ছাতা যা রোদ বৃষ্টির একমাত্র ভরসা

in hive-131369 •  2 years ago 

আজ সোমবার
১৯ জুন সোমবার

আসসালামু আলাইকুম

প্রিয় স্টীম বাসী সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ছাতা সম্পর্কে বলবো, রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে যে ছাতা। সেটা দেখানোর চেষ্টা করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

IMG_20230619_083457_256.jpg
⛱️☂️☔ছাতা☔☂️⛱️

ছাতা আমাদের একটি প্রয়োজনীয় মাধ্যম, বৃষ্টিতে যখন বাহিরে যাওয়ার প্রয়োজন পরে, তখন ছাতা ছাড়া বাহিরে বের হওয়া যেন অসম্ভব। বৃষ্টির পানি থেকে ছাতা মানুষকে রক্ষা করে। একটি প্রবাদ আছে, বৃষ্টির দিনে ছাতা, আর শীতের দিনে কাঁথা,যে দান করে সে সর্বোচ্চ দাতা।

IMG_20230619_083233_072.jpg
IMG_20230619_083231_556.jpg

এখন বর্ষাকাল, আকাশ প্রায় সবসময় মেঘলা থাকবে, যেকোনো সময় বৃষ্টি নেমে আসবে। তাই ঘরের বাইরে যেতে হলে অবশ্যই ছাতা নিয়ে যেতে হবে। সেটা আপনি বাজারে কিংবা অফিসে যে জায়গায় যান না কেনো ছাতা লাগবেই। বৃষ্টি অনেকের ভালো লাগে, বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করতে অনেকেই বাড়ির ছাদে উঠে , গ্রামের মানুষ মাঠে বৃষ্টি উপভোগ করে।কিন্তু কোথাও যেতে হলে আপনার শরীরে পোশাক যদি বৃষ্টিতে ভেজাতে না চান তাহলে আপনাকে অবশ্যই ছাতা রাখতে হবে। তেমনি কিছু মানুষ তাদের কর্মস্থলে ছুটে চলেছে ছাতা মাথায় দিয়ে। কেউবা আবার সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে।

IMG_20230619_083159_372.jpg
IMG_20230619_083157_191.jpg
IMG_20230619_083133_532.jpg
IMG_20230619_083132_866.jpg

বৃষ্টি ভেজা সকালে অনেকে বাজারে যাচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, বৃষ্টি থেকে বাঁচতে একমাত্র ভরসা ছাতা। এখন হঠাৎ করেই আকাশ মেঘলা থাকবে। তাই যে যেখানেই বের হন না কেনো। ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন। ছোট ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে, বৃষ্টির জন্য ছাতা মাথায় দিয়ে তারা সাইকেল চালিয়ে যাচ্ছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো।

IMG_20230619_083145_366.jpg

বৃষ্টি এলে আমি নিজেই স্কুল ফাঁকি দিতাম, পরের দিন যখন স্কুলে যাইতাম, স্যার জিজ্ঞেস করলে বলতাম বৃষ্টি ছিল তার জন্য আসতে পারি নাই। স্যার যখন বলতো কেনো বাড়িতে ছাতা ছিল না। বলতাম না স্যার বাড়িতে ছাতা ছিল না। বৃষ্টিতে অনেক খুশি হতাম, ভাবতাম আজ স্কুলে যেতে হবে না। সেই সোনালী দিনগুলো আর ফিরে পাবার নয়। অনেক মিস করি সেই দিনগুলোকে।

IMG_20230619_083630_544.jpg
IMG_20230619_083639_862.jpg
IMG_20230619_083909_291.jpg
IMG_20230619_083903_585.jpg

এই মৌসুমে বাজারে অনেক ধরনের ছাতা পাওয়া যায়। বর্ষার সময় বাজারে বেশি ছাতা বিক্রি হয় । তাই বাজারে প্রায় দোকানে ছাতা কিনতে ক্রেতাদের ভিড় থাকে। রোদ থেকে বাঁচার জন্যও যেমন ছাতার দরকার পড়ে। ঠিক তেমনি বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতার প্রয়োজন হয়। তাই ছাতা আমাদের সকলের জীবনের প্রয়োজনীয় একটি মাধ্যম।

IMG_20230619_083455_546.jpg

এই লোকটার নাম সাইফুল, অনেক হাস্যোজ্জ্বল একটি মানুষ। এই ভাই রেলওয়েতে চাকরি করে। সকালে অফিসে আসার জন্য হরেক রকমের কালারের ছাতা নিয়ে এসেছে। যা সকলের নজর কেড়েছে। রংধনু রাঙ্গানো এই ছাতাটি। দেখে মন জুঁড়িয়ে যায়। তাই আমিও লোভ সামলাতে পারলাম না। ভাই এর অনুমতি নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। কেমন লাগলো ছাতা নিয়ে আমার এই সামান্য লেখাগুলো । সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার জীবনে যদি ছাতা নিয়ে কোন স্মৃতি জড়িয়ে থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই। আবারও লিখব অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণছাতা
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলেছেন রোদ বৃষ্টি যে এটাই আসুক না কেন ছাতা একমাত্র অবলম্বন।। গরম লাগলেও ছাতা প্রয়োজন আবার বৃষ্টির দিনেও ছাতা প্রয়োজন। ছাতা নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

রোদ আর বৃষ্টি থেকে আরাম পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ছাতা।ছাতা আমাদের গরমে বা বৃষ্টি সব গুলোতে কাজে আসে। আপনি দারুণ একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

এটা অবশ্য সঠিক কথা বলেছেন ভাই ছাতা ছাড়া রোদ এবং বৃষ্টি বাহির হওয়া অনেক মুশকিল ৷ রোদের সময়ও ছাতার প্রয়োজন এবং বৃষ্টির সময় ছাতা প্রয়োজন ৷ খুবই সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি ৷ ধন্যবাদ ভাই

আপনি চাইলে আমার ছাতা নাই আমাকে একটা ছাতা গিফট করতে পারেন😁😁😁

গিফট তো করাই যায়। সময় করে এসে নিয়ে যাইয়েন ভাই 😆

ছাতা একটি প্রয়োজনীয় জিনিস যা আমাদের প্রতিদিনের কাজে আসে। রোদ হোক কিংবা বৃষ্টি হোক ছাতার গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ছাতা আমাদের নিত্য প্রতিদিনের সঙ্গী বটে। রোদ আর বৃষ্টির হাত বাঁচতে হলে ছাতার প্রয়োজন। বর্ষাকালে বিশেষ করে ছাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ছাতা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে লাগে। বৃষ্টি হলে ছাতা ছাড়া বাহিরে যাওয়া সম্ভব হয় না। আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো।

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

রোদ কিংবা বৃষ্টি দুটো থেকেই রক্ষার একমাএ মাধ্যম হলো ছাতা।তবে বর্ষাকালে ছাতার গুরুত্ব বেশি থাকে।আপনার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আপনার পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

রোদ আর বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একমাত্র মাধ্যম হলো ছাতা।বর্ষাকালে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা বিশেষ ভুমিকা পালন করে। বর্ষাকালে আসলেই এই ছাতা নেয়ার উপচে পড়া ভীড় লেগে যায়। ছাতা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

বর্ষাকালে আমাদের পরম বন্ধু হচ্ছে এই ছাতা। ছাতা সঙ্গে করে রাখতেই হয়। প্রতিবছর ভাই আমার একটা থেকে দুইটা ছাতা হারায়। হয়তো চা খেতে যেয়ে দোকানে ফেলে রাখি বা গাড়ির মধ্যে ফেলে রেখে চলে আসি। ছাতা নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই, শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ঠিক বলেছেন ভাই, রোদে ও বৃষ্টিতে একমাত্র ভরসা ছাতা। ছাতা নিয়ে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার শেয়ার করা সাইফুল ভাইয়ের ছবিতে উনার হাতে যে ছাতাটি দেখা যাচ্ছে সেটি রংধনু ছাতা।এই রংধন ছাতাটি আসলে অনেক বড় । আমি একবার এই ছাতাটি হাতে নিয়েছিলাম এখন। এটি বেশ ভারী। ধন্যবাদ আপনাকে

ছাতা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রোদ কিংবা বৃষ্টিতে ছাতা না হলে আমাদের চলেই না। সাইফুল ভাইয়ের ছাতাটা দেখতে খুব সুন্দর।

ছাতা নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। এটা যেমন আমাদের রোদ থেকে রক্ষা করে তেমনি বৃষ্টি থেকে বাচতে হলেও এর বিকল্প নেই। বর্ষাকালে ছাতার ব্যবহার সবথেকে বেশী হয়ে থাকে।

ছাতা হল বর্ষাকালে আমাদের জীবনের এক অন্যতম সঙ্গী।ছাতা ছাড়া যেন চলাই যায় ন। সব সময় তো আর রেইনকোট গায়ে দিয়ে বাইরে বের হওয়া যায় না। বর্ষাকালে তাই আমাদের ছাতা ব্যবহার করতে হয়। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন তাই ফটোগ্রাফিকের খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

ছাতা বৃষ্টির সময় এক মাত্র ভরসা৷ কিন্তু আমার কাছে ছাতা থাকে না৷ আমি ছাতা বাইরে নিয়ে গেলে হারায় আসি। ছাতা আমাদের বর্ষাকালের বন্ধু। আর মাইয়ালু ছেলেদের আর মেয়েদের গরম কালের বন্ধু 🙂।

ছাতা আমাদের নিত্য দিনের সঙ্গী। কারন আমাদের সব প্রয়োজনে ছাতা ব্যবহার করা হয়।