কচুর লতি দিয়ে চিংড়ি এবং কাচকি শুঁটকির মজাদার রেসিপি।

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম।
এবং আদাব।

আজ শুক্রবার ২৮ এ এপ্রিল

প্রিয় স্টীমবাসী সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের সাথে হালকা কাচকি শুটকির মিশ্রনে কচুর লতির রেসিপি শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করি।

Picsart_23-04-28_11-14-33-797.jpg
কভার ফটো
🦐কচুর লতি দিয়ে চিংড়ি শুঁটকির রেসিপি🦐
উপকরণ
উপাদানপরিমাণ
কচুর লতিপরিমাণ মতো
চিংড়ি শুঁটকিপরিমাণ মতো
পিঁয়াজ কুঁচি১ কাপ
মরিচ ফালি৬ বা ৭ পিস
হলুদ গুড়ো১ চা চামচ
মরিচ গুড়ো১ চা চামচ
লবণপরিমাণ মতো
তৈলপরিমাণ মতো
জিরা গুড়ো১ চা চামচ
রসুন বাটাহাফ কাপ

এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে মজাদার চিংড়ি মাছের শুঁটকির সাথে কাচকি শুঁটকির সংমিশ্রণে কচুর লতি দিয়ে সুস্বাদু একটি রান্না শেয়ার করব আপনাদের মাঝে। তো আমি শুরু করতে যাচ্ছি।

ধাপ ১
  • যেহেতু আমার রান্নাটি শুটকি মাছ দিয়ে, তাই আমি শুটকি মাছ প্রথমে নিয়ে নিব। এবং আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি।
IMG_20230417_161049_434.jpg
ধাপ ২
  • এরপর শুটকি মাছগুলো গরম পানি দিয়ে টেলে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
IMG_20230417_161735_314.jpg
ধাপ ৩
  • গরম পানি দিয়ে ধোয়া শেষ হলে এবার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে।
IMG_20230417_162216_942.jpg
ধাপ ৪
  • এবার আমার ধুয়া শেষ এখন আমি রেখে দেবো পানি ঝড়ার জন্য। এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব ।
IMG_20230417_162300_013.jpg
ধাপ ৫
  • যেহেতু চিংড়ি মাছের প্রক্রিয়া করা শেষ, এবার আমার লতাগুলো কেটে নেব সুন্দর করে। আপনি চাইলে লতা বাজার থেকে কিনেও আনতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশের কচু গাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি বাজার থেকে কিনে এনেছি। এবং সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি।
IMG_20230417_162536_789.jpg
ধাপ ৬
  • এবার পিয়াজ মরিচ গুলো সুন্দর করে কেটে নেব। সাথে রসুন বাটা আমি করে নিব।
IMG_20230417_162519_294.jpg
ধাপ ৭
  • এবার একটি কড়াইয়ে তেল নিয়ে পিঁয়াজ মরিচ রসুনগুলো সুন্দর করে ভেঁজে নেব হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ।
IMG_20230417_163006_455.jpg
ধাপ ৮
  • এবার বাদামি রং করা পিঁয়াজ মরিচ ভাজির সাথে শুটকি দিয়ে নিব, শুটকিগুলো তেলের সাথে সুন্দর করে ভেজে নিব।
IMG_20230417_163222_834.jpg
ধাপ ৯
  • এবার আমি মসলা নিয়ে নেব যে মসলাগুলো আমি শুটকি রান্নায় ব্যবহার করব।
IMG_20230417_163245_966.jpg
ধাপ ১০
  • এবার মসলাগুলো মিশিয়ে নিবো সুন্দর করে এবং আরেকটু ভাজি করে নিব।
IMG_20230417_163613_752.jpg
ধাপ ১১
  • এবার আমি পানি যোগ করে নিব। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, এটাই শেষ পানি আমি আর পানি ব্যবহার করব না।
IMG_20230417_163848_636.jpg
ধাপ ১২
  • এবার কচুর লতিগুলো যোগ করে দিবো। এবং সুন্দর করে মাঝে মাঝে নাড়াচাড়া করব এবং ঢেকে দিবো এভাবে ১৫ রান্না করব।
IMG_20230417_164008_370.jpg
ধাপ ১৩
  • আমার কচির লতি গুলো দেয়া হয়ে গেছে এবং মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আমি আর পানি ব্যবহার করব না আমি যে পানি ব্যবহার করেছিলাম সেই পানিতেই হয়ে যাবে আমার রান্নাটা, মাঝে মাঝে ঢেকে দিব এবং চুলার আঁচ একবারের লো কোয়ালিটিতে থাকবে। রাতে আমার রান্না ভালোভাবে হয়ে যাবে।
IMG_20230417_165026_395.jpg
পরিবেশন
  • আলহামদুলিল্লাহ আমার রান্না হচ্ছে অনেক সুন্দর ভাবে হয়ে গেছে। আমি কোন রান্নাতে ঝুল রাখিনি একবারে ভাজি ভাজি করেছি, তাতে রান্নাটি একদম সুস্বাদু লাগে। মসলা কষানোর সময় যে হালকা পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিতে আমার রান্না ঠিক হয়ে গেছে। আমি অতিরিক্ত আর কোন পানি ব্যবহার করিনি। কচুর লতিটা ভাজি ভাজি রাখলে খেতে অনেক সুস্বাদু লাগে তাই আমি ভাজি ভাজি রেখেছি।
IMG_20230417_165838_566.jpg

নামিদামি রান্নার ভিঁড়ে আমার এই রান্নাটুকু জানিনা আপনাদের কাছে কেমন লাগলো। তবে আমি এই সিম্পল রান্না দিয়ে ভাত একটু বেশিই খেতে পারি, আমার কাছে তো অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সব সময় তো মাছ গোস্ত খাওয়াই হয়, একবার চেষ্টা করে দেইখেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছের শুটকি আপনার কাছে কেমন লাগে। আশা করি মন্দ লাগবে না। আমি সবসময় সহজ ভাবে রান্না করার চেষ্টা করি, এবং সামান্য উপকরণ ব্যবহার করে রান্না করার চেষ্টা করি, আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। কচুর লতিতপ অনেক পরিমান ভিটামিন রয়েছে। যা শরীরের জন্য অনেক উপকারী। তাই মাঝে মাঝে এসব রান্না খাওয়া যায়। আমার রান্নার মেনুতে মাঝে মাঝে ভিন্ন রকম কিছু থাকে। তাই আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারো লিখব অন্য কোন বিষয় নিয়ে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
লোকেশনঃ সৈয়দপুর
ডিভাইসঃ TECNO CAMON 16 PRO
আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কচুর লতি আমি খুব একটা পছন্দ করি না। তবে আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করা হয়। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। রেসিপি তৈরীর সবগুলো ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। লিখেছেন অনেক ভালো শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

Feedback / Observation

বাহ বস সেই রান্না হয়েছে আজকে। পুরাই ফাটায় দিছো। খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে আপনার পছন্দের খাবার এর রেসিপি শেয়ার করেছেন। কচুর লতি ও শুটকি চিংড়ি মাছের রান্না দেখে লোভ লেগে গেলো। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ❤️❤️❤️

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ গুরু দাওয়াত থাকলো 🥰

কচুর লতি দিয়ে চিংড়ি এবং কাচকি শুঁটকির মজাদার রেসিপি দেখে জিভে জল আসল ভাই। আপনি পোস্ট অনেক সুন্দর করে উপকরণ গুলো উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ বেশ সুন্দর ছিল। পোস্টে মার্কডাউন যথেষ্ট ভাল ছিল তবে শেষ ধাপ না দিয়ে পরিবেশন লিখতে পারেন। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে 🥰

কচুর লতি আমার প্রিয় একটি খাবার।মাঝে মাঝেই আমার আম্মু এটা রান্না করেন।শুটকি দিয়ে কচুর লতি খুব মজার হয়।আর এই রান্নায় যে লতি ব্যবহার করা হয়েছে তা খুবই পুষ্টি গুনসম্পন্ন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু 🥰

কচুর লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়।অনেক দিন আগে খেয়েছিলাম। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই।ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই 🥰

DescriptionInformation
Club StatusClub75✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

ধন্যবাদ বড় ভাই 🥰

অনেক সুন্দর একটা রেসিপি পোস্ট উপস্থাপন করেছেন ভাই, কচুর লতি খেতে অনেক সুস্বাদু, গ্রাম অঞ্চলের মানুষ এই কচুর লতি বেশি খায়।আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, তবে আপনি কচুর লতিতে শুঁটকি মাছ দিয়েছেন,দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য

অনেক ধন্যবাদ ভাই 🥰

কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।কচুর লতি আমার অনেক পছন্দের একটি খাবার। গ্রাম অঞ্চলের মানুষের অনের জনপ্রিয় একটি খাবার। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

অনেক ধন্যবাদ ভাই 🥰

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এই খাবারটি অনেক বেশি লোভনীয়। প্রতিটি বাঙালি এই খাবারটি ভালোবাসে।ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। খুব সাজানো গোছানো একটি রেসিপি পোস্ট এটি। আবারো ধন্যবাদ।

শুভ ধন্যবাদ আপু 🥰

কচুর লতি দিয়ে কাকসি শুটকি আমার কখনো খাওয়া হয়নাই। আপনি বরাবরেই অনেক সুন্দর রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করে থাকেন। আপনি প্রতিটি ধাপে ধাপে রান্না করার রেসিপি অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি রান্না আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই 🥰

আপনি অনেক সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কচুর লতি খেতে অনেক স্বাদ। গ্রামের মানুষ এই কচুর লতি খেতে পছন্দ করে। কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না করা অনেকদিন আগে খেয়েছিলাম কিন্তু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাওয়া হয়নি আপনার পোস্টে আমি প্রথম শুনলাম তাই চেষ্টা করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি খাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন।
#miwcc