আমার এলাকার শত বছরের পুরাতন বটবৃক্ষ

in hive-131369 •  last year  (edited)

আজ শনিবার
১২ আগষ্ট ২০২৩

আসসালামু আলাইকুম।

প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি আপনাদেরকে শত বছরের পুরাতন বটবৃক্ষ দেখাবো এবং বটবৃক্ষ সম্পর্কে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-08-12_13-07-55-603.jpg
কভার ফটো
ঐতিহ্যবাহী বটগাছ

পরিবেশগত দিক দিয়ে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ থেকে আমরা জ্বালানি পাই, প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ঝড় বৃষ্টি থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। গাছ আছে বলেই আমরা ছায়া পাই। আপনারা যে বট গাছটি দেখতে পাচ্ছেন এই বট গাছটির বয়স কেউ বলতে পারেনা।

IMG_20230423_163458_773.jpg

এই বট গাছটি আমার এলাকায় স্কুল মাঠে অবস্থিত। দাদার কাছে শুনেছি সেও নাকি ছোট সময় বট গাছটি এরকমই দেখেছিলো।এবং দাদা তার দাদার কাছে জিজ্ঞেস করেছিলো সেও নাকি এই বট গাছের বয়স বলতে পারে না। এই বট গাছ সমস্ত স্কুল মাঠ জুড়ে ছায়া দেয়। প্রচন্ড রৌদ্রের সময় এলাকার সবাই এই বট গাছের নিচে বসে ক্লান্তি দূর করে।

IMG_20230423_163540_510.jpg
IMG_20230423_163542_541.jpg
IMG_20230423_163504_074.jpg

এই গাছের মূল শিকড় এখনো খুঁজে পাওয়া যায় নি। শত শত বছর আগের এই গাছটি আমাদের গ্রামের ঐতিহ্যের সাক্ষী। ছোটবেলায় এই বট গাছে উঠে বটের ফল পারতাম। বটের ফল খেতাম, অনেক সুন্দর শৈশব ছিলো। শিকড় দিয়ে উঠতাম এবং শিকড় দিয়েই নেমে যেতাম। এই বট গাছের ফল পাখিদের খাবার। যখন বর্ষাকাল তখন সব জায়গায় পানিতে টই- টুম্বুর থাকে, তখন মানুষ এই গাছ থেকে পাতা নিয়ে যায় ছাগলকে খাওয়ানোর জন্য।

IMG_20230423_163508_842.jpg
IMG_20230423_163454_968.jpg

শুনেছি বটগাছে নাকি ভূত থাকে, তবে এই গাছে কোন ভূতের অস্তিত্ব পাওয়া যায়নি। কেউ এই গাছ থেকে ক্ষতির সম্মুখীন হয়নি । এটি আমাদের অনেক উপকারী একটি গাছ। এরকম পুরাতন গাছ খুব একটা দেখা যায় না, গাছ আমাদের পরিবেশ রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাই গাছ লাগানো উচিত। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছের বিকল্প নেই।

IMG_20230423_163510_945.jpg
IMG_20230423_163454_968.jpg
IMG_20230423_163521_089.jpg

গাছ আমাদের অমূল্য সম্পদ। অনেক গাছ আছে, যে গাছ বিনা পয়সায় আমাদের ফল দেয়। গাছের কাঠ দিয়ে মানুষ আসবাবপত্র তৈরি করে। গাছ ভূমিকম্প প্রতিরোধ করতে সাহায্য করে। তাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান। আপনার এলাকায় শত বছরের পুরাতন গাছ থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগলো আমার এই পুরাতন বট বৃক্ষ নিয়ে সামান্য লেখাটা সেটা কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলঃTECNO CAMON 16 PRO
ধরণঐতিহ্যবাহী বটগাছ
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানটাংগাইল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছবি দেখে মনে হচ্ছে গাছটির বয়স অনেক বছর। আমাদের এলাকায় ও একটি বড় বটগাছিল। আমি জন্ম হওয়ার পর থেকে দেখে আসতেছি। অনেক ধন্যবাদ সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার প্রতি।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি একদম ঠিক কথা বলেছেন ,গাছ আসলেই আমাদের অমূল্য সম্পদ। বট গাছ আমার অনেক পছন্দের একটি গাছ। বট গাছের ছায়া অত্যন্ত শীতল হয়। আপনি আপনার এলাকায় শত বছরের পুরনো বটগাছটি নিয়ে আপনার শৈশবের কাটানো কিছু কথাও আমাদের সাথে শেয়ার করেছেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার তোলা ছবিগুলোতেই দেখা যাচ্ছে যে গাছটি অনেক বড়।আমাদের এলাকায়ও এমন বেশ কিছু শতবর্ষী বটগাছ রয়েছে। এগুলো বিশাল জায়গা জুড়ে বিস্তীর্ণ থাকে। যা আমাদের ছায়া দেয়। আমরা এই গাছের শিকড়গুলো ধরে ঝুলতাম।গাছ মানব জীবনের অনেক উপকার সাধন করে।গাছ আমাদের ফল দেয়,বাঁচার জন্য অক্সিজেন দেয়।মানুষের জন্য গাছ তাদের সর্বস্ব বিলিয়ে দেয়।ছবিগুলো দারুন হয়েছে। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার পোস্টের মাধ্যমে এতো পুরনো একটি বটগাছ দেখতে পেলাম। গাছের ছবিগুলো দেখেই মনে হচ্ছে এটি অনেক পুরনো। বটগাছ আমাদের ছায়া দিয়ে থাকে।পরিবেশ রক্ষার জন্য গাছ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনার মতো আমিও শুনেছি বটগাছে ভূত থাকার কথা।আপনার এলাকার পুরনো বট গাছ নিয়ে শৈশবের অনেক স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করছেন। ধন্যবাদ ভাইয়া

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

এরকম বটবৃক্ষ বিভিন্ন জায়গায় দুই একটা দেখা যায়। এরকম বটবৃক্ষ আমাদের এলাকায় কালীবাড়ির পাশে একটা আছে সেটা এর থেকেও অনেক বড়। শত বছরের পুরাতন বটবৃক্ষ নিয়ে খুব সুন্দর উপস্থাপনার সাথে অসাধারণ ফটোগ্রাফি করেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

গাছ আমাদের বন্ধু। পরিবেশকে টিকিয়ে রাখার জন্য গাছের ভূমিকা অপরিসীম। বট গাছ আমাদের সবথেকে বেশি ছায়া এবং অক্সিজেন দিয়ে থাকে। এই গাছ দেখে তো মনে হচ্ছে ৩০০-৪০০ বছর বয়স। আমাদের এলাকায় এমন একটি বট গাছ আছে যেখানে সবাই গরমের সময় আরাম করে থাকে। ঠিক বলেছেন ভাই বট গাছ আমাদের লাগানো উচিত।

গাছ আমাদের এমন অমূল্য সম্পদ যেটা বলে বোঝানোর মত না। গাছ দিয়ে আমরা প্রতিনিয়ত অনেক উপকারিতা পাই। আর আপনার বটগাছটি দেখে মনে হইতেছে অনেক বছরের পুরনো একটি বটগাছ। বটগাছটি সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে বটগাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

গাছটি তো খুবই পুরাতন ভাইয়া। এমন গাছ আর এখন দেখাই যায় না খুব কম দেখা যায়। ঠিকই বলেছেন কাজ আমাদের অনেক উপকারে আসে। গাছের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেন দিয়েই আমরা বেঁচে থাকি। এবং গাছ প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতীক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জ্বি ভাইয়া আসলেই গাছ আমাদের অমূল্য একটি সম্পদ। আমাদের পরিবেশকে সুন্দর এবং টিকিয়ে রাখতে গাছপালার অবদান অনেক বেশি। কারণ গাছ আমাদের যে অক্সিজেন দেয় আমরা মানুষ সেই অক্সিজেন গ্রহণ করে আজ বেঁচে আছি আর এই গাছে যদি না থাকে তাহলে আমরা মানব জাতির ধ্বংস হয়ে যাব। অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমাদের দেশের অনেক অঞ্চলে এরকম বড় বড় বটবৃক্ষ দেখা যায়।যেগুলো অনেক বছরের পুরনো অনেকে ভয়ে রাতে সেই জায়গায় যেতে চায় না। আপনি আপনার এলাকার এই বট বৃক্ষ সম্পর্কে দারুন লিখেছেন ভাই। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

গাছ আমাদের বিশেষ একটি জিনিস। গাছ আমাদের অক্সিজেন দেয়।আপনার তোলা গাছটির ছবি দেখে মনে হচ্ছে অনেক পুরাতন একটি গাছ।আমাদের এলাকায় এইরকম একটা বট গাছ রয়েছে।বট গাছের মধ্যে কত খেলতাম।আপনার দাদার দাদা এই গাছের বয়স জানে না খুব অবাকের কাহিনী।আপনি সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।