গ্রাম বাংলা ঐতিহ্যবাহি মধু মৌমাছি মাধ্যমে বাক্সর সংগ্রহ

in hive-131369 •  2 years ago  (edited)


HELLO

I am ariful from #Bangladesh



প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্টিম ফর ট্রাডিশনে গ্রামে যেভাবে বাক্সগুলো মাধ্যমে মধু সংগ্রহ করা হয় সেই সম্পর্কে উপস্থাপন করব।

IMG_20230123_100801.jpg

পৃথিবীর প্রত্যেকটি মানুষই আমরা জানি মধু খেতে খুবই ভালো এবং আমাদের শরীরের জন্য খুবই উপকার, এইজন্য আমরা বাজার থেকে এবং মধু যে মানুষগুলো সংগ্রহ করে তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে খেয়ে থাকি, মধু আমাদের শরীরের অনেক অসুখ থেকে আমাদের মুক্ত করে।

IMG_20230123_100733.jpg

IMG_20230123_100731.jpg

গ্রাম অঞ্চলের মানুষ যেভাবে সরিষার ক্ষেত এর মাধ্যমে মধু সংগ্রহ করে সারিবদ্ধ ভাবে বাক্সের গুলো শরিষা জমিতে রেখে দেওয়া হয়, প্রায় তিন হাজারের মত পুরুষ মৌমাছি থাকে এরপর মৌমাছিগুলোকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই সেই মৌমাছিগুলো ভোঁ ভোঁ শব্দ করে সরিষার ফুলে গিয়ে বসতে শুরু করে, এরপর ধীরে ধীরে সে ফুলগুলোর ভিতর থেকে মধু সংগ্রহ করতে থাকে , মৌমাছির মুখের উপর যতটুকু পরিমান থাকে সেই টুকু নিয়ে এসে বাক্সেরের ভিতর রাখতে শুরু করে মধু রেখে দেওয়ার পর বার বের হতে শুরু করে মৌমাছি।

IMG_20230123_100706.jpg

IMG_20230123_100733.jpg

বাক্সের ভিতর থেকে মধু সংগ্রহ করা নিয়ম

বাক্সের ভিতর থেকে মধু সংগ্রহ জরা প্রথম শরীলে কালো রঙের কাপড় পড়তে হবে এরপর মোম কেটে মধু বের করার জন্য ছোট ছরি নিতে হবে। বাক্সের ওপরে ঝাপ খুলে ধীরে ধীরে মোম কেটে পাত্র তে রেখে হাতের চাপ মেরে মধু বের করে নেওয়া হয় এভাবে সংগ্রহ করা হয় মধু।

IMG_20230123_100550.jpg

এছাড়াও সারা বছরই গাছের ডালে মধু চাক দেখা যায় যে মানুষগুলো মধু সংগ্রহ করে সে মানুষগুলো সেখান থেকে অনেক মধু সংগ্রহ করে। গ্রামে গ্রামে এবং শহরে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে থাকে বেশিরভাগ মৌমাছি চাক গ্রাম অঞ্চলে দেখা যায়। অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ বন্দী পেকে সেখানে আগুন জ্বালিয়ে মৌমাছিকে উড়িয়ে দিয়ে, তারাই মধু সংগ্রহ করে পৃথিবীর মধ্যে মুসলমান ভাইয়েরা আছি সবাই জানি মধু আমাদের শরীরের জন্য খুব উপকার দেয়, এই জন্য মধু আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার ।

IMG_20230123_100522.jpg

আমরা যদি কখনো মধু কিনে খেতে চায় তবে অবশ্যই আমাদের সেই মধু ভালোভাবে দেখেশুনে কিনতে হবে এখন এমন কোনো মানুষ নেই ভেজাল মধু বিক্রয় করে অবশ্যই আমাদের সে মধু দেখেশুনে কিনতে হবে। তবে সেই মধু গুলো আমাদের শরীরের জন্যও কার্যকর হবে আমরা সব সময় চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার।

IMG_20230123_100452.jpg

আজকে এ পর্যন্তই ছিল পরবর্তীতে অবশ্যই গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী নিয়ে উপস্থাপন করব। আশা করব অবশ্যই আমার এই পোস্টটি ভালো লাগবে এবং পরবর্তীতে অবশ্য আমার জন্য অপেক্ষা করবেন নতুন কোন পোস্ট দেখার জন্য।



𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে, আমি কখনো নিজের চোখ দিয়ে দেখি নাই, এখন দেখে খুব ভালো লাগলো, আপনি সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখেছেন, ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই

আমি গোপালগঞ্জে গিয়েছিলাম একবার তখন এভাবে মৌমাছি দিয়ে মধু তৈরি করা দেখেছিলাম৷ আমাদের এইদিকে এভাবে মধু সংগ্রহ দেখাই যায় না৷ সুন্দর পোস্ট।

ধন্যবাদ ভাই

সরিষার খেতের মধু বেশ সুস্বাদু এবং এই মধুর কালার হলুদ রঙের হয়। আপনার এই পোস্ট এর মাধ্যমে মধুর বাক্স এবং আরো নতুন কিছু জানতে পারলাম।

এই বক্সের মাধ্যমে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয় জানি কিন্তু কাছ থেকে এগুলো দেখা হয় নি ভয়ের কারণে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটু পোস্ট করার জন্য।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ

দারুণ একটি পোস্ট করেছেন ভাই আপনি। মধু আমাদের শরীর এর জন্য অনেক উপকারী। তাই আমরা যদি নিয়মিত মধু খেতে পারি তাহলে অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। সুন্দর ছবি তুলেছেন

সময় করে পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ মধু ভালবাসে।মধু সংগ্রহ নিয়ে অনেক সুন্দর করে একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। মৌমাছি বক্সের মধ্যে যেভাবে সংগ্রহ করে এই পদ্ধতি আমি কখনোই দেখি নাই।

ধন্যবাদ ভাই

মৌমাছির মধু সংগ্রহের বিাষয়টি বা দৃশ্য টি সত্যি অসাধারণ। ছবিগুলো অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ চমৎকার কর সাজিয়েছেন।

ধন্যবাদ

বাক্সের ভিতরে যে এই রকম করে মধু সংগ্রহ করাও যায় আমি জানতাম না ।যাই হউক পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পরলাম এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ

মধু সংগ্রহ করা মৌমাছির গুঞ্জন খুবই সুন্দর শুনতে লাগে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। এই মৌমাছি ফুলে ফুলে থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। সেখান থেকে মধু সংরক্ষণ করা হয়। সুন্দর পোস্ট

ধন্যবাদ ভাই

আপনাকে ধন্যবাদ ঐতিহ্যবাহী মোধু সংরক্ষণের পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। কিভাবে মধু স্মরণ করতে হয় তা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ছবিগুলো বেশ দারুন হয়েছে

ধন্যবাদ ভাই

গ্রামঅঞ্চলে একসময় অনেক মধু সংগ্রহ করা দেখা যেত। এখন আর তেমন দেখা যায় না। তবে সরিষা খেতে মৌমাছি দেখা যায়। সুন্দর পোস্ট।

ধন্যবাদ ভাই

আমাদের এলাকায় অনেক জায়গায় সরিষা চাষ করা হয়েছে। সরিষা যে জমিতে চাষ করা হয়েছে তার পাশে মধু সংগ্রহ করার জন্য এগুলো বসানো হয়েছে। অসাধারণ পোস্ট করেছেন শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যে কি ভাবে মধু সংগ্রহ করতে হয়। এবং আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ ভাই

মধু সংগ্রহ করার নিয়ম সম্পর্কিত এমন জানা ছিল না আপনার পোষ্টের উপস্থাপনার মাধ্যমে জানতে পারলাম যে কেমন করে মধু সংগ্রহ করতে হয় খুব সুন্দর পোস্ট করেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাই

ধন্যবাদ ভাই

মৌমাছির মধু সংগ্রহ করা দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমার মধু খেতে অনেক ভালো লাগে

মধু সংগ্রহ করা খুবই কঠিন কাজ বলে আমি মনে করি। আমাদের ঢাকায় এগুলো এতো দেখা যায় না বলতে গেলে দেখায় যায় না। ধন্যবাদ এতো সুন্দর পোষ্ট করার জন্য

thanks for sharing this traditional collection of honeybees