আমার ছোটবেলার মজার স্মৃতি steam for tradition

in hive-131369 •  2 years ago 
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

Screenshot_20230509-133037_Facebook-01.jpeg

আমার ছোটবেলার কিছু মজার স্মৃতি। ছোট থেকে আমি গ্রামের মানুষ হয়েছে। আর ছোট বেলার কিছু মজার মজার স্মৃতি মিশে আছে আমার এই গ্রামে। ছোটবেলায় আমি সুপারি গাছের পাতা দিয়ে গাড়ি বানিয়ে খেলতাম। সুপারি গাছের পাতা দিয়ে গাড়ি বানিয়ে খেলার মজাই আলাদা। সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু খেলায় করতাম। আমার মা শুধু আমাকে বকা দিত এই খেলা নিয়ে। ছোটবেলায় শুধু খাওয়া-দাওয়া করা আর খেলা করাইছিল আমার কাজ।

Screenshot_20230509-132935_Facebook-01_resized-01.jpeg

তারপর হঠাৎ একদিন দেখি আমার বাবা একটি নতুন সাইকেল কিনে আনে বাজার থেকে। আর ওই সাইকেল দেকে আমার সাইকেল চালানোর ইচ্ছা যাগে।তারপর আমি আমার বাবাকে বলি যে আমি সাইকেল চালাই শিখব। কিন্তু আমার বাবা-আমাকে সাইকেল চালা শিক্ষায়।আমার বাবা যখন সাইকেল বাসায় রাখে,আমি চুপ করে বাড়ি থেকে সাইকেল নিয়ে বাইরে চলে আসি। এবং আমি ধীরে ধীরে প্রায় সাইকেল চালা শিখে যাই। তারপর একদিন আমি সাইকেল চালাইতে চালাইতে আমার গ্রাম থেকে অন্য গ্রামে যায়। আমার বাড়িতে আমার বাবা-মা আমাকে খুজে।2-3 ঘণ্টা লেট করার পর যখন আমি বাড়িতে আসি। আমার বাবা-মা আমাকে বকা করে,আমার বাবা বলেছে আজ থেকে তুই আর সাইকেল ড্রাইভিং করতে পারবি না।আমি অনেক কান্না করি আমার মন খারাপ হয়ে যায়।

20230509_140353.jpg

আমি যখন ক্লাস ফাইভে পড়ি। তখন আমার ফ্রেন্ড সার্কেল ছিল অনেকগুলো। তাদের সাথে আমি অনেক মজা করতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম। মাঝে মাঝে বন্ধুদের সাথে ঘুরতে যেতাম।একদিন স্কুল ফাকি দিয়ে আমার বন্ধুদের সাথে আমি পার্বতীপুর গেছি লাম ঘুরতে। পরে ম্যাডাম ক্লাশে এসে দেখে যে আমরা চার পাঁচজন নাই। ম্যাডাম আমাদের বাসায় কমপ্লেন করে। তারপর মা আমাকে পুরা ধুলাই করে। কিছুদিন পর আমার বন্ধুরা বলছে যে আরেকদিন চলো ঘুরে আসি। আমি তাঁদেরকে না করে দেই। এতে আমার বন্ধুরা মন খারাপ করে আমার উপর। স্কুল থেকে একদিন হঠাৎ খেলার আয়োজন করা হলো। আর আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করলাম গোলকিপার হিসেবে। তারপর আমরা ফুটবল খেলায় দুই-তিনটা রাউন্ড পার করে। থানা পর্যায়ে চলে যায়। থানা পর্যায়ে খেলতে গিয়ে আমি ফুটবল খেলায় একটা পুরষ্কার জিতি।

Screenshot_20230509-133010_Facebook-01.jpeg

ছোটবেলার ভিতর আমি সবচেয়ে মিস করি ক্লাস ৯-১০ এর ঘটনা। ক্লাস ৯-১০ এযখন আমি পড়ি, তখনই স্কুল জীবনে মিশে আছে এমন অনেক মজার মজার স্মৃতি। ক্লাসের ভিতর আমি দৌড়াদৌড়ি প্রতিযোগিতা এবং গুলো বল। নিক্ষেপে ছিলাম ফার্স্ট। ওই সময় আমি অনেকগুলো পুরস্কার দিতেছি স্কুল থেকে। এখনো আমার বাসায় স্কুল জীবনের অনেকগুলো পুরস্কার রয়েছে। পুরস্কার গুলো দেখলে এখনো মাঝে মাঝে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে।

আমার নাম মোঃ আল ফাহাদ আলি। ডাকঘর বাসুপাড়া থানা পার্বতীপুর জেলা দিনাজপুর। আমি পড়াশোনার পাশাপাশি এস্টিমেট প্লাটফর্মে কাজ করি।

সবাই কে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে। আর ভুল-ত্রুটি হলে আমার পোস্টটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার বয়স কত৷ আর এখানে পরিচিতমূলক পোস্ট করা যাবে না৷ আপনি নিউ কামার্স কমিউনিটিতে গিয়ে পরিচিত মূলক পোস্ট করুন। ধন্যবাদ।

ভাই আমি তো নিউ কামার্স কমিউনিটিতে পরিচিত মূরক পোস্ট করছি।

তাহলে আবার এখানে কেন করছেন।

ওয়াও অসাধারণ পোস্ট ভাই। আপনার পোস্ট পড়ে ছোট বেলার কথা মনে হয়ে গেল।এই রকম করে কতো সাইকেল চালিয়েছি।আর কতো সুপারি গাছের পাতায় চড়ে টানাটানি করেছি। ধন্যবাদ ভাই

আপনাকে ধন্যবাদ ভাই

আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলিঃ-

  • সপ্তাহে ৩ দিন পোস্ট করতে হবে।

  • প্রতিদিনের সকল পোস্ট এ কমপক্ষে ৩ টি কমেন্ট করতে ।

  • আমাদের সাপ্তাহিক ক্লাস ও হ্যাংগ আউট এ উপস্থিত থাকতে হবে। (হ্যাংগ আউট বুধবার রাত ৮:৩০ মিনিটে)

  • আমাদের ডিস্কোর্ড সার্ভার এ এড হতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ডিস্কোর্ড লিংক

  • আমাদের কমিউনিটি একাউন্ট @sft-devt.acc ৬% বেনিফিসিয়ার দিতে হবে।

  • ঐতিহ্য মূলক পোস্ট করতে হবে। আর্ট, ফটোগ্রাফি, ফুড রিভিউ, ফুড রেসিপি শেয়ার করতে পারেন।

ইনশাআল্লাহ। ভাই আপনি দোয়া করবেন যেন মনোযোগ দিয়ে কাজ করতে পারি।

শৈশবের স্মৃতি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, ভালোই লাগলো, ছবিগুলো যেনো অতীতের প্রতিচ্ছবি।

হুম ভাই।

আসলেই শৈশবের কাটানো স্মৃতিগুলো অনেক সুন্দর এবং আনন্দদায়ক হয়। মনে হয় শৈশবেই থেকে যাই সারা বছর কিন্তু সময় তো আর কারো জন্য অপেক্ষা করে না তাই সময়ের সাথে পাল্লা দিয়ে জীবন চলাতে হয়। সত্যিই আপনার শৈশবের স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আলহামদুলিল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো কাজ করতে পারি।

শৈশব স্মৃতি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমি যখন ছোট ছিলাম আপনার মতো তখন সুপারির ডালে বসে কখনো সাইকেল চালিয়ে সময় কাটাতাম। তবে সবচেয়ে মজার বিষয় ছিল আমিও মাঝে মাঝে স্কুল ফাঁকি দিয়ে খেলতে বা ঘুরতে গিয়েছিলাম। সুন্দর একটি পোস্ট করেছেন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

আপনার পোস্টে কোন মার্কডাউন ব্যবহার হয়নি। পোস্ট মার্কডাউন ব্যবহার করে পোস্ট সৌন্দর্য বৃদ্ধি করুন৷ পোস্টে অন্তত ৩০০ শব্দ লেখার চেষ্টা করবেন। কমিউনিটির নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন আশা করি।

ইনশাল্লাহ। ভাই নেক্সটাইম সবগুলোই ব্যবহার করব ভাই