়িতে মাটির তৈরি ঐতিহ্যবাহী পন্য ব্যবহার করে আসছে। বিভিন্ন ধর্মীয় সভা এবং মেলায় মাটির তৈরি খেলাধুলা সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। শিশুদের সেসকল খেলার প্রতি রয়েছে ব্যাপক চাহিদা।ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাটির তৈরি হাঁড়ি পাতিল ব্যবহার এখন নেই বললেই চলে৷ তবে এই মাটির তৈরি হাঁড়ি পাতিল ভাত রান্না করে খেতে বেশ ভাল লাগে। মৃৎশিল্প আমাদের দেশের ঐতিহ্যের মধ্যে অন্যতম। তবে গ্রামঅঞ্চলে এখনও মাটির তৈরি আসবাবপত্র গুলো ব্যবহৃত হয়ে থাকে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই।

হস্ত শিল্প দেখতে বেশ ভালো লাগে। এই মাটির তৈরি জিনিস গুলোকে আমরা হস্তশিল্প বলে থাকি। করণ এগুলো হাত দিয়ে তৈরি করা হয়।এই হস্ত শিল্পের পণ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। এগুলোয় বিভিন্ন রকমের কারুকাজ করা থাকে। যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। মাটি এ জিনিস গুলো ছোটরা বেশি পছন্দ করে থাকে এবং তারাই বেশি কিনে থাকে এগুলো। এগুলো বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করা জন্য।

Due to unavoidable reasons, you are urgently requested to cancel the delegation from @streetshots. If delegation is not canceled within 36 hours, your account will be blacklisted.