ঐতিহ্যবাহী কালভার্ট

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম?
এবং আদাব?

আজ বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩

প্রিয় স্টীম বাসী সবাই কেমন আছেন?
আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের ঐতিহ্যবাহী কালভার্ট সম্পর্কে বলবো এবং দেখাবো আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করি।

Picsart_23-04-13_10-43-05-439.jpg
কভার ফটো
কালভার্ট

কালভার্ট বলতে পানি চলাচল করার মাধ্যমকে বুঝায় মানে এক স্থান থেকে অন্য স্থানে পানি স্থানান্তর করার জন্য এই কালভার্ট ব্যবহার করা হয়। কালভার্ট এর অনেক উপকারীদিক রয়েছে বর্ষার মৌসুমে যখন ফসলী জমি পানিতে তলেয়ে যায় তখন এই কালভার্ট এর মাধ্যমে নদীতে পানি স্থানান্তর হয়। এবং রাস্তা ভাঙ্গা রোধ করে এই কালভার্ট। যুগ যুগ ধরে এই কালভার্ট ব্যবহার হয়ে আরছে জনকল্যাণে।

IMG_20230413_080115_296.jpg

এই কালভার্ট গ্রামের ঐতিহ্য। গ্রামে সাধারণত কাচা রাস্তা। বর্ষাকালে যখন রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার মতো অবস্থা তখন এই কালভার্ট এর মাধ্যমে পানি নদীতে চলে যায়। ফলে মানুষের অনেক উপকার এ আসে এবং রাস্তা ভালো থাকে। এসব কালভার্ট ইট পাথরের তৈরি।

IMG_20230413_080122_658.jpg

এক সময় এসব কালভার্টের অনেক কদর ছিলো একসময়। এখন অযত্নে অবহেলায় পরে আছে যা দেখার কেই নাই। এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক ব্রিজ তৈরি হয়েছে যার জন্য এখন আর কালভার্টের তৈমন একটা প্রয়োজন হয় না। জীবনযাত্রার মান সহজ হওয়ার কারণে এক সব জায়গায় ব্রিজ যার কারণে এখন আর তেমনটা দেখা যায় না।

IMG_20230413_080105_336.jpg

আগের দিনে গ্রামগঞ্জে প্রতিটি রাস্তায় এ ধরনের কালভার্ট ছিল। ছোটবেলায় এই কালভার্ট দিয়ে যখন পানি যেতো সেই পানিতে মাছ ধরতাম। কত সোনালি দিন ছিল সেই দিনগুলো। ছোট ছোট জাল দিয়ে সারাদিন বন্ধুরা মিলে মাছ ধরতাম, সেই মাছ ধরে বাড়িতে নিয়ে আসার আনন্দে অন্যরকম ছিল। এখন আর সেই দিনগুলো নেই এখন কালভার্ট দেখা যায় না সেই সোনালী দিনগুলো দেখা যায় না।

IMG_20230413_080046_696.jpg

এখন এই কালভার্ট গুলো বিলীন হয়ে যাচ্ছে। মাটি গর্ভে হারিয়ে যাচ্ছে এসব কালভার্ট। যা এক সময় মানুষের জন্য অনেক উপকারী ছিল। কৃষকের শস্য বাঁচাতে, এবং মানুষের ঘরবাড়ি তুলিয়া যাওয়া থেকে রক্ষা করতে। এক সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কালভার্ট।

IMG_20230413_080054_820.jpg
IMG_20230413_080044_912.jpg

ছোট সময় আমরা খেলাধুলা করতাম এই কালভার্টের নিচে গিয়ে পলাতাম কত সোনালি অতীত কত সোনালী স্মৃতি। এই কালভার্টকে ঘিরে। বর্ষাকালে যখন এই কালভার্ট দিয়ে যখন পানি যেতো তখন শমশম একটা আওয়াজ শোনা যেত। সেই আওয়াজ শোনার জন্য সবাই ভিড় করত, এবং মাছ লাফালাফি করত সেই পানির সাথে। অনেকে কালভার্টের পানিতে জাল ফেলতো। আর যখন পানি একদম কম যেতো তখন মানুষ সেই পানিতে দারকি পেতে রাখতো মাছ ধরার জন্য। আর দারকিতে ছোট ছোট মাছ পাওয়া যেত। ছোট ছোট পোলাপান কালভার্ট থেকে লাফালাফি করতে পানিতে। আগে প্রত্যেকটা গ্রামেই ছিল এই কালভার্ট রাস্তাগুলো ভালো রাখার জন্য এবং ফসলি জমির উপকার করার জন্য। এখন কালভার্ট গুলোর উপরে হয়তো বাড়িঘর হয়ে গিয়েছে বা মানুষের দখলে চলে গিয়েছে। হয়তো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ছিটিয়ে ছড়িয়ে। এক সময় উপকারী কারভার্ট এখন হয়ে গেছে আমাদের বোঝা। এখন আর এই কালভার্ট দিয়ে পানি যায় না , এগুলো বন্ধ হয়ে গেছে ময়লা আবর্জনায়। এবং অনেক দখল হয়ে গেছে। ৯০ এর দশকের আগের মানুষ হয়ে কালভার্টগুলো চিনবেন। আমাদের গ্রামে আগে চার-পাঁচটা কালভার্ট ছিল। এখন আর সেগুলোর চিহ্ন খুঁজে পাওয়া যায় না। দুই পাশে হয়ে গেছে দখলি বাড়ি ঘর। পানি নামার রাস্তাটুকু হয়ে গেছে বন্ধ। বিকল্প হিসেবে তৈরি হয়েছে ব্রিজ। তাই এই কালভার্ট এখন সবার অবহেলার পাত্র। এই কালভার্ট অনেক শক্তিশালী ছিল। এতটাই শক্তিশালী যে হ্যামার মেরেও এগুলা ভাঙ্গা যায় না। কে কে কালভার্টের সাথে পরিচিত। তা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কার কার এলাকায় কালভার্ট ছিল সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কালভার্টকে ঘিরে যদি কোন স্মৃতি থাকে সেগুলো জানাবেন। আজ এ পর্যন্তই আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
লোকেশনঃ সৈয়দপুর
ডিভাইসঃ TECNO 16 CAMON PRO
আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

গ্রামীণ অঞ্চলে এসব কালভার্ট গুলো বর্তমানে বিলুপ্তির পথে। এসব কালভার্ট গুলো ব্যবহার করা হয় সাধারণত রাস্তাতে পানি যাওয়া আসা করার জন্য।বর্ষাকালে এসব কালভার্ট গুলো দিয়ে খুব দ্রুত পানি যায় দেখতে খুব ভালো লাগে। অনেকে কালভার্টের মুখে জাল লেগে দেয় যেন মাছ ধরতে পারে।খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

গ্রামাঞ্চলে কালভার্ট গুলো সচরাচর খুব কমই দেখা যায়। তবে এই কালভার্টের মাধ্যমে পানি সহজে নেমে যায়।তবে বর্ষাকাল সময়ে এই কালভার্ট গুলো আমাদের বিশেষ প্রয়োজন। কালভার্ট গুলো না থাকলে হয়তো পানি জমিয়ে থাকত আর মানুষের চলাচলের জন্য উপযোগী হতো না। আপনি কালভার্ট নিয়ে বেশ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল। শুভকামনা রইল ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

কালভার্ট বলতে সাধারণত পানি চলাচলের মাধ্যমকে বুঝায়। এই কালভার্ট গুলো বেশির ভাগ গ্রামাঞ্চলে দেখা যায়। বর্ষাকালে পানি জমে থাকলে কালভার্টের মাধ্যমে চলে যাবে। কালভার্ট নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আমাদের গ্রামের ও এই রকম একটি কালভার্ট ছিল কিন্তু এখন নেই। আপনার পোস্টটি পড়ে ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোট বেলায় স্কুল ছুটির দিনে এই কালভার্টের নিচে বসে খেলা করতাম। আপনি কালভার্ট নিয়ে সাজিয়ে গুছিয়ে অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কালভার্ট নিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের তুলে ধরার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আমি আমাদের গ্রামে এ ধরনের কালভার্ট দেখে নি কখনো। আপনার পোস্টটি পড়ে আমি জানতে পারলাম যে এগুলো এখন প্রায় বিলীন হয়ে গিয়েছে হয়ত এজন্যই এটি আমি দেখিনি।এই কালভার্ট ঘিরে যদি আমার কোন স্মৃতি থাকতো তবে তা অবশ্যই আমি এখানে শেয়ার করতাম। এই পোস্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

কালভার্ট আগে গ্রামের রাস্তায় দেখতে পাওয়া যেত। এখন কালভার্ট উঠিয়ে বড় পুল দিয়েছে। কালভার্ট হচ্ছে পানি চলাচলের মাধ্যম।এখনো গ্রামের ছোট ছোট রাস্তায় দেখতে পাওয়া যায়।আপনি কালভার্ট নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখছেন ভাই। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

কালভার্ট নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।এই কালভার্ট আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য। তবে আমাদের গ্রামে একটা কালভার্ট আছে।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

কালভার্ট বর্ষার মৌসুমে আমাদের অনেক উপকারে আসে বিশেষ করে আবাদি জমি জমার ক্ষেত্রে। কালভার্টের মাধ্যমে বদ্ধ জমি জমার পানি নদীতে কিংবা বড় বড় পুকুরে স্থানান্তর করা হয়। ধন্যবাদ ভাইয়া কালভার্ট সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

কালভার্ট নিয়ে অসাধারণ একটা পোস্ট করেছেন ভাই, গ্রাম অঞ্চলে এই কালভার্ট আগে খুব দেখা যেতো, আগে আমি দেখতাম রাস্তার পাশে এগুলো বসিয়ে রাখছে,আগে তেমন একটা ব্রিজ ছিল না যার কারনে এই কালভার্ট ব্যবহার করা হতো,এপার থেকে ওপার পানি যাওয়ার এক মাত্র মাধ্যম ছিল এই কালভার্ট,আপনি অনেক সুন্দর লেখছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

এই ব্রীজটি কি ভেঙ্গে গেছে?

এটা ব্রীজ নয় কালভার্ট, পানি চলাচলের এক মাধ্যম ছিল। এখন আর পানি চলাচল হয় না। পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ধন্যবাদ

ঐতিহ্যবাহী কালভার্ট গুলো প্রায় বিলুপ্তির পথে। পাকিস্তান আমল থেকে এই কালভার্ট গুলো আমাদের দেশে পানি পারাপারের জন্য ব্যবহার হয়ে আসছে। বর্তমানে কিছু কিছু জায়গা দেখতে পাওয়া গেলে সেগুলো নষ্ট অবস্থায় দেখা যায়। আপনি অনেক সুন্দর লিখেছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

এখন কালভার্ট খুব কম দেখা যায়। আগে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন এই কালভার্ট বেশি চোখে পড়তো। টিনের তৈরি কালভার্ট দেখেছি। এখন তো প্রায় সব জায়গায় ছোট ছোট সেতু তৈরি করে দেওয়া হয়। অনেক ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

এটা কি অনেক আগের?