দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মোহনপুর রাবার ড্যাম

in hive-131369 •  last year  (edited)
প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুল্লিলাহ্ আল্লাহ তায়া’লার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজকে আমি দিনাজপুরের মোহনপুর রাবার ড্রাম নিয়ে একটি পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ। চলেন তাহলে শুরু করি,

কভার ফটো

PhotoCollage_1685552141623.jpg

মোহনপুর রাবার ড্রাম
IMG-20230530-WA0015.jpg

দিনাজপুর জেলায় চিরিরবন্দর থানায় শংকরপুর উইনিয়নে মোহনপুর আত্রাই নদীর উপরে এই রাবার ড্যাম টি অবস্থিত।এই রাবার ড্যামটি চালু করা হয় ২০১৩ সালে। এই রাবার ড্যাম দেয়ায় চিরিরবন্দর কয়েকটি গ্রামের মানুষের অনেক সুবিধা হয়েছে। রাবার ড্যামটি সরকারের পহ্মে থেকে বাজেট করা হয়েছে।

IMG-20230530-WA0027.jpg

দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে এই দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মোহনপুর রাবার ড্যাম। বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে মানুষরা। এই রাবার ড্যামে গোসল করাও যায়। বেশির ভাগ লোকেরা আসে গোসল করতে। আমিও বেশ কয়েকবার এই রাবার ড্যামে গোসল করছি। এই রাবার ড্যামে গোসল করার সময় প্রায় প্রতি বছর একটা করে ছেলে পানিতে ডুবে মারা যায়।

IMG-20230530-WA0076.jpg

প্রায় কয়েক বছর থেকে যাওয়া হইনি রাবার ড্যামে। তাই কায়েকদিন আগে ভাবলাম যে, বন্ধু,বান্ধবীদের পরিহ্মা শেষ হয়েছে তো ওদের সাথে যাবো। একদিন আগে ওদের সাথে রাবার ড্যামে ঘুরতে গেলাম। আমার বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে এই মোহনপুর রাবার ড্যাম। অবশেষে রাবার ড্যাম চলে আসলাম। এসে দেখি রাবার ছেড়ে দেয়া। হালকা করে পানি নিচে নামতেছে। এই পানিতে অনেক ছেলেরা গোসল করতেছে।

IMG-20230530-WA0038.jpg

আমি আর আমার বন্ধু নিচে নেমে গেলাম। আর বান্ধুবীদের উপরে রেখে আসলাম। নেমে বন্ধুর সাথে কয়েকটা ফটো নিলাম।এবং আমার বন্ধুর কয়েকটা সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলাম। যেহেতু পানি বেশি নাই সেই জন্য নিচে হাঁটতে পারতেছি। কিছুহ্মন পরে একটা বান্ধবী যেদ ধরে বসলো যে, সে নাকি নিচে নামবে। শেষমেষ সে নিজেই নিচে নেমে আসলো।

IMG-20230530-WA0016.jpgIMG-20230530-WA0015.jpg
IMG-20230530-WA0067.jpgIMG-20230530-WA0069.jpg
IMG-20230530-WA0018.jpgIMG-20230530-WA0017.jpg
IMG-20230530-WA0012.jpgIMG-20230530-WA0002.jpg

এই রাবার ড্যামের পূর্ব পাশে দুইটি দোকান ও একটি মসজিদ আছে। অনেক জন ঘুরতে যেয়ে নামাজ পড়ে। আর পশ্চিম দিকে রয়েছে বেশি কয়েকটি দোকান। যেমন,ফুসকা,আচার,চানাচুর মাখা, ও একটি আইসক্রিম এর দোকান আছে। মোহনপুর ব্রিজ ও অনেক বড়। মোহনপুর ব্রিজ এর নিচে অনেকে জাল ও শিপ দিয়ে মাছ ধরে। একটি লোক শিপ দিয়ে বাইন মাছ পয়েছে। এখানে কেউ কেউ শিপ দিয়ে নাকি বোয়াল মাছ ও পেয়ে থাকেন। আর নদীর মাছ খেতে অনেক ভালো লাগে। তাই যারা ঘুরতে আসেন,তারা মাছ ক্রয় করে নিয়ে যায়। এই ছিল আজকের মোহনপুর রাবার ড্যাম নিয়ে বিস্তারিত আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনচিরিরবন্দর,মোহনপুর রাবার ড্যাম।

আল্লাহ হাফেজ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি দিনাজপুর যাওয়ার সময় প্রায় সময় এই রাবার ড্রামে অনেক মানুষের ভিড় দেখতে পাই এবং সেখানে প্রায় মানুষের নৌকায় চলাচল করতে দেখতে পাওয়া যায়। আপনার পোষ্ট করার মাধ্যমে জানতে পারলাম যে এই রাবার ড্রাম ২০১৩ সালে থেকে শুরু হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

শুকরিয়া ভাই 🥰🥰

মোহনপুর রাবারড্যাম নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম।এর আশেপাশের পরিবেশও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

মোহনপুর রাবার ড্রামে জীবনে একবার গিয়েছিলাম৷ এই জায়গাটি বেশ বিপদজনক৷ মাঝে মাঝে এখানে মানুষ মারা যায় শুনছি৷ আমাদের সৈয়দপুরে একভাই মারা গিয়েছে ঐখানে গোসল করতে নেমে।

একটা কথা কিভাবে জানেন বাঙালি বুঝে কম চিল্লায় বেশি। ওইখানে নির্দেশনা দেওয়া থাকে কোন সময় বা কোন মাসে এখানে গোসল করার উপযোগী সেটা সুন্দরভাবে দেয়া আছে। আপনি যদি নির্দেশ অমান্য করে বর্ষাকালে প্রচন্ড স্রোতে গোসল করতে যান তাহলে তো আপনি মারা যাবেন। আর এই নদীটি তো ছোট না বিশাল তাই লোকজন মারা যায়।

ধন্যবাদ

মেহেরপুরের রাবার ড্যাম নিয়ে খুব সুন্দর একটা পোস্ট লিখেছেন। ছবি দেখে মনে হলো জায়গাটা অনেক সুন্দর। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন,আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

এই জায়গার নাম জীবনে বহুবার শুনে ছি কিন্তু কখনো যাওয়া হয়নি। যতবার যাওয়ার প্লানিং করতাম কিছু না কিছু ভাবেই সেই প্ল্যানিং ভেঙ্গে যেত সেই থেকে আর কখনো যাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

মোহনপুর রাবারড্যাম নিয়ে অসাধারণ একটি পোস্ট লিখেছেন আপনি। আমি চার বার গেছি এই রাবারড্যামে ঘুরতে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ

Loading...

মোহনপুর রাবারড্যাম নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আমি একবার গিয়েছিলাম। অনেক সুন্দর একটি জায়গা। ফটোগ্রাফি ধারণ করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ

গত রোজার ঈদে এই মোহনপুর রাবার ড্রামে গিয়েছিলাম। এটি বর্তমানে এখন দর্শনী স্থান নামে পরিচিত। বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন ভ্রমন করতে আসে নিরবতা নদীর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে।

@md-sajalislam.

20230511_105644__01.jpg

ধন্যবাদ

মোহনপুর রাবারড্যাম দেখার সৌভাগ্য আমার বেশ কয়েকবার হয়েছে।জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে,এক কথায় অসাধারণ। চমৎকার ফটোগ্রাফি করেছেন। লিখেছেন অনেক ভালো।শুভকামনা রইল আপনার জন্য

শুকরিয়া বড় ভাই 🖤🥀

আগে মাঝে মাঝেই এই রাবার ডেমটি দেখতে মোহনপুর যেতাম। তবে এখন আর আগের মত যাওয়া হয় না। এই ডেমে গিয়ে সিঁড়ি মত যে ঢালু পাথর বসানো আছে সেদিক দিয়ে নীচে নেমে পানিতে পা ভিজিয়েছি কিন্তু কিছু দূর্ঘটনা ঘটার পর থেকে আর যাওয়া হয় না সেখানে। ধন্যবাদ আপনাকে।

শুকরিয়া আপ্পি 🥰🥀

রাবার ড্যামে ২ বার গিয়েছিলাম। এটি একটি জনপ্রিয় জায়গা, যেখানে অনেক মানুষ ঘুরতে যান। তবে রাবার ড্যামটিতে না নামাই ভালো। এখানে একবার দুর্ঘটনা হয়েছিল। ছবিগুলো ভালো তুলেছেন।

শুকরিয়া ভাই ❤️🥀

মোহনপুর রাবার ড্রাম দেখতে অনেক সুন্দর। আমি সেখানে দুইবারের মতো গিয়েছিলাম কিন্তু সেখানে গোসল করার ভাগ্য হয়েছিলো একবার। সেখানে গোসল করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

এখন গেলে গোসল করতে পারবেন। ধন্যবাদ

মোহনপুর রাবার ড্যাম এখন দিন দিন জনপ্রিয় হয়ে গেছে। মোহনপুর রাবার ড্যাম দেখার জন্য অনেক মানুষ আসে, আমি আজ থেকে প্রায় ১ বছর আগে গেছিলাম। আপনি মোহনপুর রাবার ড্যাম নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

Feedback / Observation

মোহন পুর রাবার ড্যাম আশে পাশে মানুষের কাছে অনেক জনপ্রিয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে ঘোরাঘুরি করার জন্য। তবে জায়গা টি অনেক সুন্দর এবং নিরিবিলি পরিবেশে। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ ভাই

মোহনপুর রাবার ড্যাম নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। এটি চিরিরবন্দর উপজেলায় অবস্থিত।এখানে বিভন্ন জেলার মানুষ ঘুরতে আসে।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

মোহন পুর রাবার ড্যাম বেশ জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে ঈদের সময় অনেক মানুষের সমাগম হয়।আমিও কয়েকবার গিয়েছিলাম ঘুরতে এখানে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই