সৈয়দপুরের সুনামধন্য হোটেল তাজিরের মোরগ পোলাও এর রিভিউ

in hive-131369 •  last year 

আজ শুক্রবার
১ সেপ্টেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম।
প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা । আজকে আমি নীলফামারী সৈয়দপুরের সুনামধন্য তাজির হোটেলের মোরগ পোলাও এ রিভিউ দিতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক।

IMG_20230818_222607_021.jpg
🐓🍛মোরগ পোলাও 🍛🐓

বাঙ্গালী ভোজন রসিক, তাইতো সব সময় কিছু না কিছু খাওয়াই হয়। তেমনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাঁচমাথা মোড়ে গড়ে উঠেছে সুনামধন্য তাজির হোটেল, যে হোটেলের খাবার অনেক সুস্বাদু। দূর দূরান্ত থেকে লোক আসে তাজির হোটেলে খাওয়ার জন্য। এ হোটেলে বিরিয়ানির অনেক সুনাম রয়েছে। এবং কি মোরগ পোলাও এর ও অনেক সুনাম রয়েছে।

IMG_20230818_222604_824.jpg
IMG_20230818_222557_679.jpg

তাই আমি তাজির হোটেলের স্বাদ নেওয়ার জন্য, ছুটে চলে গেলাম সৈয়দপুর তাজির হোটেলে। মোরগ পোলাও খাওয়ার জন্য। অনেকদিন যাবত মোরগ পোলাও খাওয়ার ইচ্ছে ছিলো। কিন্তু যাওয়া হয়না আর খাওয়াও হয় না। তাইতো সময় করে বেরিয়ে গেলাম তাজির হোটেলের মোরগ পোলাও খেতে। এখানে ফুল প্লেট মোরগ পোলাও এর দাম ৩০০ টাকা, এবং হাফ প্লেট এর দাম ১৬০ টাকা।

IMG_20230818_222549_685.jpg

সুগন্ধি বাসমতি চালের ঝরঝরে পোলাও সাথে মোরগের লেগ পিস আহা খেতে অসাধারণ। এতটাই সুস্বাদু যে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। সাথে রয়েছে একটি ডিম এবং সালাদ। কিছুদিন আগে আমাদের কমিউনিটির মিটআপ ছিলো। সেই মিটআপ এ আমি আর তৌফিক ভাই , সৈয়দপুরের তাজির হোটেল থেকে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম।

IMG_20230818_222535_093.jpg

আমাদের সকল মেম্বারের জন্য। সুনামধন্য এই তাজির হোটেলের বিরিয়ানি খেয়ে আমাদের মেম্বাররা সবাই খুশি। আমরা প্রথমে বিরিয়ানি নিয়ে ভ্যানে করে পার্বতীপুর গিয়েছিলাম। আমাদের মিডআপটা ছিলো পার্বতীপুর ক্যানেলে।

IMG_20230818_222548_123.jpg

তবে একটা আফসোস আমাদের সকল মেম্বার আসতে পারে নাই, অনেক মেম্বার ব্যস্ত ছিলো, শামীম ভাই এসেও চলে গিয়েছিলো, তার এক বন্ধুর বাবা মারা গিয়েছিলো সেই জন্য । আমরা যারা ছিলাম তাদের মধ্যে আমি, তৌফিক ভাই, শোহানুর ভাই, সজল ভাই, ময়নুনা ভাই, রুহুল আমীন ভাই, কবির ভাই, রিমন ভাই। সেখানে মিট আপ শেষে আমরা বিরিয়ানি খেয়েছিলাম । সেই বিরিয়ানিটা আমার কাছে খুবই সুস্বাদু লেগেছিলো। সেই জন্যই মূলত আমি মোরগ পোলাও এর স্বাদ নেওয়ার জন্য তাজির হোটেল গিয়েছিলাম।

IMG_20230818_222531_558.jpg

এখন মানুষ ভালো খাবার সব সময় পছন্দ করে, যতই দাম হোক না কেনো। যদি ভালো মানের খাবার খেতে চান, তাহলে অবশ্যই সৈয়দপুরে চলে আসবেন। তাজির হোটেলের বিরিয়ানি অথবা মোরগ পোলাও খেতে। যদি আপনারা পার্বতীপুর থেকে ট্রেনে করে আসেন, তাহলে স্টেশন নেমে ১০ টাকা দিয়ে রিক্সা নিয়ে চলে যাবেন পাঁচমাথা মোড়ে, হাতের বা পাশেই দেখতে পাবেন বিখ্যাত তাজির হোটেল। যে হোটেলে সব সময় ভিড় জমে থাকে।

IMG_20230818_222527_635.jpg

আর যদি বাসে করে আসেন, তাহলে টার্মিনাল নেমে, সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসবেন পাঁচমাথা মোড়ে। কার কার মোরগ পোলাও পছন্দ, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগলো আমার এই মোরগ পোলাও রিভিউ সেটাও কমেন্টের এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারও লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলঃTECNO CAMON 16 PRO
ধরণমোরগ পোলাও রিভিউ
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)

তাজিরের মোরগ পোলাও আমার খুবই প্রিয় ভাইয়া। তাজিরের মোরগ পোলাও খেতে "সেই স্বাদ" মাঝে মাঝে তো বন্ধুদের কাছে বলে থাকি। এত স্বাদ ক্যা, বন্ধুরাও বলে, ঠিকই বলছিস মামা কেমনে কি। সত্যি ভাইয়া তাজিরের মোরগ পোলাওয়ের তুলনা হয় না। আপনি ঠিকই বলেছেন এখন মানুষ সবসময় ভাল খাবার খোঁজে। দামে কোন ব্যাপার না খাবার ভালো হলেই হয়। তাজিরের মোরগ পোলাও নিয়ে অনেক সুন্দর রিভিউ দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাই

!upvote 40


🎁🏆 Participate in in contests promoted by the "Seven Network" Community🎁🏆.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven). Also your post was promoted on Twitter by the account josluds

the post has been upvoted successfully! Remaining bandwidth: 0%

Thank you so much

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Thank you very much

জ্বি ভাইয়া নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পাঁচমাথা মোড়ে গড়ে ওঠা সুনামধন্য তাজির হোটেল আসলেই অনেক বিখ্যাত। কারণ এই হোটেলের নাম অনেকেই জানে, এবং এই হোটেলের প্রত্যেকটি খাবার অনেক সুস্বাদু এবং মজাদার। আমরা বন্ধুরা মিলে মাঝে মাঝে এই তাজির হোটেল খেতে যাই খাওয়ার মজায় আলাদা। ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাই

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ ভাই

  ·  last year (edited)

তাজির হোটেলের এই বিরিয়ানি অনেক বিখ্যা। বিরিয়ানি বাংলাদেশের মানুষের প্রায় সবার একটি পছন্দের খাবার। আপনার বিরিয়ানির রিভিউ দেখে খেতে ইচ্ছে করতেছে। বিরিয়ানি খেতে আমাকে অনেক ভালো লাগে। দোকানের লোকেশন জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই

তাজির হোটেলে বিরিয়ানি এবং গরুর মাংস দুইটাই অনেক বেশি জনপ্রিয় খাবার। আমি দুইবার তৌফিক ভাইয়ের সাথে গিয়েছিলাম। তারা অনেক ভালো মানের খাবার বানায়। আপনি দেখি মোরগ পোলাও খেয়েছেন ভাইয়া। আমার কাছে তাদের বানানো খাসির কাচ্চি বিরিয়ানি অনেক ভালো লাগে। মিটআপের দিনের সময় গুলো অনেক সুন্দর কেটেছে। শেষ অবধি শুধু শামিম ভাই থাকতে পারেনি অনেক মিস করেছে।

ধন্যবাদ ভাই

তাজির উদ্দিন হোটেল সৈয়দপুরের সবচেয়ে নামকরা হোটেল। এখানে সর্বপ্রথম আমার এক বন্ধু ও বড় ভাই @sohag01 আমাকে বিরিয়ানি খাওয়ায়। তারপর থেকে মাঝে মাঝে আমিও সেখানে যাই। আগে হাফ প্লেটের দাম ছিলো ১২০ টাকা এখন ১৬০ টাকা হয়েছে। অ এক বেড়ে গেছে দেখছি।

ধন্যবাদ ভাই

বেশ কয়েক মাস আগেও মোরগ পোলাও ছিল আমার অত্যন্ত পছন্দের খাবার। এখনো মোরগ পোলাও আমার পছন্দ তবে আগের মত মোরগ পোলাও খাওয়ার ক্রেভিং হয় না। এখন মোরগ পোলাও খাওয়ার চেয়ে বিরিয়ানি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এটা কেই মনে হয় বলে মুড সুয়িং (হা হা হা) । ধন্যবাদ আপনাকে এই রিভিউ পোস্টটি উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপু

মোরগ পোলাও আমার অনেক পছন্দের একটি খাবার। ভবিষ্যতে যদি কোনদিন যাই তাহলে অবশ্যই তাজিরের মোরগ পোলাও ট্রাই করব। তাজিরের মোরগ পোলাও সম্পর্কে খুব সুন্দর লিখেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর উপস্থাপন করছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

সৈয়দপুর তাজির বিরিয়ানি হোটেলটি বেশ সুনামধন্য একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় বেশ চমৎকার ও সুস্বাদু সব ধরনের বিরিয়ানি পাওয়া যায় আর খেতে বেশ ভালই।আমরাও কয়েকবার এই তাজিরের বিরিয়ানি খেয়েছি ভাই। একা একা খেলে হবে ভাই আমাদের ও দাওয়াত করিয়েন।🫣

চলে আসবেন ভাই 🥰

সৈয়দপুরের সবচেয়ে জনপ্রিয় একটি হোটেল হলো তাজির উদ্দিন হোটেল। এই হোটেলে আমি অনেক কয়েকবার গিয়েছি। এখানকার খাবারের মান অনেক সুন্দর। তবে এখানাকার বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু ও মজাদার।

ধন্যবাদ ভাই

তাজির হোটেল এর মোরগ পোলাও আমার ও অনেক পছন্দের। সুন্দর রিভিউ দিয়েছেন আপনি।