গ্রাম অঞ্চলের ইরি ধান কাটার দৃশ্য।

in hive-131369 •  last year  (edited)
স্টিম ফর ট্রাডিশন

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি।স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি সবার সাথে ইরি ধান কাটার দৃশ্য নিয়ে একটি পোস্ট শেয়ার করব।আশা করি সকলেই পোস্টটি পড়বেন। অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক,

কভার ফটো
PhotoCollage_1685104466080.jpg
ধান কাটার দৃশ্য
IMG_20230524_092635.jpgIMG_20230524_092025.jpg

বাংলাদেশের প্রায় ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত আছে। আর বেশিরভাগ মানুষ ধান চাষ করে।বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে ধান। আর বর্তমানে বিশ্বের ধান উৎপাদনে চতুর্থ নাম্বারে আছে বাংলাদেশ। কেউ আবার ধান আবাদ করে জীবিকা নির্বাহ করে। আর দিনমজুর শ্রমিকরা ধান কেটে জীবিকা নির্বাহ করে।

IMG_20230524_094404.jpg

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। পৃথিবী সৃষ্টির হওয়ার পর থেকেই মানুষ জীবিকা নির্বাহ করার জন্য চাষবাদ করে আসতেছেন। বর্তমানে বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আর ভাত হয় চাল থেকে আর চাল হয় ধান থেকে।কৃষি জমি চাষ করে ধান লাগাতে হয়। এরপরে ধান চাষ হয়। ধান থেকে চাল বানানো হয়। এই চাল দিয়ে ভাত হয়।আগের দিনে ধান চাষ খুব কম হত এবং গম চাষ বেশি হত।

IMG_20230524_092647.jpg

বর্তমানে ইরি দান কাটার মৌসুম। আর ইরি ধান কাটার মৌসুম প্রায় শেষ হয়েছে। ইরির মৌসুমে কৃষকরা যেসব ধান জমি রোপন করে।সেগুলা ধান হচ্ছে ১৬,২৯,মিনিকেট, বগুরার জিরা ইত্যাদি । কোনো ধান আবার অগ্রিম হয় আবার কোনো ধান পরে হয়। তবে যেগুলা ধান দেরিতে হয় সেই ধানে রোগ কম হয়। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের ভয় বেশি থাকে। কারণ প্রাকৃতিক দূর্যোগ হলে ধানের গাছ পড়ে যায়। পড়ে গেলে অনেক ধান নষ্ট হয়। আবার কাটতেও অসুবিধা হয়।

IMG_20230524_094402.jpgIMG_20230524_092043.jpg
IMG_20230526_160713.jpgIMG_20230526_160709.jpg
IMG_20230526_155618.jpgIMG_20230526_155613.jpg
IMG_20230526_155610.jpgIMG_20230526_154950.jpg

বাংলাদেশ বছরে দুইটি ধান কাটার মৌসুম আসে। একটা হচ্ছে ইরি আরেকটা হচ্ছে আমন। আর ধান কাটা হয় কাস্তি দিয়ে। আর প্রাচীন কাল থেকেই কাস্তি দিয়ে কৃষকরা ধান কেটে আসতেছে। বর্তমানে প্রযুক্তির মাধ্যমে ধান কাটার মেশিন বের হয়ে। যা কৃষকদের জন্য সুবিধা অসুবিধা দুইটায় রয়েছে। দিনমজুর কৃষকরা ধান কেটে কাধে করে নিয়ে আসে। এর পরে ধান মাড়াই করে রোদে শুকিয়ে নেয়।এই ছিল আজকের ইরি ধান কাটা নিয়ে কিছু আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনপার্বতীপুর

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোনো ধান আবার অগ্রিম হয় আবার কোনো দান পরে হয়। তবে যেগুলা দান দেরিতে হয় সেই ধানে রোগ কম হয়।

ধান বানান বেশ কয়েক জায়গায় ভুল আছে ঠিক করে নেন।
ধান কাটার দৃশ্য নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন।লিখেছেন মোটামুটি ভালো।ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য

ঠিক করেছি। ধন্যবাদ ভাই

আপনি কৃষকদের ধান কাটা এবং সেই ধান ঘরে নিয়ে আসার ছবিসহ আমাদের সামনে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। একটি বাঁশের দুই প্রান্তে ধান গাছ নিয়ে সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে যা আপনার ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট করার জন্য।

ধন্যবাদ আপু

বর্তমান সময় হচ্ছে ধান কাটার মৌসুম। এই সময় মানুষ ঘরে ঘরে তাদের ইরি ধান তোলে। ধান কাটা নিয়ে খুব সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

Loading...

বাংলাদেশে ইরি ও আমন এই দুই ধরনের মৌসুমে ধান চাষ করা হয়। বর্তমান সময় হচ্ছে ইরি ধানের মৌসুম। আর ইরি ধানের মৌসুম নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট আমাদের। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

বাংলাদেশ বছরে দুইটি ধান কাটার মৌসুম আসে। একটা হচ্ছে ইরি আরেকটা হচ্ছে আমন।

আপনি ঠিক বলেছেন।

ধান কাটার থেকে ধানের আটি কাধে করে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই বেশি কষ্টকর।

ধন্যবাদ ভাই

Feedback / Observation

বর্তমান এই সময়টা কৃষকেরা অনেক ব্যস্ত দিন পার করছে। কেননা তারা এই সময় টা ধান কাটার কাজে ব্যবহার করছে। দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। সুন্দর লিখেছেন। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান আমাদের সোনালী শস্য। ধান কাটা নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। কৃষক অনেক কষ্ট করে তাদের সোনালী ফসল ঘরে তোলে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

ধান কাটার দৃশ্য নিয়ে খুব সুন্দর একটি পোস্ট সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

Wonderful snap shot friend. I have never really seen this kind of work done in the field. But you have presented it vividly in this article. Thank you for sharing it with us!

ধান নিয়ে সুন্দর সুন্দর তথ্য উপস্থাপন করেছ ভাইয়া। আপনার পোস্টটি পড়ে অনেক ভালই লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো বেশি দারুন হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।