শৈশবের স্মৃতি বিজড়িত ফল বনকাঁঠালsteemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago  (edited)

আজ শুক্রবার
৯ জুন ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টীম বাসী সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের শৈশবের স্মৃতি বিজড়িত ফল বনকাঁঠাল নিয়ে লিখবো এবং দেখাবো আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করি।

IMG_20230403_094222_61.jpg
বনকাঁঠাল

আমি গ্রামের ছেলে, গ্রাম আমার রক্তে। সব সময় গ্রামের সৌন্দর্য এর প্রতি আকৃষ্ট হই বেশি। শৈশবে বনকাঁঠাল ছিল আমাদের প্রিয় একটি ফল। আমাদের গ্রামের কয়েকটা বনকাঁঠাল গাছ ছিলো যার ফল অনেক সুস্বাদু। ছোট বেলায় এই বনকাঁঠাল গাছ থেকে এই বনকাঁঠাল চুরি করা ছিলো আমাদের কাজ, কয়েকজন বন্ধু মিলে এই বনকাঁঠাল চুরি করতাম।

IMG_20230403_094419_452.jpg
IMG_20230403_094407_816.jpg

শৈশব অনেক মজার ছিলো শৈশবে কাটানো প্রতিটি মুহূর্ত ভূলার নয়। এই বনকাঁঠাল গাছ এ উঠতে গিয়ে আমার এক বন্ধুর গাছ থেকে পড়ে হাত ভেঙ্গে যায়। আজে সেই হাত ভালো হয়নি। দূরন্তপণা এর মূল কারণ। আজ কাজ করতে যাচ্ছি দেখতে পেলাম আমার অফিস এ বনকাঁঠাল, আমার কালি মাখা হাতে লোভ সামলাতে পারলাম না, ছবি তুলে নিলাম।

IMG_20230403_094336_837.jpg

সবুজের বুকে যেনো এক টুকরো হলুদ। অনক প্রজাতির আছে এই বন কাঁঠাল গাছ । অনেক এ আবার এটাকে ডেওয়া ফল হিসাবেও চিনে, টক মিষ্টি ফলটি সবার পছন্দের। ছোট বড় সবাই এই ফল পছন্দ করে থাকেন। গাছে সবুজ পাতার ডালে ডালে হলুদ রঙ্গের ফল দেখতে বেশ ভালো লাগে।

IMG_20230403_094215_470.jpg

এই গাছ আকারে অনেক বড় হয় ফল হয় ছোট। তবে ছোট ফল গুলো অনেক সুস্বাদু হয়। গ্রাম অঞ্চল এর গাছপালা ধ্বংসের কারণে এসব বন কাঁঠাল গাছ বিলুপ্ত প্রায়।

IMG_20230403_094233_724.jpg

গাছ রোপণ এর উপযুক্ত সময় বর্ষাকাল, তাই এ গাছ রোপণ করা দরকার, দেখতে অদ্ভুত খেতে টক মিষ্টি এই ফলের অনেক গুনাগুন রয়েছে, ওজন কমাতে সাহায্য করে এই ফল। এ ফল গাছ শহরে দেখা না মিললেও গ্রামে হয়তো ২-১ গাছ চোখে পড়ে। মাঝে মাঝে গ্রামএর বাজারে এই ফল দেখতে পাওয়া যায়। কেমন লাগলো বনকাঁঠাল নিয়ে আমার এই সামান্য লেখাটা তা কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
ফোন সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণবনকাঁঠাল
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এগুলোকে দেউয়া বলে। এগুলোর ভিতরে অংশ কাঁঠালের মতো প্রায়। কিন্তু স্বাদ সম্পূর্ণই আলাদা। এটা আমার খুবই ভালো লাগে। কিন্তু সব সময় হাতের কাছে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ আপনাকে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

বনকাঁঠাল গাছ আমাদের ছিল। তবে বর্তমান সময়ে গ্রামগঞ্জে এই বনকাঁঠাল গাছ তেমন আর চোখে পড়ে না। বনকাঁঠাল গাছ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

বুনো কাঁঠাল বা স্থানীয় ডেউয়া ফল আমার খুব প্রিয় ফল।এটি বাজারে খুব বেশি একটা কিনতে পাওয়া যায় না। আর গাছ থেকে পারার পর খুব দ্রুত এটি পেঁকে নষ্ট হয়ে যায়। একদিনের বেশি এই ফলটি সংরক্ষণ করা যায় না। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

বনকাঁঠাল আমি বেশ কয়েকবার খেয়েছি ভাই। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনার পোস্ট দেখে ভাই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বর্তমানে এই বন কাঁঠাল আর খুব একটা দেখা যায় না। ভালো লিখেছেন শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Feedback / Observation

বন কাঁঠাল অবশ্য আমি নিজে কখনও খায় নি। তবে বন কাঁঠাল এর দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করেছেন। সুন্দর লিখেছেন বস। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আমরা যারা গ্রামে বসবাস করেছি তারা সবাই এই ফলের সাথে পরিচিত। আমরা এই ফলটিকে গ্রামে চিনে থাকি ডাউয়া নামে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

বনকাঁঠাল আমি বেশ কয়েকবার খেয়েছি। এটি খেতে আসলেই অনেক সুস্বাদু। আমার বড় দাদুর বাগানে এই রকম একটি বনকাঁঠালের গাছ আছে।আপনার তোলা বনকাঁঠালের ছবওগুলো অনেক সুন্দর হয়েছে। বনকাঠাল নিয়ে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

বনকাঁঠাল নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। এই ফলটি খেতে অনেক সুসাদু। তবে এই ফলটি তেমন একটা দেখা যায় না বা পাওয়া যায় না। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

ডেউয়া ফল বেশ চমৎকার একটি ফল।এই ফলের পুষ্টি গুণ অনেক। আমাদের এলাকায় মাত্র দুটি গাছ রয়েছে। এগুলো গাছ এ ফল ধরেছে অনেক।এগুলো বেশ মজা লাগে টক মিষ্টি স্বাদের।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

আমাদের গ্রামে আমার একটু বনকাঁঠালের গাছ ছিলো ভাইজান। আমরা প্রায় সময় চুরি করে খাইতাম। কিন্তু বর্তমানে এই গাছ দেখতে পাওয়া যায় না। আমাদের আঞ্চলিক ভাষায় এই ফলটিকে ডাউয়া বলে থাকি আমরা।আসলেই ভাই ডালে ডালে হলুদ ফল দেখে ভালই লাগে।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আমাদের এই দিকে নদীর ধারে এই বন কাঁঠালের একটি গাছ ছিল। ঠিক নদীর ধারে হওয়ার কারণে সেখানে যেতে অনেক ভয় লাগতো।যখন ছুটি পেতাম বন্ধুরা সবাই মিলে চলে যেতাম সেখানে গিয়ে বন কাঁঠাল পাড়াতাম এবং খেতাম। সেই স্মৃতিটুকু মনে করিয়ে দিলেন আপনি ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

এই ফলকে আমাদের গ্রামের বাড়িতে ডাউয়া বলে৷ এটা অনেকটা টক ও মিষ্টি স্বাদের হয়৷ আমার নানীবাড়িতে একবার খেয়েছিলাম৷ মজাই লাগছিলো খেতে।