সূর্যাস্ত যাওয়ার সময় দৃশ্য 🌄 ৬/৫/২০২৩

in hive-131369 •  last year 

  • আসসালামু আলাইকুম

  • আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমার করা একটি আর্ট 🌄তুলে ধরব। আশা করি আপনাদের ভাল লাগবে।

    20230506_111846.jpg

    Edit PictureLiteroom

    IMG_20230506_120445.jpg

    IMG_20230506_120920.jpg

  • আর্ট করার সময় যা যা লাগে।
  • IMG_20230506_115637.jpg

    পেন্সিলএকটি ।
    রং পেন্সিলএক বক্স।
    জ্যামিতি বক্সএকটি ।
    রাবারএকটি ।
    স্কেলএকটি ।
    খাতাএকটি পৃষ্ঠা ।

  • প্রথম স্টেপ
  • IMG_20230506_121854.jpg

    IMG_20230506_121912.jpg


    একটি খাতা পৃষ্ঠা ভালো দেখে নিয়ে নিতে হবে। তারপর কম্পাসের সাথে ভালো করে পেন্সিল লাগিয়ে নিতে হবে। ভালোভাবে একটি গোল দাগ দিতে হবে। গোল দাগের মাঝামাঝি স্কেল দিয়ে দাগ দিতে হবে যেন আর্ট করতে সুবিধা হয়।

  • দ্বিতীয় স্টেপ
  • IMG_20230506_122806.jpg

    IMG_20230506_122825.jpg


    স্কেল দিয়ে মাঝখানে দাগ টানার পরে দুটি পাহাড় এঁকে নিলাম। পাহাড় গুলো সুন্দর করে এনেলাম যেন রং করলে ভালো দেখা যায়। তারপর কালো রঙ দিয়ে রং করে নিলাম। রং করার পর পাহাড় গুলো সুন্দরভাবে ফুটে উঠেছে।

  • তৃতীয় স্টেপ
  • IMG_20230506_123459.jpg

    IMG_20230506_123536.jpg


    তারপর গোল কিছু দিয়ে সূর্যটি আর্ট করে নিতে হবে। তারপর সূর্যের পাশ দিয়ে লাল রং কমলা রং এবং হলুদ রং দিয়ে মিশ্রণ করে সূর্যের অস্ত যাওয়ার কালার একে নিতে হবে।

  • চতুর্থ স্টেপ
  • IMG_20230506_124141.jpg

    IMG_20230506_124159.jpg


    সূর্যের চারপাশে ভালো করে রং করে নেওয়ার পরে। পাহাড়ের বাম পাশে সুন্দর করে খেজুর গাছ আর্ট করে নিতে হবে কালো রং দিয়ে। এবং পাখি তিনটি এমনভাবে আর্ট করতে হবে যেন সূর্যের পাশ দিয়ে উড়ে তারা তাদের বাসস্থানে চলে যাচ্ছে।

  • পঞ্চম স্টেপ
  • IMG_20230506_124634.jpg

    IMG_20230506_124658.jpg


    সূর্যের পাশে নারিকেল গাছে কিছু পাতা দেখে নিলাম যেনো দেখতে ভালো লাগে।

  • ষষ্ঠ স্টেপ
  • IMG_20230506_125025.jpg

    IMG_20230506_125140.jpg


    তারপর পুরো নদীটি রং করলাম। রং করার পর নদীর পাশ দিয়ে ঘাস আর্ট করলাম। এবং ঘাসের সাথে একটি বেড়া আর্ট করলাম। আমরা গ্রামের ভাষায় বেড়া বোলি।

  • শেষ স্টেপ
  • IMG_20230506_125853.jpg


    ভালোভাবে ঘাসের পাশে ছোট্ট করে পা রেখে বাঁশের চাংরি গুলো কালো রঙ দিয়ে ভালোভাবে রং করে নিলাম। আর্ট করার শেষে আমি আমার নামটি পাশে বসিয়ে দিলাম।

  • ভুল ত্রুটি

  • আশা করি পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে পোস্টটিতে কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

    Photography DeviceSamsung a 13
    LocationParbotipur
    Post deviceRealme 8
    Picture editSnapseed/Phone Edit


    Vote for @bangla.witness

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    আপনি অনেক সুন্দর আর্ট করেন দেখেই বোঝা যাচ্ছে। সূর্যাস্তের দৃশ্যটি মন জুড়িয়ে যাওয়ার মতো।সূর্যাস্ত নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

    ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর আর্ট তুলে ধরতে পারি।

    আপনি তো দারুণ আর্ট করতে পারেন। সূর্য অস্ত যাওয়ার সময়টার দারুণ ভাবে আর্ট করেছেন আপনি। প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ

    ধন্যবাদ ভাই সুন্দর ভাবে কমেন্ট করার জন্য। দোয়া করবেন কেমন ভাবে আরো আর্ট তুলে ধরতে পারি।

    Loading...

    বাহ্ চমৎকার আর্ট করেন আপনি। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য অনেক সুন্দর অংকন করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করছেন। অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

    সূর্যাস্ত যাওয়ার দৃশ্য নিয়ে অসাধারণ একটি চিত্র অংকন করেছেন ভাইয়া। আমি আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি রংতুলির মাধ্যমে চিত্র অংকন আরো ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

    সূর্যাস্তের দৃশ্য নিয়ে অনেক সুন্দর আর্ট করেছেন।আপনি বেশ ভাল আর্ট করতে পারেন ভাই।তবে আপনার মার্কডাউন ব্যবহার গুলো সঠিকভাবে দিতে হবে।এই পোস্টে প্রথমেই সেন্টার কোডটি দেয়ার ফলে লেখাগুলো সব মাঝখানে গেছে। সবমিলিয়ে ভাল হয়েছে পোস্ট।

    ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার কাঠ রং দিয়ে করা চিত্রটি খুবই সুন্দর এবং ঝকঝকে হয়েছে। পাশাপাশি আপনার উপস্থাপনা ছিল বেশ ভালো। ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট করতে পারি।

    বাহ্ আপনি তো অসাধারণ আর্ট করতে পারেন,আপনার সূর্যাস্ত যাওয়ার আর্ট দেখে আমি আসলেই অনেক মুগ্ধ হলাম ভাই, আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। দোয়া করবেন যেন সুন্দরভাবে আরো পোস্ট আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি।

    সূর্যাস্তের দৃশ্য নিয়ে অনেক সুন্দর আর্ট শেয়ার করেছেন ভাই।আপনি বেশ সুন্দর আর্ট করতে পারেন। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি ভাইয়া। প্রতিটি ধাপ সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

    ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি।

    বাহ্ আপনি তো খুব সুন্দর ছবি অংকন করতে পারেন। আমি আপনার ছবি অংকন দেখে খুব মুগ্ধ হলাম ভাই। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাই। এতো সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।

    আপনাকে ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন এইভাবে অংক ন আপনাদের মাঝে তুলে ধরতে পারি।

    সূর্যাস্ত যাওয়ার সময়ের দৃশ্য নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।বাহ্ আপনি তো অনেক সুন্দর ছবি অংকন করতে পারেন। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই।

    আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য। দোয়া করবেন যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর আর্ট উপস্থাপনা করতে পারি।

    আপনি অসাধারণ একটি চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য নিয়ে চিত্র অংকনটি রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ডিভাইস সংক্রান্ত বিষয় গুলো বাংলায় দেওয়ার চেষ্টা করবেন।

    Screenshot_20230506-201027.jpg

    ধন্যবাদ ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আবারো ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ পরেরবার থেকে সবকিছু বাংলায় দেওয়ার চেষ্টা করব।

    অসাধারণ একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনাকে যেদিন ক্লাসের মেনশন দেওয়া থাকবে সেদিন উপস্থিত থাকবেন। শুভকামনা রইল

    ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য। দোয়া করবেন আপনাদের পাশে যেন সুন্দর সুন্দর পোস্ট নিয়ে থাকতে পারি।

    অসাধারণ আর্ট করেছেন ভাইয়া আপনি। কি ভাবে আর্ট করতে হবে ধাপে ধাপে আমাদের মাঝে আলোচনা করেছেন। ধন্যবাদ

    চিত্র অংকন নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য নিয়ে অনেক ভালো চিত্র অংকন করেছেন। রংতুলির মাধ্যমে চিত্র চমৎকার ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

    ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। দোয়া করবেন যেন সুন্দর সুন্দর চিত্রাংকন নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি।

    অনেক দিন পর একটি আর্ট দেখলাম আমাদের কমিউনিটিতে। বেশ সুন্দর এঁকেছেন। আর্ট সম্পন্ন করতে আপনার কতক্ষণ সময় লেগেছিল?

    সময় তো মনে নেই ভাইয়া। অবশ্য একটু সময় লেগেছিল অনেকদিন পর আমিও আর্ট করতে ছিলাম।

    বাহ্ ভাইয়া আপনি তো ভালই আর্ট করতেন পারেন।অঙ্কনের সবগুলো ধাপ সুন্দরভাবে ব্যাখা করেছেন সাথে ছবিগুলো যুক্ত করেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কন্টেন্ট শেয়ার করার জন্য।

    বাহ আপনি তো অনেক সুন্দর আর্ট করেন। আপনার আর্টের কোনো তুলনা হয় না। আপনার আর্ট দেখে জীবন্ত মনে হইতেছে। আপনি আমাদের আরো ভালো আর্ট উপহার দিবেন বলে আশা রাখি।

    ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন আরো যেন সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে তুলে ধরতে পারি।